Tag: মাস্ক

  • ঢাকায় মাস্ক পরা নিশ্চিতে নামছে ভ্রাম্যমাণ আদালত

    ঢাকায় মাস্ক পরা নিশ্চিতে নামছে ভ্রাম্যমাণ আদালত

    রাজধানী ঢাকায় মাস্ক পরা নিশ্চিতে করতে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

    আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

    মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় তিনি বলেন, কোভিড নিয়ে আরেকটু স্ট্রিক্ট ভিউতে যেতে হবে। (করোনাভাইরাসের সংক্রমণ) একটু বেড়েও যাচ্ছে মনে হচ্ছে। সেজন্য আরেকটু সতর্কতা নেওয়ার জন্য বলা হয়েছে।

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কোভিড-১৯ নিয়ে আরো সতর্ক থাকার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে মাস্ক পরা নিয়ে নতুন করে অভিযান শুরু হচ্ছে।’

    মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, তুরস্কে রফতানি বাড়ানোর জন্য বাংলাদেশ-তুরস্ক মিউচুয়াল অ্যাসিসটেন্ট ইন কাস্টমস ম্যাটার চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন হয়।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • মাস্ক নেই: কর্ণফুলীতে ৯জনকে ২৭৫০টাকা জরিমানা, এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার

    মাস্ক নেই: কর্ণফুলীতে ৯জনকে ২৭৫০টাকা জরিমানা, এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার

    নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষে চট্টগ্রাম এ শাহ্ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৯জনকে জরিমানা করা হয়েছে।

    রবিবার (১৫ নভেম্বর) বিকেল উপজেলার মইজ্জারটেক মোড়ে মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা।

    এসময় যাত্রীবাহী কয়েকটি বাসে মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি মেনে না চলার অপরাধে দন্ড বিধি ১৮৮ ধারা মোতাবেক ০৯ (নয়) জনকে ২৭৫০/- (দুই হাজার সাতশত পঞ্চাশ টাকা) অর্থদন্ড প্রদান করা হয় এবং জনসাধারণকে সচেতনতার লক্ষ্যে সাবধান করা হয়। এছাড়াও শিকলবাহায় বনফুল সেমাই কারখানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়।

    ভ্রাম্যমাণ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন স্যানেটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগম, কর্ণফুলী থানা পুলিশের এসআই মোহাম্মদ কিবরিয়া, চট্টগ্রাম ট্রাফিক বিভাগ, ইউএনও অফিস স্টাফ, আনসার সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগণ।

    করোনা ভাইরাস (দ্বিতীয় ঢেউ) প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানান।

    ২৪ ঘণ্টা/রিহাম/জাহেদ

  • চট্টগ্রামে মাস্ক না পরায় ৩০ জনের ৬ ঘণ্টা কারাদণ্ড

    চট্টগ্রামে মাস্ক না পরায় ৩০ জনের ৬ ঘণ্টা কারাদণ্ড

    চট্টগ্রাম মহানগরীতে মাস্ক পরা নিশ্চিত করতে সাড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

    সকাল থেকে দুই গ্রুপে ভাগ হয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে ৩০ জনকে ৬ ঘন্টার আটকাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ৮৯ জনকে মোট ১৭ হাজার সাতশ টাকা জরিমানাও করা হয়েছে।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে নগরের টেরীবাজার ও চেরাগী মোড়ে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। সেই অভিযানে ৩০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

    ওমর ফারুক বলেন, নগরের টেরিবাজার ও চেরাগী মোড়ে অভিযান চালানো হয়। এতে পথচারী, দোকানি, গণপরিবহনের ড্রাইভার ও সহকারিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে মাস্ক না পরার দায়ে একশ থেকে পাঁচশত টাকা পর্যন্ত বিভিন্ন অংকের টাকা জরিমানা করেছি। জনসচেতনতামূলক এ অভিযানে ৩০ জন ব্যক্তিকে মাস্ক না পরায় ৬ ঘণ্টার আটকাদেশ দিয়েছি। ৭৫ জনকে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছি।

    এদিকে নগরের হকার্স মার্কেটে অপর অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান। সেখানে মাস্ক না পড়ায় ১৪ জনকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে পরবর্তীতে মাস্ক ছাড়া ঘর হতে বের হবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।

