Tag: মিরসরাইয়ে

  • মিরসরাইয়ে ৩০ হাজার টাকায় শিশু যৌন নির্যাতনের বিচার

    মিরসরাইয়ে ৩০ হাজার টাকায় শিশু যৌন নির্যাতনের বিচার

    মিরসরাই প্রতিনিধি::::মিরসরাইয়ে এক মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে ষাটোর্ধ বৃদ্ধ কর্তৃক যৌন নিপীড়নের প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত বৃদ্ধের নাম মিরাজ উদ্দিন খান (৬৫)। সে ১২নং খৈয়াছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড দক্ষিণ আমবাড়িয়ার আব্দুল লতিফ পাঠান বাড়ির আব্দুল লতিফের ছেলে। শিশুকে জোর পূর্বক যৌন নিপিড়নের ঘটনায় সমাজ পতিরা ৩০ হাজার টাকায় জরিমানা করে নিজেদের মধ্যে ভাগ ভাটোয়ারা করে নিয়েছেন। শিশুর পরিবারকে পুলিশ ও সাংবাদিকের কাছে মুখ খুলতে বারন করেছেন, অন্যথায় সমাজচ্যুত করার হুমকি দিয়েছেন ওয়ার্ড মেম্বার।

    শনিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের দক্ষিণ আমবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মিরাজ উদ্দিন খানের মুদির দোকানের ভেতরের কক্ষে কন্যা শিশুকে যৌন নিপীড়নের পর রাত ৯টায় স্থানিয় একটি ক্লাব কক্ষে শালিসের মাধ্যমে বিষয়টি ধামা পাচা দেওয়ার চেষ্টা করা হয়।

    নির্যাতিতার পরিবারের দেয়া বক্তব্যে জানা যায়, শনিবার দুপুরে মাদ্রাসার বিরতির সময় কলম কিনতে মুদি দোকানদার মিরাজ খানের দোকানে গেলে মিরাজ খান শিশু শিক্ষার্থীকে জোর পূর্বক তার দোকানের ভেতরের কক্ষে নিয়ে যায়। সেখানে শিশুর জামা কাপড় খুলে স্পর্শকার স্থানে পাশবিক আচরণ করে। শিশু শিক্ষার্থী বাড়িতে গেলে তাকে গোসল করানোর সময় যৌন নীপিড়নের বিষয়টি তার মায়ের নজরে আসে। জিজ্ঞাসা বাদে শিশুটি তার মায়ের কাছে জানায়। ঘটনাটি শিক্ষার্থীর মা মাদ্রাসা শিক্ষকদের জানালে তারা স্থানিয় মেম্বার ও সমাজ পতিদের জানান। এতে সমাজ পতিরা রাতে একটি সামাজিক ক্লাবে বসে সালিশের আয়োজন করেন। সালিশে জেরার মুখে শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করেন মেরাজ খান। এতে উপস্থিত সালিশান ৩০হাজার টাকা জরিমানা ও কান ধারান এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেন না মর্মে একটি খালি ষ্টাম্পে স্বাক্ষর নেন। এছাড়া নির্যাতিত শিশুর পরিবার থেকেও সালিশ মেনে নেওয়ার স্বীকৃতি স্বরুপ জোর পূর্বক স্বাক্ষর আদায় করে। সালিশানের পক্ষ থেকে থানা পুুলিশে না যাওয়ার জন্য সতর্ক করা হয় পরিবারটিকে। এমনকি থানা পুলিশে গেলে সমাজ চ্যুত কারার ভয় দেখানো হয়। ভয়ে আতঙ্কে ও সমাজ চ্যুত হওয়ার আশঙ্কায় আইনি সহতানিতে পারছেন না পরিবারটি।

    যৌন নীপিড়নের স্বীকার শিশুর মা জানান, আমার স্বামী ও দেবর বিদেশে থাকে। আমরা শুধু মাত্র মহিলারা দেশে আছি। আমাদের কোন পুরুষ অভিবাবক নেই । তাই তারা যা করেছে তা মেনে নিতে হচ্ছে। ৩০হাজার টাকা জরিমানা করেছে সে গুলি নাকি সরকারী রাস্তা মেরামতের কাজে ব্যয় করবে। আমার টাকার প্রয়োজন নেই। আমার ও আমার মেয়ের নিরাপত্তা চাই। আর আমার মেয়ের সাথে যে খারাপ আচরণ করেছে তার বিচার চাই। এমন বিচার চাই যাতে অন্য কোন শিশুর সাথে এমনটা করতে যে কেউ ভয় পায়।

