Tag: মিরসরাই

  • মিরসরাইয়ে অজ্ঞাত ব্যক্তির পচন ধরা লাশ উদ্ধার

    মিরসরাইয়ে অজ্ঞাত ব্যক্তির পচন ধরা লাশ উদ্ধার

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে পানির ছড়া থেকে অজ্ঞাত ব্যাক্তি (৪৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড় জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন নালির দুয়ার এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়ক সংলগ্ন খালের পানিতে মৃত ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশ কে জানানো হয়। থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিচয় সনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাশাপাশি উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

    জোরারগঞ্জ থানার পুলিশ উপ পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, নিহতের শরীরে ইতিমধ্যে পচন ধরেছে। প্রাথমিক সুরতহাল অনুযায়ী ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি কোন মৎস্য খামারের শ্রমিক হবে। রাতে রাস্তার পাশে হাঁটার সময় তথা সম্ভব গাড়ির ধাক্কায় ছড়ার পানিতে পড়ে গিয়ে মারা যেতে পারে। নিহতের শরীরে তেমন কোন দাগ নেই শুধু ডান চোখে ভ্রুএর উপর হালকা আঘাতের চিহ্ন রয়েছে।

    স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম জানান, জানান, ছড়ার পানিতে লাশ পাওয়ার খবর শুনেছি। তবে পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় লোকজন পরিচয় নিশ্চিত করতে পারেনি।

    জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। পরিচয় সনাক্ত ও মৃত্যুর কারন জানতে তদন্ত চলছে।মিরসরাইয়ে অজ্ঞাত ব্যক্তির পচন ধরা লাশ উদ্ধার।

  • মিরসরাইয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

    মিরসরাইয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

    মিরসরাই প্রতিনিধি:::মিরসরাইয়ে বেপরোয়া গতির চয়েস বাসের চাপায় মো. মামুন (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন জিয়া উদ্দিন (২১) নামে আরও একজন।

    শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মামুন উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম কারখানার মুখে দ্রুত গতির একটি চয়েচ বাস একটি চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত হয়। এসময় গুরুতর আহত হন অপর আরোহী।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, সড়ক দূর্ঘটনার শিকার ২ ব্যক্তিকে স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন। অপর জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

    জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার দুর্ঘটনা সম্পর্কে অবগত নন‌বলে জানান।

  • মিরসরাইয়ে বিএসআরএম কারখানায় রেকার চাপায় দিনমজুরের মৃত্যু

    মিরসরাইয়ে বিএসআরএম কারখানায় রেকার চাপায় দিনমজুরের মৃত্যু

    মিরসরাই প্রতিনিধি::::চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কারখানায় স্ক্রাপ আলোড় করার সময় রেকারের চাকার নিচে পৃষ্ঠ হয়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহতের নাম সুজন চন্দ্র নাথ (৩০)।

    রোববার (১৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকায় বিএসআরএম কারখানার অব্যন্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া গ্রামের সুভাষ চন্দ্র নাথের ছেলে।

    বিশ্বস্থ সুত্রে জানাযায়, লোহার দরপতন ও স্ক্রাপ জাহাজ কাটা বন্ধ থাকায় গত দুই মাস বন্ধ ছিল বিএসআরএম কারখানায় স্ক্রাপ আনলোডিং এর কাজ। দীর্ঘ ২ মাস বন্ধ থাকার পর আজ রবিবার ১৪ জানুয়ারি পুনরায় শুরু হয় লরি থেকে স্ক্রাপ আনলোডিং এর কাজ। ২ মাসের বেকারত্ব শেষে অন্যান্য দিনমজুরের সাথে কাজে যোগ দেন এতিম সুজন। কাজের ফাঁকে লরি থেকে স্ক্রাপ রিসিভ করে মোভ করার সময় বিএসআরএম কারখানায় একটি নিজ্বস্ব রেকারের সামনের চাকার নিচে পৃষ্ঠ হন সুজন। এতে রেকারের চাকার চাপে অন্ডকোষ ফেটে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত সুজন হাইটেক ইঞ্জিনিয়ারিং নামে একটি শ্রমিক সাপ্লাইয়ার এজেন্টের মাধ্যমে বিএসআরএম কারখানায় অন্যান্যদের মতোই দিন মজুর হিসেবে কাজ করতেন। তৃতীয় পক্ষের মাধ্যমে বিএসআরএম এর স্ক্রাপ আনলোডিং এর মতো ঝুঁকি পূর্ণ কাজ করলেও নিহত সুজনদের মতো কয়েক হাজার দিনমজুর কেউ বিএসআরএম কারখানার নিয়োগপ্রাপ্ত শ্রমিক কিংবা দিনমজুর নয়। ফলে এখানে প্রতিনিয়ত দূর্ঘটনায় বহু শ্রমিক মারা গেলেও তাদের দায় এড়িয়ে যায় এই বৃহৎ শিল্প প্রতিষ্ঠানটি।

