Tag: মামলা

  • নাসির-তামিমার বিরুদ্ধে মামলা

    নাসির-তামিমার বিরুদ্ধে মামলা

    ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা হয়েছে।

    বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন।

    এবারের ভালোবাসা দিবসে প্রেমিকা তামিমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তামিম। পরিকল্পনামাফিক জমকালো উদযাপনে বিয়েটাও করে ফেলেন।

    বিয়ের সপ্তাহ না গড়াতেই তামিমার আগের স্বামী রাকিব হাসান থানায় জিডি করেন। রাকিবের অভিযোগ, তামিমার সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন তিনি। তাদের ৮ বছরের কন্যাসন্তান রয়েছে। এটা জেনেও নাসির তার স্ত্রীকে বিয়ে করেছে। বিয়ের আগে তামিমা তাকে ডিভোর্স দেননি।

    শুধু তাই নয়, ‘ব্যাড বয়’ খ্যাত নাসিরকে বিয়ে করার আগে আরও একজনের সঙ্গে সম্পর্ক জড়িয়েছিলেন তাম্মি। তার সঙ্গে সংসারও পেতেছিলেন। কিন্তু ছয় মাস সংসার করার পর ফিরে আসেন। এরপর নতুন করে নাসিরের সঙ্গে সম্পর্কে জড়ান সৌদি এয়ারলাইন্সের এ বিমানবালা।

    তারপরও সব জেনেশুনেই তামিমাকে বিয়ে করেছেন বলে জানিয়েছেন ক্রিকেটার নাসির।

  • খাগড়াছড়ি পৌরসভার সদ্য সাবেক মেয়রের বিরুদ্ধে মামলা

    খাগড়াছড়ি পৌরসভার সদ্য সাবেক মেয়রের বিরুদ্ধে মামলা

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি পৌরসভার নির্বাচন চলাকালে আওয়ামীলীগের দলীয় কার্যালয় ভাংচুর, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সাবেক মেয়র রফিকুল আলমসহ তাঁর সমর্থকদের বিরুদ্ধে ৩ টি মামলা দায়ের করা হয়েছে।

    মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সদর থানায় মামলা গুলো গ্রহণের কথা নিশ্চিত করেন অফিসার ইনচার্জ(ওসি) মুহম্মদ রশীদ।

    মামলার এজাহারে, গত ১৬ জানুয়ারী দুপুরে পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের নির্দেশে পৌরসভার ৬নং ওয়ার্ডের শালবন ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে ভাংচুর করা হয়। এছাড়া ভোট কেন্দ্রে আসা ভোটার ও আওয়ামীলীগ সমর্থিত নেতাকর্মীদের ভয়-ভীতি প্রদর্শন এবং মহিলাদের শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ করা হয়েছে।

    খাগড়াছড়ি পৌর আওয়ামীলীগের ৬নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মো. মতি, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাব্বি ও জেলা মহিলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মেহেরুন নেছা মামলাগুলো দায়ের করেন।

    খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহম্মদ রশীদ জানান, সাবেক মেয়র রফিকুল আলমকে তিনটি মামলায় অন্যতম আসামী করে একাধিক ব্যক্তির বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনগত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারী খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে শালবনের টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট কেন্দ্রে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী নির্মলেন্দু চৌধুরী ও স্বতন্ত্র মেয়র প্রার্থী রফিকুল আলমের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

    ২৪ ঘণ্টা/প্রদীপ

  • চন্দনাইশে জোড়া খুনের ঘটনায় ওসি প্রদীপসহ ৫ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা

    চন্দনাইশে জোড়া খুনের ঘটনায় ওসি প্রদীপসহ ৫ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম নিউজ : চট্টগ্রামের চন্দনাইশ পুলিশের সহায়তায় নিজ গৃহ থেকে ২ ভাইকে ধরে নিয়ে টেকনাফের মাদক ব্যবসায়ী সাজিয়ে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে নিহত দুই ভাই আমানুল হক ফারুক ও আজাদুল হক আজাদের ছোট বোন রিনাত সুলতানা শাহীন।

    মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন (বিএইচআরএফ) এর আইনি সহায়তায় আজ বুধবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কামরুন নাহার রুমী’র আদালতে মামলাটি দায়ের করেন তিনি। শাহীন একটি প্রাইভেট হাসপাতালে নার্স হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