    এব্যাপারে জানতে চইলে সালিশান ওয়ার্ড মেম্বার ইউসুফ হারুন ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা জানান, শালিশে সমাজের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। তাদের সকলের সম্মতি ক্রমে উপযুক্ত বিচার করা হয়েছে তবে কোন জরিমানা বা মুচ লেখা নেয়া হয়নি।

    কিন্তু সরজমিনে গিয়ে তাদের বক্তব্যের ভিন্নতা পওয়ায়। স্থানিয়দের সাথে কথা বলে জানা যায়, অভিযুক্তকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উভয় পক্ষ থেকে থেকে স্বাক্ষর নেয়া একটি ১শ টাকা মূল্যের নন জুড়িশিয়াল স্টাম্প পাওয়া যায়। শালিশে উপস্থিত ১৩ জনের স্বাক্ষরিত স্বাক্ষির ও একটি তালিকা পাওয়া যায়। সেখানে দেখা যায় মূল শালিশান মেম্বার ইউসুফ হারুনের কোন স্বাক্ষর নেই। অভিযুক্ত মেরাজ উদ্দিন খানের ফোন নাম্বারে কল করে সেটি বন্ধ পাওয়া যায়।

    খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনুর জানান, শিশুর শরীরে যদি যৌন নীপিড়নের চিহ্ন থেকে থাকে তাহলে একজন ইউনিয়ন পরিষদ সদস্য তো দুরে থাক চেয়ারম্যান হিসেবে আমিও সমাধান করতে পারিনা।

    মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ঘটনাটা যতো হালকা শুনেছিলাম এখন শুনছি বিষয়টা ততো হালকা নয়। ইউএনও মহোদয়ের সাথে আলোচনা করে তদন্ত স্বাপেক্ষে উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করা হবে। ইউএনও মিনহাজুর রহমান জানান, থানা পুলিশের সাথে আলোচনা করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

  • মিরসরাইয়ে পুকুরে ভেসে উঠল শিশু আরিফের লাশ

    মিরসরাইয়ে পুকুরে ভেসে উঠল শিশু আরিফের লাশ

    মিরসরাই প্রতিনিধি:::মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় বসতবাড়ির পুকুরে পড়ে ২ বছরের এক শিশু পুত্রের মৃত্যু হয়েছে।

    শনিবার ( ৫ অক্টোবর) সকাল ১১টায় ১৩ নং মায়ানি ইউনিয়নের ১ নং ওয়ার্ড সৈদালী গ্রামের নুরুল হক ডাক্তার বাড়িতে এই ঘটনা ঘটে।

    জানা গেছে, নিহত শিশুর নাম আরিফ হোসেন (২), পিতা আনোয়ার হোসেন। সে বড়তাকিয়া বাজারের পশ্চিম পাশে ১৩ নং মায়ানি ইউনিয়নের ১নং ওয়ার্ড সৈদালী নুরুল হক ডাক্তার বাড়িতে মা আকলিমার সাথে নানার বাড়িতে থাকতো।

    দাদার বাড়ি কোরবানআলী মুনশিবাড়ি ১৬ নং সাহেরখালি ৮ নং ওয়ার্ড ডোমখালি।

    স্থানীয় ওয়ার্ড মেম্বার ইয়াছিন উল্লাহ জানান, শিশুটির মা আকলিমা সকাল ১১টার দিকে পুকুর ঘাটে মাছ ধৌত করতে গেলে মায়ের অগোচরে পুকুরে পড়ে যায়। ঘন্টার পর ঘন্টা খোঁজ করে কোথাও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে পুকুরের পানিতে ভেসে উঠে শিশু আরিফ হোসেনের লাশ। বাড়ির লোকজন দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে বলে জানায় কর্তব্যরত ডাক্তার।

    ২৪ঘণ্টা/এসএ

  • মিরসরাইয়ে তুন্দু‌লের আগু‌নে ৫টি দোকান পুড়ে ছাই

    মিরসরাইয়ে তুন্দু‌লের আগু‌নে ৫টি দোকান পুড়ে ছাই

    চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকার ভোরের বাজারে এক‌টি রু‌টি তৈ‌রির দোকা‌নে তুন্দুল থে‌কে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

    শুক্রবার (৪ মার্চ) দিবাগত মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা দোকানীরা।

    ক্ষতিগ্রস্তরা হলেন, চায়ের দোকান মালিক খোকন, হোরা মিয়া, মুদির দোকান মালিক মফিজ, আমজাদ এবং নুরুল হুদা।

