Tag: মিরসরাইয়

  • মিরসরাইয়ে এক রাতে দুইটি গরু চুরি

    মিরসরাইয়ে এক রাতে দুইটি গরু চুরি

    মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ের খৈয়াছড়া থেকে এক রাতে দুটি মূল্যবান গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার ( ২৯ মে) ভোরে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের দুয়ারু গ্রাম থেকে গরু দুটি চুরি হয়। চুরি যাওয়া গরু দুটির মুল্য আনুমানিক ৩ লাখ টাকা প্রায়।

    একটি গরুর মালিক জলিলের রহমান মেস্ত্রী বাড়ির মোঃ সিফাত জানান, চারদিকে গরু চুরি বৃদ্ধি পাওয়ায় রাত জেগে নিজের গরু পাহারা দেন। গত রাতেও তিনটা পর্যন্ত পাহারা দিয়ে একটু বিশ্রাম নেয়ার জন্য ঘরে যাই । সকাল ৬টার সময় গরু বের করতে গিয়ে দেখি গোয়াল ঘরের তালা ভাঙ্গা। গোয়ালে গরুটি নেই।

    সিফাত আরও বলেন, অনেক সখের গরু এটি রাত দিন পরিশ্রম করতেছি এই গরু নিয়ে, এখানে আরো চারটি গরু ছিল ওগুলা রেখে আমার গরু নিয়ে যায়,গরু চুরি হওয়াতে আমার পরিবার চরমভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

    স্থানীয় ইউপি সদস্য মোঃ নুর উদ্দিন বলেন, সকল গ্রাম বাসী কে সজাগ থাকার জন্য বলা হয়েছে আমি ও প্রায় সময় রাতে উঠে চার পাশ গুরাগুরি করে দেখি। চুরির ঘটনায় তারা ভেঙ্গে পড়েছেন।

    মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন জানান, বেশকিছু এলাকায় গরু চোর প্রতিরোধ কমিটি করেছি। তাদের পাশাপাশি পুলিশের টহল জোরদার করা হয়েছে। তারপরও চুরির ঘটনা ঘটেছে‌। থানার পক্ষ থেকে অত্যান্ত সুক্ষ্ম নজরদারি করা হচ্ছে।

  • মিরসরাইয়ে কার্ভাডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

    মিরসরাইয়ে কার্ভাডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে দ্রুতগতির একটি কার্ভাডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা ফেনী থেকে মিরসরাই আসছিল। এ সময়ে কার্ভাডভ্যানটি সুজুকি ঝিক্সার ব্র্যান্ডের মোটরসাইকেল (চট্ট মেট্রো-ল-১৩-৩৫৪১)টিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

    শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় খান সিটি সেন্টারের সামনে চট্টগ্রামমুখী অংশে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম অপু (২৫) ও একই উপজেলার উত্তর মনদিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৬) নিহত হন।

    এদের মধ্যে আরিফুল ইসলামকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাইফুল ইসলামকে কমফোর্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হলে সেখানে তিনি মারা যান।

    জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যায় মহাসড়কের খান সিটি সেন্টারের সামনে চট্টগ্রামমুখী অংশে দ্রুত গতির অজ্ঞাত একটি কার্ভাডভ্যান সুজুকি ঝিক্সার ব্র্যান্ডের একটি মোটরসাইকেলকে (চট্ট মেট্রো-ল-১৩-৩৫৪১) ধাক্কা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলে আরিফুল ইসলাম ও চমেক নেওয়ার পথে মো. সাইফুল ইসলাম মারা যান।

    দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। আরিফুল ইসলামের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। সাইফুল ইসলামের লাশ চমেক থেকে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

    এন-কে

  • মিরসরাইয়ে স্কুল ছাত্রীর করোনা শনাক্ত, বাড়ি লকডাউন

    মিরসরাইয়ে স্কুল ছাত্রীর করোনা শনাক্ত, বাড়ি লকডাউন

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::
    মিরসরাইয়ে এক স্কুল ছাত্রীর (১৫) করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সে উপজেলা করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের অলিনগর এল.বি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। তাকে ফেনী ট্রমা সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।