    মামলায় বর্তমান সময়ের আলোচিত ওসি প্রদীপ কুমার দাশ ও টেকনাফ থানার আরো ৪ পুলিশ সদস্যসহ মোট ৫ জনের নাম উল্লেখ করা হয় এবং একই মামলায় চন্দনাইশ থানা পুলিশের বেশ কয়েকজন সদস্য জড়িত থাকার কথা উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করা হয়।

    এ মামলায় আসামির তালিকায় ওসি প্রদীপ কুমার দাশের নাম ছাড়াও উল্লেখ রয়েছে টেকনাফ থানার উপপরিদর্শক ইফতেখারুল ইসলাম, কনস্টেবল মাজহারুল, দ্বীন ইসলাম ও আমজাদের নাম।

    দুই ভাই হত্যার ঘটনায় মামলা দায়েরের তথ্যটি নিশ্চিত করেছেন বাদির আইনজীবী এডভোকেট জিয়া আহসান হাবীব।

    তিনি বলেন, আদালত মামলাটি গ্রহণ করে চট্টগ্রাম জেলা পুলিশের এএসপিকে (আনোয়ারা) মামলাটি তদন্ত করে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

    মামলার আরজিতে বলা হয়, চলতি বছরের ১৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বাহারাইন ফেরত ছোট ভাই আজাদুল হক আজাদ নিখোঁজ হয়। এর দুদিন পরেই ১৫ জুলাই দুপুর ২ টার দিকে বাসা থেকে তার বড় ভাই আমানুল হক ফারুককে ধরে নিয়ে যায় চন্দনাইশ থানা পুলিশ।

    একইদিন সন্ধ্যায় ফারুককে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। রাতে নিখোজ আজাদ ও বাসা থেকে তুলে নেওয়া ফারুকের মায়ের মুঠোফোনে অজ্ঞাত পরিচয়ে একটি ফোন আসে। দুই ভাইকে জীবিত পেতে চাইলে ৮ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়।

    মুক্তিপনের টাকা না দেওয়াতে পরদিন দুই ভাইকে মাদক ব্যবসায়ী সাজিয়ে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যা করা হয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তীর যোগসাজশে ওই দুই ভাইকে তুলে নিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন নিহতদের স্বজনরা।

    এ বিষয়ে মামলার বাদি আইনজীবী এডভোকেট জিয়া আহসান হাবীব বলেন, দুই সহোদর ভাইকে টেকনাফের মাদক ব্যবসায়ী হিসেবে হত্যার কথা বললেও প্রকৃত পক্ষে তাদেরকে ধরে নেয়া হয় চন্দনাইশের ঠিকানা থেকে। যার ভিডিও ফুটেজ ও অন্যান্য সাক্ষ্য প্রমান আদালতে দাখিল করা হয়।

    বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট এ.এম জিয়া হাবীব আহসান, এডভোকেট এ.এইচ.এম জসিম উদ্দিন, এডভোকেট দেওয়ান ফিরোজ আহমদ, এডভোকেট মোঃ হাসান আলী, এডভোকেট প্রদীপ আইচ দীপু, এডভোকেট সাইফুদ্দিন খালেদ ও এডভোকেট মোহাম্মদ বদরুল হাসান।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • নকল মাস্ক সরবরাহ : সাবেক ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে বিএসএমএমইউর মামলা

    নকল মাস্ক সরবরাহ : সাবেক ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে বিএসএমএমইউর মামলা

    নকল মাস্ক সরবরাহ করায় ‘অপরাজিতা ইন্টারন্যাশনালের’ স্বত্বাধিকারী ও ছাত্রলীগের সাবেক নেত্রী শারমিন জাহানের বিরুদ্ধে মামলা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

    মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

    শুক্রবার (২৪ জুলাই) ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ মামলার এজহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।

    এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বিএসএমএমইউর প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান।

    এজাহারের উদ্ধৃতি দিয়ে ওসি আবুল হাসান বলেন, এই কার্যাদেশের বিপরীতে অপরাজিতা ইন্টারন্যাশনাল ৩০ জুন প্রথম দফায় ১৩০০, ২ জুলাই দ্বিতীয় ও তৃতীয় দফায় ৪৬০ ও ১০০০ এবং চতুর্থ দফায় ৭০০ মাস্ক সরবরাহ করে। তৃতীয় ও চতুর্থ দফায় পণ্য ‘সামগ্রিক গুণগতমানের স্পেসিফিকেশন অনুযায়ী পাওয়া যায়নি’ বলে অভিযোগ করা হয়।