    প্রত্যক্ষদর্শী দোকানদার আব্দুল গাফফার জানান, গভীর রাতে চায়ের রুটি বানানো তুন্দুল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পুরো দোকানে ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী আরো চার দোকান পুড়ে ছাই হয়ে যায়।

    মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, শনিবার রাত ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

    আমরা দীর্ঘ এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খোকনের চায়ের দোকানের তুন্দুল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

    ২৪ ঘন্টা/আশরাফ/রাজীব

  • মিরসরাইয়ে ভুয়া সাংবাদিক অলির জেল

    মিরসরাইয়ে ভুয়া সাংবাদিক অলির জেল

    বড় বড় ক্যামেরা কাঁদে সাংবাদিক নাম নিয়ে দিব্বি দাপ‌ড়ি‌য়ে বেড়াতো মো. অলি। মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলে অনেকেই তাকে সাংবাদিক হিসেবেই যানতো।

    অথচ জি বাংলা বুলেটিন নামের একটি অবৈধ অনলাইন চ্যানেলের নাম বিক্রি করে দীর্ঘ‌দিন যাবৎ পয়সা কামাই ক‌রে আস‌ছিল বি‌ভিন্ন অযুহা‌তে। হঠাৎ তাঁর বিরুদ্ধে আদালতের সমন। অতঃপর পুলিশের হাতে ধরা। হ্যান্ডকাপ পরে যেতে হলো জেলে।

    পুলিশ জানায়, ২০১৯ সালে দায়েরকৃত ৫০৬ ধারায় একটি নন জিআর মামলায় (নম্বর ৮০৬) মো. অলিকে সাজা দেন চট্টগ্রাম জ্যুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। তার বাড়ি খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ার গ্রামে। তার বাবা হাজী সিদ্দিক আহম্মদ।

    গত বুধবার (১৬ ফেব্রæয়ারি) বিকালে তাকে গ্রেপ্তার করে মিরসরাই থানা পুলিশ। এরপর বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

    মামলার ধারা মতে যানা যায়, ২০১৯ সালে কথিত সাংবাদিক অলি কতিপয় ব্যক্তিকে হুমকি ধমকি দিলে তিনি মামলাটি দায়ের করেন। প্রায় দুই বছর ২০২১ সালের ৪ মার্চ আদালত মামলার রায় দেন।

    মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, অলির বিরুদ্ধে বিজ্ঞ আদালতের সমন ছিলো। তাকে বুধবার গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    প্রসঙ্গত, ২০২১ সালে কথিত সাংবাদিক অলিসহ তার আরো কয়েকজন সহযোগীর অপকর্মের বিরুদ্ধে দেশের শীর্ষস্থানীয় বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

    মিরসরাইয়ের সচেতন মানুষজনের বক্তব্য, আরো যারা বর্তমানে বড় বড় ক্যামেরা ঝুলিয়ে এলাকায় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বেড়ায় তাদের বিরুদ্ধেও সাধারণ মানুষকে সচেতন হতে হবে।

    ২৪ ঘন্টা/আশরাফ

  • মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় ২ জ‌নের মৃত্যু-আহত ৪

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে এক মর্মা‌ন্তিক সড়ক দূর্ঘটনায় ২ লেগুনা যাত্রীর মৃত হ‌য়ে‌ছে। একই ঘটনায় গুরুতর আহত হ‌য়ে‌ছে আ‌রো ৪ জন।

    আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার নিজামপুর ক‌লেজ এলাকায় চট্টগ্রামুখী একটি যাত্রীবাহী লেগুনাকে পেছন দিক থেকে দ্রুতগামী কাভার্ডভ্যান ধাক্কা দিলে হতাহতের ঘটনাটি ঘটে।

    নিহতরা হলেন, মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতি গ্রামের মরহুম নরুল ইসলামের ছেলে মোহাম্মদ শাহজাহান (৬০) ও একই ইউনিয়নের গাছবাড়ীয়া গ্রামের সফিউল আলমের ছেলে শামসুদ্দীন দিদার (৫০)।

    আহদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের আনোয়ার হোসেন ও উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের আব্দুল মান্নান। অন্য দুজনের নাম জানা যায়নি।

    পুলিশ, প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ২শ মিটার দক্ষিণে চট্টগ্রাম মুখী লেনে একটি যাত্রীবাহী লেগুনা পরিবহণকে পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

    এতে এক পথচারীসহ ৬ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দিদার ও শাহাজাহান মারা যান। আহত ৪ জন চমেকে চিকিৎসাধীন আছেন।

