Tag: মাহবুব উল আলম হানিফ

  • দেশে কোনো সংকট নেই, সংকটে আছে বিএনপি:  হানিফ

    দেশে কোনো সংকট নেই, সংকটে আছে বিএনপি: হানিফ

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশে কোনো সংকট নেই, মানুষও কোনো সংকটে নেই, সংকটে আছে বিএনপি। যে দলের শীর্ষ দুই নেতা দণ্ডপ্রাপ্ত হয়ে পলাতক ও কারাগারে থাকে সেই দল তো সংকটেই থাকবে। তাই সান্ত্বনা খুঁজতে দেশ সংকটে আছে বলে প্রচার করছে তারা।

    শুক্রবার (৬ জানুয়ারি) সকালে কুষ্টিয়ায় শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    হানিফ আরও বলেন, বিএনপি এ দেশের বিচার ব্যবস্থাকে কলুষিত করেছিল। বঙ্গুবন্ধু হত্যার বিচার বন্ধ করে এবং ক্ষমতায় থাকতে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। বিএনপি বিচারহীনতার সংস্কৃতি কায়েম করেছিল। আওয়ামী লীগ ভবিষ্যতেও বিচার বিভাগে কোনো হস্তক্ষেপ করবে না।

    বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ১০ বছর ধরে বিএনপির আন্দোলন দেখে আসছি। জনবিচ্ছিন্ন দল বিএনপির আন্দোলন নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই। বিএনপির আন্দোলন নিয়ে জনগণও ভাবে না, আওয়ামী লীগও ভাবে না। তবে যে কোনো অপতৎরতা কঠোর হস্তেই দমন করা হবে।

    পরে কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামে মশাল জ্বালিয়ে ও বেলুন উড়িয়ে যুব গেমসের উদ্বোধন করেন হানিফ। এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দীসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     

  • জোশে হুঁশ হারিয়ে ফেলেছে বিএনপি : হানিফ

    জোশে হুঁশ হারিয়ে ফেলেছে বিএনপি : হানিফ

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন বিএনপির অনেক নেতাকর্মী জোশে হুঁশ হারিয়ে ফেলেছে। আমি শুধু একটা কথাই বলবো জোশে পড়ে হুঁশ হারায়েন না, বেহুঁশ হইয়েন না।

    তিনি বলেন, ‘রফিকুল ইসলাম মাদানীকে দেখছেন না, ওর হুঁশ ফিরে আসার পর তো পা জড়ায় ধরছে সকলের। আর আপনাদের হুঁশ ফিরে আসলে হয়তো ওর মতো পা জড়ায় ধরতে পারেন।’

    মঙ্গলবার চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে যুবলীগের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বিভাগীয় সমাবেশের আয়োজন করে যুবলীগ।

    প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে চট্টগ্রামসহ ১১ জেলার যুবলীগের প্রস্তুতি সভায় যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

    মাহবুব উল আলম হানিফ বলেন, ৪ ডিসেম্বর চট্টগ্রামে আমাদের জনসভা হবে, আমাদের নেত্রী আসবেন। ওই দিনটি হবে চট্টগ্রামবাসীর আনন্দের দিন। ইতিমধ্যে চট্টগ্রাম শহরের রাস্তায় রাস্তায় বর্ণিল সাজে সেজেছে। প্রধানমন্ত্রী যেদিন আসবেন সেদিন চট্টগ্রামে জনসমুদ্র হবে।

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচার করেন উল্লেখ করে তিনি বলেন, ‘মির্জা ফখরুল চমৎকারভাবে যেভাবে মিথ্যাকে বর্ণনা করেন তাতে তার জুড়ি মেলা ভার। বিএনপির সেই আগের কথার জোর কিন্তু নেই। এখন সুরটা কিছু নরম হয়ে গেছে। মিউ মিউ শব্দ এসেছে এখন তাদের। এর একটাই কারণ আওয়ামী যুবলীগের সেই ১১ তারিখের জনসভা। যুবলীগের এক সমাবেশ দেখে বিএনপির অনেকের হুঁশ ফিরে এসেছে। তবে বিএনপির মিথ্যা বলার জুড়ি নাই। মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি।’

    প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, এম শাহাদাত হোসেন তসলিম, আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক আবু মনির মো. শহিদুল হক রাসেল, মো. সাইফুর রহমান সোহাগ, মশিউর রহমান চপল, মীর মোহাম্মদ মহি উদ্দিন, মো. আব্দুল হাই, আদিত্য নন্দী প্রমুখ।

