Tag: মাহফিল

  • হাটহাজারীর মাহফিলে বক্তব্য রাখবেন না মামুনুল হক

    হাটহাজারীর মাহফিলে বক্তব্য রাখবেন না মামুনুল হক

    নিজস্ব প্রতিনিধি : হাটহাজারী পার্বত্য হাই স্কুল মাঠে আল আমিন সংস্থার মাহফিলে বক্তব্য রাখবেন না হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

    এসময় বাবুনগরী বলেন, হেফাজতে ইসলাম সব সময় শান্তির পক্ষে। মামুনুল হককে নিয়ে যাতে কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্য এমন সীদ্ধান্ত নেয়া হয়েছে।

    এসময় তিনি আরো বলেন, মামুনুল হক আসবেননা প্রশাসনের সাথে বৈঠকে সীদ্ধান্ত হওয়ার পরও বিভিন্ন স্থানে তার ছবিতে আগুন দেয়া এটা কেমন আচরন? এবং কয়েকটা জায়গায় মামুনুল হকের ছবির মুখে প্রশ্রাব করেছে, যা অত্যান্ত ঘৃনিত কাজ।

    তিনি আরো বলেন, আল্লামা মামুনুল হকের মুখ দিয়ে বোকারী শরীফের হাদিস বের হয়, আর যারা এমন ঘৃনিত কাজ করেছে তাদের মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া বের হয়। ওদের উপর আল্লাহর গজব পড়ুক।

    এদিকে, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের হাটহাজারী আগমনকে প্রতিরোধের ঘোষণায় কদিন ধরে টানটান উত্তেজনা বিরাজ করছে পুরো চট্টগ্রামজুড়েই।

    তবে হেফাজতের একটি সূত্র নিশ্চিৎ করে বলেছেন আল্লামা মামুনুল হক হাটহাজারী মাদরাসায় সকালেই পৌঁছেছেন। তবে মাহফিল স্থলে উপস্থিত হন নি।

    ২৪ ঘণ্টা/এম জে

  • আমিরাতে আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত

    আমিরাতে আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতের আনজুমানে খোদ্দামুল মুসলেমীন আল আইন প্রাদেশিক শাখার উদ্যোগে ইসলামের ১ম খলীফা হযরত আবু বকর সিদ্দিক(রাঃ) এর স্বরনে জিকিরে মোস্তাফা (দঃ) মাহফিল ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

    গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারী) আল আইনের ১টি হলরুমে সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ দিদারুল আলম ও মোহাম্মদ ইব্রাহিম বাবর।

    এতে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রামের জনপ্রিয় নাত খাঁ শায়ের মাওলানা মুহাম্মদ এমদাদুল ইসলাম আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ওসমান তালুকদার, মোহাম্মদ আবদুর জব্বার, জসিম উদ্দিন চৌধুরী, মাওলানা নুরুল আমিন, মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ মামুনুর রশীদ,মোহাম্মদ মাসুদ পারভেজ,শহীদুল আলমস হামিদুল হক, মাওলানা ওমর ফারুক, জয়নালনআবেদীন কাদেরী, আবু তালেব কাদেরী ও আলা উদদীন প্রমুখ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন,ঈমান,ও আকীদা ঠিক রাখতে আর বিশ্বের অশান্ত সমাজকে শান্ত করতে রাসুল (সাঃ) জীবানার্দশ ও তার বন্ধু তথা আউলিয়া কেরামদের পদাংক অনুসরণের বিকল্প নেই।

    পরে সংবর্ধিত অতিথি জনপ্রিয় নাত পরিবেশন করে উপস্থিত সবাইকে মাতিয়ে রাখেন।

    মিলাদ কিয়াম শেষে মোনাজাতে দেশ, জাতি, প্রবাসী ও মুসলিম উম্মার কল্যাণে দোয়া করা হয়।

  • আজহারীর মাহফিলে কলেজছাত্র রনি দাসের ইসলাম গ্রহণ

    আজহারীর মাহফিলে কলেজছাত্র রনি দাসের ইসলাম গ্রহণ

    লাখ লাখ ধর্মপ্রাণ মানুষের সমাগমে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার ১৩তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

