Tag: মিরসরাই

  • সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মিরসরাইয়ের ৩১ হাটবাজার স্থানান্তর

    সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মিরসরাইয়ের ৩১ হাটবাজার স্থানান্তর

    আশরাফ উদ্দিন, মিরসরাই(চট্টগ্রাম):::করোনা ভারইস ছড়ানো থেকে মানুষকে নিরাপদ রাখার জন্য নিরলস কাজ করে যাচ্ছে মিরসরাই উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় উপজেলার ৩১টি হাট বাজার স্থানান্তরের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এমন টাই নিশ্চিত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

    শনিবার(১১ এপ্রিল) সকাল থেকে উপজেলার এই সকল হাটবাজার স্থানান্তরে কাজ করছেন উপজেলা প্রশাসনের সাথে স্থানিয় বাজার কমিটিও জনপ্রতিনিধারা।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, করোনা মাহামারি থেকে বাঁচার একমাত্র অস্ত্র হচ্ছে মানুষকে ঘরে রাখা, ব্যাক্তি থেকে ব্যাক্তির দূরত্ব বজায় রাখা। আর এই দূরত্ব বজায় রাখা নিশ্চিত করেতে মাথার ঘাম পায়ে ফেলেও কুলকিনারা করে উঠতে পারছেন প্রশাসকিন কর্মকর্তারা। মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে বের হচেছ ঘর থেকে। কখনো ত্রানের জন্য বের হচ্ছে আবার কখনো অতি প্রয়োজনিয় দৈনন্দিন তৈজস পত্রের জন্য বের হচ্ছেন। এতে অনিচ্ছা শর্তেও গন জামায়াতের ঘটনা ঘটছে। তাই হাটবাজার গুলোতে যেন ঘন জামায়েত না হয় তার জন্য উপজেলার ৩১টি হাট বাজার আপদ কালিন সময়ের জন্য স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    প্রশাসনিক সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করে অনেক দোকানি তাদের দোকান সরিয়ে নিয়েছে। কিছু কিছু দোকানি এখনো তাদের দোকান পূর্বের সংকৃর্ণ স্থানে রেখে ব্যবসায় করছে যার কারনে কিছু কিছু যায়গায় কম হারে হলেও গণজামায়াতের ঘটনা ঘটতেছে। এই সব দোকানিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসিল্যান্ড ও আমি পৃথক দুই দলে পুরো উপজেলায় অভিযানে যাচ্ছি। যারা দোকান সরাচ্ছেনা তাদের বিরুদ্ধে জেল জরিমানা করার মাধ্যমে খোলামেলা জায়গায় বাজার ব্যবস্থা করা হবে। যাতে মানুষ কোন প্রকারে গনজামায়াত করতে না পারে।

    সরজমিনে শনিবার সকালে মিরসরাই বাজারে গিয়ে দেখা যায়, রাস্তার উপরের সকল সবজি বিক্রেতা পাশবর্তী মিরসরাই ষ্টেড়িয়ামে তাদের দোকান গুলো সরিয়ে নিলেও কিছু অসচেতন বিক্রেতা তাদের দোন গুলো সরায়নি। এই ব্যাপারে যারা দোকান সরিয়ে নিয়েছে তারা অত্যন্ত মনক্ষুন্য হয়ে উপজেলা প্রশাসনের কাছে নালিশ করে। এতে উপজেলা প্রশাসন বাজার মনিটরিং এর ব্যবস্থা করে।

    ইউএনও বলেন গন জামায়েত হয় এমন কোন বাজার পূর্বের স্থানে থাকবে না, যতটুকু সম্বব পাশবর্তী খোলা মাঠে সকল বাজার গুরো স্থানাস্তর করা হবে যেন মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করতে পারে।

  • মিরসরাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৪

    মিরসরাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৪

    আশরাফ উদ্দিন মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধি::মিরসরাইয়ে দুপক্ষের সংঘর্ষে ৪জন আহত হয়েছে। শুক্রবার রাতে ও শনিবার সকালে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কুরুয়া এলাকায় পৃথক এই হামলার ঘটনা ঘটে। হামলায় অহতদের পক্ষ থেকে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহতরা হলেন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ নুরুল হুদা (৬৫), তার ছেলে শিহাব উদ্দিন, আশরাফ উদ্দিন ও সালাহ উদ্দিন।