    বুধবার (৬ মে) দুপুর ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে ওই রোগীর বাড়ি লকডাউন করেছেন। মিরসরাইয়ে এ পর্যন্ত ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

    জানা গেছে, গত সোমবার (৪ মে) করোনার উপসর্গ জ্বর সর্দি দেখা দেয় ওই কিশোরীর। চিকিৎসার জন্য ভর্তি হন ফেনী জেলার করোনা চিকিৎসা কেন্দ্র ফেনী ট্রমা সেন্টারে। পরীক্ষা নিরীক্ষার পর আজ জানা যায় ওই কিশোরী সংক্রমিত হয়েছে। খবর পেয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ওই এলাকায় গিয়ে লকডাউনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছেন। এসময় চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের পক্ষ থেকে ওই যৌথ পরিবারটির জন্য পুরো একমাসের খাবার রসদ প্রদান করা হয়। পরিবারটির নিরাপত্তার দিকে খেয়াল রাখার জন্য একজন গ্রাম পুলিশ সদস্য নিয়োজিত করা হয়েছে।

    এ ব্যাপারে চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, আমার ইউনিয়নে একজন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। সতর্কতার অংশ হিসেবে ওই পরিবারটিকে ইউএনও মহোদয়ের উপস্থিতিতে লকডাউনের আওতায় আনা হয়েছে। এজন্য তাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা ও রসদ সরবরাহ করেছি। তিনি সকলকে হোমকোয়ারিন্টাইনে থাকার জন্য এবং ইউনিয়নের সকল জনগনকে জরুরী প্রয়োজন ব্যতিত বাড়ির বাইরে না যেতে অনুরোধ করছি।

    মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ওই মেয়ের বাবা চট্টগ্রামে সিএন্ডএফ এজেন্সিতে চাকুরী করেন। সে সূত্রে তিনি চট্টগ্রামে আসা যাওয়ার মধ্যে রয়েছেন। ধারনা করা হচ্ছে বাবার মাধ্যমেই সংক্রমিত হয়ে থাকতে পারে সে। আগামীকাল পরিবারের বাকি সদস্যের নমুনা সংগ্রহ করা হবে। ওই পরিবারটি সহ পাশ্ববর্তী কয়েককটি পরিবারকে লকডাউনের আওতায় আনা হয়েছে ।

    উল্লেখ্য, এর আগে গত ১৮ এপ্রিল খইয়াছড়া ইউনিয়নের নিজতালুক গ্রামে রাজিয়া সুলতানা নামের এক মহিলা ও গত ২৮ এপ্রিল মিঠানালা ইউনিয়নের পাত্তারপুকুর এলাকায় এক গাড়ি চালকের শরীরে করোনা সনাক্ত হয়। তাদের মধ্যে রাজিয়া সুস্থ হয়ে গত মঙ্গলবার বাড়ি ফিরেছেন। অন্যজন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    ২৪ ঘণ্টা/এম আর/আশরাফ

  • মিরসরাইয়ে ৩০ বছরের পুরনো রাস্তা কেটে ফেলার অভিযোগ

    মিরসরাইয়ে ৩০ বছরের পুরনো রাস্তা কেটে ফেলার অভিযোগ

    আশরাফ উদ্দিন, মিরসরাই প্রতিনিধি::: মিরসরাইয়ে ৩০ বছররে পুরনো রাস্তা কেটে মাটি নিয়ে যাওয়ার অভিযোগ করেছে স্থানীয় উত্তর হাসিম নগর এলাকাবাসি। অভিযুক্ত বলেছেন আমার জায়গা ৩০ বছর ব্যবহার করতে দিয়েছি এটা কি আমার অপরাধ?