    মহান বিজয় দিবসের দিন মাদ্রাসার পাশের বিশাল মাঠে অনুষ্ঠিত এ মাহফিলের মূল আকর্ষণই ছিলেন প্রধান বক্তা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত বক্তা, বিশিষ্ট ইসলামিক স্কলার ও কোরআন গবেষক শায়খ ড. মিজানুর রহমান আজহারী।

    চুয়াডাঙ্গার কৃতী সন্তান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের আয়োজনে ঐতিহাসিক তাফসিরুল এ কোরআন মাহফিলে শরিক হতে গতকাল সকাল থেকেই দূর-দূরান্ত থেকে মুসল্লিরা আসতে থাকেন। বাস-ট্রাক, মাইক্রো-মিনিবাস, সিএনজি-অটো, মোটরসাইকেলসহ নানা ধরনের ছোট-বড় যানবাহনযোগে মাহফিলে উপস্থিত হয়ে আলোচনা শোনেন কয়েক লাখ মানুষ।

    গতকাল দুপুরের পরপরই সড়কগুলোতে প্রচুর যানজটের সৃষ্টি হলেও ধর্মপ্রাণ মানুষেরা সেসব উপেক্ষা করেই পৌঁছান মাহফিলস্থলে। আয়োজকদের পক্ষ থেকে বিশালাকার প্যান্ডেলের প্রস্তুত রাখা হলেও মাঠ ছাপিয়ে দর্শক শ্রোতাদের জায়গা নিতে হয় আশপাশের সড়ক ও খালি জায়গায়।

    বিকেল চারটা নাগাদ দেশের প্রায় ৩০ জেলা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাহফিল-প্যান্ডেল। তবে মাহফিলের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় মাগরিবের নামাজের পর। লাখ লাখ মানুষের অংশগ্রহণে প্যান্ডেলই আদায় করা হয় নামাজ ।

    মাহফিলে পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল হামিদ সভাপতির বক্তব্য দেন। এরপর বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা মুফতি আলী আকবর। বেশ কিছু সময় তিনি কোরআন ও হাদিস থেকে বর্ণনা উপস্থাপন করে বক্তব্য দেন।

    রাত ৯টা নাগাদ মাহফিল ময়দানে এসে হাজির হন প্রধান বক্তা শায়খ ড. মিজানুর রহমান আজহারী। তাকে কাছ থেকে একনজর দেখতে খানিকটা উত্তাল হয়ে ওঠে মাহফিলে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা।

    তবে শায়খ মিজানুর রহমান আজহারী মঞ্চে উঠে উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে বয়ান শুরু করলে মুহূর্তেই পরিস্থিতি পাল্টে যেতে থাকে। তাঁর জন্য অধীর আগ্রহে থাকা মানুষেরা নিশ্চুপ হয়ে তার কথাই বুদ হয়ে যান। টানা ১ ঘণ্টা ৫৬ মিনিট ধরে পবিত্র কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি।

    এর মধ্যে অন্যতম ছিল নারীর মর্যাদা, মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ওপর কোরআন নাজিল, ইসলামের দাওয়াত ও মহান বিজয় দিবস। তবে এসবের মধ্যে তার আলোচ্য বিষয়ের মূল তাৎপর্য ঘিরে ছিলে ‘সুরা আদ্ দোহা’।

    মাহফিলের আলোচনা শেষে মোনাজাতের আগমুহূর্তে পবিত্র কোরআনকে ভালোবেসে ও ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে উপস্থিত লাখ লাখ মানুষের সঙ্গে পবিত্র কালেমা পড়ে রনি কুমার দাস নামের এক হিন্দু যুবক নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। শায়খ মিজানুর রহমান আজহারী তাকে পবিত্র কালেমা পাঠ করান। স্বেচ্ছায় ধর্মান্তরিত হওয়া ওই যুবক ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম রাখা হয়েছে আব্দুর রহমান। তার বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের স্নাতক শ্রেণির দর্শন বিভাগের ছাত্র।

