Tag: মাস্টার দা

  • ৮৭তম প্রয়াণ দিবসে মাস্টার দা’র জন্মস্থান রাউজানে সূর্য সেন ভাষ্কর্য্যে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধার্ঘ অর্পণ

    ৮৭তম প্রয়াণ দিবসে মাস্টার দা’র জন্মস্থান রাউজানে সূর্য সেন ভাষ্কর্য্যে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধার্ঘ অর্পণ

    রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি:ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা মাস্টারদা সূর্য সেনের ৮৭তম প্রয়াণ দিবসে ১২ জানুয়ারি তার জন্মস্থান রাউজানে এই বিপ্লবীর স্মৃতি সৌধ ও ভাষ্কর্য্যে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে রাজনীতিক ও সামাজিক সংগঠন।

    রাউজান উপজেলা সদরের সূর্য সেন চত্তরে স্থাপিত ভাষ্কর্য্যে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন।

    এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি ও সূর্যসেন স্মৃতি পাঠাগারের সভাপতি সভাপতি শ্যামল কুমার পালিত, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নেতা শাহ আলম চৌধুরী, জসিম উদ্দিন, জানে আলম জনি, সওকত হাসান, জসিম উদ্দিন চৌধুরী, মুছা আলম খান, দিদারুল আলম, আবদুল লতিফ, হাসান মোঃ রাসেল,আরিফুল আলম চৌধুরী,আবু সালেক, জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন পিবলু,মোহাম্মদ আসিফ, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতিসাইদুল ইসলাম প্রমুখ।

    ফুল দিয়ে শ্রদ্ধা জানায় রাউজান প্রেস ক্লাব নেতৃবৃন্দ, সেন্ট্রাল বয়েজ অব রাউজান, মাস্টার দা সূর্য সেন স্মৃতি সংসদসহ বিভিন্ন সামাজিক সংগঠন। এছাড়া প্রয়াণ দিবসে মাস্টার দা সূর্যসেনের বাস্তুভিটা নোয়াপাড়ার সূর্যসেন পল্লীতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন বিভিন্ন সংগঠন।