    গত ৩০ বছর ধরে চলাচল করা একটি জনবহুল রাস্তা কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে। উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হাসিমনগর এলাকার গোলাপ বিবি সড়কের সংযোগ রাস্তাটি কেটে ফেলায় ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী।

    মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে সরেজমিনে গেলে উত্তর হাসিমনগর এলাকার নারী-পুরুষ একত্রিত হয়ে তাদের দীর্ঘ সময় ধরে চলাচলের রাস্তাটি কেটে ফেলার প্রতিবাদ করেন।

    এলাকার বাসিন্দা মজিবুল হক, আমিনুল হক, নুরুল আমিন, হারাধন দাশ, শাহ আলম জানান- উত্তর হাসিমনগর এলাকায় আমরা প্রায় দুই শতাধিক পরিবার বসবাস করছি। স্কুল, কলেজ, মাদরাসা, মক্তব, মসজিদ, হাট-বাজারে যাওয়ার জন্য সবাই এই সড়কটি ৩০ বছর ধরে ব্যবহার করে আসছি। এলাকাবাসী নিজের জায়গা দিয়ে এই রাস্তা তৈরি করেন। যারা জায়গা দিতে পারেনি তারা অর্থ দিয়ে সহায়তা করেছেন।

    হঠাৎ করে স্থানীয় প্রভাবশালী শহীদুল্লাহ, অহিদুন্নবী, রফিক, আরিফ, সাঈদ গংরা ঝুকিপূর্ণভাবে রাস্তার পাশ কেটে মাটি নিয়ে বড় গর্ত করে ফেলেন। যার ফলে রাস্তাটির ব্যাপক ক্ষতি হয় এবং সামনের বর্ষায় রাস্তাটি ভেঙ্গে যোগাযোগ ব্যাবস্থা বন্ধ হয়ে যাবে।

    স্থানীয় মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সাগর চন্দ্র দাশ বলেন, আমরা এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুলে যাই। এখন রাস্তা কেটে বন্ধ হয়ে গেলে কিভাবে স্কুলে যাবো!

    এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, গত ২৯ জানুয়ারি এস্কেবেটর দিয়ে রাস্তা কেটে মাটি নিয়ে যায় ক্ষমতাশালিরা। আমরা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে এসে রাস্তা কাটা বন্ধ করেন।

    সাইফুল ইসলাম আরো অভিযোগ করে বলেন, শহীদুল্লার ছেলে রফিক পুলিশে চাকরী করেন। তাই তিনি উপস্থিত থেকে সবাইকে মামলার ভয় দেখিয়ে রাস্তার পাশ ঘেঁষে বড় গর্ত করেন মাটি নিয়ে যান, এই ব্যাপারে আপন্তি জানালে সবাইকে দেখে নেয়ার হুমকিও দেন। আমরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনকে জানিয়েছি।

    এই বিষয়ে মোঃ শহীদুল্লাহ বলেন, এলাকার লোকজন দীর্ঘদিন যাবত আমার জায়গার উপর নির্মিত রাস্তা দিয়ে চলাচল করেছে। রাস্তার বেশির ভাগ জায়গাই আমার। এখন আমার জায়গা প্রয়োজন হচ্ছে তাই রাস্তা কেটে ফেলছি। আমার জায়গা আমি কাটবো এতে সমস্যা কোথায়? আমি যদি রাস্তার জন্য জায়গা দিতে হয় তাহলে পাশে যার জমি সেও তো জায়গা দিতে হবে। শুধু আমার জায়গা দখল করে রাস্তা হবে এটা কোন ধরনের কথা, আমার জায়গা ব্যবহার করতে দিয়েছি গত ত্রিশ বছর এটা কি আমার অপরাধ?? এখন আমার জায়গা আমার প্রয়োজনে ব্যবহার করতে পারবো না??

    এই বিষয়ে ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার বলেন, রাস্তা কেটে ফেলার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং স্কেবেটর দিয়ে রাস্তার পাশ ঘেঁষে মাটি খনন বন্ধ করেছি। উভয় পক্ষকে এই বিষয়ে সমাধান করার পরামর্শ দিয়েছি।