    দুর্ঘটনার বিষয়ে জানতে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব শাহাকে ফোন দিলে তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা এবং স্বজনেরা আহতদের হাসপাতালে নিয়ে যায়। মৃত্যুর ঘটনাটি আমার কাছে জানা নেই।

    ২৪ ঘন্টা/আশরাফ

  • মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

    মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও চালকের সহকারীর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলো ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার বড়বিল এলাকার আবদুল কাদিরের পুত্র ট্রাক চালক মোহাম্মদ আরিফ হোসেন (২৫) ও একই গ্রামের মোহাম্মদ ইউনুসের পুত্র চালকের সহকারী (হেলপার) মোহাম্মদ শাহীন (২৩)।

    জানা গেছে, ফেনী থেকে ছেড়ে আসা একটি ট্রাক (যার নং: ফেনী ড-১১-০১০০) চট্টগ্রামের দিকে যাওয়ার পথে বারইয়ার হাট বাজারের উত্তর পাশে কমফোর্ট হাসপাতাল লিমিটেডের সামনে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনা স্থলেই চালক ও চালকের সহকারী মারা যান।

    জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, দুর্ঘটনার নির্দিষ্ট কোন কারণ জানা না গেলেও নিহত চালক ও হেলপার সম্ভবত ঘুমন্ত অবস্থায় ছিল।

    চলন্ত অবস্থায় তাদের ট্রাকটি কোন লরিকে ধাক্কা দেয় বলে ক্লু পাওয়া যাচ্ছে। কিন্তু এতে লরিটির ক্ষতি না হলেও ট্রাকটির সামনের অংশ চেপে যায় এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় গাড়ির এই চালক ও হেলপার।

    ২৪ ঘণ্টা/আশরাফ উদ্দিন/রাজীব প্রিন্স

  • মিরসরাইয়ে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

    মিরসরাইয়ে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে বজ্রপাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত মহিলার নাম মোমেনা খাতুন (৭০)।

    তিনি উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শেখেরতালুক গ্রামের শফিউল আলমের স্ত্রী। বুধবার (২৭ মে) দুপুর দেড়টায় এই ঘটনা ঘটে।

    স্থানীয় মো. নজরুল ইসলাম জানান, বুধবার দুপুরে গোসল করতে গেলে পুকুরঘাটে বজ্রপাতে গুরুত্বর আহত হয়। উদ্ধার করে দ্রুত মিরসরাই সদরের মাতৃকা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বজ্রপাতে ওই মহিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    ২৪ ঘণ্টা/আশরাফ/রাজীব প্রিন্স

  • মিরসরাইতে ৬ হাজার পরিবহন শ্রমিকের দিন কাটছে আর্থিক অনটনে

    মিরসরাইতে ৬ হাজার পরিবহন শ্রমিকের দিন কাটছে আর্থিক অনটনে

    ২৪ ঘণ্টা ডট নিউজ। আশরাফ উদ্দিন, মিরসরাই : চট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রায় ৬ হাজার পরিবহন শ্রমিক আর্থিক অনটনে দিন পার করছে। কর্মহারা উপজেলার পরিবহন শ্রমিকদের পরিবারের সদস্যরাও অনাহারে অর্ধহারে দিন কাটাচ্ছে।

    করোনায় প্রাদূর্ভাবে যেসব শ্রমজীবিদের উপর বড় ধরনের আঘাত এসেছে তার মধ্যে অন্যতম হলো পরিবহন শ্রমিক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সব ধরণের গণপরিবহন এখন প্রায় বন্ধ রয়েছে।

    আপাতত কোনো কাজ নেই তাদের। আরো কতদিন পরিবহন যোগাযোগ বন্ধ থাকতে পারে তার নিশ্চয়তা নেই। ফলে পরিবহন শ্রমিকরা এখন দিশেহারা। ব্যাক্তিগত পরিবহনের সাথে সম্পৃক্ত কিছু শ্রমিক মাসিক বেতনে কাজ করলেও অধিকাংশ শ্রমিক দিন মজুরের মতোই কাজ করেন।

    কাজ করলে টাকা, আর কাজ না থাকলে টাকা নেই। ফলে কাজ না থাকলে ওই শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা না খেয়েই দিন কাটে এমনি আবস্থা বর্তমানে।

    জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মিরসরাই উপজেলার বিভিন্ন রুটে, বাস, ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান, লরি, হাইচ, মাইক্রো, সিএনজি অটোরিক্সা চলাচল করতো। কিন্তু করোনা ভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনের কারণে গত দেড়মাস ধরে যানবাহন চলাচল বন্ধ থাকায় কষ্টে দিন পার করছে উপজেলায় প্রায় ৬ হাজার পরিবহন শ্রমিক।

    পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে, বারইয়ারহাট-চট্টগ্রাম রুটে চয়েস ও উত্তরা বাসে ৪শ ৪০জন শ্রমিক রয়েছেন। দারোগাহাট-বারইয়ারহাট-ফেনী রুটে চলাচল করা আনন্দ পরিবহনে ১শ ৩০জন, ট্রাক, পিকআপ, মাইক্রো, হাইচে রয়েছে ৫শ জন, বারইয়ারহাট-সীতাকুন্ড রুটে চলাচল করা হিউম্যান হলারে রয়েছে ২শ ও মিরসরাই উপজেলার বিভিন্ন রুটে প্রায় ৫ হাজার সিএনজি অটোরিক্সা চালক রয়েছে। তাদের মধ্যে ৩শ অটোরিক্সা চলাচল করলেও বাকি চালকদের বেকার জীবন কাটছে।

    করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দফায় দফায় বাড়ানো হয় সরকারি সাধারণ ছুটির মেয়াদ। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৫ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এ ছুটি। এই সংবাদ লিখা পর্যন্তা ৫ মে বিকাল ৫টার পরও গণপরিবহন চালু করার কোন সিদ্ধান্ত পাওয়া যায়নি।

    ফলে এক প্রকার ঘরবন্দি হয়ে আছেন দেশের মানুষ। এতে সকল পর্যায়ের কর্মহীন মানুষ গুলোর দুর্ভোগও বাড়ছে। সরকার নিম্ন ও মধ্য আয়ের মানুষের খাদ্য সংকট নিরসনে শুরু থেকেই ত্রাণ কর্মসূচি চালু করলেও চাহিদার অনুপাতে ছিল অপ্রতুল। পরিবহন শ্রমিক সংগঠনের অভিযোগ, প্রশাসন ছাড়া জনপ্রতিনিধিদের কাছ থেকে পরিবহন শ্রমিকরা কোন ত্রাণ পাচ্ছেন না।

    মধ্যম ওয়াহেদপুর এলাকার মামুন নামে এক পরিবহন শ্রমিক সীতাকুন্ড-বারইয়ারহাট রুটে হিউম্যান হলার চালান। তিনি বলেন, গত দেড়মাস ধরে বেকার বসে আছি। সামান্য সহযোগীতা পেয়েছি, তা দিয়ে বড়জোর একসপ্তাহ গেছে। আরো কতদিন বেকার থাকতে হয় বুঝতেছিনা। স্ত্রী-সন্তান নিয়ে মরার উপক্রম হয়েছে।

    একাধিক পরিবহন শ্রমিক বলেন, অধিকাংশ শ্রমিকরা দিনমজুর হিসেবে কাজ করেন। তাদের কোনো পুঁজি নেই। দিনে যা আয় করেন দিনেই তা শেষ হয়ে যায়। পরদিন খেতে হলে তাদের কাজে যেতে হয়। অন্যথায় উপোষ থাকতে হয় তাদের।

    উপজেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোঃ ইউসুফ বলেন, উপজেলার বিভিন্ন রুটে প্রায় ৫ হাজার সিএনজি অটোরিক্সা চলাচল করতো। গত দেড়মাস ধরে করোনা ভাইরাসের কারণে ২ থেকে ৩শ সিএনজি ছাড়া বাকি সব সিএনজি চলাচল বন্ধ রয়েছে। সরকারি-বেসরকারি কোন সাহায্য সহযোগীতা সিএনজি চালকরা পায়নি বলে অভিযোগ করেন তিনি।

    চট্টগ্রাম বাস-মিনিবাস হিউম্যান হলার শ্রমিক ইউনিয়ন বারইয়ারহাট শাখার সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন মাসুক জানান,অনেক কষ্টে দিন কাটছে পরিবহন শ্রমিকদের।

    তিনি বলেন, উপজেলা প্রশাসন থেকে ২শ শ্রমিককে ১০ কেজি করে চাল দিয়েছে। জোরারগঞ্জ থানা থেকে ৫০জন শ্রমিককে চাল দেয়া হয়েছে। এছাড়া আমার পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগীতা করেছি। শ্রমিকদের সহযোগীতার জন্য চট্টগ্রাম শ্রম অধিদপ্তরে আবেদন করেছি।