    মামলায় অভিযোগ করা হয়, কোনো কোনো ফেইস মাস্কের বন্ধনী ছিঁড়ে গেছে, কোনো মাস্কের ছাপানো ইংরেজিতে লেখা ‘ত্রুটিপূর্ণ’ পাওয়া গেছে। এ ধরনের ত্রুটিতে কর্তৃপক্ষ বুঝতে পারে, মাস্ক নিম্নমানের ছিল। এর ফলে কোভিড-১৯ সম্মুখযোদ্ধাদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়তে পারত।

    এবিষয়ে ১৮ জুলাই অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে কারণ দর্শানোর নোটিস দেয় বিএসএমএমইউ। ২০ জুলাই লিখিত জবাবে শারমিন দুঃখপ্রকাশ করেন, যা আসামির দোষ স্বীকারের শামিল।

    তিনি জানান, বিষয়টি আমলে শারমিন জাহানের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মামলা দায়ের করা হয়।

    জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন-১ শাখায় সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত শারমিনের মালিকানাধীন অপরাজিতা ইন্টারন্যাশনাল ২৭ জুন ১১ হাজার মাস্ক সরবরাহের কার্যাদেশ পায়। আসল এন-৯৫ মাস্কের সঙ্গে নকল মাস্কও সরবরাহ করে অপরাজিতা ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রায় ৮০-৯৫ লাখ টাকার মাস্ক কিনেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

    এ ঘটনায় ‘অপরাজিতা ইন্টারন্যাশনাল’কে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। এছাড়াও ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

    বিএসএমএমইউ কর্তৃপক্ষের কারণ দর্শানোর নোটিশের পরিপ্রেক্ষিতে তার উত্তর দিয়েছেন অপরাজিতা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান। তারা বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলে উলেখ করেছেন। তাতে বলা হয়েছে, নকল মাস্ক সরবরাহ করার কোনো ইচ্ছা তাদের ছিল না। তাদের কাছে প্যাকেটজাত অবস্থায় মাস্কগুলো যেভাবে এসেছে সেভাবেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হয়েছিল। তবে অভিযোগ পাওয়ার পরপরই তারা সেসব মাস্ক প্রত্যাহার করে নিয়েছে।

    শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ২০০২ সালে ছাত্রলীগের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখার সভাপতি নির্বাচিত হন। আওয়ামী লীগের গত কমিটিতে তিনি মহিলা ও শিশুবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ছিলেন। বর্তমান কমিটিতে কোনো পদ না পেলেও দলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

    শারমিন ২০১৬ সালের ৩০ জুন স্কলারশিপ নিয়ে চীনের উহানের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। গত ২৩ জানুয়ারি থেকে উহানে লকডাউন শুরু হলে তিনি দেশে ফিরে আসেন। তার শিক্ষা ছুটির মেয়াদ এখনও শেষ হয়নি। এর মধ্যে চীনে থাকা অবস্থায় ২০১৯ সালের মার্চে অপরাজিতা ইন্টারন্যাশনাল নামে সরবরাহকারী নিজের ব্যবসা শুরু করেন।

    নকল মাস্ক সরবাহর নিয়ে যা হচ্ছে তাকে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন অপরাজিতা ইন্টারন্যাশনালে স্বত্বাধিকারী শারমিন জাহান।

    তিনি বলেন, আমার দেয়া মাস্ক দেখে বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ বেশ সন্তুষ্ট ছিলেন। কিন্তু যখন মাস্কে সমস্যা দেখা দিল তারা সেগুলো ফেরত দিয়েছে। আমি দুঃখপ্রকাশ করেছি। কারণ এটা তো আমি তৈরি করিনি। কিন্তু এখন যা হচ্ছে তা তো দুঃখজনক।

    আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে শারমিন জাহান জানান, তিনি আইনিভাবে মোকাবেলা করবেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লক্ষ্মীপুরে স্ত্রী নির্যাতনের মামলায় ইউপি সদস্য কারাগারে

    লক্ষ্মীপুরে স্ত্রী নির্যাতনের মামলায় ইউপি সদস্য কারাগারে

    অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে অশ্লীল ছবি তুলে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর মামলায় ইউপি সুদস্য সুমন মিঝিকে (৩৪) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

    সোমবার সন্ধায় স্থানীয় মোল্ললারহাট বাজার থেকে-গ্রেফতারের পর মঙ্গলবার সকালে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত সুুুমন মিঝি দক্ষিণ চরবংশী ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য ও একই এলাকার শাহ আলম মিঝির ছেলে।

