Tag: মিরসরাই

  • মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

    মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

    মিরসরাই প্রতিনিধি::::চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মানষিক ভারসাম্যহীন এক ষাটোর্ধ্ব বৃদ্ধের মৃত্যু হয়েছে।

    সোমবার ( ৬ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বিএসআরএম এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি মিরসরাই উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএসআরএম এলাকার মৃত কোব্বাত আহমেদ এর ছেলে ফরিদ আহমেদ (৬৩)।

    স্থানীয় ইউপি সদস্য শাহিনুর ইসলাম জানান, ফরিদ আহমেদ মানিক ভারসাম্যহীন ছিলেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে হাটতে গিয়ে বিএসআরএম কারখানার একটু উত্তর পাশে চেয়ারম্যান রোডের মুখে রেলের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

    সীতাকুণ্ড জিআরপি উপ-পরিদর্শক আমজাদ হোসেন বলেন, ঘটনা স্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে আইনি হেফাজতে নেয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের লোকজন উপস্থিত আছেন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • এক মোটরসাইকেলে ৪ স্কুলছাত্র প্রাণ গেল ৩ জনের

    এক মোটরসাইকেলে ৪ স্কুলছাত্র প্রাণ গেল ৩ জনের

    মিরসরাই প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইয়ে একটি দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ৩ স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মারাত্মক আহত হয়েছেন আরো ১ জন।

    শনিবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কমলদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত তিন স্কুল ছাত্র হলেন ১৬ নং সাহেরখালী ইউনিয়নের সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র জনি (১৬) অষ্টম শ্রেণীর ছাত্র আকিব (১৪) ও ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের মুসলিম হাইস্কুলের ছাত্র ইমাম (১৬)। আহত অন্য স্কুল ছাত্রের বাড়ি ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের কচুয়া এলাকায় বলে জানা গেছে তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ছোটকমলদহ বাজারের পূর্বে একটি একটি দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় ও গুরুতর আহত হয় একজন। আহত ও নিহতরা সবাই স্কুল ছাত্র। আহত স্কুল ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এছাড়া নিহত তিন স্কুল ছাত্রের মৃতদেহ কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি টেরিয়ালে নেয়া হয়েছে।

    সাহেরখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন জানান, নিহত আকিব ও জনি সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আকিব অষ্টম শ্রেণি ও জনি দশম শ্রেণীর ছাত্র। আকিব তার বড় ভাইয়ের মোটরসাইকেল চালাতো। মোটরসাইকেল চালনায় তাকে বার বার বারণ করা সত্ত্বেও সে ব্যাপরোয়া মোটরসাইকেল চালাতো। নিহত আকিব ও জনি একই বাড়ির চাচাতো জ্যাঠাতো ভাই। তাদের বাড়ি সাহেরখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মোল্লা পাড়ায়। নিহত আকিব ওই এলাকার সাবেক মেম্বার হাসিমের ছেলে।

    ওয়াহেদপুর ইউপি চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ জানান, দুর্ঘটনা তার এলাকায় হয়েছে। তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে সহায়তা করেছেন। এছাড়া তিনিও নিশ্চিত করেন দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে।

    কুমিরা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, নিহত ৩ স্কুল ছাত্রের মৃতদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে কিন্তু আহত স্কুল ছাত্রের তথ্য আমাদের কাছে নেই। দুর্ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • ডিজিটাল নিরাপত্তা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সীতাকুণ্ড, মিরসরাইয়ের ৫ সাংবাদিক

    ডিজিটাল নিরাপত্তা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সীতাকুণ্ড, মিরসরাইয়ের ৫ সাংবাদিক

    সীতাকুণ্ড প্রতিনিধি: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার পাঁচ সাংবাদিককে অব্যাহতি দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামের বিচারক জহিরুল কবির তাদের অব্যাহতি দেন।

    পাঁচ সাংবাদিক হলেন– সেকান্দর হোসাইন (দৈনিক সমকালের সীতাকুণ্ড প্রতিনিধি), এনায়েত হোসেন মিঠু (দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক পূর্বকোণের মিরসরাই প্রতিনিধি), মাহবুবুর রহমান পলাশ (দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদীর মিরসরাই প্রতিনিধি), জহিরুল ইসলাম (আমার সংবাদের সীতাকুণ্ড প্রতিনিধি), মোহাম্মদ ইউসুফ (দৈনিক ইত্তেফাক মিরসরাই প্রতিনিধি)।