  • দলে থাকলেও পদ পাবেনা বিদ্রোহী প্রার্থীরা:হানিফ

    দলে থাকলেও পদ পাবেনা বিদ্রোহী প্রার্থীরা:হানিফ

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে নির্বাচন পরিচালনা করেছে, বিশেষ করে দলের প্রতীক নৌকা যারা পেয়েছে, তাদের বিরুদ্ধে প্রার্থী হয়েছে, যারা দলের প্রার্থীর বিরুদ্ধে সরাসরি নির্বাচনে অংশ নিয়েছে তাদের দলের কোনো পদে রাখা হবে না। সম্মেলনে সময় সবাইকে বিষয়টা মাথায় রাখতে হবে।

    সোমবার (২১ জুন) চট্টগ্রাম সার্কিট হাউসে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

    তিনি বলেন, যারা বয়োজ্যেষ্ঠ তাদের আরও উঁচু পদে থাকতে হবে৷ যারা দলের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ করে ৪০ ও ৫০ বছর পার করেছেন তাদের দলের মধ্যে নেওয়া হবে।

    আমাদের দরকার নবীণ ও প্রবীণের সমন্বয়ে সংগঠনকে আরও শক্তিশালী করা। বিষয়টি নগরের নেতাদের মাথায় রাখতে হবে।
    দলে যোগদানের বিষয়ে মাহবুবউল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ বড় সংগঠন। দেশে লাখো, কোটি নেতাকর্মী আওয়ামী লীগের রয়েছে।

    সে হিসেবে দলে যোগদানের প্রয়োজন নেই। যদি কেউ আসতে চায় যার বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ, যুদ্ধাপরাধী রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই। সমাজে ভালো হিসেবে পরিচিত। বঙ্গবন্ধুর আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বিশ্বাস করে তারা দলে যোগ দিতে পারে। কিন্তু কেন্দ্রীয় অনুমোদন সাপেক্ষে দলে যোগদান করা যেতে পারে। দলের নেতাদের ইচ্ছা হলে অন্য দলের কেউ যোগদান করার সুযোগ নেই।

    ২৪ ঘণ্টা/পায়েল

  • জেএমসেন ভবন রক্ষায় সম্ভাব্য সকল সহযোগিতা করবো: হানিফ

    জেএমসেন ভবন রক্ষায় সম্ভাব্য সকল সহযোগিতা করবো: হানিফ

    চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেন গুপ্তের বাড়ি পরিদর্শন করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ঐতিহাসিক বাড়িটি রক্ষায় সকল প্রকার সহযোগিতা করা হবে। বাড়িটিতে হরেক রকম সাইনবোর্ড লাগানোটা আমাদের কাম্য নয়।

    বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে নগরীর রহমতগঞ্জে সম্প্রতি দখল করতে গিয়ে একাংশ ভেঙে ফেলা ঐতিহাসিক ভবনটি পরিদর্শনে গিয়ে মাহবুব-উল আলম হানিফ এ আশ্বাস দিয়েছেন।

    এসময় সাংসদ হানিফ বলেন, ‘রানা দাশগুপ্ত আমাকে এখানে আসতে বলেছেন। উনার কাছ থেকে ভবনটির অতীত ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি। এখানে কোনো বক্তব্য দিতে আসিনি। দেখতে এসেছি। আমি শুধু একটি বিষয়ে আপনাদের আশ্বস্ত করতে চাই, সেটা হলো যে এটি একটি ঐতিহাসিক ভবন। ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং স্বাধীনতা আন্দোলনের স্মৃতি জড়িত আছে, ভবনটি ইতিহাসের অংশ। ভবনটি কেন হঠাৎ করে এরকম হলো আমার জানা নেই। দেখলাম এখানে কতগুলো নোটিশ টাঙ্গানো আছে আদালতের।’

    ‘এটুকু আশ্বস্ত করে যাচ্ছি বিষয়টা আজকে পুরোপুরি জানলাম। আজকেই জেলা প্রশাসককে বলব ঘটনাটি যথাযথভাবে দেখতে। কেন কি কারণে ঘটনাগুলো ঘটেছে এবং আইনসম্মত মিমাংসা সেটি দ্রুত যেন হয়। আশাকরি দ্রুত ঘটনাটি নিষ্পত্তি হবে। ভবনটি অতীত ঐতিহ্য ধারণ করে যাতে থাকতে পারে সে বিষয়ে আমাদের সহায়তা থাকবে।’ বলেন হানিফ

