Tag: মিরসরাইতে

  • মিরসরাইতে আগুনে পুড়ল ১০ বসতঘর, কোটি টাকার ক্ষতি

    মিরসরাইতে আগুনে পুড়ল ১০ বসতঘর, কোটি টাকার ক্ষতি

    চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১০টি বসতঘর আগুনে পুড়ে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ পরিবারের।

    রবিবার রাতে ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার হৈয়া মিয়া বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

    আগুন লাগার খবর পেয়ে মিরসরাই ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তা নিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আমান উল্লাহ, লিয়াকত আলী, শহিদুল উল্লাহ, মফিজুল হক, গোলাম কাদের, ইঞ্জিনিয়ার হামিদ হক, কামাল উদ্দিন, শাফায়েত উল্লাহ ও মকসুদ আহম্মেদের ১০টি কাঁচা ও আধাপাকা ঘর পুড়ে ছাই হয়ে যায়।

    আগুনে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে ক্ষতিগ্রস্থরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্ত্বেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশ। এতে একটি ঘরে থাকা গ্যাস সিলেন্ডার বিস্ফোরিত হলে আগুনের লেলিহান শিখা আরো প্রকট হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছালে হয়তো ক্ষয়ক্ষতির পরিমান কিছুটা কম হতো বলে মনে করেন ক্ষতিগ্রস্থরা।

    মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তানভির আহম্মদ জানায়, রবিবার রাতে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের একটি টিম রওনা দেন। তবে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় এবং রাস্তাটি সরু হওয়ায় ঘটনাস্থলে পৌছাতে একটু দেরি হয়। এরপরও স্থানীয়দের সহায়তায় কোন হতাহত ছাড়ায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

    ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শণ করেন সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী। তিনি জানান, ইউনয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের তাৎক্ষণিক সাহায্য প্রদান করা হয়েছে।

  • মিরসরাইতে গাড়ি চাপায় স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

    মিরসরাইতে গাড়ি চাপায় স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ছোট কমলদহ বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

    আজ ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ৮টার দিকে দ্রুতগতির একটি প্রাইভেট গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শিক্ষকের নাম মাওলানা আবুল হোসেন (৫৮)। তিনি মিরসরাই মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন।

    আবুল হোসেন মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ মাজেদা এলাকার মৃত রফিজউজ্জামানের ছেলে। নিহত এ শিক্ষকের প্রথম জানাজা বাদ যোহর মাজেদা হক স্কুল প্রাঙ্গণে এবং বাদ আসর শিক্ষকের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে বললেন স্থানীয়রা।

    জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহেল সরকার শিক্ষক আবুল হোসেনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

    তিনি স্থানীয়দের বরাতে বলেন, শিক্ষক আবুল হোসেন সকালে বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ের উদ্দ্যেশে সড়ক পার হওয়ার সময় একটি ব্যাক্তিগত গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

  • মিরসরাইতে বিষপানে কিশোরের আত্মহত্যা

    মিরসরাইতে বিষপানে কিশোরের আত্মহত্যা

    চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় বিষপানে আত্মহত্যা করেছে মো. হামীম (১৬) নামে এক কিশোর।

    রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। হামীম জোরারগঞ্জের অলিনগর এলাকার সৈয়দ উল্লাহর ছেলে।

    তথ্যটি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দীন তালুকদার বলেন, মুমুর্ষ অবস্থায় হামীমকে রোববার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এসময় চিকিৎসক তার পালস পরীক্ষা করে হামমিকে মৃত ঘোষণা করেন।

    আরো:: চিকিৎসার জন্য অর্থ সাহায্য শেখ হাসিনার অনন্য উদ্যোগ

  • চিকিৎসার জন্য অর্থ সাহায্য শেখ হাসিনার অনন্য উদ্যোগ

    চিকিৎসার জন্য অর্থ সাহায্য শেখ হাসিনার অনন্য উদ্যোগ

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক উপজেলার ১৮টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে নগদ ১৭ হাজার ৫০০ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়।

    আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

    এসময় বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের হাতে ২০১৮-১৯ অর্থবছরে এককালীন অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি। মিরসরাইয়ের উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দিন ও ইসমত আরা ফেন্সি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রওশন আরা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।

    এসময় ক্যান্সার, কিডনী, লিভার সেরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের মাঝে ২৬ জনকে ৫০ হাজার করে ১৩ লাখ টাকা এককালীন অনুদান এবং প্রতিবন্ধী ৭২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়।

    প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসময় বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে মাদকের বিরুদ্ধে জনগনকে সচেতন করতে হবে। জনগন সচেতন হলেই মাদকমুক্ত সমাজ গঠন সহজ হবে।

    তিনি বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে বৃক্ষরোপনে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে বৃক্ষরোপনে তিনি অর্থায়ন করবেন বলে জানান। চিকিৎসার জন্য দেওয়া অর্থ সম্পর্কে বলেন, এগুলো শেখ হাসিনার অনন্য উদ্যোগ।

    বিভিন্ন ধরনের ভাতা চালু করে শেখ হাসিনা অসহায় মানুষের দুর্দশা লাঘবের চেষ্টা করে যাচ্ছেন। তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

    ২৪ ঘন্টা/আশরাফ/রাজীব..