    বারইয়ারহাট-মাদারবাড়ি রুটে চলাচল করা উত্তরা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল কামাল মিটু বলেন, লকডাউনে শুধু শ্রমিকরা নয়, বাস মালিকদের অনেক ক্ষতি হচ্ছে। তবে শ্রমিকদের পরিবার পরিজন নিয়ে চলতে অনেক কষ্ট হচ্ছে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রায় ৩শ পরিবহন শ্রমিককে খাদ্য সামগ্রী দিয়েছি।

    মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬শ পরিবহন শ্রমিককে ১০ কেজি করে চাল বিতরণ করেছি। তার মধ্যে বাস-ট্রাক হিউম্যান হলারের শ্রমিক ৫শ ৫০ জন ও সিএনজি অটোরিক্সা চালক ৫০জনকে সহযোগীতা করেছি।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • করোনা : মিরসরাইয়ে লাপাত্তা ২৮৫ প্রবাসী, ঝুঁকিতে উপজেলাবাসি

    করোনা : মিরসরাইয়ে লাপাত্তা ২৮৫ প্রবাসী, ঝুঁকিতে উপজেলাবাসি

    ২৪ ঘন্টা ডট নিউজ। আশরাফ উদ্দিন, মিরসরাই : মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে গত ২১ দিনে মিরসরাই উপজেলায় এসেছেন ২ হাজার প্রবাসী।

    এরমধ্যে ১ হাজার ৬’শ ৯৯ জন প্রবাসীর ১৪ দিন পার হয়ে যাওয়ায় হোম কোয়ারেন্টিনে ৩০১ জন থাকার কথা থাকলেও আছেন মাত্র ১৬ জন প্রবাসী! বাকি ২৮৫ জন প্রবাসী লাপাত্তা। তারা কোথায় আছেন তার নির্দিষ্ট হিসেব নেই প্রশাসনের কাছে।

    মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, চলতি মাসের ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ থেকে মিরসরাইয়ে ২ হাজার প্রবাসী এসেছেন। এদের মধ্যে ১৬৯৯ জন প্রবাসীর ১৪ দিন অতিবাহিত হওয়ায় হোম কোয়ারেন্টিনের প্রয়োজন নেই। বাকি ৩০১ জন হোম কোয়ারেন্টিনে থাকার কথা।

    খবর পেয়ে উপজেলার বিভিন্ন এলাকায় আমি বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টিন অমান্য করায় কয়েকজনকে জরিমানা করেছি এবং হোম কোরারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছি। বর্তমানে মিরসরাইতে ১৬ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে রয়েছেন। অন্য প্রবাসীদের সনাক্তের চেষ্টা চলছে।

    তিনি বলেন, এতো বড় উপজেলায় কয়জনকে খোঁজ করা সম্ভব। নিজেদের সচেতন হতে হবে। তাহলে সে নিজে, তার পরিবার, সমাজ, দেশ রক্ষা পাবে। আমি ইতমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ২১ দিনে দেশে ফেরত প্রবাসীদের তালিকা প্রকাশ করেছি।

    জানা গেছে, উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের সরকার বাড়ির মৃত ছান্দু মিস্ত্রির ছেলে আসাদুজ্জামান আসাদ প্রকাশ এরশাদ গত ১১ মার্চ সৌদী আরব থেকে বাড়ি এসে হোম কোয়ারেন্টিন অমান্য করে দিব্যি চলাফেরা করছে।

    একই ইউনিয়নের তালতলা এলাকার মাখন মেম্বার বাড়ির জগদ্বীশ নাথের ছেলে সুভাষ নাথ গত ১৮ মার্চ কাতার থেকে বাড়ি এসে প্রকাশ্যে ঘুরছেন।

    ২১ মার্চ মালয়েশিয়া থেকে দেশে এসে হোম কোয়ারেন্টিন মানছেন না হিঙ্গুলী গ্রামের সোবহান প্রকাশ কামাল ড্রাইভার বাড়ির ইসমাইলের ছেলে সোহেল। শুধু এরা নয়, উপজেলার ১৬ ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন গ্রামের প্রবাসীরা এভাবে ঘুরছেন। এতে আতংকে আছেন স্থানীয়রা।

    নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, বারইয়ারহাট পৌরসভার এক কাউন্সিলরের মেয়ে বিদেশ থেকে এসে হোম কোয়ারেন্টিন অমান্য করছেন। তার কারণে আতংকের মধ্যে দিন কাটছে আমাদের।

    এদিকে, বিশ্বস্বাস্থ্য সংস্থা ঘোষিত মহামারি করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণে ৩১ মার্চ পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকলেও সচেতনতা দেখা যায়নি গ্রামাঞ্চলের সাধারণ মানুষদের মাঝে। অনেকটা স্বাভাবিকভাবে প্রাত্যহিক কাজগুলো সেরে গভীর রাতে ফিরছেন তারা।