    আসামীপক্ষের আইনজীবি মুজিবুর রহমান চৌধুরী ফারুখ বলেন, ২০২১ সালের ২৬ জুন সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে দায়ের হওয়া মামলায় ৫ সাংবাদিককে মহামান্য আদালত অব্যাহতি দিয়েছেন।

    উল্লেখ্য , ২০২১ সালের ২২ মে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘ওরা প্রতারক’ শিরোনামে প্রকাশিত সংবাদ এবং শিরোনামে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়। এ কারণে মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে কবির শাহ দুলাল নামে এক ব্যক্তি ওই বছরের ২৬ জুন সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে মামলা করেন।

    মামলায় বিবাদী পক্ষে ছিলেন–চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী ফারুখ, নাসির উদ্দিন আহমেদ খান রনি।

  • মীরসরাইয়ে ঝর্ণায় ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

    মীরসরাইয়ে ঝর্ণায় ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

    মিরসরাই উপজেলার রূপসী ঝর্ণায় বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

    রোববার (২ জুলাই) রাত সাড়ে আটটার দিকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

    দুই জন শিক্ষার্থীরা হলেন, মোহাম্মদ জমিরের ছেলে আফসার (১৫) ও মোহাম্মদ জসিমের ছেলে আরিফ (১৮)। উভয়ের নগরের আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনির বাসিন্দা।

    আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক বলেন, রূপসী ঝর্ণায় নয় বন্ধু বেড়াতে গিয়ে দুইজন শিক্ষার্থী পানিতে ডুবে যায়। রোববার (আজ) বিকেলে সাড়ে পাঁচটার দিকে খবর পায় ফায়ার সার্ভিস।

    পরে রাত সাড়ে আটটার দিকে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

  • চেয়ারম্যানের নেতৃত্বে কেন্দ্রীয় যুবলীগ নেতার গাড়িবহরে হামলা

    চেয়ারম্যানের নেতৃত্বে কেন্দ্রীয় যুবলীগ নেতার গাড়িবহরে হামলা

    মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলার নেতৃত্বে উঠে এসেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের নাম। হামলায় রক্তাক্ত আহত হয়েছেন ৪ যুবলীগ কর্মী।

    শনিবার (১৭ জুন) বিকেল ৩টার সময় উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন নিয়াজ মোর্শেদ এলিটের অনুসারী আসিফ রহমান শাহিন (৩৮), মো: আলি (৩৮), রমজান আলী বাবলু (৩৬), মো: শাহাবুদ্দিন (৩৭)।

    কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট জানান, মঘাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ইদ্রীস মিয়ার কবর জেয়ারত করার জন্য গাড়ি বহর নিয়ে মঘাদিয়া এলাকায় যাই। কবর জিয়ারত শেষে ফেরার পথে ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাস্টারের নেতৃত্বে সন্ত্রাসী তৌহিদ আনোয়ার বাপ্পী,আবদুল্লাহ আল নাঈম রবিন, ফিরোজ খান, আবু নসর রিপন, মোমিনুল ইসলাম সহ অর্ধশতাধিক যুবক তার গাড়িবহর ঘিরে ধরে অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন নেতা-কর্মী রক্তাক্ত আহত হয় ও তার ব্যাক্তিগত গাড়ি সহ কর্মীদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

    হামলার ঘটনা অস্বীকার করে চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাষ্টার জানান, চট্টগ্রামে বঙ্গবন্ধুর ছবি ভাঙ্গচুরের ঘটনার প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি পালন করে আমি বাড়ি চলে যাই। পরবর্তীতে মঘাদিয়া স্কুলের সামনে মারামারি খবর পেয়ে ঘটনাস্থলে গেলে এলিটের কর্মীবাহিনী আমার উপর ও আমার অনুসারীদের উপর হামলা করে ও বৃষ্টি গুলি ছোঁড়ে। এতে আমার বেশ কয়েকজন কর্মী আহত হয়।

