Tag: মা-মেয়ে

  • কক্সবাজারে হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

    কক্সবাজারে হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

    কক্সবাজারের কলাতলীতে একটি আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সি আলিফ নামে হোটেলের ৪১১ নম্বর হোটেল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

    তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় না মিললেও নিহত নারীর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বলে জানা গেছে।

    হোটেল কর্তৃপক্ষের বরাতে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গত ১৪ ফেব্রুয়ারি স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তিন ছেলেসহ হোটেলে রুম নেন। কয়েকদিন কক্সবাজার শহরে ঘুরেও বেড়ান। আজ সকালেও হোটেলের লোকজন হাসি মুখে দেখেছে। দুপুরে হঠাৎ রুম খোলা দেখে হোটেল কর্তৃপক্ষ ৯৯৯ এ কল দিয়ে জানালে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনার পর থেকে দুই ছেলেকে নিয়ে স্বামী’ লাপাত্তা হয়ে যায়। কেন কিভাবে এ ঘটনা ঘটলো তার রহস্য উদঘাটনে চেষ্টা করছে পুলিশ।

  • বগুড়ার মহাসড়ক ছেড়ে কুঁড়েঘরে বালুবোঝাই ট্রাক, ঘুম থেকে চিরঘুমে মা-মেয়ে

    বগুড়ার মহাসড়ক ছেড়ে কুঁড়েঘরে বালুবোঝাই ট্রাক, ঘুম থেকে চিরঘুমে মা-মেয়ে

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সারাদেশ ডেস্ক : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকার মৃত কোরবান আলীর স্ত্রী আতেজান বেওয়া (৭০) ও তার মেয়ে কাতুলী বিবি (৪৫)। অন্যান্য দিনের মতোই খাওয়া-ধাওয়া সেরে ঘুমিয়ে পড়েন।

    দিবাগত রাত আড়াইটার দিকে যখন দুজনই গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই একটি দুর্ঘটনায় তাদের ঘুম থেকে চিরঘুমে পাঠিয়ে দিলেন।

    শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে কুঁড়েঘরে ঘুমন্ত মা-মেয়ের উপর উঠে যায়। মা আতেজান ও মেয়ে কাতুলী দুজনেই ঘটনাস্থলে প্রাণ হারান।

    হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির ইন্সপেক্টর সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    স্থানীয়রা জানান, হেলাল নামে এক দিনমজুর নন্দীগ্রামের ওমরপুর এলাকায় মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জমিতে কুড়ে ঘর তোলেন। সেখানে ছেলের সঙ্গে কাতুলী বিবি ও তার মা আতেজান বেওয়া বসবাস করতেন।

    শুক্রবার পঞ্চগড় ছেড়ে আসা বালুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৬৬৩৫) পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিল। রাত আড়াইটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়।

    এ সময় ট্রাকটি উল্টে মহাসড়কের পাশে দিনমজুর হেলালের কুঁড়েঘরের ওপর গিয়ে পড়ে। এতে ট্রাকচাপায় ঘরে থাকা ঘুমন্ত আতেজান বেওয়া ও তার মেয়ে কাতুলী বিবি ঘটনাস্থলেই মারা যান।

    হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, আমরা দুর্ঘটনার খবর পেয়ে একটি টিম নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় ট্রাকটি সরিয়ে নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।

    তিনি বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে হেলপার আলম শেখকে (৩০) আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করে চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • শিবগঞ্জে বাস উল্টে মা-মেয়েসহ নিহত ৩

    শিবগঞ্জে বাস উল্টে মা-মেয়েসহ নিহত ৩

    ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার গভীর রাতে বৃষ্টির মধ্যে উপজেলার পাকুড়তলা এলাকায় এ দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

    হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আবদুল কাদের জিলানী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    নিহতরা হলেন- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বহরা গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী শাবনুর খাতুন (২২), তার আড়াই বছরের মেয়ে মঞ্জিলা আকতার ও দিনাজপুরের কাহারোল উপজেলার আল-আমিনের তিন বছরের ছেলে মেহেদী হাসান।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাহবার এন্টারপ্রাইজের একটি কোচ বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা এলাকায় মহাসড়কে পৌঁছে। বৃষ্টির মধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে কোচটি মহাসড়কের পাশে খাদে উল্টে যায়।

    এতে ঘটনাস্থলেই গৃহবধূ শাবনুর, তার মেয়ে মঞ্জিলা আকতার ও শিশু মেহেদী হাসান ঘটনাস্থলেই মারা যান। এ সময় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্র ও হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করেন।

    আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

    শুক্রবার বেলা ১০টায় হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আবদুল কাদের জিলানী যুগান্তরকে জানান, দুর্ঘটনাকবলিত কোচটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আহত অন্তত ৪-৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

  • টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা মা-মেয়েকে গলা কেটে হত্যা

    টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা মা-মেয়েকে গলা কেটে হত্যা

    টাঙ্গাইলে ঘরে ঢুকে সাত মাসের গর্ভবতী এক মা এবং তার চার বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    নিহতরা হলেন- লাকী বেগম (২২) ও তার মেয়ে আলিফা (৪)।

    শনিবার দিনগত রাত ১২টার দিকে পৌর শহরের ভাল্লুককান্দী এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত লাকী বেগম টাঙ্গাইল পৌর শহরের ভাল্লুককান্দী এলাকার আল-আমিনের স্ত্রী ও তার মেয়ে আলিফা। স্বামী আল-আমিন শহরে ফোন-ফ্যাক্সের ব্যবসার করেন।

    টাঙ্গাইল থানার ওসি মীর মোশাররফ হোসেন জানান, দিবাগত রাত ১২টার দিকে স্বামী আল-আমিন বাড়ি ফিরে দেখেন ঘরে স্ত্রী ও তার মেয়ের গলাকাটা মরদেহ পড়ে রয়েছে। পরে প্রতিবেশী ও পুলিশে খবর দেয়া হয়।

    নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যটাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কে বা কেন এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি বলে জানান ওসি।