Tag: মার্কেট ও শপিং মল বন্ধ ঘোষণা

  • সীতাকুণ্ডে সকল মার্কেট ও শপিং মল বন্ধ ঘোষণা প্রশাসনের

    সীতাকুণ্ডে সকল মার্কেট ও শপিং মল বন্ধ ঘোষণা প্রশাসনের

    কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ব্যাপকহারে বিস্তার করায় ঈদুল ফিতর পর্যন্ত সীতাকুণ্ড বাজারস্থ পৌরসদরের মার্কেট, শপিংমলসহ সব দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে ব্যবসায়ী দোকান মালিক সমিতির আহবায়ক কমিটি।

    গত ৯ মে এক মতবিনিময় সভার মাধ্যমে উক্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সমিতির উক্ত সিদ্ধান্তকে ব্যবসায়ীরা বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে অতিলোভে মার্কেটের সব দোকান খোলা রেখে ব্যাপক জনসমাগম ঘটিয়ে বেচাকেনা করছে।

    এদিকে প্রতিদিনই হুহু করে সীতাকুণ্ডে বাড়ছে করোনা আক্রান্ত রোগী। লকডাউন না মেনে শত শত মানুষ ভিড় করছে বাজারে।

    এঅবস্থায় সীতাকুণ্ড উপজেলা প্রশাসন কাল বুধবার থেকে উপজেলার পৌরসদর, বড়দারোগারহাট, কুমিরা, জোড়ামতল ও ভাটিয়ারি বাজারের সকল মার্কেট ও শপিং মল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় এর সাক্ষরিত এক বিজ্ঞাপ্ততি এ কথা জানানো হয়। ওষুধের দোকান,
    মুদি দোকান এবং কাচা বাজার, সারের দোকান সরকারী নিয়মঅনুযায়ী খোলা থাকবে।

    উল্লেখ্য যে, একদিন সীতাকুণ্ডে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত ৪০।

    ২৪ ঘণ্টা/এম আর