    শ্রমিক মৃত্যুর বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির মানবসম্পদ ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন মোল্লা বলেন, শ্রমিকটি বিএসআরএম কারখানার অভ্যন্তরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবে কর্মক্ষেত্রে শ্রমিক মৃত্যুতে ক্ষতি পুরনের সুনির্দিষ্ট নীতিমালা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন শ্রমিকরা বিএসআরএম কারখায় সরাসরি নিয়োগপ্রাপ্ত নয় তাই তাদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা নেই। তারা সাপ্লাইয়ারদের মাধ্যমে কারখানায় কাজ করে তবুও কেই ক্ষতিগ্রস্ত হলে যতটুক সম্ভব সহায়তা করা হয়।

    জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন জানান, বিএসআরএম কারখানায় শ্রমিক নিহতের ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। নিহতের মৃতদেহ তার পরিবারের হেফাজতে রয়েছে।
    বাংলাদেশ শিল্প ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক কুসুম আক্তার সোমা জানান, যে কোন কলকারখানায় শ্রমিক দুর্ঘটনা কিংবা নিহতসহ নিরাপত্তা জনিত যে কোন ঘটনার তথ্য আমাদেরকে অবহিত করার নিয়ম রয়েছে। কিন্তু মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএম কারখানায় যেকোন দূর্ঘটনার তথ্য অধিদপ্তরকে অবহিত করা হয়না। আজকের ঘটনা আমরা জানতে পেরেছি। খোঁজখবর নিয়ে যাচাই করে দেখা হবে নিরাপত্তার কোন ঘাটতির কারনে শ্রমিকের মৃত্যু হয়েছে কিনা।

    স্থানীয় ৩নং ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার জানান, বিএসআরএম কারখানায় তার ঠিকাদারি কাজ না থাকায় কারখানার অভ্যন্তরের বিষয়গুলো জানা নেই। শ্রমিক মৃত্যুর খবরটি তিনি জানেন না।

  • মিরসরাই শিল্পনগরে মিক্সার মেশিন আটকা পড়ে শ্রমিক নিহত

    মিরসরাই শিল্পনগরে মিক্সার মেশিন আটকা পড়ে শ্রমিক নিহত

    মিরসরাই প্রতিনিধি :::চট্টগ্রামের মিরসরাই শিল্প এলাকায় মেসার্স এ ডাবলু আর ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর মিক্সার ঢালাই মেশিনে আটকা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

    শনিবার ( ১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মোঃ মোশারফ হোসেন (২৮)। তিনি মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড গেড়ামারা আবু তাহের এর ছেলে।

    ঘটনার বিবরণে জানা যায়, মিরসরাই থানাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের বেপজা অর্থনৈতিক অঞ্চলে শনিবার সকালে মেসার্স এ ডাবলু আর ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর মিক্সার ঢালাই মেশিন পরিষ্কারের কাজ করছিলেন শ্রমিক মোশাররফ হোসেন। এসময় মেশিনটি চালু থাকায় ভেতরে আটকা পড়ে তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    মেসার্স এ ডাবলু আর ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, তারা ৩ জন শ্রমিক কাজ করছিল আরএমসি মেশিনে। অন্য দুইজন সকাল সাড়ে ১১টায় নাস্তা করতে দোকানে গেলেও মোশাররফ তার জন্য নাস্তা নিয়ে আসতে বলে নিজে মেশিনের কাছে থেকে জান। তিনি হয়তো কৌতুহল বশত দেখার জন্য আরএমসি প্লান্টটির সিঁড়ি দিয়ে উপরে উঠে যান। সেখান থেকে কোন ক্রমে তিনি ছিটকে নিচে পড়ে গিয়ে আহত হন। অন্য শ্রমিকরা তার জন্য নাস্তা নিয়ে এসে দেখে তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে প্রতিষ্ঠানের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিকের জানাজা তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিষ্ঠান থেকে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। আমরা উপযুক্ত সহযোগীতা করবো।