    আলী হাসান বলেন, এ সময় মার্কেটজুড়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপ থেকে সাধারণ জনগণকে সচেতন করতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • ১৫ নভেম্বর থেকে মাস্কবিহীন দেখলে স্পটে জরিমানা করা হবে: সুজন

    ১৫ নভেম্বর থেকে মাস্কবিহীন দেখলে স্পটে জরিমানা করা হবে: সুজন

    ডেস্ক নিউজ : আগামী ১৫ নভেম্বর থেকে মাস্ক বিহীন অবস্থায় কাউকে রাস্তায়, বাজারে, শপিং মলে যানবাহনে চলাচল করতে দেখা গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্পটে জরিমানা করা হবে।

    করোনা সংক্রমন পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রনে থাকলেও শংকা কাটেনি এবং শীত মৌসুমে এর ব্যাপ্তি বৃদ্ধির আশংকার কথা স্মরণ করিয়ে দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন।

    তিনি মঙ্গলবার সকালে টাইগারপাসস্থ নগর ভবনে চসিক বিভাগীয় প্রধান ও প্রকৌশলীদের সাথে অনুষ্ঠিত মশক নিধন ও কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

    তিনি আরো বলেন, আমরা যদি সচেতন না হই তা হলে কোভিড-১৯ এর সাথে ডেঙ্গু ও চিকনগুনিয়া যুক্ত হলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। তাই আগে ভাগে মশক প্রজননের উৎস ও উৎপত্তির স্থান নির্মূলে চসিকের পরিচ্ছন্ন বিভাগ শীঘ্রই ক্রাশ প্রোগ্রাম হাতে নেবে।

    তিনি আরো বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নের কাজে যে সকল স্থানে বাঁধ দিয়ে পানি চলাচল আটকে দেয়া হয়েছে সেখানেই মশক প্রজনন ঝুঁকি সবচেয়ে বেশি। তাই পানি যাতে জমে না থাকে সে জন্য পানি সরে যাওয়ার বিকল্প পথ তৈরীর ব্যবস্থা করতে হবে।

    তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন, প্রতিটি বাসা-বাড়ি, দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান, বাস স্ট্যান্ড, রেলস্টেশন ও বিমান বন্দর পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়টি ব্যক্তি, প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকেই নিজ নিজ উদ্যোগে করতে হবে।

    কাঁচা বাজার, মাছ-মাংসের দোকানে বিক্রেতাদের অবশ্যই গ্লাভস ব্যবহার করতে হবে। মসজিদ মন্দির-গীজা-প্যাগোডায় যারা নামাজ-এবাদত-প্রার্থণা করতে আসবেন তাদের প্রত্যেককে মাস্ক পরতে হবে।

    উপাসনালয়ে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। নামাজ-এবাদত-প্রার্থণার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

    সভায় চসিক প্রশাসক প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রধান ও বিভাগীয় প্রধানদের সদস্য করে মশক নিধন কার্যক্রম ও কোভিড-১৯ বিষয়ক একটি টাস্কফোর্স গঠন করে দেন।

    এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সচিব আবু সাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • মাস্ক ছাড়া সেবা মিলবে না সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে

    মাস্ক ছাড়া সেবা মিলবে না সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে

    মাস্ক ছাড়া কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে সেবা না দেয়ার নির্দেশ দিয়েছে সরকার।

    রোববার দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সরকারি এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এখন থেকে নো মাস্ক নো সার্ভিস।’

    মন্ত্রিপরিষদ সচিব জানান, কোভিড-১৯ পরিস্থিতিতে চারদিকে ম্যাসিভ ইন্সট্রাকশন (গণনির্দেশনা) দেয়া হয়েছে। আমাদের যতগুলো ইন্সটিটিউশন আছে, লোকাল বা অর্গানাইজেশনাল প্রতিষ্ঠান– সব জায়গায় ইন্সট্রাকশন (নির্দেশনা) দিয়েছি ‘নো মাস্ক নো সার্ভিস’। সব প্রতিষ্ঠান, হাটবাজার, শপিংমল, স্কুল, সামাজিক বা ধর্মীয় সম্মেলনে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এটা একেবারেই নির্দেশনা দিয়ে দিয়েছি।

    মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া ঢুকতেই দেয়া হবে না। শুধু সরকারি নয় বেসরকারি প্রতিষ্ঠানেও। গণপরিবহনের বিষয়েও আমরা কথা বলব। আমরা রোডস, নৌপরিবহন ও রেল সচিবের সঙ্গে কাল পরশুই বসব। সেখানে একটা সিদ্ধান্ত নেবে। ‘নো মাস্ক নো সার্ভিস’– এটি অলরেডি কনভে করা হয়ে গেছে।

    ডিসিদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত মিটিংয়েও বলেছিলাম আমরা ডিভিশনাল কমিশনারদের অলরেডি ইন্সট্রাকশন দিয়ে দিয়েছি। সব সরকারি বেসরকারি অফিসের বাইরে বড় একটা পোস্টার দেয়া থাকবে মাস্ক ছাড়া প্রবেশ করতে পারবেন না। এবং মাস্ক ছাড়া কেউ সার্ভিস ব্যবহার করতে পারবেন না।

    এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এ সভায় যোগ দেন।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • মুখে মাস্ক না পরে ৪ হাজার টাকা জরিমানা দিল অর্ধশত ব্যক্তি

    মুখে মাস্ক না পরে ৪ হাজার টাকা জরিমানা দিল অর্ধশত ব্যক্তি

    নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরার ক্ষেত্রে সরকারের কঠোর নির্দেশনা থাকলেও চট্টগ্রামের অধিকাংশ মানুষই তা মানছেন না। ফলে প্রতিদিন করোনা শনাক্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর তালিকাতেও যোগ হচ্ছে নতুন নতুন নাম।

    এক্ষেত্রে সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা পালনে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং মুখে মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসন।

    আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নগরীর কোতোয়ালি মোড়ে পরিচালিত অভিযানের নের্তৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুক।

    এসময় মুখে মাস্ক পরিধান না করায় অর্ধশত ব্যক্তিকে ৪ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি ভবিষ্যতের জন্য আরো সতর্ক করে দেন।

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সোমবার নগরীর কোতোয়ালি এলাকায় সরেজমিনে দেখা যায় রাস্তা-ঘাটে, বিপনি বিতান, মার্কেট ও গুরুত্বপূর্ণ এলাকায় মানুষ মাস্ক না পরে চলাফেরা করছেন। যার ফলে করোনা ভাইরাস সংক্রমণে প্রভাব ফেলছে।

    তাই যারা মাস্কবিহীন চলাফেরা করছে তাদের আইনের আওতায় নিয়ে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

    তিনি আরও বলেন, মাস্ক কেন পরেননি জানতে জানতে চাইলে জবাবে অনেকে বলেন করোনা ভাইরাস নেই বলে তারা মাস্ক পরেননা ও তাদের সংক্রমিত করবেনা বলে তাদের মাস্ক প্রয়োজন নেই। এমনকি ভুলে তারা মাস্ক বাসায়/বাড়িতে রেখে এসেছেন বলে অজুহাত দেখান।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মোবাইল কোর্ট পরিচালনা কালে দেখা যায় অনেকেই অবহেলা করে মাস্ক পরেননা। অন্যরা মাস্ক পরিধান করেনা বলে নিজেরা মাস্ক পরেননা আবার মাস্ক না পরে পকেটে রেখে দেন অনেকে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • মাস্ক না পরায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রীকে জরিমানা

    মাস্ক না পরায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রীকে জরিমানা

    মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাইরে বের হলেই মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিজ্ঞানীরা। এদিকে সেই পরামর্শ অমান্য করে মাস্ক না পরে গির্জা পরিদর্শনে যাওয়ায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভ কে জরিমানা করেছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর।

    আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে না চলায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রীকে ১৭৪ ডলার জরিমানা করা হয়েছে।

    সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ নাগরিকদের ঘরোয়া আয়োজনসহ সব ধরনের পাবলিক প্লেসে মাস্ক পরার নির্দেশ দেন।
    পরের দিনই গির্জা পরিদর্শনের সময় এই বিধিনিষেধ ভঙ্গ করেন প্রধানমন্ত্রী নিজেই।