    এসময় মাহবুব-উল আলম হানিফের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের দফর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।

    হানিফের পরিদর্শনের আগে বাড়ির সামনে তাৎক্ষণিক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, ভূমিদস্যুরা অপকৌশলে আদালতের একটি রায় এনেছে। জেলা প্রশাসন যেখানে অর্পিত সম্পত্তি হিসেবে এই সম্পত্তির কাস্টডিয়ান তাদেরকে সেখানে পক্ষভুক্ত করা হয়নি। শিশুবাগকেও মামলায় প্রতিপক্ষ করা হয়নি। জেলা প্রশাসনের সম্পূর্ণ অগোচরে কিভাবে তারা এই মামলায় রায় পেল? সেদিন মুক্তিযুদ্ধের স্লোগান দিয়ে এই বাড়িটিতে হামলায় ভূমিদস্যুরা ঝাপিয়ে পড়েছে। ৭২ এ এভাবে দেশে বিভিন্ন স্থানে হামলা হয়েছিল। আজ চট্টগ্রামে আমরা এ পরিস্থিতি দেখতে পাচ্ছি।‘

    তিনি বলেন, ‘ভবনটি ভাঙার দায়িত্ব তাদের দিল কে? সেদিন প্রশাসনের কর্মকর্তারা সব পক্ষের সামনে বলেছে, আপনারা চলে যান আমরা তালা দিয়ে দেব। তখন আমি বলেছিলাম, এর দায়িত্ব স্থানীয় সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমনকে দিতে। প্রশাসন সম্মত হয়েছিল। আমরা চলে গিয়েছিলাম। কিন্তু দু:খের বিষয় কাউন্সিলর শৈবাল দাশ সুমনের হাতে চাবি আসেনি। কিন্তু দুস্কৃতকারীরা এখানে এখনো থাকে। বাইরে থেকে তাদের জন্য খাবার আসে। পুলিশ তাদের বাধা দেয় না। ভিতরে তারা আলো আর সিসিটিভি ক্যামরা লাগিয়েছে। সেগুলো কিভাবে হচ্ছে। এই প্রশ্ন আপনাদের কাছে রেখে পুরো পরিস্থিতি জানিয়ে গেলাম।’

    অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগরের সভাপতি তাপস হোড়, ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শরীফ চৌহান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাশেদ হাসান এবং চট্টগ্রাম ইতিহাস, সংস্কৃতি সংরক্ষণ কেন্দ্রের সভাপতি আলীউর রহমান।

  • মাহবুবউল আলম হানিফ করোনা আক্রান্ত

    মাহবুবউল আলম হানিফ করোনা আক্রান্ত

    করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।

    বুধবার গণমাধ্যমকে নিজেই এ তথ্য জানিয়েছেন হানিফ।

    মাহবুবউল আলম হানিফ জানান, কয়েক দিন ধরেই তার শরীরে হালকা জ্বর ছিল। বুধবার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বর্তমানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

    তিনি বলেন, সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই আওয়ামী লীগ নেতা।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • কানাডা গেলেন মাহবুব উল আলম হানিফ

    কানাডা গেলেন মাহবুব উল আলম হানিফ

    কানাডা গেলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

    শুক্রবার (১৯ জুন) বিকেলে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানা গেছে।

    একটি সূত্র জানিয়েছে, কানাডায় বসবাসরত অসুস্থ বড় ভাইকে দেখতে গেছেন মাহবুব-উল আলম হানিফ। সেখানে তার ১০ থেকে ১৫ দিন থাকার কথা রয়েছে।

    আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কানাডা যাওয়ার বিষয়টি জানিয়েছেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

    মাহবুব-উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম টুটুল কানাডা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন মাহবুব-উল আলম হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তার আরও আত্মীয়-স্বজন রয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • জিয়াউর রহমান প্রথম এ দেশে ভোট ডাকাতি শুরু করেছে : হানিফ

    জিয়াউর রহমান প্রথম এ দেশে ভোট ডাকাতি শুরু করেছে : হানিফ

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রথম এ দেশে ভোট ডাকাতির রাজনীতি শুরু করেছিলেন।

