Tag: মিথিলা

  • ঢাকায় পূজা করবেন মিথিলা, মুম্বাই থেকে আসবেন সৃজিত

    ঢাকায় পূজা করবেন মিথিলা, মুম্বাই থেকে আসবেন সৃজিত

    কলকাতার বধূ হওয়ার পর পূজা উৎসবকে আলাদা গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। সে কারণে ওপার বাংলার গণমাধ্যমে মিথিলার পূজাভাবনা বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হচ্ছে।

    কলকাতার আনন্দবাজার পত্রিকাকে মিথিলাকে জানিয়েছেন, এবারের দুর্গাপূজায় স্বামী সৃজিত মুখার্জি মুম্বাইয়ে থাকবেন। সে কারণে মন খারাপ এড়াতে এবার ঢাকায় পূজা করবেন অভিনেত্রী। তবে মুম্বাই থেকে সরাসরি বাংলাদেশে আসবেন সৃজিত।

    এবারের পূজার কেনাকাটা প্রসঙ্গে মিথিলা জানিয়েছেন, ‘মা আর বোনের জন্য কলকাতা থেকে শাড়ি কিনেছি। আয়রার জন্য আমাকে আর কিছুই কেনাকাটা করতে হয়নি। কত কত উপহার পেয়েছে সে! নিজের জন্যও কিছুই কেনা হয়নি। সৃজিত বাংলাদেশে গিয়ে কেনাকাটা না করে থাকতেই পারে না। তাই ওর পূজার কেনাকাটা বাংলাদেশেই হবে বলে মনে হচ্ছে।’

    বর্তমানে সৃজিত ব্যস্ত আছেন ভারতীয় নারী ক্রিকেটের আইকন মিতালি রাজের আলোচিত বায়োপিক ‘সাবাশ মিতু’ নির্মাণে।

    বহু আলোচনা-সমালোচনার পর ২০১৯ সালের ৬ ডিসেম্বর সৃজিত মুখার্জির ঘরের বউ হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।

    এন-কে

  • চেনা মিথিলার অচেনা রূপ!

    চেনা মিথিলার অচেনা রূপ!

    বরাবরই সোজগোজ বেশ পছন্দ করেন রাফিয়াত রাশিদ মিথিলা। বাংলাদেশের মেয়ে এখন কলকাতার বধূ। এবার সেখানেই শাড়ির বদলে অন্য ‘লুক’-এ ধরা দিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী।

    মিথিলা কেবলই অভিনেত্রী নন। তিনি একাধারে শিক্ষিকা, সমাজসেবী, অভিনেত্রী, মা, স্ত্রী। এবার তার নানা রূপ ধরা পড়ল ফোটোশুটের দিন।

    সম্প্রতি সৃজিতের বাড়ির স্টুডিও এবং ছাদে মিথিলার ছবি বেশকিছু তোলা হয়েছে।

    মিথিলা জানিয়েছেন, তিনি সাধারণত ফোটোশুট করান না। পড়াশোনা, সংসার, সন্তান পালন, অভিনয়, ইত্যাদির জন্য সময় হয় না তার। কিন্তু ভারতের একটি সংবাদমাধ্যমের জন্য এবার ছবি তুলেছি।

    ফোটোশুট চলাকালীন মিথিলা-কন্যা আয়রা এবং সৃজিতের ভাগনি স্পন্দনা মাঝে মাঝেই স্টুডিওতে এসে দেখা দিয়ে যাচ্ছিল। শুধু তা-ই নয়, খুদে আর কিশোরী তাদের মতামতও প্রকাশ করছিল। তাদের উপস্থিতি শুটকে আরও প্রাণবন্ত করে তুলছিল।

    শুটের মাঝে বিকেলবেলা সৃজিতের আগমণ। সে দিনই মুম্বাই থেকে ফিরেছেন তিনি। কন্যা এবং ভাগনির পিছু ধরে তিনিও তার স্ত্রীর ফোটোশুটে এসেছিলেন। মিথিলার লম্বা গাউন দেখে মশকরা করে বললেন, ‘‘এই পোশাক তো পুরো হাওড়া ব্রিজ।’’ আরও নানা বিষয়ে ঠাট্টা করতেই মিথিলার বকা খেয়ে নীচের তলায় চলে গেলেন সৃজিত।

    মিথিলাকে সাজানোর দায়িত্ব নিয়েছিলেন কলকাতার তারকা-স্টাইলিস্ট সন্দীপ জয়সওয়াল। তিনি মোট চারটি পোশাকে সাজিয়ে তুলেছিলেন মিথিলাকে। সন্দীপ বললেন, ‘‘মিথিলাকে এক ধরনের ‘লুক’-এ দেখে এসেছে সকলে। তাই ভাবলাম, হট প্যান্ট, গাউন বা নেটের শাড়়িতে সাজালে কেমন লাগে? আর তাই এই চার রকম পোশাক বেছে নিয়েছি।’’