    মামলার এজাহার সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য সুমন অন্য নারীর সাথে পরকিয়া ও নেশাগ্রস্থ থাকতো। এসবের প্রতিবাদ করলে সুমন তার স্ত্রী গৃহবধু ও বামনী ইউপির সাইচা গ্রামের সফিকুল ইসলামের মেয়ে শাহানা আক্তার মিকার উপর নির্যাতন করতো। এসব নির্যাতন থেকে বাঁচতে একপর্যায়ে গত বছরের ২৩ নভেম্বর সুমনকে তালাক দেয়ার পর সে মাফ চাওয়ায় ও শিশু সন্তানের কথা চিন্তা করে ২৩ ডিসেম্বর তা প্রত্যাহার করে নেয় শাহানা আক্তার।

    কিন্তু এসব ভূলে গিয়ে সুমন আবার নির্যাতন করে ও তিন লাখ টাকা যৌতুক দাবি করে। মিকা অপারগতা প্রকাশ করলে সুমন তার পরিবারের সদস্যদের দিয়ে শারিরিক নির্যাতন করা হয়। অশ্লীল ছবি তুলে যৌতুক দাবি ও মারধর করার ঘটনায় ৯ জুলাই গৃহবধু মিকা বাদী হয়ে সুমনসহ তার মা, বোন ও ভাইকে আসামী করে থানায় মামলা করেন।

    এঘটনায় দক্ষিন চরবংশী-ইউপি সদস্য সুমনের পরিবার জানান, তাদের গৃহবধু মিকার মামলা সাজানো। তাকে নির্যাতন বা যৌতক চাওয়া হয়নি। আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

    রায়পুর থানার এসআই শামসুল আরেফিন জানান, স্ত্রীকে নির্যাতন ও যৌতুকের মামলার প্রধান আসামী ইউপি সদস্য সুমন মিঝিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • বোয়ালখালীতে অন্তঃসত্ত্বা কিশোরী ধর্ষণের ৯ মাস পর মামলা

    বোয়ালখালীতে অন্তঃসত্ত্বা কিশোরী ধর্ষণের ৯ মাস পর মামলা

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই কিশোরী বর্তমানে ৯ মাসের অন্তঃসত্ত্বা।

    ঘটনার ৯ মাস পর ধর্ষণের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে সোমবার (৬ জুলাই) থানায় এজহার দায়ের করলে রাত ২টায় এজহারটি মামলা হিসেবে থানায় রেকর্ড করা হয়।

    দায়েরকৃত এজাহারে বলা হয়, গত বছরের ১০ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে কিশোরীকে ঘরে রেখে বাবা-মা মন্দিরে পূজা দিতে যান। ওইদিন রাত সাড়ে ১২টার দিকে কিশোরীকে একা পেয়ে উপজেলা পোপাদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাঁশি চন্দ্রের ছেলে মিন্টু চন্দ্র (২২) ঘরে ঢুকে জোর করে মুখ চেপে ধরে ধর্ষণ করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে বিষয়টি গোপন রাখার জন্য বলে।

    পরবর্তীতে চলতি বছরের শুরুর দিকে শারীরিক অবস্থার পরিবর্তন হলে ঘটনাটি পরিবারকে খুলে বললে মিন্টুর পরিবারকে জানান ওই কিশোরীর পরিবার।

    মিন্টুর পিতা বাঁশি চন্দ্র কিশোরীকে ছেলের বউ করার প্রতিশ্রুতি দিয়ে সময়ক্ষেপণ করতে থাকলে ঘটনাটি কিশোরীর পরিবার স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। এতে দীর্ঘ সময় পেড়িয়ে গেলেও ন্যায় বিচার না পাওয়ায় থানায় এজাহার দায়ের করেছেন কিশোরীর মা।

    স্থানীয়রা জানান, ওই কিশোরীর পিতা রিকশা ও মা অন্যের বাড়ীতে গৃহস্থালি করে সংসার চালান।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন জানান, মেয়ে বাবা-মা এ বিষয়ে জানিয়েছিলেন। তবে তারা উভয়পক্ষ বিষয়টি সামাজিকভাবে সমাধানের কথা বললেও কিশোরীর পরিবারকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছিলাম।

    বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, অভিযোগ পেয়ে মামলা রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে। কিশোরীকে জবানবন্দির গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

    তবে স্থানীয়ভাবে আপস-মীমাংসার নামে এ ধরনের ঘটনায় দীর্ঘ সময়ক্ষেপণ দুঃখজনক বলে জানান তিনি।

    ২৪ ঘণ্টা/এম আর/পূজন

  • এক রাতেই কাটলো ৭৫ হাজার গাছ/বনবিভাগের মামলা,বৌদ্ধ ভিক্ষুর দিকেই অভিযোগের তীর!