    তিনি আজ কুষ্টিয়ায় তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “জিয়াউর রহমান হাঁ-না ভোট করেছিলেন এবং কোথাও কোথাও ১২০ পার্সেন্ট ভোট পড়েছিল। সেটাও দেশবাসী জানে। বিএনপি ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়ে কারচুপির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। আজিজ মার্কা ভোট করেছিল। ভোট সংক্রান্ত এত অপকর্মের সাথে যারা জড়িত তাদের মুখে ভোট নিয়ে কোন কথা মানায় না।”

    মাহবুব-উল আলম হানিফ বলেন, সিটি কর্পোরেশনের ফল প্রত্যাখান করবে কি করবে না এটা বিএনপির বিষয়। তবে জনগণ বিএনপিকে প্রত্যাখান করেছে সেটি এবারও প্রমাণিত হয়েছে।

    তিনি বলেন, এই দল ক্ষমতায় থাকতেও দেশবিরোধী কাজ করেছে, ক্ষমতার বাইরে থেকেও উন্নয়ন ও অগ্রগতির বিরুদ্ধে কাজ করেছে। তাই এই দলকে নিয়ে মানুষ আর ভাবছে না।

    এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী ফারুকুজ্জামান, জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভির আরাফাত পিপিএমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    পরে তিনি তার নিজ গ্রাম কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। বিকেল ৩টায় কুষ্টিয়া শহরের গড়াই নদীর পাড় রেনউইক’র পাশে বধ্যভুৃমির ভিত্তি প্রস্তুর, বিকেল ৪টায় কুষ্টিয়া সিরাজুল হক মুসলিম হাই স্কুলে শহীদ মিনার, ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনসহ বেশ কিছু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করার কথা রয়েছে।

  • গত ১০০ বছরে এমন ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ হয়নি :হানিফ

    গত ১০০ বছরে এমন ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ হয়নি :হানিফ

    রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে যে ভোটগ্রহণ করা হয়েছে এরকম সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গত ১০০ বছরে হয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

    ভোটগ্রহণ শেষে শনিবার সন্ধ্যায় গণাধ্যমের সাথে আলাপকালে তিনি এই দাবি করেন।

    বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকায় ধন্যবাদ জানান হানিফ। দলের পক্ষ থেকে প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন সমালোচনা করে হানিফ বলেন, ‘মির্জা ফখরুল যেসব অভিযোগ করেছেন সেগুলো আগেই লিখে রেখেছিলেন।’ সব অভিযোগকে তিনি নির্লজ্জ মিথ্যাচার বলে দাবি করেন।

    ‘ইভিএমে ধানের শীষ প্রতীক ছিল না,’ এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন হানিফ। বলেন, ‘কোথাও এই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।’

    ভোট কম পড়ার কারণ ব্যাখ্যা করে হানিফ বলেন, ‘সরকারি ছুটি এবং গণপরিবহন বন্ধ থাকায় অনেক ভোটার ভোট দিতে আগ্রহ প্রকাশ করেনি। এ কারণে প্রত্যাশার চেয়ে কম ভোট হয়েছে।’

    প্রধানমন্ত্রী ভোট দেয়ার পর নৌকা প্রতীকে ভোট চাওয়াকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে দেখছে বিএনপি। এর জবাবে হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি।’

  • হরতাল প্রতিহত করতে আ’লীগ মাঠে থাকবে:হানিফ

    হরতাল প্রতিহত করতে আ’লীগ মাঠে থাকবে:হানিফ

    ব্যর্থতা ঢাকতেই অগণতান্ত্রিক হরতাল আহ্বান করেছে বিএনপি। নিশ্চিত পরাজয় জেনেই তড়িঘড়ি করে হরতাল ডেকেছে তারা। নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপির হরতাল আহ্বান দুঃখজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

    এসময় তিনি বিএনপির হরতাল প্রতিহত করতে আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে থাকবে বলেও জানান। তিনি বলেন, পরাজয়ের গ্লানি থেকেই বিএনপির এই দৈন্যদশা।

    শনিবার সন্ধ্যায় দুই সিটি নির্বাচনের বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের দুই মেয়র প্রাথী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী যথাক্রমে বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

    এর আগে, দিনব্যাপী নানা ঘটনা, বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে শেষ হয় ভোট। তবে, কোথাও বড় ধরনের সংঘর্ষের হয়নি। ভোট শেষে নয়াপল্টনে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দিনব্যাপী ভোটে ভোটারদের অংশগ্রহণ ছিল কম। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ভোটারের উপস্থিতি ৩০ শতাংশের নিচে হতে পারে।