    সেসময় বোরিসোভসহ অন্যান্যরা মাস্ক না পরায় তাদেরকে জরিমানা করা হয়।

    এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী কিরিল বলেন, ‘রিলা মোনাসটারি গির্জায় যারা মাস্ক ছাড়া গিয়েছেন তাদের সবাইকে জরিমানা করা হবে।

    বোরিসোভ ছাড়াও সাংবাদিক, ফটোগ্রাফার যারাই মাস্ক ছাড়া গির্জায় গেছেন প্রত্যেককে জরিমানা করা হবে। কঠোর লকডাউন ও মাস্ক বাধ্যতামূলকসহ অন্যান্য বিধিনিষেধের কারণে বুলগেরিয়ায় করোনা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এই মাসে নিষেধাজ্ঞা শিথিল করা শুরু করে দেশটি। তবে গত সপ্তাহে নতুন করে ৬০৬ জন আক্রান্ত হওয়ার পর বিধিনিষেধ আরোপ করা হয়। এতে আবারও ট্রেন, বাসসহ সব ধরনের পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে দেশটির স্বাস্থ্য বিভাগ। এখন পর্যন্ত বুলগেরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১১৪ জন। এর মধ্যে মারা গেছেন ২০৮ জন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা/ হবু স্বামীর টানে ৮০ কিলোমিটার পায়ে হেটে কনে গেলেন বরের বাড়ি, মাস্ক পরেই বিয়ে!

    করোনা/ হবু স্বামীর টানে ৮০ কিলোমিটার পায়ে হেটে কনে গেলেন বরের বাড়ি, মাস্ক পরেই বিয়ে!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ডেস্ক নিউজ : করোনা ভাইরাসের কারণে ভারতে প্রায় ২ মাস ধরে চলা লকডাউনের জেরে অসংখ্য বিয়ে পিছিয়ে গেছ। তবে নিজরবিহীন ভাবে বিয়ে সেরেছেন অনেকেই। কেউ ভিডিও কলে বিয়ে করেছেন। কোনও ক্ষেত্রে আবার পাত্র বা পাত্রী কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে পৌঁছেছেন গন্তব্যে।

    এমনই একটা চমকপ্রদ বিয়ে সম্পন্ন হয়েছে ভারতের উত্তর প্রদেশে। করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে ভারতে লকডাউনের মধ্যে ৮০ কিলোমিটার পায়ে হেঁটে হবু স্বামীর বাড়িতে গেছেন এক তরুণী।

    শুধুমাত্র বিয়ে করবে বলে উত্তরপ্রদেশের কানপুর থেকে ৮০ কিলোমিটার দূর পথ পায়ে হেঁটে বছর ২০-র ওই তরুণী একাই এতটা পথ সফর করেছেন।

    জানা গিয়েছে, গত ৪ মে বিয়ের দিন ঠিক হয়েছিল এই তরুণীর। তবে বাধ সেধেছিল লকডাউন। গত মার্চ থেকেই ভারতে যান চলাচল বন্ধ। তবে থেমে ছিল না যোগাযোগ। ফোনেই একে অন্যের সঙ্গে যোগাযোগ রেখে গেছেন গোল্ডি এবং তার হবু বর বীরেন্দ্র কুমার (২৩)।

    বিয়ে পিছিয়ে যাওয়ায় মুষড়ে পড়েছিলেন দুজনেই। লকডাউন ঘোষণার পর তাদের বিয়ে দুবার ভেস্তে যাওয়ায় দুজনেই বেশ বিষন্ন হয়ে পড়েন। অবশেষে গত বুধবার সাহসী পদক্ষেপ নিলেন কনে গোল্ডি।

    ওই দিন বিকালে কানপুরের লক্ষণপুর তিলক গ্রামের গোল্ডি সিদ্ধান্ত নেন তিনি কনৌজের বৈশ্যপুরে বীরেন্দ্রদের বাড়ি হেঁটেই যাবেন। তবে গোল্ডি যে তাঁদের বাড়িতে আসছেন একথা কাউকেই জানাননি বীরেন্দ্র। হবু বউমার আচমকা আগমনে খানিক হতবাক হয়ে যায় পাত্রের পরিবার।