    এক রাতেই কাটলো ৭৫ হাজার গাছ/বনবিভাগের মামলা,বৌদ্ধ ভিক্ষুর দিকেই অভিযোগের তীর!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বিশেষ প্রতিবেদন : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন বিভাগের প্রায় ৭৫ হাজার বিভিন্ন জাতের গাছের চারা রাতের আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা।

    জানা যায়, সরকারের পরবিশে ও বন মন্ত্রণালয়রে ‘টেকসই বন ও জীবিকা (সুফল)’ প্রকল্পের আওতায় বনায়নের জন্য এসব চারা তৈরী করা হয়েছিল। সপ্তাহ খানেক ধরে নার্সারি থেকে এসব চারা তুলে রোপন করছিল বনবিভাগ।

    কোটি টাকা মুল্যের এসব চারা রাতের আঁধারে কারা কেটে দিয়েছে তা কেউ না দেখলেও বনের জায়গা দখল করার অংশ হিসেবে স্থানীয় এক বৌদ্ধ ভিক্ষুর দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন বনবিভাগ।

    তিনি ইতিমধ্যেই প্রায় অর্ধ শতাধিক একর সংরক্ষিত বনের জায়গা দখল করে সেখানে গড়ে তুলেছেন বৌদ্ধ বিহার ও আশ্রম। সেখানে বসবাস করেন ভিক্ষুসহ শতাধিক মানুষ।

    শনিবার (৬ জুন) দিবাগত রাতের কোন একসময়ে দূর্বৃত্তরা চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন রাঙ্গুনিয়ার খুরুশিয়া রেঞ্জের ফলহারিয়ার সংরক্ষিত বনের নার্সারিতে এই তান্ডব চালায়।

    স্থানীয়দের অভিযোগ, সুখবিলাস বনবিটের আওতাধীন ফলহারিয়া এলাকায় বনবিভাগের এই নার্সারি সংলগ্ন প্রায় ৫০ একর বনের জায়গা দখল করে গড়ে উঠেছে জ্ঞানশরণ মহাঅরণ্য বৌদ্ধ বিহার।

    ২০১১ সাল থেকে বৌদ্ধ ধর্মীয় গুরু শরণঙ্কর থের ধ্যান করার জন্য প্রথমে পাঁচ শতক বনের জায়গায় একটি ঘর করে দখলের সুচনা করেন বলে জানান স্থানীয়রা।

    ক্রমান্বয়ে সংরক্ষিত বনের জায়গা দখলের পরিধি বর্তমানে ৫০ একর ছাড়িয়ে সুপরিসর বিহার ও আশ্রম গড়ে তুলেন শরণঙ্কর থের। শনিবার রাতে ৭৫ হাজার চারা কেটে ফেলার ঘটনায় রোববার (৭ জুন) রাতে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দিয়েছেন সুখবিলাস বনবিট কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। পুলিশ ঘটনার তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

    এদিকে জ্ঞানশরণ মহাঅরণ্য বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দিপঙ্কর ভিক্ষু গাছের চারা কেটে ফেলার সাথে তারা জড়িত নয় দাবী করে বলেন, তবে তাদের বিহারের সম্পূর্ণ জায়গা বনবিভাগের।

    খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, বর্তমানে শরণঙ্কর ভিক্ষুর দখলীয় বনের জায়গা ৫০ একর ছাড়িয়ে যাবে। তিনি যাতে আর দখলের পরিধি বাড়াতে না পারেন সেজন্য সুফল প্রকল্পের আওতায় বনায়নের উদ্যোগ নেন তারা। কয়েকদিন ধরে বৌদ্ধ বিহারের আশপাশের জায়গায় চারা রোপন শুরু করেন বনবিভাগ।

    তবে রাতের আঁধারে প্রায় কোটি টাকা মূল্যের ৭৫ হাজার গাছের চারা কেটে তছনছ করে দেন বলে তিনি দাবী করেন। তিনি বলেন, সরকারি বনজ সম্পদ ব্যবস্থাপনা, বন সংরক্ষণ ও পুনরুদ্ধারে স্থানীয় জনগণরে অংশগ্রহণ বাড়ানো এবং বনজ সম্পদ উজাড় রোধ ও বননর্ভির জনগোষ্ঠীর বিকল্প জীবিকা সুবধিা প্রদানসহ বেশ কিছু লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ২০১৮ সালের জুলাই থেকে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ‘সুফল’ প্রকল্পের কাজ শুরু করে বনবিভাগ।