    শিল্প জোন পুলিশ ফাঁড়ির এসআই হাবিব জানান, শ্রমিক মৃত্যুর খবর শুনেছি। তবে ঘটনা স্থলে যাওয়ার আগেই শ্রমিককে সরিয়ে ফেলেছে কারখানা কর্তৃপক্ষ। পরবর্তী বিষয় জোরারগঞ্জ থানার তত্ত্বাবধায়নে আছে থানাকে অবহিত করা হয়েছে।

    জোরারগঞ্জ থানা ওসি তদন্ত জানান, নিহতের লাশ পারিবারিক ভাবে কবরস্থ করা হয়েছে তবে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি পরিবার থেকে।

  • মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচন উত্তর চট্টগ্রামে উদাহরণ সৃষ্টি করেছে

    মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচন উত্তর চট্টগ্রামে উদাহরণ সৃষ্টি করেছে

    আশরাফ উদ্দিন::::সিলেকশান নয় উন্মোক্ত গনতান্ত্রিক প্রক্রিয়ায় ইলেকশনের মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচনে উত্তর চট্টগ্রামে উদাহরণ সৃষ্টি করেছে মিরসরাই উপজেলা প্রেসক্লাব। গত শনিবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী মিরসরাই উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮ ভোটের ব্যবধানে সভাপতি হয়েছেন দৈনিক লাল সবুজ পত্রিকার সম্পাদক নয়ন কান্তি ধুম ও সাধারণ সম্পাদক দৈনিক মানব জমিনের মিরসরাই উপজেলা প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী।

    নির্বাচন ঘিরে দিন ব্যাপী ছিল উৎসব মুখর পরিবেশ। একটি জাতীয় নির্বাচনের ন্যায় মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে ছিল প্রধান নির্বাচন কমিশনার, প্রিসাইডিং অফিসার, পোলিং এজেন্ট। । হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যদিয়ে ৮ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বি সাংবাদিক মাহবুবুর রহমান পলাশকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন দৈনিক লাল সবুজ পত্রিকার সম্পাদক নয়ন ধুম। সাধারণ সম্পাদক নির্বাচনে নতুন ইতিহাস সৃষ্টি করে একবারের স্থলে দুইবার ভোট করতে হয় নির্বাচন কমিশনকে। প্রথমবার বেলা ১২টার ভোটে সাধারণ সম্পাদক পদে দুই প্রতিদ্বন্দ্বী ২৪ ভোটের মধ্যে ১২ ভোট পান মানবজমিনের মিরসরাই উপজেলা প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী অপরদিকে তার প্রতিপক্ষ দৈনিক বণিক বার্তা প্রত্রিকার মিরসরাই প্রতিনিধি রাজিব মজুমদার ও পেয়ে বসেন ১২টি ভোট। ফলে বিকাল ৫ টায় পুনরায় ভোট গ্রহণ করতে বাধ্য হন প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জামশেদ আলম। ৫ ঘন্টার ব্যবধানে সহকর্মীদের মন জয় করে ৮ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আনোয়ারুল হক নিজামী।

    নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা ও মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার জামশেদ আলম বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে শক্তিশালী করতে হবে। যে দেশের গণমাধ্যম যত বেশি শক্তিশালী সে দেশের রাষ্ট্রব্যবস্থা ততো বেশি শক্তিশালী গণমাধ্যম তোষণ মুক্ত সমাজ গড়ার অন্যতম হাতিয়ার। আজকের সমাজে যত অনাচার অনিয়ম দুর্নীতি আছে এটা তুলে ধরার জন্য গণমাধ্যম একমাত্র পথ। গনমাধ্যম কর্মীরা পদলেহন করার কারনে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্তম্ভ ধসে পড়ে বিলিনের পথে। তাই আজকে যারা সুস্থ ধারায় মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে ভোটের মাধ্যমে জয়ি হয়েছেন তাদের প্রতি আকুল আবেদন আপনারা সাংবাদিকতার ধসে পড়া স্তম্ভের মেরামতে কাজ করবেন।
    ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৪ -২৫ সালের নির্বাচত হওয়া সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ কার্যদিবসের মধ্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। ভোটের আনুষ্ঠানিকতা শেষে প্রধান নির্বাচন কমিশনার ডাঃ জামসেদ আলম সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন। এদিকে নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

  • আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুহেলের ২২ দফা ইশতেহার ঘোষণা

    আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুহেলের ২২ দফা ইশতেহার ঘোষণা

    মিরসরাই প্রতিনিধি:::আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ২২ দফা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল। ‘স্মার্ট বাংলাদেশের মডেল হবে মিরসরাই’ শিরোনামে এই ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সবুজ পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব মিরসরাই গড়ার প্রত্যয়। নির্বাচিত হলে তিন মাসের মধ্যে চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন তিনি।

    সোমবার (১৮ ডিসেম্বর) মিরসরাই উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মাহবুব উর রহমান রুহেল তার ২২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

    এ সময় চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান,মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারাণ সম্পাদক একে এম জাহাঙ্গীর ভুঁইয়া, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

    এছাড়াও আছে পরিকল্পিত আবাসন, পরিকল্পিত মডেল উপজেলা গঠন, সফটওয়্যার টেকনোলজি পার্ক (আইটি পার্ক) নির্মাণ, দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, পর্যটন স্পটগুলোকে ইকো ট্যুরিজম হাব, নিরাপদ গ্রীণ মিরসরাই প্রতিষ্ঠা, দুই ও তিন ফসলী কৃষিজমি রক্ষা, বিদেশগমনকারীদের টেকসই চাকুরির নিশ্চয়তা প্রদান করতে প্রশিক্ষণ প্রদান, নারী সমাজকে আধুনিক শিক্ষা ও সামাজিক নিরাপত্তা প্রদান, সম্প্রীতির মিরসরাই, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, খেলার মাঠ তৈরির উদ্যোগ, সাধারণ মানুষের দৌড় গড়ায় সকল সেবা প্রদান, পশ্চাৎপদ জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন, বঙ্গবন্ধু শিল্প নগরে স্থানীয় বেকার যুবকদের জন্য কোটা সংরক্ষণ করে কর্মসংস্থানের ব্যবস্থা করা, সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার নিশ্চয়তার প্রদান, ভূমি ও গৃহহীন মানুষের আবাসন প্রকল্প বাস্তবায়ন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস বৃদ্ধি করা, জেলে সম্প্রদায়ের জীবন মান উন্নয়ন ও তাদের পূণর্বাসন, উৎপাদিত ফসলাদি সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ, মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সমূহ সংরক্ষণ, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সরকারি-সুযোগ সুবিধা নিশ্চিত করা।

  • মিরসরাইয়ে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত নিরীহ চা দোকানী

    মিরসরাইয়ে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত নিরীহ চা দোকানী

    নিজস্ব প্রতিনিধি::::মিরসরাইয়ে ছাত্রলীগের দুই গ্রুপের কথাকাটাকাটির জেরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় প্রতিপক্ষ মনে করে লাঠিসোটা নিয়ে হামলা করা হয়েছে এক নিরীহ চা দোকানীর উপর। হামলার ঘটনায় মারাত্মক আহত হয়েছেন চা-দোকানী আরাফাত হোসেন (২৫) ও রাহাত ( ২৭) নামের দুই জন।

    বুধবার ( ১৩ নভেম্বর) রাত ৯ টায় মিরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ড মিরসরাই স্টেডিয়াম এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

    মারাত্মক আহত আরাফাত (২৫) ১০ নং মিঠানালা ইউনিয়নের ১ নং ওয়ার্ড পাত্তার পুকুর এলাকার আমান উল্লাহ ভূঁইয়া বাড়ির খাজা মহিউদ্দিন মেম্বারের ছেলে। হামলাকারীরা প্রতিপক্ষের একটি মোটরসাইকেলও ভাঙচুর করে। আহত আরাফাতের মিরসরাই কালিমন্দির মার্কেটে চায়ের দোকান রয়েছে।

