চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইতে পুকুরের পানিতে ডুবে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত শিশুর নাম রিফাত।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের চুনি মিঝিরটেক গ্রামের নেজামের বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। নিহত রিফাত একই গ্রামের নুরুল আমিন প্রকাশ (বাহার)-এর সন্তান বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন দুখু শিশু রিফাতের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশু রিফাত বাড়ির উঠোনে খেলতে খেলতে নিখোঁজ হয়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির উঠোনে রিফাতকে দেখতে না পেয়ে খোঁচাখোঁজি শুরু করে স্বজনরা।
অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে রিফাতের পা ভাসতে দেখে পুকুরে নেমে স্বজনরা রিফাতকে উদ্ধার করে স্বজনরা। পরে গ্রামের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে রিফাত মৃত ঘোষণা করেন।
২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইতে করোনাকালেও ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এমন খবর পেয়ে র্যাবের একটি টহল টিমঅভিযানে গেলে ডাকাত সদস্যদের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এতে র্যাব সদস্যদের ছোঁড়া গুলিতে এক ডাকাত নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ লাশের পাশ থেকে দুটি দেশিয় এলজি ও ৮ রাউন্ড গুলি উদ্ধারের তথ্য জানিয়েছে র্যাব।
গতকাল (১০ জুন) রাত সাড়ে বার টায় উপজেলার নয় দুয়ারিয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ অপারেশন এসপি আমির উল্লাহ ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, আমাদের নিয়মিত টহল দল গোপন সংবাদে জানতে পারে নয় দুয়ারিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে একদল ডাকাত।
খবর পেয়ে টহল দল নয় দুয়ারিয়া এলাকায় পৌছলে ঢাকাত দল টহল দলের উপর গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় র্যাবের টহল দল। গোলাগুলির এক পর্যায়ে ঢাকাত দলের পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে ঘটনাস্থল তল্লাশি চালালে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাত সদস্যকে উদ্ধার করা হয়।
পরে আহত ডাকাত সদস্যকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ডাকাত সদস্যের কোন পরিচয় পাওয়া যায়নি। এর আগে বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড অব্যবহৃত গুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, র্যাবের তথ্য অনুযায়ী নিহতের লাশ পোস্টমর্টেমের জন্য চমেকের মর্গে রয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি এখনো র্যাবের হেফাজতেই রয়েছে। নিহতের কোন তথ্য বা পরিচয় জানা যায়নি বলে তিনিও জানান।
২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইতে সড়ক দুর্ঘটনায় মারা গেছে কাভার্ডভ্যান চালকের সহকারি। আজ ১৪ মে বৃহস্পতিবার ভোর চারটায় সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাদামতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মহাসড়কে আগে থেকে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলিই প্রান হারান কাভার্ডভ্যানের সহকারী (২২)। তবে স্থানীয়রা কেউই তাৎক্ষনিক তার নাম জানাতে পারেনি।
এদিকে এ ঘটনার পর চালক পালিয়ে গেছে বলে জানায় । খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার তানভীর হোসেন ২৪ ঘণ্টা ডট নিউজকে জানান, চট্টগ্রাম গামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১১-৩৪৫৩) নিয়ন্ত্রন হারিয়ে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালকের সহকারীর মৃত্যু হয়।
২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারি ত্রাণের ৬০ বস্তা মজুদকৃত চালসহ দু জনকে আটক করেছে র্যাব ৭ এর (ফেনী) একটি দল।