    মাস্কের ব্যবহারও তেমন একটা নেই। অনেকে মেতে উঠছেন খোশ গল্পে আর আড্ডা দিচ্ছেন যে যার মতো। তবে দেশের লাইফ লাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মিরসরাই উপজেলার আঞ্চলিক সড়কগুলোতে গাড়ি চলাচল কিছুটা কমেছে।

    উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ পৌরসভার চেয়ারম্যান ও মেয়রদের সভাপতি করে ইতোমধ্যে সাব-কমিটিও গঠন করা হয়েছে। কয়েকটি ইউনিয়নে করোনাভাইরাস এর প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম দেখা গেলেও বেশির ভাগ ইউনিয়নে তেমন কার্যক্রম চোখে পড়েনি।

    উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, করোনাভাইরাস প্রতিরোধে ও মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। লিফলেট, সাবান, হ্যান্ডওয়াশ মাক্স বিতরণ করা এবং ইউনিয়ন জুড়ে মাইকিং করা হয়েছে।

    ২৪ ঘন্টা/আর এস পি

  • মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই

    মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই

    ২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

    আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার ধুম ইউনিয়নের দক্ষিণ মোবারক ঘোনা গ্রামের আবুল কাশেমের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে বলে জানা গেছে।

    স্থানীয় হুমায়ুন কবির দুলাল বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আবুল কাশেমের বাড়িতে আগুন লাগে। এসময় মুহূর্ত্বের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে আবুল কাশেমের ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

    আগুনে আবুল কাশেমের ভাই রাসেল উদ্দিন, রবিউল হোসেন, তারেক হোসেন ও ছুট্টুমিয়ার ঘরও পুড়ে যায়। অগ্নিকান্ডে ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩০ হাজার টাকা সহ মোট ৮ লক্ষ টাকার ক্ষতি হয়।

    মিরসরাই ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার তানভীর আহমেদ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যায়। আমরা যাওয়ার পূর্বে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকান্ডে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।

    ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন লেগে পুরো আবুল কাশেমের পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ওখানে তার আরো ৪ ভাই পৃথক পৃথক ভাবে থাকতো।

    ২৪ ঘন্টা/আশরাফ/ আর এসপি

  • মিরসরাইয়ে পৃথক অভিযান : ইউএস প্রবাসি ও মাছ ব্যাবসায়ীর জরিমানা

    মিরসরাইয়ে পৃথক অভিযান : ইউএস প্রবাসি ও মাছ ব্যাবসায়ীর জরিমানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে আমেরিকা থেকে আসা এক প্রবাসী হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর দিকে মাছে ক্ষতিকর ও বিষাক্ত রং মিশানোর অপরাধে তিন মাছ ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে গত ৫ দিন পূর্বে আসা এক আমেরিকান প্রবাসী হোম কোয়ারেন্টাইন না মেনে বাজারে আসায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই সময় ওই প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। উপজেলার সকল পর্যটন ও দর্শনীয় স্থান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, মিরসরাইতে হোম কোয়ারেন্টাইনে থানা মোট আট জনের মধ্যে দুই জনের মেয়াদ সম্পন্ন হয়েছে এবং তারা মিরসরাই বাসাবাড়ি ছেড়ে নিজ বাড়িতে ফিরে গেছেন। পলাতক রয়েছেন একজন।

    অন্য আরো ছয় জন কোয়ারেন্টাইনের নির্দশনায় আছেন। তবে মেয়াদ সম্পন্ন হওয়ার একদিন আগেই এক ব্যাক্তি বিয়ের পিড়িতে বসেছেন। আর নির্দেশ না মানায় একজনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    অপরদিকে মাছে বিষাক্ত রং ও ফরমালিন জাতিয় ক্ষতিকর পদার্থ মেশানোর অপরাধে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে বারইয়ারহাট পৌরসভার মাছ বাজারে।

    এতে মো. সবুজ, মো. কাওছার ও আইন উদ্দিন নামে তিন মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। তবে এই মূহুর্তে মাছ বাজারে মোবাইলকোর্ট পরিচালানা করায় সমালোচনা করছেন সচেতন মহল। কারন মাছ বাজারে মোবাইল কোট পরিচালনা করায় গণ জামায়েতের ঘটনা ঘটে।