    মেরুন রঙের ড্রেপ রেড কার্পেট গাউন এবং ধূসর-নীল নেটের শাড়ির সৌজন্যে ‘ইউভ ইন্ডিয়া’। নেটের কালো শা়ড়িটি মিথিলার নিজের আলমারি থেকে বার করা। সন্দীপের সংগ্রহ থেকে এসেছিল সাদা শার্ট, হট প্যান্ট, ডেনিম বিকিনি টপ।

    এন-কে

  • বয়স নিয়ে ভাবতে হয়েছে মিথিলাকে

    বয়স নিয়ে ভাবতে হয়েছে মিথিলাকে

    ঢালিউডে মিথিলার প্রথম ছবি ‘অমানুষ’ মুক্তির অপেক্ষায়। এরমধ্যে টলিউডেও অভিষেক ছবি ‘মায়া’য় কাজ করেছেন মিথিলা। সম্প্রতি ছবিতে তারকাদের লুক প্রকাশ করা হয়েছে।

    ‌‌‘মায়া’য় নিজের চরিত্র নিয়ে মিথিলা জানিয়েছেন, ‘মায়া’র চরিত্রটায় দুটো আলাদা ভাষায় কথা বলতে হয়েছে আমাকে এবং তিনটি বয়সকে দেখানো হয়েছে। প্রতিটা বয়সে মায়ার তাকানো, চলন এবং লুক একদম আলাদা। এই সবটা নিয়ে আমায় অনেক অনুশীলন করতে হয়েছে। এই জন্যে এটা খুবই চ্যালেঞ্জিং ছিল।
    আমার অভিনয়, বাচনভঙ্গী, ভাষা, লুক সবই পরিবর্তন করতে হয়েছে। বিশেষ করে পরিণত বয়স- যেখানে আমাকে পঞ্চাশের ঘরে দেখা যাবে, সেই বয়সটা নিয়ে বেশি ভাবতে হয়েছে। কেননা মায়া একটি বিশাল সংগ্রামের জীবন পার করেছে। সেই দৃঢ়তা চরিত্রে ফুটিয়ে তোলাটা ভীষণ জরুরি ছিলো।’

    মিথিলা আরও জানান, ‘আমি এতবার স্ক্রিপ্টটা পড়েছি যে, অন্যদের ডায়লগও আমার পুরো মুখস্থ হয়ে গেছে। মায়ার যখন পঞ্চাশের কোঠায় বয়স দেখানো হয়, তখন ও একেবারে পরিবর্তন হয়ে যায় এবং সেই সময় ওঁর দৃঢ়তা, লুক সব আলাদা। কোনও কথা সোজা ভাবে বলে না মায়া, সব কথাতেই একটা শেড বা অর্থ রয়েছে। এই সবকিছু নিয়ে অনেকটা ভাবতে হয়েছে এবং প্রতিটা ভাবনা আমি রাজর্ষি দায়ের (ছবির পরিচালক রাজর্ষি দে) সঙ্গে শেয়ার করেছি। আমায় খুবই ভাল করে গাইড ও সহযোগিতা করেছেন তিনি।’
    এই ছবিতে আরও অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, তনুশ্রী চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী প্রমুখ।

    এন-কে

  • সৃজিৎ কলকাতায় আর মিথিলা ঢাকার বাড়িতে বসে বানালেন শর্ট ফিল্ম

    সৃজিৎ কলকাতায় আর মিথিলা ঢাকার বাড়িতে বসে বানালেন শর্ট ফিল্ম

    ২৪ ঘণ্টা বিনোদন ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে লকডাউনে ঘরবন্দি দেশের প্রায় সকল অভিনয় শিল্পী। তবে ঘরে বসেই অভিনয় শিল্পীরা নিত্যনতুন নানা কাজে মন দিয়েছে,শিল্পীরা গাইছেন গান।

    অনেকে আবার শর্ট ফিল্ম বানানোর চেষ্টা করছে। সৃজিৎ পত্নী মিথিলাও ঘরে বসে বানালেন শর্ট ফিল্ম।

    ভারতের গণমাধ্যম সূত্রে জানা যায়, চিত্র পরিচালক স্বামী সৃজিৎ এখন কলকাতায় আর অভিনেত্রী মিথিলা অবস্থান করছেন ঢাকায়। তবে প্রতিনিয়ত দু’জনের মধ্যে ভিডিও কলে কথাবার্তা চলছে। বাড়িতে বসেই কাজ করছেন দু’জনে।

    ইতিমধ্যেই ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজের থিম সং প্রকাশ করেছেন সৃজিত। আর বাড়িতে বসে থাকা অবস্থায় নিজের সময় কাটাতেই মিথিলা বানিয়ে ফেললেন একটি শর্টফিল্ম যার নাম তিনি রেখেছেন দ্য ফরগটেন ওয়ান।