    গুলি ছোঁড়া সম্পর্কে এলিট জানান, আমার গাড়িতে অতর্কিত চোরা গুপ্তা হামলার পর আমার গাড়ি ও কর্মীদের লক্ষ করে অবৈধ অস্ত্র দিয়ে উপর্যুপরি এলোপাথাড়ি গুলি ছোঁড়ে চেয়ারম্যানের সন্ত্রাসি বাহিনী। এসময় জীবন রক্ষার তাগিদে আমাকে ও আমার কর্মীদের নিরাপত্তার কথা চিন্তা করে আমার গানম্যান একরাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। সেই সুযোগে আমরা আত্মরক্ষা করে আহতদের চিকিৎসার জন্য উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

    এদিকে সংঘর্ষে আহতদের ছবি ও নাম ঠিকানা জানতে চাইলে তাদের তালিকা ও ছবি দিতে ব্যার্থ হয়েছেন জাহাঙ্গীর হোসেন চেয়ারম্যান। তিনি দাবি করেন এলিটের অনুসারীদের ছোঁড়া গুলির আঘাতে বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছে তার। তবে নেতা কর্মীদের আহতের ছবি ও নাম চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। এর পর বেশ কয়েকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

    তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন স্বাস্থ্য কমপ্লেক্স যান। সেখানে দুই কর্মীকে ইমার্জেন্সিতে কিছুক্ষণ রেখে আবার ফেরত আসেন।

    সংঘর্ষের ঘটনায় থানার গৃহীত উপস্থিত পদক্ষেপ ও ঘটনা সম্পর্কে জানার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেনের ফোন নাম্বারে বারবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। দায়িত্বরত বিউটি অফিসার এএসআই আজমীর জানান, হামলায় ঘটনায় হতাহতের খবর শুনেছি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে আছে। তবে বিস্তারিত কিছু বলতে পারছি না। অন্যদিকে মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ আগামীকাল এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটের বিরুদ্ধে। মিরসরাইতে আর পা রাখতে দেয়া হবেনা বলেও ঘোষণা দেয়া হয়েছে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে।

    এবিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, সাংগঠনিক নিয়মের বাইরে কেউ উপজেলা রাজনীতি করতে চাইলে তাকে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে অবশ্যই প্রতিহত করা হবে। মিরসরাইতে আওয়ামীলীগ করতে হলে মিরসরাই উপজেলা আওয়ামীলীগের মাধ্যমে রাজনীতি করতে হলে। যুবলীগ করতে হলেও মিরসরাই উপজেলা যুবলীগের মাধ্যমে রাজনীতি করতে হবে। এর বাইরে মিরসরাই উপজেলায় কারো রাজনীতি করার সুযোগ নাই।

  • মিরসরাইয়ে বজ্রপাতে মারা গেল কৃষকের কোরবানীর গরু

    মিরসরাইয়ে বজ্রপাতে মারা গেল কৃষকের কোরবানীর গরু

    মিরসরাই প্রতিনিধি::::মিরসরাইয়ে বজ্রপাতে কৃষকের দুটি গরুর মৃত্যু হয়েছে। গরু দুটি আসন্ন কোরবানীর বাজারে বিক্রির উদ্দেশ্যে বছর ধরে লালন পালন করা হয়েছিল।

    শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের বানাতলি এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া গরু দুটির বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

    গরুর মালিক শামসুদ্দিন ও জসিম উদ্দিন জানান, গরু দুটি কোরবানির বাজারে বিক্রির জন্য মোটাতাজা করা হয়েছিল। শনিবার সকালে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে মাঠেই মারা যায়। মাঠেই পড়ে থাকে গরু দুটির নিথর দেহ। স্থানীয় উৎসুক জনতার ভিড় জমায় গরু দুটি দেখতে।

    স্থানীয় ইউপি সদ্য মিজানুর রহমান দুঃখ প্রকাশ করে জানান, দরীদ্র দুই পরিবার অনেক আশা নিয়ে গরু দুটি লালন পালন করে মোটা তাজা করেন। আসন্ন কোরবানীর ঈদে বিক্রি করার কথা ছিল গরুগুলো।

  • মিরসরাইয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

    মিরসরাইয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

    মিরসরাই প্রতিনিধি :::মিরসরাইয়ে ডাকাতি প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে ৩ টার সময় মিরসরাই ইকোনমিক জোনের রাস্তার মুখ থেকে তাদের আটক করা হয়। এসময় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

