পূর্ণ মেয়াদে দলের সাথে রাখতে চাওয়া ফিজিও মারিও ভিল্লাভারায়নকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কাজ প্রস্তাব পেয়ে সেখানে কাজ করার আগ্রহ প্রকাশ করায় পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে অব্যহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০১৪ সাল থেকে বাংলাদেশে আছেন মারিও। এই দীর্ঘসময় তামিম-মুশফিকদের সাথে কাজ করেছেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করার প্রস্তাব পেয়ে এই সম্পর্ক ছিন্ন করে ফেলছেন এই লঙ্কান। তার চলে যাওয়ার বিষয়টি নিয়ে আগেই গুঞ্জন উঠেছিল। এবার তিনি নিজে এবং বিসিবির প্রধান নির্বাহিও খরবটি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ দলের সাথে আগামী জিম্বাবুয়ে সফর পর্যন্ত কাজ করবেন মারিও। তারপরই চলে যাবে আইপিএলে। গত বুধবার (২৯ জানুয়ারি) পদত্যাগ পত্রও জমা দিয়েছেন তিনি। জিম্বাবুয়ে সফর শেষে সানরাইজার্স হায়দরাবাদের শিবিরে যোগ দেবেন মারিও।
এই ব্যাপারে ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে মারিও জানান, ‘হ্যা, আমি পদত্যাগ পত্র দিয়েছি। সানরাইজার্স হায়দরাবাদের সাথে কাজ করার প্রস্তাব পেয়েছি এবং তাদেরকে না বলতে পারিনি। অবশ্যই আমি বাংলাদেশকে মিস করব। ওখানে ছয় বছর কাটিয়েছি, দারুণ সময় ছিল।’
অপরদিকে বিসিবির প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরি জানিয়েছেন, মারিও সাথে বাংলাদেশের চুক্তি ছিল তাকে পূর্ণকালীনই টাইগারদের সাথে কাজ করতে হবে। কিন্তু মারিও আইপিএলেও কাজ করতে আগ্রহ প্রকাশ করায় আর বিসিবি তাকে রাখতেও চায় না। দুই পক্ষের বোঝাপড়ার মাধ্যমে দীর্ঘ সময়ের সম্পর্কের ইতি টানা হয়েছে।
‘মারিও-এর সাথে আমাদের তিন বছরে চুক্তিতে ছিল তাকে বাংলাদেশ জাতীয় দলের সাথে পূর্ণ মেয়াদে কাজ করতে হবে। তিনি এখন আইপিএলেও কাজ করতে আগ্রহী কিন্তু আমরা চাই না আমাদের কোনো পূর্ণ মেয়াদের কোচিং স্টাফ আইপিএলে কাজ করুক। হতে পারে তখন আমাদেরও সিরিজ বা ক্যাম্প থাকতে পারে। তাই আমরা পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে ব্যাপারটার নিষ্পতি করেছি।’