    আহত আরাফাত জানান, তার পাশ্ববর্তী ব্যবসায়ী বন্দু রাহাতের সাথে মিরসরাই কলেজ রোড় এলাকায় ফুচকা খাওয়ার জন্য যান‌।সেখানে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এক পক্ষ তাদেরকে প্রতিপক্ষ মনে করে স্টাম্প,লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় মারাত্মক আহত হয় রাহাত ও আরাফাত। আহত দুইজনের মধ্যে আরাফাতের মাথার আঘাত গুরুতর বলে জানা গেছে।

    স্থানীয় সেবা আধুনিক হাসপাতালে গিয়ে দেখা যায় মাথায় মারাত্মক ক্ষত ও জখম নিয়ে চিকিৎসা নিচ্ছেন আরাফাত। তার দুই পা, হাত, পিট ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মাহবুব জানান, আরাফাতের মাথার আঘাত খুবই গুরতর। যেকোন সময় তার অবস্থার অবনতি হতে পারে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবো।

    স্থানীয় বিশ্বস্থ সুত্রে জানা গেছে, স্থানীয় জায়গা জমির শালিশকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপুর অনুসারী নয়নের সাথে মিরসরাই উপজেলা যুবলীগের অনুসারী সালমানের কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে সন্ধ্যায়। ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ দল ভারি করে ধাওয়া পাল্টা ধাওয়া করে এক পক্ষ অপর পক্ষকে। মধ্যখানে আহত হয় স্থানীয় নিরীহ দুই ব্যবসায়ী।

    মিরসরাই থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। আহতদের খোঁজ খবর নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • মিরসরাইয়ে চাঁদা না পেয়ে যুবলীগ কর্মীকে বেদম পেটালো উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক

    মিরসরাইয়ে চাঁদা না পেয়ে যুবলীগ কর্মীকে বেদম পেটালো উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক

    নিজস্ব প্রতিনিধি:::মিরসরাইয়ের এক যুবলীগ কর্মীকে চাঁদার দাবিতে বেদম মারধর করেছে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানার নেতৃত্বে সন্ত্রাসীরা।

    আহত যুবলীগ কর্মীর নাম মাসুদ রানা (৩২)। তিনি ১৩ নং মায়ানী ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সদস্য ও মৃত বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন বুলুর ছেলে।

    মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন বড়তাকিয়া বাজারে যুবলীগকর্মী মাসুদ রানার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলার ঘটনাটি ঘটে। ঘটনায় আহত মাসুদ রানাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

    আহত মাসুদ রানার মা লুৎফর নাহার অভিযোগ করে বলেন, আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা । আমরা মুক্তিযোদ্ধা পরিবার। আমার ছেলে মুক্তিযোদ্ধার সন্তান। সে যুবলীগের রাজনীতি করে। ইকোনমিক জোনে জমি নিয়ে সরকার কয়েক কোটি টাকা দিয়েছে। সেগুলো দিয়ে ছেলে মেয়েরা ব্যাবসায় শুরু করেছে‌। বড়তাকিয়া বাজারে ছেলে মাসুদ রানা কাঠের ও ফার্নিসারের দোকান দিয়েছে। বাজারে আমাদের মার্কেট আছে সেগুলোর ভাড়া তোলার দায়িত্ব রানার উপর। গত কয়েকদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করছে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা। প্রায় সময় হুমকি ধামকি দিয়ে আসছে ছেলেকে। আজকে সন্ধ্যায় আবারো মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা ও ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদুল হাসান লাবিব সহ ৮ থেকে ১০ জন চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে অন্যান্যদের সামনে মাসুদ করিম রানা ও নাহিদুল ইসলাম লাবিব ছেলের দোকান থেকে গাছ নিয়ে এলোপাথাড়ি মারধর করে। এসময় স্থানীয় দুই যুবক ইমাম ও ইসলাম আমার ছেলেকে উদ্ধার করতে আসলে তাদেরকেও ধাওয়া করে।

    তবে নাম প্রকাশে অনিচ্ছুক মিরসরাই পৌর যুবলীগের এক নেতা জানান, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের পক্ষে কাজ করেন আহত মাসুদ রানা। অপর পক্ষে হামলাকারীরা আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মাহবুবুর রহমানের অনুসারী। হামলা ও চাঁদা দাবির পেছনে মুল কারন বলেও জানান এই নেতা।