    আহত আশরাফ উদ্দিন জানান, কুরুয়া এলাকার ইসমাইলের ছেলে রানা ও রিয়াদ মাটির ব্যবসা করে। একটি নতুন মসজিদ নির্মানের জন্য মাটি ভরাট করতে ওদের কাছ থেকে মাটি না নেয়ায় গতকাল আমার বাবার সাথে রানার কথা কাটাকাটি হয়। তাই ক্ষিপ্ত হয়ে শনিবার সকালে ১০-১৫ জনের একটি সন্ত্রাসী অস্ত্র, সস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। এসময় আমি আমার বাবা ও দুই ভাই আহত হই। এ ঘটনায় আমার বাবা বাদি হয়ে মিরসরাই থানায় একটি মামলা করেছেন। আমি অবিলম্বে এইসব সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।

    এই ব্যাপারে মোহাম্মদ রানা বলেন, দীর্ঘদিন ধরে আমি ও আমার ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করতে থাকে নুরুল হুদা। শুক্রবার রাতে উনাকে এই বিষয়ে জিজ্ঞেস করতে গেলে তিনি তার ছেলেদের নিয়ে আমাদের দুই ভাইকে মারধর করে।

    এই বিষয়ে মিরসরাই থানার উপ-পরিদর্শক (এস আই) আমিরুল মুজাহিদ বলেন, হাইতকান্দি ইউনিয়নের কুরুয়াতে মারামারির ঘটনায় নুরুল হুদা নামে এক ব্যক্তি বাদি হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। এই বিষয়ে তদন্তের জন্য নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আবুল হাশেমকে দায়িত্ব দেয়া হয়েছে। শীঘ্রই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • করোনায় মিরসরাইয়ের একব্যক্তির মৃত্যু

    করোনায় মিরসরাইয়ের একব্যক্তির মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে মিরসরাইয়ের একজন প্রবাসীর মৃত্যু হয়েছে( ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। নিহতের নাম নুর উদ্দিন আহমেদ বাদল (৬০)।

    আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকালে পারিবারিক ভাবে তার নিহতে খবরটি নিশ্চিত করেছেন।

    তিনি মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমদের বড় ভাই। মিরসরাই উপজেলায় প্রথম ব্যাক্তি হিসেবে করোনায় দেশের বাইরে মারা গেলেন।

    নিহত বাদল মিরসরাই থেকে দুইবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন বলে পারিবারিক সুত্র জানায়।

    নুর উদ্দিন আহমদের ছোট ভাই সালাউদ্দিন আহমেদ ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, আমার বড় ভাই দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করেন। সেখানে তিনি ব্যবসা বানিজ্য করতেন।

    আজ শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যাওয়ার খবর আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ১ মেয়ে রেখে গেছেন।

    নুর উদ্দিন বাদল মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া ছরারকুল এলাকার সাবেক বন কর্মকর্তা মরহুম মুনছুর আহমেদ ফরেস্টারের দ্বিতীয় পুত্র।

    ২৪ঘণ্টা/আশরাফ উদ্দিন

  • মিরসরাইয়ে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৫ বসতঘর

    মিরসরাইয়ে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৫ বসতঘর

    ২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি ॥চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট এলাকায় অগ্নিকান্ডে একই বাড়ির ৫টি বসতঘর পুডে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ হানি হয়েছে।

    আজ শুক্রবার (১০ এপ্রিল) সাড়ে ৫টার দিকে করেরহাটের সরকারতালুক গ্রামের একটি বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

    করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাঁচটি পরিবার সম্পূর্ণ রূপে ভস্মিভূত হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া তারা তাদের সবকিছু হারিয়ে ফেলেছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সার্বিক সহযোগিতার বিষয়টি দেখছি।

    এ ঘটনায় আরমি সাহাবুদ্দিনের পরিবার, মোহাম্মদ ছোটনের পরিবার, মোহাম্মদ ডালিম হোসেনের পরিবার এবং মোসাম্মৎ হনুবিয়ার পরিবার ক্ষতিগ্রস্থ হয়। এই ক্ষতির পরিমান ১৫ লাখ টাকা বলে জানিয়েছেন সেখানকার চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

    পাশে থাকা অন্য পরিবারগুলো আপাতত আগুন নিয়ন্ত্রণে আসায় নিরাপদে আছে বলেও জানান তিনি।

