Tag: মারা গেলেন

  • সদ্য নিযুক্ত স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের স্ত্রী কামরুন্নাহারও মারা গেলেন করোনায়

    সদ্য নিযুক্ত স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের স্ত্রী কামরুন্নাহারও মারা গেলেন করোনায়

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন সদ্য নিযুক্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের সহধর্মিণী কামরুন্নাহার জেবু। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    শনিবার (১৩ জুন) রাত পৌণে ১২টার সময় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) খন্দকার জাকির হোসেন তথ্যটি নিশ্চিত করেন।

    জানা যায়, করোনা সংক্রমণ নিশ্চিত হওয়ার পর গত ১১জুন বৃহস্পতিবার সচিব মো. আব্দুল মান্নানের স্ত্রী কামরুন্নাহারকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল।আব্দুল মান্নানের স্ত্রী করোনায় মারা গেছেন

    কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার রাতে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

    কিশোরগঞ্জের আলোচিত সন্তান আব্দুল মান্নান চট্টগ্রামের সাবেক বিভাগীয় কমিশনার ও সাবেক জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের সংসারে দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • করোনা আক্রান্ত হয়ে ওমানে মারা গেলেন রাউজান পূর্বগুজরার লোকমান

    করোনা আক্রান্ত হয়ে ওমানে মারা গেলেন রাউজান পূর্বগুজরার লোকমান

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ সুলতানাত অব ওমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাউজানের মো. লোকমান হোসেন (৪৮)।

    সে উপজেলার ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের আধার মানিক গ্রামের এনায়েত ফকির বাড়ির মৃত নজির আহমেদ এর ১ম পুত্র।

    প্রবাসী মো. লোকমান হোসেন দীর্ঘদিন যাবত ডায়বেটিস রোগে ভুগছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পর ওমানের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

    বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাউজানের ১০ নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ দিদারুল আলম বলেন, করোনা ভাইরাসে মৃত্যুর বিষয়টি আমি মো. লোকমানের পরিবারের সদস্যদের দ্বারা নিশ্চিত হয়েছি।

    বিবাহিত জীবনে সে দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। লোকমানের আবুধাবী প্রবাসী ছোট ভাই মো. হারুণ (৪০)ও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে। সেও দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

    ২৪ ঘণ্টা/নেজাম রানা/আর এস পি

  • করোনা পরীক্ষা করাতে গিয়ে মারা গেলেন ফটোসাংবাদিক মিজানুর

    করোনা পরীক্ষা করাতে গিয়ে মারা গেলেন ফটোসাংবাদিক মিজানুর

    ২৪ ঘণ্টা ডট নিউজ। গণমাধ্যম সংবাদ : বাংলাদেশের খবর পত্রিকার প্রধান ফটোসাংবাদিক মিজানুর রহমান খান (৫৪) বেশ কয়েকদিন ধরে জ্বর এবং সর্দির মতো করোনা উপসর্গে ভুগছিলেন।

    বুধবার (২০ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) করোনাভাইরাস পরীক্ষা করার জন্য টেস্টিং বুথে নমুনা জমা দিতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে সংজ্ঞা হারান। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ফটোসাংবাদিক মিজানুরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার স্ত্রী শিমলা রহমান। তিনি জানান, জ্বর এবং সর্দির মতো করোনা উপসর্গ দেখা দিলে বুধবার দুপুর ১২টার দিকে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) স্থাপিত করোনাভাইরাস টেস্টিং বুথে নমুনা জমা দিতে যান।

    সেখানে অপেক্ষারত অবস্থায় অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি সংজ্ঞা হারিয়ে পড়ে যান। দীর্ঘক্ষণ তিনি সেখানেই পড়েছিলেন। অবশেষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

    সেখানে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মিজানুর আগে থেকেই কিডনি রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী।

    মিজানুর রহমান খান বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকায় ১২ বছর কাজ করার পর বাংলাদেশের খবর পত্রিকায় যোগ দিয়েছিলেন তিনি।

    ২৪ ঘণ্টা/আর এস পি