    আটককৃতরা হলো চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবদ এলাকার মৃত বজল আহম্মদের পুত্র মো. জাহাঙ্গীর প্রকাশ দিদার (৪৭), ভূজপুর থানার নারায়নহাট ইউনিয়নের চাঁনপুর এলাকার মৃত আব্দুল আজিজের পুত্র আবুল কালাম (৪৫), সীতাকুণ্ড থানার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার মৃত সালেহ আহম্মদ মিস্ত্রির পুত্র আলা উদ্দিন প্রকাশ মুন্সি (৩২), নোয়াখালী জেলার সুবর্ণচর থানার পরিষ্কার বাজার এলাকার মোঃ মনিরের পুত্র মোঃ রিয়াজ (২৪), পিরোজপুর জেলার কাউখালী থানার হোগলা বেতকা এলাকার মোঃ বাবুলের পুত্র মোঃ জসিম (২৮) ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার স্কুলের ভিটা এলাকার মোঃ আলমের পুত্র মোঃ রনি (১৯)।

    এসময় তাদের কাছ থেকে ২ টি টিপ ছোরা, ১টি প্লেয়ার, ১টি স্ক্রু ড্রাইভার, ১ টুকরা রড (সামনের অংশ ধারালো), ১ টি নোস প্লাস, ২ টি স্লাইট রেঞ্চ, ১ টি ফ্রেমসহ হেসকো ব্লেড, ২ টি কোরা বারি, ১ টি দা, ১ টি লম্বা ছোরা, ১ টি কাঠের লাঠি, ১ টি স্টিলের পাইপ, ১টি বড় কাটার, ৩ টি কাঠের লাঠি এবং ডাকাতির প্রস্তুতি কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার (চট্ট মেট্রো-গ১১-৫৭৪৮) জব্দ করা হয়।

    মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন বলেন, স্থানীয় ডাকাত সদস্যদের সহায়তায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা ইকোনমিক জোন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন একটি গোপন খবর আসে। খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় মায়ানী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সৈদালী এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের ইকোনমিক জোনের রাস্তার মুখে ফোর্স নিয়ে সতর্ক অবস্থান করি। এসময় ডাকাতির প্রস্তুতিকালে হাতে নাতে ৬ ডাকাতকে দেশিয় অস্ত্র-শস্ত্রসহ আটক করতে সক্ষম হই। এসময় স্থানীয় চিহ্নিত ২জন ডাকাত পালিয়ে যায়। তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

    এছাড়া তিনি আরো জানান, গ্রেফতার ডাকাতরা চট্টগ্রামের আকবরশাহ এলাকা থেকে জোরারগঞ্জ থানা সহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে দীর্ঘদিন ধরে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ডাকাত সদস্যরা এমন তথ্য দিয়েছে‌।

  • মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিমের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা

    মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিমের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা

    মিরসরাই প্রতিনিধি:::মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন ও তার ছোট ভাই রুবেল সহ ৭ জনের নাম উল্লেখ করে জবর দখল ও হত্যা চেষ্টায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রথম আসামি উপজেলা চেয়ারম্যানের ভাই রুবেল ও দ্বিতীয় আসামি উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনকে রাখা হয়েছে।

    বৃহস্পতিবার ( ৮ জুন) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে ১৪৭ নং মামলাটি দায়ের করা হয়। একটি গোয়েন্দা সংস্থাকে মামলার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

    মামলার এজাহারে বিবরণে জানা যায়, মিরসরাই সদর ইউনিয়নের ঘড়িয়াইশ এলাকার গাজি নুরআহম্মদের ছেলে কাজী মোঃ নুরুল মোস্তফার পৈতৃক সম্পত্তি (বিএস দাগ ২১৩৪) রয়েছে মিঠাছড়া বাজারে। তার পাশেই জমি খরিদ করেছেন জোরারগঞ্জ থানার দুর্গাপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মৃত মজিবুল হকের ছেলে মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন। জমি ক্রয়ের পর উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন আশপাশের গরীব অসহায় মানুষ ও সরকারী খাস জমি দখল করতে থাকেন। পরবর্তীতে নুরুল মোস্তফার পৈতৃক সম্পত্তিতে পুরাতন দোকান ঘরের পাশে খালি জায়গা দখলের ফন্দী করেন তিনি। এই সময় জায়গা দখলের মতলবে নুরুল মোস্তফার খালি জায়গায় জনগণের গভীর নলকূপ জনগণকে না দিয়ে অবৈধভাবে বসানোর চেষ্টা করেন। এসময় চেয়ারম্যান জসিম উদ্দিনকে বাধা দিলে উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয় ও নলকূপটি সরিয়ে নিজের জায়গায় বসাতে বাধ্য হন তিনি। এতে চেয়ারম্যান জসিম ক্ষিপ্তহয়ে দেখে নেয়ার হুমকি দেন বলে নুরুল মোস্তফার অভিযোগ।