    হামলার বিষয়ে জানতে অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানার সাথে যোগাযোগ করতে বার বার ফোন করা হলে তিনি সাংবাদিকদের ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

    হামলার খবর পাওয়া মাত্র মিরসরাই থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে আহতের পরিবারের বক্তব্য গ্রহণ করেছেন। তিনি জানান, ব্যক্তিগত বিষয় নিয়ে মারামারির ঘটনা ঘটেছে বলে জেনেছি, রাজনৈতিক বা নির্বাচন কেন্দ্রিক নয়। থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

  • ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশু মৃত্যু হ্রাস করে: সিভিল সার্জন

    ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশু মৃত্যু হ্রাস করে: সিভিল সার্জন

    সারাদেশের ন্যায় চট্টগ্রাম জেলা পর্যায়েও সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠত হয়েছে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩।

    আজ ১২ ডিসেম্বর মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার মিরসরাই উপজেলা সদরের মিরসরাই ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে একটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে দিয়ে জেলা পর্যায়ের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

    মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে ও সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরীন। বক্তব্য রাখেন এমটি (ইপিআই) কবির হোসাইন ও হেলথ এডুকেটর প্রবীর মিত্র। অনুষ্ঠানে চিকিৎসক, নার্স, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, সরকারের সকল মন্ত্রনালয়ের সমন্বয়ের মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচী বাস্তবায়ন করা হয়ে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় ইতোমধ্যে আমরা যেভাবে করোনা মোকাবিলায় সক্ষম হয়েছি, ঠিক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নও অত্যন্ত প্রশংসনীয়। ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লক্ষ আই.ইউ) ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লক্ষ আই.ইউ) খাওয়ানো হচ্ছে। শিশুর বয়স ৬ মাস পুর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরী সুষম খারার দিতে হবে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অপুষ্টি, রাতকানা রোগ প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত, হাম, নিউমোনিয়া ও ডায়রিয়াজনিত মৃত্যুর হার হ্রাসসহ সকল ধরণের মৃত্যুর হার হ্রাস করে।

    তিনি বলেন, কোন শিশু যাতে ভিটামিন ‘এ’ ক্যাসসুল খাওয়া থেকে বাদ না পড়ে সে লক্ষ্যে বিভাগের প্রত্যেক জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনগণকে জানান দেয়া হয়েছে। পাশাপাশি মসজিদ, হাটবাজার, বাস স্ট্যান্ড, নৌ-ঘাটসহ গুরুত্বপূর্ণস্থানেও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রচার-প্রচারণা চালানো হয়েছে। সরকারী প্রতিষ্টান, জনপ্রতিনিধি, আনসার-ভিডিপি ও এনজিও সংস্থাগুলো ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের কাজে নিয়োজিত রয়েছে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের যে কোন ধরণের অপপ্রচার ও গুজব রোধে প্রশাসন সতর্ক রয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম খোলা রাখা হয়েছে। সংশ্লিষ্ট সিভিল সার্জন কার্যালয়ের পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রনালয়ের বিশেষ টিমগুলো ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন মনিটরিং করছেন। মোবাইল অ্যাপসের মাধ্যমেও এ কার্যক্রম মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে।

  • মিরসরাইয়ে বাস যাত্রী থেকে ৯৮০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

    মিরসরাইয়ে বাস যাত্রী থেকে ৯৮০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

    মিরসরাই প্রতিনিধি::::চট্টগ্রামের মিরসরাই থানা পুলিশ ৯ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করেছে। ইয়াবা বহনের দায়ে ২ নারী ও এক পুরুষকে গ্রেফতার করে মাদক আইনে মামলা দেয়া হয়েছে।

    শনিবার ( ২৫ নভেম্বর) ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদর সওজ ডাক বাংলো এলাকায় চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