    ২৪ ঘন্টা/আর এস পি

  • মিরসরাইয়ে কর্মহারা পত্রিকা বিক্রেতাদের খাদ্য সহায়তা প্রদান

    মিরসরাইয়ে কর্মহারা পত্রিকা বিক্রেতাদের খাদ্য সহায়তা প্রদান

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::মিসরাইয়ে কর্মহারা ১৫ পত্রিকা বিক্রেতাকে খাদ্য সহায়তার করেছে উপজেলা পরিষদ।

    মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুর ২টায় জোরারগঞ্জ, বারইয়ারহাট ও মিরসরাই সদরে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো: জসিম উদ্দিন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরসরাই প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    মহামারির পরিস্থিতিতে সব লকডাউন হওয়ায় হকারদের পত্রিকা বিক্রিও এখন বন্ধ। প্রতিদিন প্রত্রিকার বিক্রয় করে যা রোজগার হতো তাই দিয়ে চলতো তাদের পরিবার। কিন্তু পত্রিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের একমাত্র আয়ের পথ এখন বন্ধ। অনেকের ঘরে প্রয়োজনীয় খাবার নেই। এরকম ১৫ জন হকারকে খাদ্য সহায়তা দিয়েছে মিরসরাই উপজেলা প্রশাসন। খাদ্য সহায়তা পেয়ে কিছুটা হলোও আস্বস্থ হয়েছে কর্মহারা এসব পত্রিকা বিক্রেতা।

  • নিরাপদ দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করছে মিরসরাই উপজেলা পরিষদ

    নিরাপদ দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করছে মিরসরাই উপজেলা পরিষদ

    আশরাফ উদ্দিন, (চট্টগ্রাম) মিরসরাই:::করোনা প্রতিরাধে ব্যাক্তি থেকে ব্যাক্তির নিরাপদ দূরত্ব বজায় রাখা এই মূহর্তে খুবই গুরুত্ব পূর্ণ। সারাদেশ লক ডাউন করা হয়েছে, অফিস আদালতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আপদ কালিন ক্ষতি কাটিয়ে উঠার জন্য ৭২ হাজার কোটি টাকার প্রনোদনা ঘোণনা করেছন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সব কিছুকে ফেছনে ফেলে ত্রাণ সহায়তার নামে গণ জামায়েত সকল প্রচেষ্টাকেই যেন ব্যার্থ করার প্রতিযোগিতায় নেমেছে। অপরিকল্পিত ও সমন্বয়হীন ত্রাণ বিতরণ করোনা ছড়ানোর জন্য এক মহা উৎস হয়ে দাঁড়িয়েছে। যেখানে ত্রান বিতরন করা হচ্ছে আগথেকেই জামায়াত হচ্ছেন শত শত লোক, তারা একসাথে বসে আড্ডা দিচ্ছেন, তামাক খাচ্ছেন, পান ছিবুচ্ছে আর খোশ গল্পে মেতে উঠেছেন। ফলে ত্রান বিতরণ কে কেন্দ্র করে করোনা ভাইরাস ছড়ানোর সুযোগ মারাত্বক ভাবে ঝুঁকি দেখা দিয়েছে।

    সবাই যখন অনিয়ম ও অপরিকল্পিত ত্রাণ সহায়তার নামে রোগ ছড়ানোর ঝুকি বাড়াচ্ছেন ঠিক তখনি ব্যাতিক্রম দেখা গেল মিরসরাই উপজেলা চেয়ারম্যন জসিম উদ্দিনের উদ্যোগ।

    তিনি কাউকে একত্রিত হওয়ার সুযোগ দিচ্ছেন না। ইউনিয়ন পদিষদের মেম্বার চেয়্যাম্যানদের মাধ্যমে একদিন আগে উপকার ভোগিদের তালিকা গ্রহন করছেন। ওয়ার্ড মেম্বাররা তাদের তৈরিকৃত তালিকা থেকে সঠিক উপকারভোগিদের তালিকা হস্তান্তর করছেন। তালিকা দেখে টোকেন বন্টন করে মাত্র ৫ থেকে ৭ মিনিটের নোটিশে নিজ হাতে উপকার ভোগীদের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন।