    এসময় লক্ষ লক্ষ জনতার সামনে আব্দুর রহমান জানান, ইউটিউবে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনে অনুপ্রাণিত হয়ে ইসলামের ছায়াতলে আসার সিদ্ধান্ত নেন।কালেমা পড়ার আগে আব্দুর রহমান আরও বলেন, মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পর থেকে প্রতিটা মানুষেরই উচিৎ সঠিক পথে চলা। আমি এতদিন অনেক ধর্ম দেখেছি, বিভিন্ন বই পড়েছি। তবে আমার সব থেকে ভালো লেগেছে মহাগ্রন্থ কোরআন শরীফ, যার ভুল আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী ধরতে পারেননি।

    “আমি ভেবেছিলাম লেখাপড়া করে আগে নিজে প্রতিষ্ঠিত হবো, তারপর মুসলিম হবো কিন্তু পরে ভাবলাম তার আগে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো মুসলিম হয়ে মরতে পারব না। এ জন্য আজকেই শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করতে চলে এসেছি।” পরে তিনি জানান খুব শিগগিরই আদালতে গিয়ে এফিডেভিট করে ধর্মান্তরিত হবেন।

    এসময় সদ্য মুসলিম হওয়া নবমুসলিমকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকসহ উপস্থিত শত শত মানুষ। পরে তাৎক্ষণিক আব্দুর রহমানকে আর্থিক সহায়তাও করেন অনেকে।

    এর আগে মাহফিলের প্রধান অতিথি মাদ্রাসার পরিচালক, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ও সাহিদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক তাকে মঞ্চে নিয়ে এসে উপস্থিত সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং উপস্থিতির উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এরপর আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সবার সহযোগিতা চেয়ে বক্তব্য দেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, দৈনিক সময়ের সমীকরণ-এর সম্পাদক ও প্রকাশক মো. শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, মাহফিলে দেশের বিভিন্ন শহর, গ্রাম, পাড়া, মহল্লা থেকে আগত লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি, নারী-পুরুষসহ অন্তত সাড়ে পাঁচ লাখ জনতার উপস্থিতি চোখে পড়ে। দেরিতে আসায় মাহফিল ময়দানে জায়গা না পেয়ে যেখানে-সেখানে, রাস্তায় দাঁড়িয়ে প্রধান বক্তার বক্তব্য উপভোগ করেন অনেকেই।

    এ ছাড়া মাঠের বিভিন্ন প্রান্তে ও আগত মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে সাদা পর্দায় মাহফিল পরিবেশন করা হয়। মাহফিলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক দায়িত্বে ছিলেন পুলিশ, র‌্যাব, আনসার, গ্রাম পুলিশসহ স্থানীয় কয়েক শ’ স্বেচ্ছাসেবক। প্রধান বক্তা শায়খ মিজানুর রহমান আজহারীর বক্তব্য রেকর্ড করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে মঞ্চের সামনে ক্যামেরা নিয়ে ভিড় করেন শতাধিক ইউটিউবার ও আইপি টিভিসহ গণমাধ্যমকর্মীরা।

    https://youtu.be/VS27zL3EHcU

  • চাঁদপুরে মিজানুর রহমান আযহারীর মাহফিল বন্ধ রাখার নির্দেশ

    চাঁদপুরে মিজানুর রহমান আযহারীর মাহফিল বন্ধ রাখার নির্দেশ

    জনপ্রিয় ও আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আযহারীর চাঁদপুরের মাহফিল বন্ধ ঘোষণা করা হয়েছে।

    শনিবার (১৪ ডিসেম্বর) মাহফিল কমিটিকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়ে মাহফিল বন্ধ রাখতে জেলা প্রশাসন কার্যালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতি মুহাম্মদ হোসেন গাজী।

    রবিবার (১৫ ডিসেম্বর) শহরের রেলওয়ে দারুল উলুম মাদ্রাসায় এ মাহফিল হওয়ার কথা ছিল।

    নিরাপত্তার অভাবে এবং কোনোরকম আপত্তিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে চাঁদপুর সদর মডেল থানা থেকে জানানো হয়েছে।

