Tag: মারিয়া মিম

  • নতুন রূপে দেখা দিলেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী

    নতুন রূপে দেখা দিলেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী

    এক হাতে সংবাদপত্র, অন্য হাতে কফি মগ। আবার অপর এক ছবিতে এক হাতে সিগারেট, কফি মগটা রাখা হয়েছে সামনে। অনাবৃত শরীরে অপলক দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন মডেল-অভিনেত্রী মারিয়া মিম।

    সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা দুইটি ছবিতে এমনই আবেদনময়ী রূপে ধরা দিয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী মিম।

    ছবি দুটির সঙ্গে ক্যাপশনে লিখেছেন তিনি, ‘আজ কাল কেউ সংবাদপত্র পড়েনা সবাই শুধু দেখে।’

    মারিয়া মিমের খোলামেলা সেই ছবিতে ভক্তরাও যেনো হুমড়ি খেয়ে পড়েছেন। ছবিতে বিভিন্ন ধরণের মন্তব্য করছেন তারা।

    আনিকা তাবাচ্ছুম নামের একজন লিখেছেন, দিন দিন উরফি জাবেদ হয়ে যাচ্ছে। রায়হান নামের একজন লিখেছেন, আমি শুধু আপনাকেই দেখি। সিফাত নামের একজন প্রশ্ন করেছেন, বিকিনি কবে আসবে? যদিও মারিয়া মিম এসকল কোনো মন্তব্যরই জবাব দেননি।

    উল্লেখ্য, বাংলাদেশি বংশোদ্ভূত মারিয়া মিম স্পেনের নাগরিক। ২০১২ সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০১৩ সালে এই সংসার আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও ২০১৯ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের। এরপর থেকে নিজেকে ও সন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।

  • সংসারটা বাঁচাও, আমাদের শিশুটাকে দেখ-মিমকে সিদ্দিক

    সংসারটা বাঁচাও, আমাদের শিশুটাকে দেখ-মিমকে সিদ্দিক

    পরিবারের সম্মতি নিয়ে ২০১২ সালের ২৪ মে ভালোবেসেই ঘর বেঁধেছিলেন দেশের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান ও বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম। আট বছরের সংসারে তাদের ছয় বছরের একটি পুত্রসন্তানও রয়েছে।

    সম্প্রতি মিমকে মডেলিং করতে না দেয়ার অভিযোগে সিদ্দিককে ডিভোর্স দেবেন বলে জানান মারিয়া মিম। তবে সিদ্দিকও চান না সংসার ছেড়ে মডেলিং করুক স্ত্রী। এনিয়ে গত তিন মাস ধরে আলাদা থাকছেন অভিনেতা সিদ্দিক ও মারিয়া মিম। তাদের সংসারে শোনা যাচ্ছে ভাঙনের সুর।

    বিচ্ছেদের আগে একে অপরের বিরুদ্ধে আনছেন নানা অভিযোগ। এর আগে সিদ্দিক জানান, কেবল মিডিয়ায় কাজ করতে না দেওয়াতে আলাদা থাকছেন মিম। মিম মিডিয়াতে কাজ করতে চাচ্ছে যে বিষয়টি আমার ভালো লাগে না। সেই কাজটি করতে চাওয়ায় আমাদের মধ্যে সমস্যার তৈরি হয়েছে।

    এদিকে সিদ্দিকের এই অভিযোগের বিষয়টি অস্বীকার করে মিম বলেন, শুধু মিডিয়ায় কাজের বিষয় নয়, তার সঙ্গে ঘর ভাঙার শতশত কারণ আছে। যেগুলো এতদিন আমি সহ্য করেছি। যা এখন আর সহ্য করতে পারছি না। এমন অনেক বিষয় রয়েছে যা বললে গ্রেফতার হবেন সিদ্দিক।

    ছবি সংগৃহিত

    তবে শেষ পর্যন্ত স্ত্রীকে সংসারে ফিরে আসার আকুতি জানিয়ে সিদ্দিক গণমাধ্যমকে বলেন, মিম তুমি ফিরে এসো। আমাদের একটা সন্তান রয়েছে। দুজন দুদিকে চলে গেলে ছেলেটা মানুষ হতে পারবে না। ফিরে এসে সংসারটা বাঁচাও, আমাদের শিশুটাকে দেখ।

    এ বিষয়ে সিদ্দিক বলেন, আকস্মিকভাবে মিম বলছে মডেলিং করবে। কিন্তু আমার ছেলেটাকে দেখার কেউ নেই। দুজনে যদি কাজে ব্যস্ত থাকি, তবে ছেলেটাকে দেখবে কে? এ ছাড়া সংসার শুরুর সময়েও বলেনি যে সে মডেলিং করবে। এখন হুট করে কার বুদ্ধিতে সে এসব বলছে বুঝতে পারছি না।

    স্ত্রী মিম আলাদা থাকছে কেন? এমন প্রশ্নের জবাবে সিদ্দিক বলেন, গত রোজার ঈদে ওর বাবার বাড়ি মাদারীপুর গেছে। এর পর থেকে আমার কাছে ফেরেনি। আকস্মিকভাবে জানাচ্ছে মডেল হতে না দেয়ায় সে আমাকে ডিভোর্স দেবে। তবে আমি ভাবছি আমার ছেলেটার কথায় ভাবছি। তাই মিমকে আকুতি জানিয়ে বলছি ফিরে এসে সংসারটা বাঁচাও, আমাদের শিশুটাকে দেখ।