    মিরসরাই থানা পুলিশ জানায়, চট্টগ্রাম পুলিশ সুপার কে এম শফিউল্লাহর নির্দশনায় চট্টগ্রামকে মাদক মুক্ত রাখার লক্ষ্যে মিরসরাই থানা অফিসার ইনচার্জ কবির হোসেনের সরাসরি তত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই মোহাম্মদ আল আমিন, এসআই জাহিদুল ইসলাম আরমান, এএসআই রাম হরিনাথ, এএসআই কাশেম মাদক বিরোধী অভিযানে অংশ গ্রহণ করেন। অভিযানে মরসরাই থানাধীন মিরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ডের পুরাতন ডাক বাংলোর সামনে চট্টগ্রাম- ঢাকা মহাসড়কের উপর এনা বাস গাড়ি যাহার রেজি নং (ঢাকা মেট্রো ব-১৪-৮২৭৪) থামিয়ে বিধি মোতাবেক তল্লাশি করা হয়। তথ্য মোতাবেক সন্দেহজনক লোকদেরকে বাস থেকে নামিয়ে তল্লাশি করা হয়। এসময় আটককৃতদের দেহ তল্লাশি করে দুই নারী ও এক পুরুষের শরীরের বিভিন্ন গোপন স্থান থেকে ৯ হাজার ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পাচারের অপরাধে মাদক দ্রব্য আইনে তিনজনকে আসামি করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

    আটককৃত মাদক কারবারিরা হলেন, খুলনা জেলার লবন ছড়া থানার নিজ খামার এলাকার শাহাবুদ্দিন গাজীর ছেলে সোহাগ গাজী (৩৬) সোহাগ গাজীর স্ত্রী ফারজানা আক্তার শিমলা (২৩) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার, বাঁশবাড়িয়া এলাকার অজিয়ার শেখের মেয়ে জান্নাতি আক্তার (২১)। আটককৃতরা মিরসরাই থানা হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন মিরসরাই থানা অফিসার ইনচার্জ কবির হোসেন।

  • লরি ড্রাইভারের ঘুম কেড়ে নিল ৩ শ্রমিকের প্রাণ

    লরি ড্রাইভারের ঘুম কেড়ে নিল ৩ শ্রমিকের প্রাণ

    মিরসরাই প্রতিনিধি:::চলন্ত গাড়িতে ঘুমিয়ে পড়লেন ড্রাইভার। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ৪ পথচারীকে চাপা দিল লরি। ঘটনা স্থলেই ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।

    শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা সদর ইউনিয়নের ওয়ারলেস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
    দূর্ঘটনায় নিহতরা হলেন, শ্রমিক মো. শফিক (৪৫), মো. আলম (৫০), মো. মাসুক (৩০)। একি ঘটনায় মারাত্মক আহত হয়েছেন মো. মাজেদ (৩৫)।

    প্রত্যক্ষদর্শী ও আহত এক শ্রমিক জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশ ঘেঁষে তেলের পাইফ লাইন স্থাপনের কাজ করছিলেন নিয়োজিত শ্রমিকরা। কাজের ফাঁকে নাস্তা সেরে ফের কাজে যোগ দিতে রাস্তার পাশ দিয়ে কর্মস্থানে যাচ্ছিলেন ৫ শ্রমিক। এসময় কিছু বুঝে উঠার আগেই চলন্ত লরি মহাসড়ক থেকে বিচ্যুত হয়ে সড়কের পাশে শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ শ্রমিকের মৃত্যু হয়। এছাড়া এক শ্রমিক আহত হয়। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

    স্থানীয়রা জানান, গাড়ি চালক ঘুমিয়ে পড়ার কারনে গাড়ি মহাসড়ক থেকে সড়কের আশে চলে যায়। যার কারনেই ৩ জন শ্রমিকের প্রাণ গেল।

    জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার বলেন, লরি গাড়িটি আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

  • মিরসরাইয়ে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

    মিরসরাইয়ে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

    চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই জন মারা গেছেন। তারা হলেন— ইকবাল হোসেন (৪৫) ও মো. ফরিদ (৩৫)।

    তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

    মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার উপজেলার সুফিয়া রোডের গুলিস্তান পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিস সূত্র জানায়, সড়কের পাশে একটি পিকআপ ও দুটি ভ্যান দাঁড়ানো ছিল। ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িগুলোকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

    মিরসরাই ফায়ার স্টেশন অফিসার ইমাম হোসাইন পাটোয়ারী বলেন, সকালে কাভার্ভভ্যানের ধাক্কায় একজন ঘটনাস্থলে মারা যান। আরেকজন হাসপাতালে মারা যান।

    জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার বলেন, নিহতদের মরদেহ আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।