    উল্লেখ্য, ১৫ ডিসেম্বর চাঁদপুর রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় আয়োজিত মাহফিলে মিজানুর রহমান আযহারী অংশগ্রহণ করবেন বলে মাহফিল কমিটি চলতি মাসের শুরুতে এক প্রেসবিজ্ঞপ্তি দেয়।

    এই প্রেসবিজ্ঞপ্তি স্থানীয় গণমাধ্যমে প্রকাশ হলে ডিসেম্বরের শুরু থেকেই বিষয়টি নিয়ে চাঁদপুর সরগরম হয়ে ওঠে।

    এ নিয়ে আযহারীভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা দেয়।

    তবে চাঁদপুর রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান বক্তা হিসেবে ডা. মিজানুর রহমান আযহারী্র আশাকে কেন্দ্র করে একটি পক্ষ লিখিত অভিযোগ দিয়ে প্রশাসনকে অবহিত করেন।

    সরকার বিরোধী কার্যক্রম ও বিভিন্ন বয়ান দেয়ার আশঙ্কায় প্রতিপক্ষরা ওয়াজ বন্ধের জন্য লিখিত অভিযোগটি প্রদান করে বলে জানা গেছে।

    তাই নিরাপত্তার কথা চিন্তা করে প্রশাসন পুরো ওয়াজ অন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

    চাঁদপুর মডেল থানার ওসি নাছিম উদ্দিন বলেন, ড. মিজানুর রহমান চাঁদপুর রেলওয়ে মাদ্রাসায় ওয়াজ করার জন্য আসার খবর শুনে একটি পক্ষ অভিযোগ করেছেন। তাই নিরাপত্তার স্বার্থে পুলিশ সুপারের নির্দেশে ওয়াজ মাহফিল বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    তিনি আরো বলেছেন, ‘রেলওয়ে দারুল উলুম মাদ্রাসার মাহফিলে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না থাকায় পুলিশ প্রশাসনও অনুমতি দেয়নি।’

    মাহফিল পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর কমিশনার হোসেন গাজী স্থানীয় গণমাধ্যমকে জানান, ‘আমরা প্রথম দিকে প্রশাসনের অনুমতি নিয়ে মাহফিল প্রচারণা শুরু করেছি। কিন্তু আইন শৃঙ্খলা অবনতির আশংকার কথা জানিয়ে ১৩ ডিসেম্বর পুলিশের পক্ষ থেকে এবং আজ ১৪ ডিসেম্বর জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে আমাদেরকে মাহফিলের অনুমতি নেই বলে জানানো হয়েছে।’

    এর আগে বিশ্ব সুন্নী আন্দোলন নামে একটি সংগঠনের দাবিতে ডিসেম্বরের শুরুতে ফেনীতে মিজানুর রহমান আযহারীর মাহফিল বন্ধ করে দেয় ফেনী জেলা প্রশাসন।

    প্রসঙ্গত, সম্প্রতি দেশের কয়েকজন ইসলামি বক্তার মধ্যে মিজানুর রহমান আযহারী বেশ জনপ্রিয় হয়েছেন। তবে তাকে নিয়ে নানা বিতর্কও চলছে।

     

  • রাউজানে জিকিরে মোস্তফা (দঃ) মাহফিল শুক্রবার: ব্যাপক প্রস্তুতি

    রাউজানে জিকিরে মোস্তফা (দঃ) মাহফিল শুক্রবার: ব্যাপক প্রস্তুতি

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজান আমিরহাট ১০দিন ব্যাপি শোহাদায়ে কারবালা মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে পবিত্র জসনে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে ২২ নভেম্বর শুক্রবার গর্জনীয়া জামে মসজিদ ময়দানে বাদে জুমা হতে অনুষ্টিতব্য বিশাল জিকিরে মোস্তফা (দঃ) মাহফিল সফলের লক্ষে সর্বশেষ প্রস্তুতি সভা রবিবার রাত ১০টায় জহুর-আম্বিয়া ভিলাতে অনুষ্টিত হয়।

    সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত ও বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা তাজ মুহাম্মদ রেজভীর সঞ্চালনায় এতে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন নুর-এ-হারামাইন হজ্ব কাফেলার পরিচালক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী।