গতকাল বুধবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ছোটকমলদহ দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের একটি গোডাউন থেকে চালগুলো উদ্ধার করা হয়েছে।
এসময়ে আটককৃতরা হলো দক্ষিণ ওয়াহেদপুর এলাকার হাফিজুর রহমানের পুত্র নুরুজ্জামান নুরু (৩৮) ও জাকির হোসেনের পুত্র আলা উদ্দিন (২৮)। আটককৃত নুরুজ্জামান ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও ছোট কমলদহ বাজার কমিটির যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এই বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র্যাব ৭ এর (ফেনী) ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ নুরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলা ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামে অভিযান পরিচালনা করেছি।
এসময় সরকারি চাল মজুদ রাখার সাথে জড়িত নুরুজ্জামান ও তার সহযোগী আলা উদ্দিনকে আটক করেছি। নুরুজ্জামানের বাড়ির সামনে অবস্থিত গোডাউন থেকে ৬০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চালের পরিমান ১৫৮৩ কেজি।
তিনি আরো বলেন, কিছু চালের বস্তায় সরকারি দপ্তরের সিল রয়েছে। বেশির ভাগ চালের বস্তা পরিবর্তন করে আগুনে পুড়িয়ে ফেলেছে বলে স্বীকার করেন আটককৃত নুরুজ্জামান।
চালগুলো সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী না জনপ্রতিনিধি থেকে নিয়েছেন কি না তা আমরা খতিয়ে দেখছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান চাল ছাড়াও বিভিন্ন পন্য লুটের সাথে জড়িত রয়েছে।
গাড়ী চালকদের সাথে আঁতাত করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করা বিভিন্ন গাড়ি থেকে রড, সয়াবিন তেল, ডাল, চিনি সহ বিভিন্ন পণ্য লুট করে। এছাড়া চোরাই তেল পেট্রোল ব্যবসার সাথেও জড়িত থাকার কথা নুরুজ্জামান র্যাবের কাছে স্বীকার করেছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন র্যাব এখনো আমাদের আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি তাই বিস্তারিত বলতে পরছি না। চাল উদ্ধার ও দুইজনকে আটক করার কথা শুনেছি।
কে এই নুরুজ্জামান?
এক সময় পদ পদবীতে না থাকলেও বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। ২০১২ সালে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন নুরুজ্জামান। এরপর থেকে কমলদহ এলাকায় গাড়ি থেকে বিভিন্ন পন্য লুট করেন।
এ কাজের জন্য তার একটি সিন্ডিকেট রয়েছে।শুধু তাই নয়, সে এলাকায় পুলিশের সোর্স হিসেবেও কাজ করেন। মানুষকে বিভিন্ন সময় হয়রানি করে। মামলার ভয়ে মানুষ মুখ খুলার সাহস পায় না। সে সরকারি চালসহ আটক হওয়ায় এলাকার মানুষের মাঝে স্বস্তি পেয়েছে।
২৪ ঘণ্টা ডট নিউজ। আশরাফ উদ্দিন,মিরসরাই প্রতিনিধি || মিরসরাইতে ৪৪ টাকার স্যাভলন কারো কাছে বিক্রয় হচ্ছে ৮০ টাকা, ১শ টাকা আবার সে একই সেভলন লোক বুঝে বিক্রয় হচ্ছে ২শ টাকা।
সেভলনের এমন তারতম্য তেলেসমাতির দামের কারনে মিরসরাই বারৈয়ারহাট আর এক্স পয়েন্ট নামক এক ঔষধ ফার্মেসিকে ১০হাজার টাকা জরিমানা করেছেন মিরসরাই উপজেলা প্রশাসন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকালে দুইজন ক্রেতার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
ভুক্তভোগী ক্রেতাটি এসব মুনাফালোভী ব্যবসায়িদের উদ্দেশ্যে বলেন এরা ব্যাবসায়ি নন এরা করোনা কালের কসাই।
ইউএনও রুহুল অমিন জানান, এক মাইক্রো চালক ও এক পুলিশ সদস্যের কাছে নির্ধারিত মূল্যৃর চেয়ে বেশি দাম রাখার অভিযোগ পেয়ে ওই আর এক্স পয়েন্ট নামক ফার্মেসিতে গিয়ে তার সত্যতা পাওয়া যায় তাই তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে ।
তবে আর এক্স মালিকের পক্ষ থেকে দাবি করা হয় তাদের ক্রয় মূল্য বেশি হওয়ার কারনে নির্ধারিত মূল্য থেকে বেশি দামে বিক্রি করতে হয়।