    মুহুর্তেই বীরেন্দ্রর বাড়িতে সাজো সাজো রব পড়ে যায়। তবে সামাজিক দূরত্বের নিয়ম মেনে স্থানীয় এক মন্দিরেই সম্পন্ন হয় বিয়ে তাদের। পাত্র-পাত্রী মাস্ক পরেই বসেছিলেন বিয়ে পিঁড়িতে। সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখার জন্য হাতেগোনা ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া বিয়ে হাজির ছিলেন না কেউই।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কনের গায়ে ছিল লাল শাড়ি, ওড়না এবং বর পরেছিলেন সাদা শার্ট আর জিন্সের প্যান্ট। তবে তারা দু’জনেই মাস্ক পরে ছিলেন। ওই বিয়েতে এক সমাজকর্মীও উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/ রাজীব প্রিন্স

  • বাচ্চাদের ডায়াপার দিয়ে মাস্ক তৈরি করে ভাইরাল সানি লিয়ন!

    বাচ্চাদের ডায়াপার দিয়ে মাস্ক তৈরি করে ভাইরাল সানি লিয়ন!

    ২৪ ঘণ্টা বিনোদন ডেস্ক || মহামারি করোনা পরিস্থিতির হিংস্র থাবায় পুরো বিশ্ব আজ অসহায়। এ পরিস্থিতিতে বিশ্বজুড়ে মাস্কসহ ভাইরাস প্রতিরোধক বিভিন্ন উপকরণ সংকট দেখা দিয়েছে।

    অনেক দেশে বেশি টাকা দিয়েও কোন দোকানে মিলছেনা মাস্ক। তবে জনপ্রিয় অভিনেত্রী সানি লিয়ন তার ভক্তদেরকে শিখিয়ে দিচ্ছেন মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে কিভাবে ঘরে বসে মাস্ক তৈরি করবেন।

    বৃহস্পতিবার ইনস্টাগ্রাম হ্যান্ডলে
    এমনই ৫টা ছবি পোস্ট করে লিখেছেন, ‘যখন ৩০ সেকেন্ডে মাস্ক বানাতে হবে’। অর্থাৎ দ্রুত মাস্ক জোগাড়ের উপায় বাতলেছেন তিনি।

    ছবিগুলিতে দেখা যাচ্ছে তিনি কখনও বাচ্চাদের ডায়াপারকে মাস্ক হিসেবে ব্যবহার করছেন আবার কখনও ওড়নার মতো কিছু দিয়ে মুখ ভালো করে ঢেকে নিয়েছেন।

    এগুলির সঙ্গে খেলার ছলে তাঁকে আবার স্পাইডারম্যানের মাস্ক পরতেও দেখা গিয়েছে।

    পাঁচটি ছবিতে সানি নানান ভাবে মুখাবরণ ব্যবহার করেছেন। আর প্রতিটি ছবির জন্য তিনি আলাদা আলাদা পোশাক ব্যবহার করেছেন। সানির এই ডায়াপারে মুখ ঢেকে তোলা ছবিটি বেশ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

    সানির এই পোস্ট পাঁচ ঘণ্টাতেই প্রায় ছয় লাখ লাইক পেয়েছে। সেই সঙ্গে প্রচুর কমেন্ট ও শেয়ার পেয়েছে। অনেকে তার এমন বুদ্ধি ও মজাদার কাণ্ডকারখানার জন্য তারিফ করেছেন।

    তবে এই ধরনের মাস্ক করোনাভাইরাস সংক্রমণ আটকানোর ক্ষেত্রে কার্যকর কিনা তা জানা যায়নি বা সানিও এ বিষয়ে কোন তথ্য দেননি।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • করোনা’য় হরিলুট! ১৮০ টাকার মাস্ক ১৫শ টাকায় বিক্রি, মজুদ পিপিই ও চায়না কিট

    করোনা’য় হরিলুট! ১৮০ টাকার মাস্ক ১৫শ টাকায় বিক্রি, মজুদ পিপিই ও চায়না কিট

    ২৪ ঘণ্টা ডেস্ক নিউজ || করোনা সংক্রমনে যেখানে সারাদেশ ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেখানে দেশের এক শ্রেনীর মুনাফা লোভী ব্যবসায়িরা বিপুল মুনাফা লাভের জন্য করোনা চিকিৎসায় ব্যবহৃত সব সুরক্ষা সামগ্রী মজুদ করে