    উপজেলা চেয়্যারম্যান জসিম উদ্দিন বলেন, নিরাপদ দূরত্ব বজার রাখাটা অত্যন্ত জটিল বিষয়। তার পর ও যতোটুকু সম্বব আমারা চেষ্টা করছি। আমাদের দেশে ঘনবসতি বেশি, জনসংখ্যা সতেচন নয়। বারবার তাগাদার পরেও তাদের বুঝানো যাচ্ছে না। ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, চকিদার সহ আমাদের সেচ্ছাসেবীদের সাথে নিয়ে নিরাপদ দূরত্ব নিশ্চিত করে ত্রাণ বিতরণ করছি। আজকে আমরা উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২ শত ৭০ জনকে ত্রান সহায়তা করিছি। আগামী তিন দিনে মোট ৩৬শ পরিবারকে ত্রান সহায়তা করবো।

    উপজেলা ভাইসচেয়াম্যান আলাউদ্দিন জানান, ত্রাণ দেওয়ার সময় আমরা গোল চিহ্ন করে দূরত্ব বজার রাখার চেষ্টার করছি তবু হিমশিম খেতে হচ্ছে। সাথে পুলিশ পোর্স থাকলে বিষয় টা আরো সহজ হতো।

    ১৪নং ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার কলিম উদ্দিন জানান, ত্রাণ দেওয়ার সময় পুলিশ আসার কথা থাকলেও পুলিশ কখনো আসে না। আমরা এতগুলো লোক সামাল দিতে হিমশিম খেতে হয়। সন্ধ্যার পর গ্রামের বাজার গুলোতে মানুষের আড্ডা আগের মতোই আছে। পুলিশ মাঝে মাঝে টহল দিলে মানুষের মনে ভয় কাজ করতো বাজারে আসলের কাজে সেওে দ্রুত বাড়ি ফিরে যেত। কিন্তু পুলিশ আসেই না, টহলও দেয়না।

    মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকতা মজিবুর রহামান বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করছি। প্রতিদিন গ্রামিন হাট বাজার গুলো টহল দিচ্ছি, কোথাও কোন জামায়েত দেখলে সাথে সাথে দাওয়া দিচ্ছি। মাইকে পাবলিসিটি করছি, মানুষকে সচেতন করা চেষ্টা করছি। ত্রান বিতরনের সময় আদের জানালে আমরা যাওয়ার সুযোগ থাকে না। আমাদের জানালে অবশ্যই ফোর্স দেওয়া হবে সহায়তা করার জন্য। গ্রামের হাট বাজার গুলো টহল দেওয়ার সময় মানুষ সরে গেলেও আমরা স্থান ত্যাগ করার সাথে সাথে আবার মানুষ জমায়েত হচ্ছে। এতে কাজ হচ্ছেনা আমাদের চেষ্টার। মানুষকে সচেতন করার জন্য সকলেই মিলে সমন্বয় করে কাজ করতে হবে।

  • মিরসরাইয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

    মিরসরাইয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

    আশরাফ উদ্দিন, মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাইয়ের করেরহাটে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম বিবি রোকসানা আক্তার মুন্নী (২৪)।

    রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার করেরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঘেড়ামারা পশ্চিম অলিনগর গ্রামের মোহাম্মদ সওদাগর বাড়ী থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

    মুন্নী ওই বাড়ীর কাতার প্রবাসী মুক্তার হোসেনের স্ত্রী। আরাফাত হোসেন মাহিন নামে তাদের ৩বছর বয়সী একটি শিশু সন্তান রয়েছে। মুন্নীর ভাইয়ের দাবী তাকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তার স্বামী এখন কাতারে আছেন।

    মুন্নীর বড় ভাই ফিরোজ আহমেদ বলেন, ৫বছর আগে আমাদের দূর সম্পর্কের আত্মীয় মুক্তার হোসেনের সাথে আমার একমাত্র বোনের বিবাহ হয়। বিয়ের পর থেকে তাকে স্বামী, শশুর-শাশুড়ী, ভাসুরের স্ত্রী (জা) বিভিন্ন ভাবে শারিরীক ও মানসিক নির্যাতন করতো। সর্বশেষ রোববার বিকেলে আমার বোন আমাদের বাড়ি থেকে স্বামীর বাড়িতে যায়। সন্ধ্যায় খবর আসে আমার বোন আত্মহত্যা করেছে। তাকে শশুরবাড়ীর লোকজন হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে আমাদের হন্দেহ । আমরা গিয়ে তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

