আশরাফ উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::মিরসরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু সাঈদ ভূইঞার পিতার মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) মিরসরাই প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক শরফুদ্দিন কাশ্মিরের প্রধানঅতিথ্যে ও কার্যকরি কমিটির সভাপতি সাংবাদিক নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সম্পাদক এম মাঈনুদ্দিন। দোয়া মাহফিলে হাদিস ও কোরআন থেকে গুরুত্বপূর্ণ আলোচনা , দরুদ পাঠ ও নিহতের আত্তার মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন ওয়্যারলেস মাদরাসা, হেফজখানা ও মসজিদের পরিচালক মাওলানা শোয়াইব হুজুর।
এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু সাঈদ ভূইঞা, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, প্রচার সম্পাদক আজিজ আজহার, তথ্যপ্রযুক্তি সম্পাদক সাদমান সময় ও সদস্য সাফায়েত মেহেদী।
সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে নিহতের আত্তার মাগফেরাত কামনা এবং পরিবারের সকরের মঙ্গল কামনায় দোয়া করা হয়।
২৪ ঘণ্টা/এম আর