    পরবর্তীতে গত ৬ জুন নুরুল মোস্তফা নিজের খালি জায়গায় নতুন দোকান ঘর নির্মাণ করতে গেলে চেয়ারম্যান জসিমের নির্দেশে তার ছোট ভাই নাজিম উদ্দিন রুবেলের নেতৃত্বে সন্ত্রাসী মেজবাহ উদ্দিন, মনিরুল ইসলাম ইয়াহিয়া, আলাউদ্দিন, সামছুদ্দিন ও সবুজ সহ ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তার উপর হামলা চালায়। এসময় চেয়ারম্যান জসিম উদ্দিন এর ছোট ভাই নাজিম উদ্দিন রুবেল কোমর থেকে একটি চাইনিজ কুড়াল বের করে নুরুল মোস্তফার মাথায় উপর্যুপরি এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। উন্নত চিকিৎসা চলাকালীন নুরুল মোস্তফা গত ৮ জুন হামলা ও জবর দখলের বিরুদ্ধে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

    ভুক্তভোগী নুরুল মোস্তফা জানান, উপজেলা চেয়ারম্যান জসিম তার ক্ষমতার অপব্যবহার করে তার লালিত সন্ত্রাসি বাহিনীর মাধ্যমে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন। সরকারী মূল্যবান খাস জমি ও হতদরিদ্রের সম্পত্তি দখল করছেন। ভয়ে তার বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ নিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। থানায় গেলে মামলা নেয় না প্রশাসন। ফলে ব্যাপরোয়া হয়ে উঠেছেন তিনি।

    নুরুল মোস্তফা জানান, তার পৈতৃক সম্পত্তিতে অবৈধভাবে গভীর নলকূপ বসিয়ে দখল করতে চেষ্টা করেছিল চেয়ারম্যান জসিম। বাধা দেয়ার সেটি করতে পারেনি। এতে ক্ষিপ্ত হয়ে আমাকে মেরে ফেলার উদ্দেশ্য ছোটভাই ও সন্ত্রাসী পাঠিয়ে হামলা করেছে। স্থানীয় লোকজন এগিয়ে না আসলে আমাকে হত্যা করে ফেলতো।

    এব্যাপারে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, আমার ক্রয়কৃত জমি অবৈধভাবে দোকান নির্মাণ করছে জানতে পেরে আমি আমার ছোট ভাই রুবেলকে থানায় পাঠাই পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে গেলে নুরুল মোস্তফা পুলিশ দেখে পালানোর সময় পড়ে গিয়ে আহত হয়েছে। এর বাইরে আমি কিছু জানিনা।

    চেয়ারম্যান জসিমের ছোট ভাই নাজিম উদ্দিন রুবেল জানান, আমাদের ক্রয়কৃত সম্পত্তির সীমানা নিয়ে পাশ্ববর্তী জায়গার মালিক নুরুল মোস্তফার সাথে মতবিরোধ রয়েছে। সেটি নিরসনের জন্য নুরুল মোস্তফাকে বার বার বৈঠক বসাতে চেষ্টা করে আমরা ব্যার্থ হয়েছি। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও ভুমি অফিসের মাধ্যমে জমি পরিমাপ করে সীমানা নির্ধারণ করার জন্য চেষ্টা করে ব্যার্থ হয়েছি। স্থাপনা নির্মাণের জন্য আমাদের জায়গায় মালামাল রাখার হলে সেগুলো দিয়ে নুরুল মোস্তফা অমিমাংসিত স্থানে কাজ করা শুরু করেন। খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে পুলিশ জ্বালানি নিতে আমাকে অগ্রসর হতে বলে ফিলিং স্টেশনে যায়। আমি ঘটনাস্থলে প্রবেশ করতেই নুরুল মোস্তফা বাধা দেয়। এসময় নুরুল মোস্তফা একটি লোহার রড় নিয়ে এগিয়ে আসতে চাইলে স্থানীয় লোকজনের সাথে হাতাহাতি হয়। তখন নুরুল মোস্তফার মাথায় লোহার আঁচড় লাগে। এব্যাপারে মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি এবং পরদিন সকল সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলন করেছি।

    মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন জানান, এব্যাপারে উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন আমাকে কোন প্রকার ফোন করেননি। এমনকি থানায় ও কেউ আসে নাই। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার প্রশ্নই আসে না।

  • মিরসরাইয়ে ভুয়া ডাক্তারকে জেল, ফার্মেসী কে জরিমানা

    মিরসরাইয়ে ভুয়া ডাক্তারকে জেল, ফার্মেসী কে জরিমানা

    মিরসরাই প্রতিনিধি::::চট্টগ্রামের মিরসরাইয়ে এক ভুয়া ডাক্তারকে এক মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত এছাড়া ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে ৯ ফার্মেসী কে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

    বুধবার (৩১ মে) দুপুরে উপজেলার মিরসরাই সদর ও মস্তাননগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯টি ফার্মেসিকে মোট ১লক্ষ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিরসরাই পৌরবাজারে চিশতিয়া ফার্মেসীতে সেম্বার খুলে রোগী দেখার অপরাধে তপন কান্তি নাথ নামে এক ভুয়া ডাক্তারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

    অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান এসময় চট্টগ্রাম জেলার ঔষধ প্রশাসন অধিদপ্তর সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফিন সঙ্গে ছিলেন।

    ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, উপজেলা সদরের রিমা মেডিকেল হল, চিশতিয়া মেডিকেল হল, মীর মেডিসিন হল, আলিফ মেডিকেল হল, জাহেদা মেডিকেল হল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালের পাশে পপুলার মেডিকেল হল, ফাহাদ মেডিকেল হল, মেসার্স তবারুক মেডিকেল, মেসার্স মস্তাননগর মেডিকেল হল সহ ৯টি ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ বিক্রির পাশাপাশি নিয়ম বহির্ভূত ভাবে প্রেসক্রিপশন ও ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে এই জরিমানা আদায় করা হয়। এছাড়া চিকিৎসা বিজ্ঞানের উপর কোন প্রকার সার্টিফিকেট অর্জন না করেই সেম্বার খুলে রোগী দেখা ও প্রেসক্রিপশন দেয়ার অপরাধে একজনকে ১ বছরের জেল দেয়া হয়েছে। জন স্বর্থে এ অভিযান চলমান থাকবে।

  • মিরসরাইয়ে মহাজনহাট কলেজের বাস কেড়ে নিল শিশু শিক্ষার্থীর জীবন

    মিরসরাইয়ে মহাজনহাট কলেজের বাস কেড়ে নিল শিশু শিক্ষার্থীর জীবন

    মিরসরাই প্রতিনিধি::::মিরসরাইয়ের মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের ব্যপরোয়া বাস চাপায় এক শিশু শিক্ষর্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মে) দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন অংশের মস্তাননগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু শিক্ষার্থী ইসরাত জাহান রিমা (১০)। সে উপজেলার হাজীশ্বরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ও জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে দক্ষিন সোনাপাহাড় এলাকার নুর ইসলাম মিয়ার বাড়ির জামাল উদ্দিনের মেয়ে।

    হাজ্বীশ্বরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল হাসান সোহাগ বলেন, প্রতিদিনের ন্যায় আজকেও স্কুল ছুটির পর রিমা বাড়ির উদ্দেশ্যে স্কুল ত্যাগ করে। পথিমধ্যে রাস্তা পারাপারের সময় মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের একটি বাস আমাদের শিক্ষার্থী ইসরাত জাহান রিমাকে চাপা দেয়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি খুবই মর্মান্তিক। তিনি আরও বলেন, গতবছরও একই জায়গায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আমাদের এক স্কুল শিক্ষার্থী ঘটনাস্থলে মারা যায়।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক জয়া ধর বলেন, মেয়েটি হাসপাতালে আসার আগে মারা যায়। মেয়েটির মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছে।

    জোরারগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল হাসান বলেন, বাস চাপায় শিক্ষার্থী নিহতের বিষয়টি খুবই মর্মান্তিক। বুধবার আছরের নামাজের পর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

    জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ইসরাত জাহান রিমার লাশ ময়না তদন্ত ছাড়া হস্তান্তরের জন্য বাবার লিখিত আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় ঘাতক মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের বাসটি শনাক্ত করা হয়েছে। শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে দুই ঘর পুড়ে ছাই

    মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে দুই ঘর পুড়ে ছাই

    মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ের মিঠানালায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

    মঙ্গলবার ( ৩০ মে) ভোর সাড়ে ৪টায় সুফিয়া মাদ্রাসা সংলগ্ন ওবায়দুল হক হাজি বাড়িতে এই অগ্নীকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্থরা হলেন জিয়াউর রহমান ও আমির হোসেন।

    স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন জানান, ঘুমন্ত অবস্থায় রাত ৩টায় অগ্নীকান্ডের ঘটনা ঘটে। রাত ৪টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এর মধ্যেই সব পুড়ে ছাই হয়ে যায়। আর্থিক ভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রবাসী জিয়াউর রহমানের পরিবার। জিয়াউর রহমানের বিবাহ উপযুক্ত মেয়ের বিয়ের খরচের জন্য রাখা নগদ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া অত্যান্ত দরীদ্র দিন মজুর আমির হোসেনের একমাত্র মাথা গোঁজার ঠাঁই ঘরটি পুড়ে সর্বসান্ত হয়ে গেছে।

    স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাশেম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে একটি চিঠি দিবো। তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

    মিরসরাই ফায়ার স্টেশন ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, অগ্নীকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্তের বিষয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নীকান্ডের ঘটনা ঘটতে পারে।

  • মিরসরাইয়ে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

    মিরসরাইয়ে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

    মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের নাম মোঃ ফারুক(৪৫)। তিনি মিরসরাই সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ গড়িয়াইশ এলাকার সাহাবুদ্দিন মেস্ত্রী বাড়ির আবুল হাশেমের ছেলে।

    শুক্রবার ( ১৯ মে) ভোরে উপজেলার মিঠাছড়া প্রিয়া ব্রিক ফিল্ড এর পূর্বপাশে পরিত্যক্ত খালি জায়গা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

    নিহতের পরিবার ও স্থানীয়দের বক্তব্যে জানা যায়, ফারুক পেশায় একজন অটোরিকশা চালক। বৃহস্পতিবার ভোর ৬ টায় ফারুক গৃহপালিত ৪ টি গরু নিয়ে বাড়ির একটু দূরে মাঠে যান। ফারুকের দুই পরিবার হওয়ার তারা উভয়ে ধারণা করছিলেন ফারুক অপর পরিবারে আছেন। কিন্ত রাত ১২টার পর খবর আসে ফারুক মাঠে মৃত অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে মিরসরাই থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

    নিহতের মা জরিদা খাতুন জানান, বৃহস্পতিবার তার ছেলে গরু নিয়ে মাঠে যায়। তার সাথে কারো কোন শত্রুতা নেই। মাঠে যাওয়ার পর সকাল ৯টার দিকে ঝড় বৃষ্টি হয়। এসময় বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতে গরু গুলি বাড়ি ফিরে এলেও ফারুক ফিরে আসে নাই। আমরা ধারনা করছিলাম ফারুক তার দ্বিতীয় পরিবারের কাছে আছে। রাতে জানতে পারি ফারুকের মৃতদেহ মাঠে পড়ে আছে। আমরা বুঝতেছিনা সে কেন মারা গেল। তার কানে ও মুখে রক্তের দাগ আছে।

    স্থানীয় ইউপি সদস্য শামছুল আলম জানান, বজ্রপাতে মারা গেলে শরীর ঝলসে যাওয়ার কথা। মত্যুর কারণ পোস্টমর্টেম এর পরে জানা যাবে।

    মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরন করেছি । বিভিন্ন জন বিভিন্ন ধারণা করছেন তবে পোস্টমর্টেম রিপোর্ট আসার পর নিশ্চত হতে পারবো।