    শর্টফিল্মের গল্পটি তিনি নিয়েছেন তার জামাইবাবু এবং বাংলাদেশের এক জনপ্রিয় লেখক ইরেশ জাকেরের থেকে। শুধুমাত্র একা মিথিলা নয় ,দুই বোন মিম রশিদ ও মিসৌরি রশিদের সাহায্য নিয়েছেন তিনি। ছবিটিতে মিথিলার পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে তার মেয়ে আয়রাকে।

    ১ মিনিট ২৬ সেকেন্ডের ছবিতে চরিত্র বলতে মাত্র দু’জন। একজন মিথিলা নিজে আর অন্যজন তাঁর মেয়ে আয়রা। এটি একটি হাড়হিম করা ভূতের ছবি। লকডাউনে বাড়িতে বসে প্রতিদিন কত ঘটনাই না ঘটছে মানুষের সঙ্গে। যদি এমন কোনও ঘটনা ঘটে? তবে?

    ছবিতে দেখা গিয়েছে আর পাঁচজন কর্মরতা মহিলার মতো রাতেও ল্যাপটপ খুলে কাজ করছেন মিথিলা। মেয়ে আয়রা বাথরুমে দাঁত মাজছে। মেয়েকে মিথিলা জিজ্ঞাসা করেন, সে হোমওয়ার্ক করেছে? বলেন, কাল কিন্তু সকালে তাঁর অনলাইন স্কুল।

    মেয়েও মাকে বলে, ঘরে থাকতে তার ভাল লাগে না। সে বন্ধুর বাড়ি যেতে চায়। মেয়েকে সোহাগ মিশ্রিত হালকা শাসনও করে মা। প্রতিদিনের টুকরো ঘটনা এগুলি। সবার বাড়িতেই এইসব কথোপকথন খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এরপরই ঘটে আসল ঘটনা। বিছানা থেকে হঠাৎই আয়রা বসে ওঠে, ‘মা তুমি কার সঙ্গে কথা বলছো’?

    সিনেমাটোগ্রাফি, এডিটিং ও মিউজিকের দায়িত্ব সামলেছেন মইমুন খান। শর্টফিল্মটি নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন মিথিলা।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • সৃজিত-মিথিলার বিয়ে ২২ ফেব্রুয়ারি!

    সৃজিত-মিথিলার বিয়ে ২২ ফেব্রুয়ারি!

    বিয়ে করতে চলেছেন ঢাকার মডেল-অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা ও কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি। ‘জাতিস্মর’ নির্মাতার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া সোমবার দুপুরে খবরটি প্রকাশ করে।

    সেখানে বলা হয়, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৃজিত-মিথিলা।

    দুই দেশের দুই তারকাকে নিয়ে কয়েক মাস ধরে গুজব শোনা যাচ্ছে। যদিও তারা প্রেমের কথা অস্বীকার করে পরস্পরকে ‘ভালো বন্ধু’ বলছেন।

    টাইমস অব ইন্ডিয়া জানায়, সম্প্রতি মিথিলার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে এসেছেন সৃজিত। যদিও সৃজিত বলছেন, মিথিলার পরিবারের সঙ্গে তার পরিচয় বেশ আগের। তবে বিয়ে নিয়ে মন্তব্য জানাতে অস্বীকার করেন।

    তবে প্রত্যক্ষদর্শীরা জানান, দুজনকে ঢাকা আর্মি স্টেডিয়ামে সদ্য সমাপ্ত ফোকফেস্টেও একসঙ্গে দেখা গেছে।

    মূলত, ফুপাতো ভাই অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের সুবাদে সৃজিতের সঙ্গে মিথিলার দেখা হয়। ফেসবুকের মাধ্যমে সৃজিত এবং মিথিলার নিয়মিত যোগাযোগ চলতে থাকে। এরপর একাধিকবার কলকাতায় দেখা যায় মিথিলাকে। সৃজিতের জন্মদিনেও উপস্থিত ছিলেন।

    চলতি মাসেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সৃজিতের সঙ্গে হাজির হন মিথিলা। তখন তারা শাহরুখ খান ও কলকাতার অনেক তারকাদের সঙ্গে ছবি তোলেন। সেই ছবি ভাইরাল হয় অনলাইনে।

    কিছুদিন আগে সাবেক প্রেমিক নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমীর সঙ্গে তোলার মিথিলার কিছু ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ নিয়ে গায়ক-অভিনেতা তাহসানের সাবেক স্ত্রী পুলিশে অভিযোগ করেন। ওই সময় সৃজিত বলেন, অন্যের ছবি এভাবে ব্যবহার করা অন্যায়। মিথিলা যেভাবে পুরো ব্যাপারটা সামলাচ্ছে তাতে আমি গর্বিত।