সরেজমিনে দেখা যায়, এসি আই কম্পানির ১শ১২ এমএল এক বোতল স্যাভলনের গায়ে কোম্পানির নির্ধারিত মূল্য লেখা আছে ৪৪ টাকা কিন্তু লাল কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে সেটি। ক্রেতার কাছ থেকে মূল্য নেওয়া হচছে ইচ্ছে মতো।
ক্রেতা এক মাইক্রো চালক তার কাছ থেকে নেওয়া হয়েছে একশত টাকা অপর দিকে এক পুলিশ সদস্য বলেন তার থেকে পুলিশ পরিচয় দেওয়ার পরও ক্রয় মূল্য বেশি বলে আশি টাকা নেওয়া হয়েছে।
উল্লেখ্য করোনা ভাইরাসের কারনে স্যাভলন এখন প্রায় সোনার হরিণ। উপজেলার কোন ফার্মেসিতে স্যাভলন নেই বল্লেই চলে। যদি থেকেও থাকে তবে লোক বুঝে বেশি দামে বিক্রি করে ।
২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি || মিরসরাইতে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে রাতের আধারে ফসলী জমির টপ সয়েল কাটার সময় মালামাল জব্দ ও জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
গতকাল শনিবার (১১ সেপ্টম্বর ) সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রাশেদুল ইসলাম তানজির ২৪ ঘণ্টা ডট নিউজকে জানান, রাতের আধারে জমির টপ সয়েল কাটার সময় দুটি স্কেভেটর ও দুটি ট্রাক জব্ধ করা হয়েছে। পাশাপাশি ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি বলেন, করেরহাট ইউনিয়নের সাবেনিরখিল ঘেড়ামারা আশ্রয়ন প্রকল্প এলাকা থেকে এগুলো জব্ধ করা হয়েছে।
২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : মিরসরাইতে অন্ত কোন্দলের জের ধরে নুরুন্নবী (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতি পক্ষ। আজ ২৭ মার্চ শুক্রবার সকালে উপজেলার সাধুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, নুরুন্নবী সাধুর বাজার থেকে জমির আইল দিয়ে হেটে বাড়ি যাওয়ার পথে প্রতি পক্ষের দশ থেকে বার জন রামদা ও দেশিয় ধারালো অস্ত্রনিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি কোপে নুরুন্নবীর মাথায় গুরুতর জখম হয়।
এসময় আহতের চিৎকারে আশেপাশের লোক এগিয়ে আসলে হামলাকারীরা স্থান ত্যাগ করে। উপস্থিত লোকজন গুরুতর আহত নুরুন্নবীকে উদ্ধার করে স্থানীয় মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে তার আবস্থা ঝুকিপূর্ণ হওয়ায় তাকে চমেকে প্রেরণ করেছে।
মাতৃকা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তার আঘাত খুবই গুরুতর, রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না তাই চমেকে প্রেরণ করা হয়েছে। রুগির আবস্থা আশঙ্কা জনক।
নুরুন্নবীকে উদ্ধারকারী ও প্রত্যক্ষ দর্শীরা জানান, স্থানীয় আওয়ামী লীগের কমিটি নিয়ে অন্ত কোন্দলের জের ধরে হামলাকারীরা একই কায়দায় গত তিন দিন আগেও এক জনকে কুপিয়ে আহত করেছে।
আহতের ভাই সাখাওয়াত হোসেন রুবেল বলেন, আমার ভাইয়ের আবস্থা খুবই খারাপ বাচার সম্ভাবনা খুবই কম। কোন প্রকারে মাথার রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। যারা হামলা করেছে তারা আমাদেরই দলের লোক। জাহাঙ্গীর চেয়ারম্যান এর মুল হোতা। আমার ভাইকে নিয়ে আমরা চমেকে যাচ্ছি এই মুহূর্তে মামলা করার সময় নেই।
মিরসরাই থানা ওসি তদন্ত বিপুল দাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আহত ব্যক্তিকে আমরা দেখেছি তার আবস্থা গুরুতর। ঘটনার স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতের ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পাওয়া মাত্রই মামলা নেওয়া হবে।
২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইতে পৃথক সড়ক দুর্ঘটনায় দীপক চন্দ্র নাথ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পৃথক দুটি ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।