    এই প্রকল্পের অধীনে সুখবিলাস বনবিটের ফরহারিয়ায় শতাধিক হেক্টর ভুমিতে ২০১৯-২০ অর্থবছরে দীর্ঘমেয়াদি বনায়ন করার জন্য ৯৫ হাজার গাছের চারার লক্ষ্যমাত্রা নিয়ে নার্সারি গড়ে তুলেন।

    সুখবিলাস বনবিট কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, নার্সারি থেকে চারা তুলে শ্রমিকরা সপ্তাহখানেক ধরে পাহাড়ে চারা রোপন করে আসছে। কিন্তু শনিবার রাতে নার্সারিতে থাকা প্রায় ৭৫ হাজার চারা গাছ কেটে তছনছ করে দেন দূর্বৃত্তরা।

    সরকার চারা রোপন করলে আর বনের জায়গা দখল করা যাবেনা, সেই চিন্তা থেকেই দখলবাজরা রাতের আঁধারে একাজ করতে পারেন বলে তিনি দাবী করেন।

    ২৪ ঘণ্টা/আলীউর রহমান/রাজীব প্রিন্স

  • করোনা পরিস্থিতি / সীতাকুন্ড উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত, ১৮ মামলা

    করোনা পরিস্থিতি / সীতাকুন্ড উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত, ১৮ মামলা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসজনিত প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে শারীরিক দূরত্ব নিশ্চিতকরণ, বাজার মনিটরিংয়ের উদ্দেশ্যে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন হাট বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

    আজ ২০ মে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার পৌরসভা, কলেজগেট, বাড়বকুণ্ডের শুকলাল হাট, ভাটিয়ারী বাজার ও মাদাম বিবির হাটে চলে এ অভিযান।

    অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। তিনি বিভিন্ন অভিযোগে ১৮টি মামলায় ৪৪ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন।

    এরমধ্যে দোকানকে মূল্য তালিকা না থাকা, মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে সীতাকুণ্ড পৌর বাজারের একটি মুদি দোকানকে ২ হাজার, ও এক মাংস বিক্রেতাকে ৫শ টাকা, বাড়বকুণ্ড বাজারের একটি মুদি দোকানকে ৩ হাজার টাকা ও একটি ডিপার্টমেন্টাল স্টোরকে ৪ হাজার টাকা এবং ভাটিয়ারী বাজারের ২টি ডিপার্টমেন্টাল স্টোরকে ৫হাজার টাকা করে ও এক ফল বিক্রেতাকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।সীতাকুণ্ড বাজারে করোনা পরিস্থিতি তদারকি করছে ভ্রাম্যমান আধালত

    অন্যদিকে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় সীতাকুণ্ড পৌর বাজারের নবী স্টোরকে ৭ হাজার টাকা ও এ রহমান স্টোরকে ৩ হাজার টাকা, ভাটিয়ারী বাজারের পুষ্প ফ্যাশনকে ১ হাজার টাকা ও টিএস কসমেটিককে ১ হাজার টাকা এবং মাদাম বিবির হাটের ভাই ভাই সু স্টোর, সাজ্জাদ সু স্টোর, আজমীর ক্লথ স্টোর, আল মদিনা ক্লথ স্টোর ও শাহাজাদিয়া স্টোরকে ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

    এছাড়াও ভাটিয়ারীতে সরকারি নির্দেশনা উপেক্ষা করে যাত্রী পরিবহন করায় একটি প্রাইভেট কারকে ৫শ টাকা ও একটি পিকআপকে ৫শ টাকা জরিমানা করে ম্যাজিস্ট্রেট।

    প্রতিটি বাজারে মাইকিং এর মাধ্যমে জনসাধারণকে শারীরিক দূরত্ব বজায় রাখতেও সচেতন করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    ২৪ ঘণ্টা/ শারমিন সুমি/ আর এস পি

  • সিটি নির্বাচন বাতিল চেয়ে তাবিথের মামলা

    সিটি নির্বাচন বাতিল চেয়ে তাবিথের মামলা

    গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকার উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে অনিয়ম হয়েছে উল্লেখ করে তার ফলাফল বাতিল এবং নতুন করে নির্বাচন চেয়ে মামলা করেছেন বিএনপির সমর্থনে নির্বাচন করে হেরে যাওয়া প্রার্থী তাবিথ আউয়াল।