    স্থানীয় ইউপি সদস্য মোঃ শফি আহম্মদ বলেন, মুন্নীর লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়েছে। সেখান থেকে তার লাশ থানায় নেওয়া হয়। পারিবারিক কলহে এমনটি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

    করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, মুন্নীর পরিবার দাবী করছে তাকে শশুরবাড়ীর লোকজন খুন করে পরিকল্পিতভাবে আত্মহত্যা বলে প্রচার করতেছে। লাশের ময়নাতদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান তিনি।

    জোরারগঞ্জ থানার এসআই নিবাস কুমার ভট্টাচার্য বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক ঘটনা জানা যাবে।

  • মসজিদে ঢুকে মুসল্লীকে জুতা দিয়ে পেটালেন যুবলীগ নেত্রী

    মসজিদে ঢুকে মুসল্লীকে জুতা দিয়ে পেটালেন যুবলীগ নেত্রী

    চট্টগ্রামের মিরসরাইয়ে নুরুচ্ছাবাহ্ পূর্নিমা নামে এক যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে মসজিদে প্রবেশ করে মুসল্লীকে জুতা দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।

    শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের বাঁশখালী এলাকার মাজহার উল্লাহ মুহুরী বাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটেছে। এতে এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    আমেরিকা প্রবাসী নুরুচ্ছাবাহ্ পূর্নিমা যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদেকর দায়িত্ব পালন করছেন।

    ভুক্তভোগী মুসল্লী এস এম শহীদ জানান, শনিবার জোহরের নামাজের জন্য আমি মসজিদে প্রবেশ করার পথে পূর্ণিমা নামের এই মহিলা দাঁড়িয়ে থাকে। আমি তাকে নামাজের জামাত শুরু হচ্ছে বলে সরে দাঁড়াতে বলে মসজিদের ভেতরে প্রবেশ করার সময় সে মসজিদের সামনে থাকা জুতা নিয়ে আমাকে মারলে জুতা মসজিদের ভেতরে ঢুকে যায়। এরপর সে ভেতরে ঢুকে জুতা দিয়ে আমাকে মারধর করেন। তখন সকল মুসল্লী এগিয়ে তাকে নিভৃত করেন। কি কারণে আমাকে জুতা দিয়ে মারলো? আমার অপরাধ কি? আমি তার বিচার চাই।

    মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও নিয়মিত মুসল্লী মো. খোরশেদ আলম বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনা আমার জীবনে দেখিনি। মহিলা মসজিদে ঢুকে শহীদ নামে এক মুসল্লীকে জুতা দিয়ে মারধর করে। এরপর আমরা এসে তাকে নিভৃত করি। মহিলা হওয়ার কারণে সকল মুসল্লীকে সংঘযত থাকতে হয়েছে। ওই মহিলার উপযুক্ত বিচার হওয়া প্রয়োজন।

    এলাকাবাসী জানান, নুরুচ্ছাবাহ্ পূর্নিমার সাথে তার চাচা আবু ছালেকের জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। ওইদিন বিরোধপূর্ণ জায়গায় ঘর নির্মাণ নিয়ে চাচার সাথে ঝামেলা হয়। তার চাচা জোহরের নামাজ আদায় করতে মসজিদের ভেতরে প্রবেশ করে। নামাজ শেষ করে বের হওয়ার সময় তাকে ধরবে এজন্য সে (পূর্নিমা) মসজিদের সামনে অপেক্ষা করতে থাকে। এসময় মুসল্লী শহীদের সাথে ঝামেলা হয়।

    এই বিষয়ে শনিবার সন্ধ্যা ৭ টা ৫৪ মিনিটে মোবাইলফোনে নুরুচ্ছাবাহ্ পূর্নিমা বলেন, আমি মসজিদে প্রবেশ করে জুতা দিয়ে কাউকে মারধর করিনি। বরং শহীদ নামে ওই ছেলেটি আমাকে ধাক্কা দেয়। মুসল্লীরা আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। তারা সবাই দলবল নিয়ে সংঘবদ্ধ হয়ে আমার বাবার বাড়ি দখল করে রাখছে। পরে কথা বলবে বলে ব্যস্ততা দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