    উপস্থিত ছিলেন সচিব মুহাম্মদ জাবেদ, সৈয়দ কপিল উদ্দিন, সদস্য মাওলানা কুতুব উদ্দিন, মুহাম্মদ বোরহান উদ্দিন, মাওলানা মিনহাজ উদ্দিন, মুহাম্মদ হাসান, মুহাম্মদ মুবিন, মুহাম্মদ সাজ্জাদ, নাজিম উদ্দিন ভান্ডারী, আবুল বশর বাদশা, মোহাম্মদ মোজাফফর, মাওলানা নঈমুদ্দিন, মজিবুল বশর সাজেদ, মুহাম্মদ আলী, মুহাম্মদ মামুন প্রমুখ।

    শুক্রবারের মাহফিল সফলের লক্ষে শৃংখলা, আপ্যায়ন, তাবরুক বিতরন, সাজসজ্জা, পাবলিসিটি সহ বিভিন্ন উপকমিটি করে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়।

    এদিকে শুক্রবারের মাহফিলে সভাপতিত্ব করবেন সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ আহছান হাবিব (মা.জি.আ)। প্রধান অতিথি থাকবেন আলহাজ্ব আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আল আযহারী।

    নাত পরিবেশন করবেন সারা জাগানো নাতখাঁ আলহাজ্ব মুখতার আহমেদ রেজভী, আলহাজ্ব হাসান মুরাদ কাদেরী, আলহাজ্ব এমদাদুল ইসলাম কাদেরী, আলহাজ্ব ক্বারী তারেক আবেদীন কাদেরী, অন্ধ শায়ের হাফেজ মুহাম্মদ ইয়াকুব, শায়ের আবুতালেব, শায়ের আবদুল মাবুদ, শায়ের মিনহাজ্ব, শায়ের ওসমান প্রমুখ।

    প্রস্তুতি সভা শেষে মিলাদ কিয়াম পরিবেশন করেন শায়ের মাওলানা মিনহাজ উদ্দিন কাদেরী ও আখেরী মোনাজাত পরিচালনা করেন প্রস্তুতি কমিটির সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন। পরে সকলের মাঝে তাবরুক বিতরন করা হয়।

  • ডাবুয়ায় জিকিরে মোস্তফা (দঃ) মাহফিল অনুষ্টিত

    ডাবুয়ায় জিকিরে মোস্তফা (দঃ) মাহফিল অনুষ্টিত

    বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ডাবুয়া ৪নং ইউনিট শাখার ব্যবস্থাপনায় ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন, বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ও আওলাদে রাসুল (দঃ) হাফেজ ক্বারী আল্লামা তৈয়্যব শাহ (রহঃ)’র ওরস মোবারক উপলক্ষে ৩য় তম ‘আজিমুশশান জিকিরে মোস্তফা (দঃ) মাহফিল অনুষ্টিত হয়েছে।

    শুক্রবার রাতে স্থানীয় বটতল টিলা ময়দানে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন ইহরাম হজ্ব কাফেলার পরিচালক ও শানে মাইজভান্ডারী ওলামা পরিষদের মহাসচিব আলহাজ্ব আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খান আল আযহারী (মাঃজিঃআ)।

    শায়ের মাওলানা ওসমান গণী ক্বাদেরী ও রায়হান আকবরের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। মাহফিল উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক, তরুণ রাজনীতিক আলহাজ্ব সাইফুদ্দীন চৌধুরী সাবু।

    প্রধান বক্তা ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তরজেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা উত্তরের সভাপতি হাফেজ আল্লামা জয়নাল আবেদিন জামাল, বাঃইঃ ছাত্রসেনা চট্টগ্রাম উত্তরজেলার সাধারণ সম্পাদক ছাত্রনেতা কে. এম আজাদ রানা, বাঃইঃ ফ্রন্ট হলদিয়ার সভাপতি ও আল নূর-এ-হারামাইন হজ্ব কাফেলার পরিচালক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন, দক্ষিণ হিংগলা তৈয়বীয়া স্মৃতি সংসদের সভাপতি মুহাম্মদ মোরশেদ আলম, খোশাল তালুকদার বাড়ি ঐক্য পরিষদের সভাপতি জসিম উদ্দিন তালুকদার।