রবিবার সকাল সাড়ে ৭টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়া বাজার এলাকায় এবং দুপুর ২টার সময় জোরারগঞ্জের সোনাপাহাড়ে পৃথক সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৭টার সময় বড়তাকিয়া বাজার বাইপাস রোডে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান সামনে থাকা একটি সবজিবাহী রিকশাভ্যানকে চাপা দেয়। এতে রিকশায় থাকা কৃষক দীপক চন্দ্র নাথ (৫০) ঘটনাস্থলেই মারা যান এবং একই ঘটনায় রিকশা ভ্যান চালক গুরুতর আহত হয়।
নিহত দীপক চন্দ্র উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন পূর্ব খৈয়াছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য এস এম নুরুল আবছার।
অন্যদিকে একই দিন দুপুর ২টার সময় মিরসরাইয়ের জোরারগঞ্জের সোনাপাহাড়ে চট্টগ্রামগামী এনা পরিবহনের একটি বাস (ঢাকামেট্রো-ব-১৪-৮২৮২) ওমেরা গ্যাসবাহী একটি লরির পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে বাসের ৫ যাত্রী আহত হয়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে এবং ক্ষতিগ্রস্থ বাসটি উদ্ধার করে পুলিশ জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগ নেতার সাথে যুবলীগ নেতাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। এতে ৪জন আহত হয় ও একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগের তথ্য পাওয়া গেছে।
রবিবার (১৫ ডিসম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দফায় দফায় এই ঘটনা ঘটেছে।
আহতরা হলো সাবেক ছাত্রলীগ নেতা অভি রায় (২৮), যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন আরাফাত (২৬), মিরসরাই পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন লিটন (২৮) ও তার ছোট ভাই ইব্রাহিম হোসেন টুটুল (২২)। আহতদের মধ্যে আরাফাতকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নেয়া হয়েছে।
আওয়ামীলীগ নেতা ইলিয়াছ হোসেন লিটন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, রবিবার দুপুরে উপজেলা রোড়ে সিএনজি টেক্সিষ্ট্যান্ডে অভির সাথে রাজনৈতিক বিষয়ে কথা কাটাকাটি হয়। এসময় সে আমার উপর চড়াও হওয়ার চেষ্টা করলে আমি তাকে চড় থাপ্পড় দিয়েছি।
এরপর আরাফাত সুফিয়া রোড় এলাকা থেকে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে সে মাথায় আঘাত পায়। এরপূর্বে সে আমার ব্যবহত মোটর সাইকেল নিয়ে যায় এবং তার সাঙ্গপাঙ্গরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এতে প্রায় ২লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
সাবেক ছাত্রলীগ নেতা অভি রায় ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আজ দুপর ১২টার দিকে আমার দোকান থেকে বের হয়ে মোটর সাইকেল নিয়ে বাড়ি যাওয়ার পথে লিটন সহ আরো ৪-৫জন আমাকে দাঁড়াতে বলে। দাঁড়ানোর সাথে সাথে এলোপাতাড়ি মারধর করে। বিষয়টি আমার বন্ধু আরাফাতকে জানিয়েছি।
যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন আরাফাত মুঠোফোনে ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, রবিবার দুপুরে লিটন আমার বন্ধু সাবেক ছাত্রলীগ নেতা অভিকে মারধর করে। খবর পেয়ে সুফিয়া রোড় এলাকায় আমি লিটনকে বিষয়টি জিজ্ঞাসা করতে গেলে দলবল নিয়ে আমার উপর হামলা করে।
বোতলের কাচ দিয়ে আমার মাথায় আঘাত করলে প্রচুর রক্তক্ষরণ হয়। মোটর সাইকেল জ্বালিয়ে দেয়ার বিষয়টি সে অস্বীকার করেন।
এই বিষয়ে মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এই ঘটনা কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে যথাযথ প্রদক্ষেপ গ্রহণ করা হবে।