    এই বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, শনিবার সকালে পূর্নিমা নামে এক মহিলা তার বাবার বাড়িতে বহিরাগত কিছু লোক জড়ো হয়েছে বলে আমাকে ফোন দেয়। আমি পুলিশের একটি টিম ওই বাড়িতে পাঠাই। পরে উভয় পক্ষের লোকজনকে থানায় ডেকে পাঠাই এবং বিরোধপূর্ণ জায়গা নিয়ে আদালতে মামলা চলছে বলে জানতে পারি। তাই উভয় পক্ষকে কোন ঝামেলায় না জড়াতে পরামর্শ দিয়েছি। কোন মুসল্লীকে জুতা দিয়ে পেটানোর বিষয়টি আমার জানা নেই।

  • মিরসরাইয়ে ছাত্রলীগ কর্মীকে কুপিয়েছে সন্ত্রাসীরা

    মিরসরাইয়ে ছাত্রলীগ কর্মীকে কুপিয়েছে সন্ত্রাসীরা

    চট্টগ্রামের মিরসরাইয়ে আরমান হোসেন মুন্না (১৮) নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়েছে সন্ত্রাসীরা।

    বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার মলিয়াইশ সাধুর বাজারে এই ঘটনা ঘটেছে। আহত মুন্না মঘাদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গজারিয়া গ্রামের প্রবাসী নুর মোহাম্মদের পুত্র।

    আহত মুন্নাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    আওয়ামীলীগ নেতা মোহাম্মদ মাসুদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সাধুর বাজারে দুখু মিয়ার চায়ের দোকানে বসা ছিলেন সক্রিয় ছাত্রলীগ কর্মী মুন্না। এসময় ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল এসে দোকান থেকে টেনে হিঁচড়ে বের করে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

    এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মস্তাননগর হাসপাতাল) আবাসিক মেডিকেল অফিসার ডা.মোঃ তাজমীর মাহমুদ রিগান ( মুন্না) বলেন, রোগীর হাত ও পিঠে চাকু দিয়ে আঘাতের চিহৃ রয়েছে। বমি করায় শারীরিক অবস্থা একটু খারাফের দিকে। তাই দ্রুত চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।

    ছাত্রলীগ কর্মী আরমান হোসেন মুন্নার উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোফায়েল উল্ল্য চৌধুরী নাজমুল, সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী।

    এই বিষয়ে মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, হামলায় আহত মুন্নাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চট্টগ্রাম শহরে নেয়ার পথে দেখেছি। এই ঘটনায় থানায় অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • মুজিব শতবর্ষে মিরসরাই তালবাড়িয়া গ্রামকে স্মার্ট লাইভষ্টক ভিলেজ ঘোষণা

    মুজিব শতবর্ষে মিরসরাই তালবাড়িয়া গ্রামকে স্মার্ট লাইভষ্টক ভিলেজ ঘোষণা

    ২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : মুজিব শতবর্ষে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া গ্রামকে স্মার্ট লাইভষ্টক ভিলেজ ঘোষণা করেছে উপজেলা প্রাণী সম্পদ অফিস।

    যেখানে বছরব্যাপী ১৯২টি পরিবারে বিনামূল্যে ভ্যাকসিনেশন ও ডিওয়ার্মিং ক্যাম্পেইন করা হবে। এছাড়াও খামারীদের প্রশিক্ষণ, নিবিড় সেবা প্রদান কার্যক্রম ও পরামর্শ প্রদান, উন্নত জাতের গাভী উৎপাদনের লক্ষ্যে কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারন ও ইনফার্টিলিটি ক্যাম্পইন, হেলথ কার্ড বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

    আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে মুজিব শতবর্ষ ২০২০ উদ্যাপন উপলক্ষে গৃহিত কর্ম পরিকল্পনা তুলে ধরেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. শ্যামল চন্দ্র পোদ্দার।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জয়িতা বসু, উপজেলা প্রাণী সম্পদ সম্পসারণ কর্মকর্তা আজিজুল হক।