    আমন্ত্রিত অতিথি ছিলেন বাঃইঃ যুবসেনা রাউজান উপজেলা উত্তরের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম রেজভী, দি প্যানিনসুলা চিটাগাং (ইন্টারনাল অডিট) ম্যানেজার যুবনেতা নুরুল হায়দার, গাউছিয়া কমিটি হযরত ইয়াকুব শাহ ইউনিটের সভাপতি শাহ আলম বাদশা মেম্বার, ডাবুয়া ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি মাওলানা তাজ মোহাম্মদ রেজভী, বাঃইঃ যুবসেনা রাউজান উপজেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক এম এ রায়হান, ব্যবসায়ী মঈনুউদ্দিন, গাউছিয়া কমিটি গহিরা ইউনিয়নের যুগ্ন সম্পাদক গাজী মাসুদ রানা, ছাত্রসেনা রাউজান উপজেলা সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, পৌরসভা সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, দক্ষিণ হিংগলা তৈয়বীয়া স্মৃতি সংসদের সেক্রেটারি মাকসুদুল আলম সুমন, ডাবুয়া ইউনিয়ন ছাত্রসেনার সাবেক সহসভাপতি ঈসমাইল হোসেন সুমন, হলদিয়া ইউনিয়ন ছাত্রসেনা সভাপতি মুছা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্মসম্পাদক ইমতিয়াজ আকবর, দরগাহ বাজার শাখার জিয়া ফারহান, চিকদাইর ইউনিয়নের হোসাইন নূরী, ডাবুয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাবের হোসেন, সাধারণ সম্পাদক আছাদ হোসেন, পৌরসভা ছাত্রলীগের সেক্রেটারি আসিফ, ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ডাবুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোরশেদুল হক চৌধুরী, ইউপি সদস্য আজাদ হোসেন, রাউজান উপজেলা ছাত্রলীগ নেতা মোরশেদ আলম জমির, ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল হক।

    সংগঠনের নেতৃবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেকান্দর হোসেন, মোহাম্মদ রাশেদ, রবিউল হাসান সাব্বির, শাহেদুল আলম, নজরুল ইসলাম, শাহারাজ হোসেন মনির, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ ইমন, সাইফুদ্দীন, জাহেদুল আলম, মিনহাজ উদ্দিন, মোহাম্মদ সোহেল, আসিফ, মোহাম্মদ সাজেদুল, আরমান, আজিম, সজিব, আরমান শাহা, নুরুদ্দিন, জয়নাল, আমজাদ হোসেন, এসকান্দর প্রমুখ।

    মাগরিবের পর থেকে শুরু হওয়া বিশাল পরিসরে সূশৃঙ্খল পরিবেশে শত শত সংগীত প্রেমী ইসলামী ভাইদের উপস্থিতিতে আল হাসসান ইসলামী সাংস্কৃতিক ফোরামের সাবেক যুগ্মমহাসচিব আন্তর্জাতিক ক্বারী আলহাজ্ব মাওলানা তারেক আবেদিন, রজভীয়া নুরীয়া সাংস্কৃতিক ফোরামের চেয়ারম্যান মাওলানা মাছুম-উর রশিদ ক্বাদেরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সালামত রেজা ক্বাদেরী, ইমামে আজম আবু হানিফা ইসলামী সাংস্কৃতিক ফোরামের মাওলানা শাহ আলম ক্বাদেরী, মাওলানা মিনহাজ উদ্দিন ভান্ডারী, আরিফুল ইসলাম ও শিশু শিল্পী আহসান হাবীব নাত পরিবেশন করেন। মনোমুগ্ধকর ইসলামী নাত পরিবেশন শেষে মিলাদ কিয়াম পরিবেশন করেন শায়ের তারেক আবেদীন ক্বাদেরী। পশ্চিম ডাবুয়া আমির চৌধুরী জামে মসজিদের খতিব ও রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম. বেলাল উদ্দিন মাইজভান্ডারীর মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় মাহফিল। পরে তাবরুক বিতরণ করা হয়।