২৪ ঘন্টা ডট নিউজ। আশরাফ উদ্দিন, মিরসরাই : ভারতীয় নাগরিকের অভিযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বিভিন্ন অংশে গাড়ি ডাকাতি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতের দেয়া তথ্যের ভিত্তিতে ভারতীয় নাগরিকের লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে খইয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগরা গ্রামের মাসুদ উদ্দিন ও মো.আরাফাতের ঘর থেকে মালামাল গুলো উদ্ধার করা হয়। মালামাল গুলোর মধ্যে রয়েছে একটি ভারতীয় ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইন্সেস, ১২শ ভারতীয় রুপি, ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, উক্ত নাগরিকের কর্মক্ষেত্রের আইড়ি কার্ড ও ব্যবহৃত একটি ব্যাগ।
জানা গেছে, গত ২৩ নভেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কলঘর এলাকায় কৌশিক ভট্টাচার্য ও আকিব জাফর নামে দুই ভারতীয় নাগরিককে বহনকারী একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে।
এসময় ডাকাতদল তাদের কাছ থেকে ল্যাপটপ, থিংক প্যাড, হার্ডডিক্স, ভারতীয় ব্যাংকের একাধিক ডেবিট ও ক্রেডিট কার্ড, মোবাইল সেট, ইবা সফটওয়ারের লাইন্সেস, একটি ভারতীয় পাসপোর্ট, ছয় হাজার ভারতীয় রুপিসহ লক্ষ টাকার মালামাল লুট করে নেয়।
এ ঘটনায় কৌশিক ভট্টাচার্য বাদি হয়ে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ গত ২৮ নভেম্বর রাতে খইয়াছড়া ইউনিয়নের পূর্বপোলমোগরা গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে মো.মাসুদকে গ্রেফতার করে। পরে তাকে গত ১০ ডিসেম্বর ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে।
রিমান্ডের প্রথম দিনে সে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার ঘরসহ মো.আরাফাত নামে আরেক জনের ঘর থেকে ভারতীয় নাগরিকদের কাছ থেকে লুট করে নেয়া বেশকিছু মালামাল উদ্ধার করা হয়।
মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) বিপুল দেবনাথ ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, ডাকাত দলের সর্দার মো.আরাফাতের নেতৃত্বে ৫-৬ জন সংঘবদ্ধ হয়ে ভারতীয় নাগরিকদের গাড়িটি ডাকাতির কথা পুলিশের কাছে স্বীকার করে মাসুদ।
তার দেয়া তথ্যের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ জাহেদুল কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। ডাকাতির সাথে জড়িত অন্যদের গ্রেফতার ও বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান বিপুল দেবনাথ।
২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গাছ থেকে পড়ে মারা গেছেন মো. নুরুল আলম নামের এক বৃদ্ধ। সোমবার (২৫ নভেম্বর) দুপুর সোয়া ২টার সময় উপজেলার গাছবাড়িয়া গ্রামের মিজান কোম্পানির বাড়িতে দূর্ঘটনাটি ঘটে।
নিহত নুরুল আলম মিরসরাই উপজেলার গাছবাড়িয়া মিজান কোম্পানির বাড়ির নুরুল হকের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, মিরসরাই উপজেলার গাছবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন ৭০ বছর বয়সী বৃদ্ধ নুরুল আলম।
গুরুতর আহত অবস্থায় বাড়ির অন্যান্য স্বজনরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনার খবর পাওয়া গেছে। সোমবার সকাল সাড়ে আটটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার নয়দুয়ার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাত গাড়ীর চাপায় ঘটনাস্থলেই লেগুনা চালকের মৃত্যু। এ ঘটনায় লেগুনা চালকের হেলপারকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
২৪ ঘন্টা ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল সরকার। তবে তাৎক্ষণিক তিনি নিহতের পরিচয় জানাতে পারেনি।
তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, সোমবার সকালে যাত্রী ভাড়া নেওয়ার উদ্দ্যেশে লেগুনাটি রাস্তায় বের হয়। গাড়িটি মিরসরাই উপজেলার নয়দুয়ার এলাকায় গেলে নষ্ট হয়ে যায়। পরে মহাসড়কের পাশে গাড়িটি দাড় করিয়ে চালক ও হেলপার মেরামতের চেষ্টা করে।
এসময় অজ্ঞাত গাড়ি তাদের দুজনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় এবং অপরজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।