    পিপিই সংকটে একের পর এক আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা। অথচ মাস্ক, হ্যান্ড গ্লোবস, স্যানিটাইজার, পিপিইসহ করোনা কালে প্রয়োজন এমন সকল সামগ্রী মজুদ রেখে বেশি দামে বিক্রি করছে মুনাফালোভীরা।

    মাত্র ১৮০ টাকার একটি মাস্ক এন নাইন্টি ফাইভ নাম দিয়ে বিক্রি হচ্ছে ১৫শ টাকায়। এ যেন দুর্যোগের সুযোগে হরিলুট।

    বৃহস্পতিবার সন্ধ্যায় (১৬ এপ্রিল)
    রাজধানীর বাংলামোটরের জহুরা স্কয়ার মার্কেটের এবিসি করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে করোনার কিট ও পিপিইর বিশাল মজুদ পাওয়া গেল এখানে। সঙ্গে আছে মাক্স, হ্যান্ড গ্লোবস, স্যানিটাইজারসহ চিকিৎসায় ব্যবহৃত সব সুরক্ষা সামগ্রী।

    এসব সামগ্রী উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে প্রতিষ্ঠানটির পরিচালকসহ ৩ জনকে।এন নাইনটি ফাইভ মাস্ক

    পুলিশ জানায়, প্রতিষ্ঠানটিতে নকল এন৯৫ মাস্ক তৈরি হচ্ছে এমন খবরে এ অভিযান চালানো হয়।

    ডিএমপি রমনা জোন এডিসি আজিমুল হক জানান, আমাদের চেকপোস্টে একব্যক্তি অভিযোগ করে তাকে ২০টি মাস্ক ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

    এ অভিযোগের প্রেক্ষিতে আমরা এখানে অভিযান পরিচালনা করি তার মালিককে ধরতে সক্ষম হয়েছি।

    এখানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মাস্ক, পিপিইসহ সুরক্ষা সরঞ্জাস এবং চায়না মেডিকেল কিট উদ্ধার করেছি। এসব সামগ্রী তারা চড়া মূল্যে বিক্রি করছে।

    প্রতিষ্ঠানটির কাছে এসব সুরক্ষাসামগ্রী আমদানি ও মজুদের পক্ষে সুনির্দিষ্ট কোনো কাগজপত্র পাওয়া যায়নি। অবৈধ মজুদের দায়ে প্রতিষ্ঠানটির পরিচালকসহ আটক ৩ জনের বিরুদ্ধে কালোবাজারীর অভিযোগে নিয়মিত মামলা করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

    এ ঘটনায় আরো কেউ জড়িত কিনা জানতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • ডিএমপিকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস দিল ফেসবুক গ্রুপ লিজেন্ড

    ডিএমপিকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস দিল ফেসবুক গ্রুপ লিজেন্ড

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, শুধু মাত্র যোগাযোগই বাড়ায় না এর মাধ্যমে গড়ে তোলা যেতে পারে একটি সুন্দর মননশীল প্ল্যাটফর্ম। তাই প্রমাণ করলো বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় গ্রুপ “এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ বাংলাদেশ”।

    বুধবার (৮ এপ্রিল) করোনা ভাইরাস মহামারী মোকাবিলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদস্যদের সচেতনতা বৃদ্ধি ও সুরক্ষার জন্য ৩০০ পিস ইমপোর্টেড এন৯৫ মাস্ক ও ৩০০ পেয়ার হ্যান্ড গ্লাভস হস্তান্তর করা হয়।

    ডিএমপি কমিশনার এর বিশেষ সহকারী এসপি রবিউল ইসলাম এগুলো গ্রহণ করেন।

    এই হস্তান্তর কার্যক্রম টি অনুষ্ঠিত হয় ডিএমপির প্রধান কার্যালয়ে।

    এস এস সি ২০০০ এবং এইচ এস সি ২০০২ বাংলাদেশ গ্রুপ এর পক্ষ থেকে আরফাদুর রহমান বান্টি এই সরঞ্জাম গুলো তুলে দেন এসপি রবিউল ইসলামকে সাথে ছিলেন রাজীব মোতালেব।