    আজ সোমবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে তিনি হাজির হয়ে এ মামলা করেছেন।

    মামলায় প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, যুগ্ম সচিব, আওয়ামী লীগের সমর্থনে নির্বাচন করে জয়ী প্রার্থী আতিকুল ইসলাম, নির্বাচনে পরাজিত প্রার্থী কমিউনিস্ট পার্টির প্রার্থী আহমেদ সাজেদুল হক, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহিন খান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসুদকে বিবাদী করা হয়েছে।

    মামলার বাদীর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘আমরা গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অনিয়মের নির্বাচন এবং ফলাফল বাতিল চেয়েছি এবং নতুন নির্বাচন ও নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আবেদন করেছিল। আদালত আমাদের মামলা গ্রহণ করেছেন এবং কয়েকদিনের মধ্যে শুনানির একটি দিন ধার্য করবেন।‘

    প্রসঙ্গত, গত ১ ফেব্রয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। নৌকায় তার ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোটের বিপরীতে তাবিথ আউয়াল ধানের শীষে পান ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

    নির্বাচন কমিশন ৪ ফেব্রুয়ারি আতিকুল ইসলামকে উত্তর সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। সে অনুযায়ী সংক্ষুব্ধ প্রার্থীরা আগামীকাল মঙ্গলবার পর্যন্ত নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার সুযোগ পাবেন।

  • মামাকে নানা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, দুদকের মামলা

    মামাকে নানা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, দুদকের মামলা

    নওগাঁর মহাদেবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা দুলাল হোসেনের (৩০) বিরুদ্ধে ভুয়া পরিচয় ব্যবহার করে মামাকে নানা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিতে নিয়োগ নেয়ার অভিযোগে রাজশাহী দুর্নীতি দমন কমিশনে মামলা হয়েছে।

    মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তার বিরুদ্ধে জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার মামলা দায়ের করেন। দুদক সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের বিষয়টি নিশ্চিত করেছেন।

    মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৬ অক্টোবর দৈনিক সংবাদ পত্রিকায় সংরক্ষিত কোটায় ‘উপ-সহকারী কৃষি কর্মকর্তা’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। দুলাল হোসেন ওই বছরের ৮ নভেম্বর আবেদন করে চূড়ান্ত নির্বাচিত হন। ২০১৩ সালের ২৪ জুলাই দুলালের নামে সংরক্ষিত মুক্তিযোদ্ধা কোটায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগপত্র ইস্যু করা হয়। ১২ আগস্ট তিনি রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে যোগদান করেন। মে/২০১৯ পর্যন্ত তিনি মোট ১৩ লাখ ৮৭ হাজার ৯৮৪ টাকা বেতন ও ভাতাদি উত্তোলন করেছেন।

    দুলাল হোসেন ২০০৫ সালে দাখিল এবং ২০০৯ সালে কৃষি ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। চাকরি পাওয়ার জন্য তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হতে ইস্যুকৃত বর্তমানে নওগাঁ জেলার মান্দা উপজেলার ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আলী মন্ডল, পিতা-মৃত মকিম উদ্দিন মন্ডল, সাং- তুড়গ্রাম, ডাকঘর- বৈদ্যপুর, উপজেলা-মান্দা, জেলা-নওগাঁ এর মুক্তিযোদ্ধা সনদ আবেদনপত্রের সঙ্গে দাখিল করেন।

    একইসঙ্গে মো. রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, ভালাইন ইউনিয়ন পরিষদ, মান্দা, নওগাঁ এর স্বাক্ষর জাল করে প্রত্যয়নপত্র দাখিল করেন। প্রত্যয়নপত্রে তার মা দুলোতন বিবিকে মো. ইব্রাহিম মণ্ডলের জ্যেষ্ঠ কন্যা বলে উল্লেখ করা হয়। তবে ভালাইন ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে জানানো হয়েছে- এধরনের কোনো প্রত্যয়নপত্র ইস্যু করা হয়নি।

    মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায় বলেন, এ ব্যাপারে একটা অভিযোগ আমার কছে এসেছে। বিষয়টা তদন্তাধীন আছে। আমি তদন্তাধীন কোনো বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না।