    ডা. শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে প্রাণিসম্পদ স্টোকহোল্ডারদের সাথে মত বিনিময়, স্মার্ট লাইভষ্টক ভিলেজসহ উপজেলা প্রাণিসম্পদ অফিসের সৌন্দর্যবর্ধন, উপজেলার ১৬টি ইউনিয়নে বিনামূল্যে ভ্যাকসিনেশন ও ডিওয়ার্মিং ক্যাম্পইন, স্মার্ট লাইভষ্টক ভিলেজসহ ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ফিডিং কার্যক্রম, বিভিন্ন স্কুলে পুষ্টি বিষয়ক ১৫টি সেমিনার, প্রাণী সম্পদ অফিসের সামনের সীমানা প্রাচীরে ডিসপ্লে বোর্ড স্থাপন, ১৮০ জন খামারিকে প্রশিক্ষণ, ফিডমিল, ব্রিডার ফার্ম, হ্যাচারী, গবাদিপশু ও হাসঁ-মুরগীর খামার ও কসাইখানা নিয়মিত ভাবে পরিদর্শন ও পরামর্শ প্রদান করা হবে, স্মার্ট লাইভষ্টক ভিলেজসহ দপ্তরে নিবিড় সেবা প্রদান কার্যক্রম ও পরামর্শ প্রদান, উন্নতজাতের গাভী উৎপাদনের লক্ষে কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ইনফার্টিলিটি ক্যাম্পেইন, স্মার্ট লাইভষ্টক ভিলেজ সেবা বা হেলথ কার্ড বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম করা হবে।

    তিনি উল্লেখিত কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

    ২৪ ঘন্টা/আশরাফ/আর এস পি

  • মিরসরাইয়ে অদম্য-২০০৫’র উদ্যোগে মুক্তিযোদ্ধা ও মাধ্যমিকের সেরা আইডল সংবর্ধনা

    মিরসরাইয়ে অদম্য-২০০৫’র উদ্যোগে মুক্তিযোদ্ধা ও মাধ্যমিকের সেরা আইডল সংবর্ধনা

    মিরসরাই প্রতিনিধি: মিরসরাই স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য-২০০৫ মাধ্যমিকের সেরা আইডল নির্বাচিত হয়েছে সরকারহাট এনআর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অপির্তা দেবী।

    বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার বামনসুন্দর আইডিয়াল স্কুল মাঠে আয়োজিত সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেরা আইডল ঘোষণা করা হয়।

    জানা গেছে, মাধ্যমিকের সেরা আইডল প্রতিযোগিতায় উপজেলার ৪৮ টি বিদ্যালয়ের দশম শ্রেণীর যাদের রোল ১-২ মধ্যে এমন ৫২ জন ছাত্র-ছাত্রী লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলো। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে ২০ জন শিক্ষার্থী বাছাই করা হয়। সেখান থেকে সর্বোচ্চ নাম্বর পাওয়া শিক্ষার্থীকে মাধ্যমিকের সেরা আইডল নির্বাচিত করা হয়।

    অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, বীর মুক্তিযোদ্ধা ও কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বশর, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা সফিউল আলমকে সংবর্ধনা দেওয়া হয়।

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিয়াজ মুহাম্মদ সাজেদ ও নাজমুল হোসেনের যৌথ সঞ্চালনায় এনামুল হক সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসান আরিফ সবুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবুরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নাসিমা আক্তার, পশ্চিম বাড়িয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশর, বামনসুন্দর আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম, সমাজ সেবক এ.কে এম লিটন চৌধুরী, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, লায়ন্স ক্লাব চট্টগ্রামের পরিচালক এজেডএম সাইফুল ইসলাম টুটুল, মিরসরাই প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, বিপ্লব সংঘের সভাপতি ইসমাঈল হোসেন খোকন, নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহমেদ, আমবাড়িয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন।

    সেরা আইডল নির্বাচিত হওয়া সরকারহাট এনআর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অর্পিতা দেবী বলেন, ‘উপজেলার ৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের সেরা ৫২ জন শিক্ষার্থীর মাঝে নিজেকে সেরা নির্বাচিত করা সত্যিই আনন্দের। সেরা আইডল নির্বাচিত হওয়ার জন্য লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক পরীক্ষায়ও ভালো করতে হয়েছে। নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে সেরা আইডল নির্বাচিত করা সম্ভব।’