    ইতিপূর্বে করোনা মোকাবিলায় দেশের ৫ টি অঞ্চল যথা খুলনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা ও সিরাজগঞ্জ জেলার ১০০০ অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে গ্রুপটি।

    একটি পরিবার নিম্নে ২০ দিন চলার মতো চাল,ডাল, আলু, তেল, পেঁয়াজ ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল।

    লিজেন্ড গ্রুপের এডমিন শাহ্ মোয়াজ্জেম মিলন বলেন, করোনা মোকাবিলায় আমাদের কার্যক্রম চলমান থাকবে। তাছাড়া ইতিপূর্ববে আমাদের লিজেন্ড গ্রুপের ডাক্তার বন্ধুদের উন্নতমানের পিপিই সেট হস্তান্তর করা হয়েছে।

     

  • রেজাউল-সুজনকে মাস্ক পরিয়ে দিলেন ডা. শাহাদাত

    রেজাউল-সুজনকে মাস্ক পরিয়ে দিলেন ডা. শাহাদাত

    চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে মাস্ক পরিয়ে দিলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা: শাহাদাত হোসেন।

    বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে নগরীর জামাল খান সড়ক ও প্রেসক্লাব এলাকায় করোনা ভাইরাস সতর্কতায় বিশেষ পদক্ষেপ হিসেবে সাংবাদিক ও সাধারন মানুষেরে মধ্যে মাস্ক বিতরণ করেন ডা: শাহাদাত হোসেন।

    প্রেসক্লাবে একটি বেসরকারি টেলিভিশন কর্তৃক সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ডা: শাহাদাত হোসেন ও রেজাউল করিম চৌধুরী। সাধারন মানুষের মধ্যে মাস্ক বিতরন সম্পন্ন করে ওই অনুষ্ঠানে প্রবেশ করেন ডা: শাহাদাত হোসেন। সেখানে রোজউল করিমের সাথে মুখোমুখি হলে ডা: শাহাদাত হোসেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে একটি মাস্ক পরিয়ে দেন। পর রেজাউল করিম চৌধুরীও একটি মাস্ক নিয়ে পরিয়ে দেন ডা: শাহাদাতের মুখে।

    তার আগে সড়কে মাস্ক বিতরণকালে আলহাজ্ব খোরশেদ আলম সুজন প্রেসক্লাব ভবন থেকে নীচে নামছিলেন। ওই ভবনে তার ব্যবসায়িক আফিস।

    মাস্ক পরানোর সময় খোরশেদ আলম সুজন বর্তমান পরিস্থিতিতে বেশি জনসমাগম না করার জন্য বিএনপির নেতা- কর্মীদের পরামর্শ দেন।

    মেয়র প্রার্থী ডা: শাহাদাত হোসেন বলেন, জনগনের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাওয়া প্রয়োজন।করোনা ভাইরাস মহামারীর প্রেক্ষিতে জনগনের স্বার্থ বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তিনি।

    এসময় ডা: শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, জনগনের নিরাপত্তার জন্য, জনগনের স্বাস্থ্য রক্ষায় নির্বাচন কমিশনকে জরুরী পদক্ষেপ নিতে হবে। করোনা ভাইরাসের কারনে গনসচেতনতা বৃদ্ধি করার কোন বিকল্প নেই।

    আমাদের মাস্ক পড়তে হবে, হাত ধুতে হবে, ভিটামিন সি সম্মৃদ্ধ খাবার খেতে হবে বলেন তিনি।

    ডা: শাহাদাত হোসেন বলেন, সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসন সব মিলে মিশে একাকার হয়ে গেছে। এই পরিস্থিতি থেকে বের হয়ে সামগ্রিক ভাবে পদক্ষেপ নিতে হবে।

    চট্টগ্রাম মহানগর বিএনপির মহিলা বিষয়ক সহ- সম্পাদক ও চিকিৎসক ডা: লুসি খান, পেশাজীবি নেতা এডভোকেট মফিজুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এসময় উপস্থিত ছিলেন।