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ নিয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এরইমধ্যে দুদক রাজশাহী কার্যালয়ে সাক্ষাৎকার দিয়েছেন দুলাল হোসেন। তদন্তে অভিযুক্ত প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    রাজশাহী দুদক সমন্বিত জেলা কার্যালয় উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, আমাদের অনুসন্ধানে মামাকে নানা বানিয়ে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে চাকরি পাওয়ার প্রমাণ মিলেছে। সেই অনুযায়ী গত ২৫ ফেব্রুয়ারি দুদক রাজশাহী জেলা কার্যলয়ে মামলা হয়েছে।

  • আইআইইউসি’তে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর : শিক্ষকসহ অজ্ঞাত ৭০ জনের বিরুদ্ধে মামলা

    আইআইইউসি’তে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর : শিক্ষকসহ অজ্ঞাত ৭০ জনের বিরুদ্ধে মামলা

    ২৪ ঘন্টা ডট নিউজ। কামরুল দুলু,সীতাকুণ্ড : আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে দুই জামায়াত নেতা ও বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী চার শিক্ষকসহ আরো অজ্ঞাত ৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

    সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন যুবলীগ নেতা কামাল উদ্দিন। মামলার আসামিরা হলেন, জামায়াত নেতা আ ন ম শামসুল ইসলাম ও আহসান উল্লাহ এবং চার শিক্ষক মাহবুব রহমান, কাউছার আহমেদ, মোহাম্মদ শফিউল আলম ও নিজাম উদ্দিন।

    মামলায় অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ড বিধির ১৪৩, ১৪৭, ১৪৮ ধারার পাশাপাশি ১২৪ (ক) ধারায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।

    সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে ছয়জনের নাম উল্লেখ করে ও ৬০-৭০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন কামাল উদ্দিন। মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

    মামলার এজাহারে বাদি উল্লেখ করেছেন, গত ২৯ জানুয়ারি সকাল ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে জামায়াত-শিবিরের ক্যাডাররা। খবর পেয়ে তিনি দ্রুত ওই ক্যাম্পাসে গিয়ে ছবি ভাঙচুরের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা তাকে হত্যা করে লাশ গুমের হুমকি দেয়।

    এদিকে গত ১০ ফেব্রুয়ারি ক্যাম্পাসের অডিটোরিয়াম হলে এক সংবাদ সন্মেলনের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল-মিটিং সম্পুর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করে। আইআইইউসি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর কে এম গোলাম মহিউদ্দিন এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রেজিস্টার আবুল কাসেম।

  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্যাতন : ১০ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্যাতন : ১০ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি)র এক ছাত্রকে শিবির আখ্যা দিয়ে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যলয়ের ১০ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২, চট্টগ্রামে এর আদালতে হামলার শিকার মাসুদুর রহমান আদনান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

    আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দিয়েছেন।

    মামলা দায়েরের বিষয়ে বাদী ও আইআইইউসি’র কুর’আনিক সাইন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২য় সেমিস্টারের ছাত্র সুদুর রহমান আদনান বলেন, মামলাটি পিবিআই নিয়েছেন। গণমাধ্যমে আমাকে নির্যাতনের ছবি ছেপেছে। আশা করি পিবিআইয়ের ওপর যদি কোন ধরণের চাপ না আসে তাহলে সঠিক তদন্ত হবে এবং আসামীদের উপযুক্ত শাস্তি হবে। আর আমি ন্যায় বিচার পাবো।

    মামলার এজহার থেকে জানা যায়, আইন বিভাগের ছাত্র (আইডি নং- LM- 183122) উচো অং মারমাকে ১নং আসামী করে মোট ১০ জনের বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়।

    এজহারে অভিযুক্ত বাকি আসামিরা হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের ছাত্র মশিউর রহমান মৃদুল, একই বিভাগের অনিক ইসলাম অনিক, ওমর ফারুক তুহিন, আব্দুল্লাহ আল নাঈম রবিন আইন বিভাগের হাসান হাবিব মুরাদ, এমবিএ এর ছাত্র শফিউল ইসলাম, ইকোনমিক্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রবিউল হোছাইন রনি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের ছাত্র আব্দুল্লাহ আলম তাশরীফ এবং কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের ছাত্র মো. আফজাজুল হক অমি। বাদী জানায়, তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

    আইআইইউসি সুত্রে জানায়, গত ২৭ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের উসমান (রা.) হলের আদনানকে শিবির সন্দেহে মারধর করেন ছাত্রলীগ পরিচয়ধারী কয়েক ছাত্র। পরে শিক্ষকেরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এ ঘটনার জেরে ২৯ জানুয়ারি ক্যাম্পাসে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান করে।

    পরে উদ্বুদ্দ পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।