    এব্যাপারে জানতে চাইলে ইউএনও রুহুল আমিন বলেন মানুষের কাজ সমালোচনা করা। কাজ করলেও সমালোচনা করবে না করলেও সমালোচনা করবেন। কিন্তু আমাদের কাজ আমাদের করতে হবে।

    ২৪ ঘন্টা/আশরাফ/আরএসপি

  • মিরসরাইয়ে ৫ ইতালি প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

    মিরসরাইয়ে ৫ ইতালি প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

    ২৪ ঘন্টা ডট নিউজ। আশরাফ উদ্দিন,মিরসরাই : মিরসরাইয়ে ৫ ইতালি প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

    কিন্তু কোয়ারেন্টাইনের কোন নিয়মই পালন করছেন না তারা। দিব্যি গুরে বেড়াচ্ছেন সর্বত্রই। মিসরাই সদরে একটি ভাড়া বাসায় গোপনে মেয়ের বাসায় অবস্থান করে দিব্যি গুরে বেড়াচ্ছিলেন তারা।

    ইতালি থেকে আসার বিষয়টি জানাজানি হলে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসে। তিনি ১৬মার্চ বিকালে গোপনে অবস্থান করা বাসায় গিয়ে তাদের সনাক্ত করেন ও আগামি ১৪দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।

    একই বিল্ডিংএর অন্যান্য বসবাসকারীরা জানান তারা জানেন না যে উক্ত দুই জন ইতালি থেকে এসেছেন। ইতালি ফেরত তথ্য গোপন রেখেই তারা সকলের সাথে স্বাভাবিক চলাফেরা করছিলেন। বিষয়টি জানার পর উক্ত এলাকায় ভিতিকর পরিস্থিতির তৈরি হয়েছে।

    জানা গেছে, মিরসরাইতে হোম কোয়ারেন্টাইনে থাকা এই ৫ জন ইতালি থেকে এসেছে গত কয়েকদিনের মধ্যে। তার মধ্যে গত ৪ মার্চ আসা ২ জন আছেন মিরসরাই পৌরসভার একটি ভাড়া বাসায়, গত ১১ মার্চ আসা ১জন মিরসরাই সদর ইউনিয়নের ওয়ার্লেস এলাকায় একটি ভাড়া বাসায়, গত ১৫ মার্চ আসা ১জন হাইতকান্দি ইউনিয়নে ও বারইয়ারহাট পৌরসভায় ১ জন একটি ভাড়া বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, উপজেলাতে ইতালি থেকে আসা ৫জন হোম কোয়ারেন্টাইনে আছে। তাদেরকে আগামী ১৪ দিন বাড়ির বাইরে না যাওয়ার জন্য বলা হয়েছে। শরীরে জ্বর বা কাশি দেখা দিলে সাথে সাথে খবর দেওয়ার জন্য বলা হয়ে।

    এদিকে করোনা ঝুকির কারনে মিরসরাইয়ের দুটি শিল্প মেলা বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। তার মধ্যে উপজেলার বারইয়ারহাট পৌর মাইক্রো স্ট্যান্ডে মাসব্যাপী চলা মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দেশীয় ও জামদানী পণ্য শিল্প বিনোদন মেলা আজকের মধ্যে (সোমবার) বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আবুতোরাব স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মুজিব শতবর্ষ উপলক্ষ্যে শুরু হতে যাওয়া ১৫ দিনব্যাপী মেলা আগামীকালের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

    অন্যদিকে করোনা ভাইরাস মোকাবেলায় সমাবেশ বা গণ জমায়েত হয় এমন স্থানে জনগণকে উপস্থিত হওয়া থেকে বিরত থাকার কথা বলা হলেও বারইয়ারহাট পৌরসভার সার্বিক সহযোগিতায় মিরসরাইয়ে বারইয়ারহাট পৌর মাইক্রোস্ট্যান্ডে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাসব্যাপী চলছে দেশীয় ও জামদানী পণ্য শিল্প বিনোদন মেলা।

    আর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আবুতোরাব স্কুল মাঠে বুধবার (১৭ মার্চ) থেকে মুজিব জন্মশত বার্ষিকী পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে মেলার মতো করে বিভিন্ন স্টল তৈরী করা হয়েছে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ‘বারইয়ারহাট পৌর মাইক্রো স্ট্যান্ডে মাসব্যাপী চলা দেশীয় ও জামদানী পণ্য শিল্প বিনোদন মেলা আজকের মধ্যে (মঙ্গলবার) ও আবুতোরাব স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বুধবার (১৬ মার্চ) থেকে শুরু হওয়া ১৫ দিনব্যাপী মেলা বুধাবারের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

    ২৪ ঘন্টা/ আর এস পি