Tag: মাস্ক না পরায় জরিমানা

  • বোয়ালখালীতে মাস্ক না পড়ায় ৬ জনের জরিমানা

    বোয়ালখালীতে মাস্ক না পড়ায় ৬ জনের জরিমানা

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে মুখে মাস্ক না পড়ায় ৬জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ মার্চ) বিকেলে উপজেলা সদরের ফুলতল এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার।

    তিনি জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বোয়ালখালীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুখে মাস্ক না পড়ায় ৬জনকে অর্থদ- দেওয়া হয়েছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা টাঙানোর জন্য ব্যবসায়ীদের বলা হয়েছে।

    ২৪ ঘণ্টা/পূজন

  • চট্টগ্রামে মাস্ক ব্যবহার না করায় ৩০ জনকে জরিমানা

    চট্টগ্রামে মাস্ক ব্যবহার না করায় ৩০ জনকে জরিমানা

    চট্টগ্রাম মহানগরীতে মাস্ক ব্যবহার না করায় ৩৩টি মামলায় ৩০ জনকে ৫ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয়।

    সোমবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে নগরীর ডিসি হিল, নিউ মার্কেট, ফিরিঙ্গি বাজার ও পাহাড়তলী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

    নগরীর ডিসি হিল এলাকায় সাধারণ মানুষের মাঝে সচেতন বাড়াতে এবং করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। এসময় ৮টি মামলায় ৯ জনকে ২ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়া গরীব ও অসচ্ছল মানুষদের মধ্যে জেলা প্রশাসনের পক্ষে ৫০টি মাস্ক বিতরণ করা হয়।

    এদিকে নগরীর নিউ মার্কেট এলাকায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন। এসময় ৬টি ভিন্ন ভিন্ন মামলায় ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া জনসাধারণের মাঝে মাস্কও বিতরণ করা হয়।

    অন্যদিকে ফিরিঙ্গি বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার অভিযান চালিয়ে ৮ জনকে ৮টি মামলায় ৭৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

    এছাড়া নগরীর পাহাড়তলী কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিবি করিমুন্নেছা। মাস্ক ব্যবহার না করার দায়ে ১১টি মামলায় ১৩ জনকে ১ হাজার ২০০ টাকা জরিমানা করাসহ ৫০টি মাস্ক বিতরণ করেন।

  • লোহাগাড়ায় মাস্ক না পরায় জরিমানা গুনলো ২২ পথচারী

    লোহাগাড়ায় মাস্ক না পরায় জরিমানা গুনলো ২২ পথচারী

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করেছেন সরকার। আর করোনা ভাইরাস (কোভিড-১৯) এর দ্বিতীয় ধাপের সংক্রমণ প্রতিরোধে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় ২২ পথচারীকে ২২শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার এসআই পার্থ সারথি হাওলাদার ও লোহাগাড়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী।

    অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু বলেন, দেশে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপে তা প্রতিরোধে মাস্ক পরা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করার পরও মাস্ক না পরে ঘুরাফেরার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে সংক্রমণ রোধ ও প্রতিরোধ নির্মুল আইন ২০১৮ এর ২৫ (খ) ধারামতে ২২ জনকে ২২শ’ টাকা অর্থদন্ড (জরিমানা) করা হয়।

    তিনি আরো বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার হার্টলাইনে। সরকারী নির্দেশনাকে যারা তোয়াক্কা করবেনা তাদেরকে কোন ছাড় নেই। আগামীতে আরো বেশি জরিমানা আদায় হরা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

    ২৪ ঘণ্টা/আজাদ

  • চট্টগ্রামে মাস্ক পরিধান না করায় ৮০ জনকে অর্থদন্ড ও জেলা প্রশাসনের মাস্ক বিতরণ

    চট্টগ্রামে মাস্ক পরিধান না করায় ৮০ জনকে অর্থদন্ড ও জেলা প্রশাসনের মাস্ক বিতরণ

    চট্টগ্রাম মহানগরীতে পথচারী, দোকানদার, চাকুরিজীবী, ড্রাইভার, যাত্রী সাধারণ, এমনকি শিক্ষিত ও সচেতন মানুষসহ বিভিন্ন পেশার লোকজন মাস্ক পরিধানে অবহেলা ও অবজ্ঞা করছেন। মাস্ক না পড়ে ঘুরাফেরা করায় নগরের বিভিন্ন স্থানে ৮০ জনকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১ ঘটিকা থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুক, রেজওয়ানা আফরিন ও নুরজাহান আক্তারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

    এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক নগরীর নিউ মার্কেট ও কোতয়ালী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে মাস্ক না পরিধান করার কারণে ৫৩ ব্যাক্তিকে ৯৩৩০ টাকা অর্থদণ্ড করেন, রেজওয়ানা আফরিন জামাল খান ও জিইসি মোড় এলাকায় ২০ জন ব্যাক্তিকে ১৫০০ টকা অর্থদণ্ড করেন ও নুরজাহান আক্তার সাথী দামপাড়া এলাকায় ৭ জনকে ৪৭০ টাকা অর্থদণ্ড করেন এসময় মাস্কহীনদের মাঝে মাস্ক বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট
    মোঃ উমর ফারুক বলেন, করোনার সম্ভাব্য সেকেন্ড ওয়েভকে সামনে রেখে মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রতিনিয়ত আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। কিন্তু অনেকেই অবহেলা করে মাস্ক পরিধান না করে জনাকীর্ণ এলাকায় ঘোরাঘুরি করছে যা স্বাস্থ্য বিধির সম্পূর্ণ লঙ্ঘন যার ফলে নিজেকে ও অন্যদেরকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। অভিযানে দেখা যায় বিভিন্ন পেশার মানুষ দোকানদার, চাকুরিজীবী, ড্রাইভার, যাত্রী, পথচারী এমনকি শিক্ষিত ও সচেতন মানুষ মাস্ক পরিধানে অবহেলা, অবজ্ঞা করছে।

    তিনি আরও বলেন, সরেজমিনে দেখা যায় অনেকেই অবহেলা করে মাস্ক পরেননা। ম্যাজিস্ট্রেট দেখলে মাস্ক পকেট থেকে দ্রুত মুখে লাগায় এমনকি কয়েকজনকে দেখা যায় শার্ট, গামছা, হাত দিয়ে মুখ ঢাকছে বা গলিতে, দোকানের ভিতর ঢুকে পড়ছে। তবে আগে থেকে মানুষের মাঝে সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। দিন দিন মাস্ক পরিধানে মানুষের আগ্রহ বাড়ছে ও মাস্ক না পরলে সচেতন মহল থেকে শাস্তি আরো জোরদার করার বিষয়েও দাবী জানাচ্ছে।

    বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম বলেন, মাস্ক পরার জন্যে প্রথম থেকেই আমরা সচেতনতা সৃষ্টির জন্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচার প্রচারণা সহ মাইকিং, লিফলেট ও মাস্ক বিতরণ করে আসছি।তথাপি ইদানিং লক্ষ্য করা যাচ্ছে অনেকেই অবহেলা করে মাস্ক পরছেন না যার ফলে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে অর্থদন্ড দেওয়া হচ্ছে ।মাস্ক পরতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

    জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে যাতে সবাই বাধ্যতামূলক মাস্ক পরে। মাস্ক পরতে সচেতনতা সৃষ্টির লক্ষে প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দুই শিফটে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করছে এছাড়া মাস্কবিহীনদের মাঝে আমরা মাস্ক বিতরণ করছি।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • লক্ষ্মীপুরে মাস্ক না পরায় জরিমানা

    লক্ষ্মীপুরে মাস্ক না পরায় জরিমানা

    লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে মাস্ক না পরে অযথা ঘুরাফেরা করার দায়ে ১১ ব্যক্তিকে ৪ হাজার ১’শত টাকা অর্থদন্ড করা হয়েছে। অপরদিকে আজ মেঘনা নদীর রায়পুর অংশের পুরান বেড়ী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয় ও ১০ হাজর টাকা জরিমানা আদায় করা হয়।

    আজ বিকালে পৃথক ভ্রাম্যমান আদালতে মোট ১৪ হাজার ১’শত টাকা জরিমানা আদায় করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরীন চৌধুরী। এসময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

    উল্লেখ্য- মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত এক পরিপত্রে সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে এক আদেশ জারি করেছেন।

    রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী জানান, সরকারি নির্দেশ অমান্য করে-মাস্ক না পরে অযথা ঘুরাফেরা করায় আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। একইদিন মেঘনায় অভিযান চালিয়ে কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় ও জরিমানাও আদায় করা হয়েছে।। জরিমানার অর্থ সরকারি কোষাঘারে জমা দেয়া হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/আকাশ