Tag: মিডিয়া কাপ

  • টিসিজেএ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন আরটিভি

    টিসিজেএ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন আরটিভি

    টিসিজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আর টিভি একাদশ। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালে সময় টিভি একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। বিজয়ী দল আর টিভি একাদশের দেবাশীষ বড়ুয়া দেবু ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন।

    চ্যাম্পিয়ন হয়ে আর টিভি একাদশ আকর্ষণীয় ট্রফির সঙ্গে নগদ ১৫ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে। রানার্সআপ হয়ে ট্রফির সঙ্গে নগদ ১০ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে সময় টিভি একাদশ।

    টুর্নামেন্টে সময় টিভি একাদশের খেলোয়াড় মোহাম্মদ ইকবাল সেরা খেলোয়াড় এবং বাংলা টিভি একাদশের খেলোয়াড় বাবুন পাল সেরা গোলরক্ষকের পুরস্কৃত অর্জন করেন।

    ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মোঃ হাকিম আলী, কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, রেস্টুরেন্ট & টুরিজম ব্যাবসায়ী মোহাম্মদ আক্কাস উদ্দিন।

    টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশের সঞ্চালনায় ফাইনাল খেলা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন আর টিভি একাদশকে অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, এমন অসাধারণ আয়োজনের জন্য টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টসদের সংগঠন টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনকে ধন্যবাদ। বেশ ভালো ফুটবল খেলা হয়েছে। এরকম আয়োজনে যুক্ত হয়ে সত্যিই অভিভূত। ভবিষ্যতেও সাংবাদিকদের এমন মিলনমেলায় পাশে থাকার অঙ্গীকার করে বলেন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সব সময় ভালো কাজের পাশে থাকে। যারা সংবাদ নিয়ে কাজ করে তারাই আজ মাঠে নেমেছে। এরকম আয়োজনকে আমরা সব সময় উৎসাহিত করি। আশা করছি এ মেলবন্ধন আগামী দিনেও অটুট থাকবে।

  • ইন্ডিপেনডেন্ট টিভিকে হারিয়ে চ্যাম্পিয়ন সময় টেলিভিশন

    ইন্ডিপেনডেন্ট টিভিকে হারিয়ে চ্যাম্পিয়ন সময় টেলিভিশন

    টিভি জার্নালিস্ট এসেসিয়েশন চট্টগ্রামের আয়োজনে “মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০” এর ফাইনালে ইন্ডিপেনডেন্ট টিভিকে ২০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সময় টেলিভিশন।

    বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে এম এ আজিজ স্টেডিয়ামে সেমিফাইনালে ডিবিসিকে হারিয়ে ফাইনালে উঠে সময় টেলিভিশন অপর ম্যাচে জিটিভিকে হারিয়ে ফাইনালে উঠে ইন্ডিপেনডেন্ট টিভি।

    ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধরিত পাঁচ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৭ রান সংগ্রহ করে সময় টেলিভিশন জবাবে ৪৭ রানে অল আউট হয়ে যায় ইন্ডিপেনডেন্ট টেলিভিশন। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সময় টেলিভিশনের নবাব মিয়া।

    দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে চট্টগ্রামে বিভিন্ন টেলিভিশনে কর্মরত সংবাদকর্মীদের ৮টি দল অংশ নেয়। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন রানাআপ ও অংশগ্রহনকারী দলসমুহের হাতে পুরস্কার তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি।

    এসময় তিনি বলেন, দেশের ক্রিড়াঙ্গণকে সমৃদ্ধ করতে সাংবাদিকদের ভুমিকা প্রশংসনীয়, শরীর ও মনকে ভাল রাখতে খেলাধুলা ও বিনোদনের কোন বিকল্প নাই নানান ব্যস্থতার মাঝে চট্টগ্রামের টিভি সাংবাদিকদের এ আয়োজন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।

    টিভি জার্নালিস্ট এসেসিয়েশন চট্টগ্রামের সভাপতি নাসির উদ্দিন তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস জিপিএইচ ইস্পাত লিমিটেডের মিডিয়া উপদেষ্ঠা অবিক ওসমান।

    এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, টিভি জার্নালিস্ট এসেসিয়েশন চট্টগ্রামের সাবেক সভাপতি শামসুল হক হায়দারী, টিভি জার্নালিস্ট এসেসিয়েশন চট্টগ্রামের সাধারন সম্পাদক লতিফা আনসারী রুনা, যুগ্ম সম্পাদক মাসুদুল হক, অর্থ সম্পাদত আরিফুর রহমান সবুজ, টুর্নামেন্টর সমন্বয়ক ও নির্বাহী সদস্য তৌহিদুল আলম প্রমুখ।

    এর আগে গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে বেলুন উড়িয়ে “মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০” এর উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।