    প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌস হোসেন আরিফ বলেন, ‘বামনসুন্দর এফএ উচ্চ বিদ্যালয়ের ২০০৫ সালের এসএসসি ব্যাচটি যেভাবে সামাজিক ও মানবিক কাজ করছে তা প্রশংসনীয় ও শিক্ষনীয়। বর্তমান যুব সমাজ যেভাবে মাদক সহ সামাজিক অবক্ষয়ের সাথে জড়িত হয়ে যাচ্ছে সেখানে তারা নিজেদের উপার্জিত টাকা থেকে সমাজ সেবা করছে। মাধ্যমিকের সেরা আইডল নির্বাচন খুবই ভালো প্রতিযোগিতা। শিক্ষার্থীদের ভেতর লুকানো সুপ্ত প্রতিভা অন্বেষণ করে তাকে জানিয়ে দেওয়া হয় যে সেরা। সেরা আইডল নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে আশা করি।’

    এসময় উপস্থিত ছিলেন অদম্য-২০০৫ এর সদস্য দিদারুল আলম, মোঃ আলা উদ্দিন, মেজবা উল আলম, মোঃ মাসুম, মোঃ কামরুল, তানীম, রুবেল হোসেন, আরিফ উদ্দিন, জহির উদ্দিন, রাসেল উদ্দিন।

    অনুষ্ঠানে কেক কেটে অদম্য-২০০৫ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন সংগঠনের নেতৃবৃন্দ। পুরস্কার হিসেবে সেরা আইডলকে একটি ল্যাপটপ, ক্রেস্ট, সনদ, অদম্য গিপট দেওয়া হয়। এছাড়াও অন্য আইডলদেরও সনদ, ক্রেস্ট ও অদম্য গিপট দেওয়া হয়। ২০১৯ সালের সেরা সংগঠক হিসেবে মঞ্জুর আলম ভূঁইয়া ও বর্ষ সেরা কর্মী হিসেবে শাহাদাৎ হোসেন শামীম ও শেষ্ঠ বিদ্যালয় হিসেবে সরকারহাট এনআর উচ্চ বিদ্যালয়কে ক্রেস্ট প্রদান করা হয়।

    সংগঠনের সভাপতি এনামুল হক সোহাগ বলেন, ‘অদম্য-২০০৫ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। মাধ্যমিকের সেরা আইডল নির্বাচন, সেরা হাফেজ নির্বাচন, বজ্রপাত থেকে রক্ষা পেতে তালের আঁটি রোপন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম আমরা নিয়মিত ভাবে করে যাচ্ছি।’

  • মিরসরাইয়ে ১৫ মার্চ থেকে কুকুরকে জলাতঙ্ক নির্মূলের টিকা দেওয়া হবে

    মিরসরাইয়ে ১৫ মার্চ থেকে কুকুরকে জলাতঙ্ক নির্মূলের টিকা দেওয়া হবে

    নিজস্ব প্রতিবেদক : মিরসরাইয়ে পোষা ও বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক ঝুকিঁ হ্রাস করতে আগামী ১৫ মার্চ থেকে ১৯ মার্স পর্যন্ত উপজেলায় কুকুরের টিকা (এমডিভি) প্রদান করা হবে।

    মিরসরাইয়ে এমিডিভি কার্যক্রম উপলক্ষে বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন।

    জাতীয় জলাতঙ্ক কর্মসূচীর পোগ্রাম সুপার ভাইজার মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার।

    এসয় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিনহাজ উদ্দিন, মিরসরাই থানার উপ-পরিদর্শক মাহফুজুল আলম সহ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ।

    জাতীয় জলাতঙ্ক কর্মসূচীর পোগ্রাম সুপার ভাইজার মোঃ কামরুজ্জামান বলেন, আগামী ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমিডিভি) কার্যক্রম কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

    উক্ত কর্মসূচির আওতায় আগামী ১৫ মার্চ থেকে ১৯ মার্চ মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার প্রতিটি গ্রামে গিয়ে পোষা/বেওয়ারিশ কুকুর, বিড়ালকে জলাতঙ্কের প্রথম রাউন্ড প্রতিষেধক এমডিভি দেওয়া হবে।

    পরবর্তীতে আগামী ১ বছর পর পর আরো ২টি রাউন্ড এমডিভি দেওয়া হবে। এমডিভি কর্মসূচি উপলক্ষ্যে প্রতিটি ইউনিয়নে ৬ সদস্য বিশিষ্ট ১টি করে টিম কাজ করবে। যা কুকুরের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি করে এবং উক্ত এলাকাকে জলাতঙ্কের ঝুকিঁ হ্রাস করবে।