Tag: মিরসরাই

  • সাংবাদিক আশরাফ’কে লাঞ্চিতের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য ক্লোজড

    সাংবাদিক আশরাফ’কে লাঞ্চিতের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য ক্লোজড

    মিরসরাই প্রতিনিধি::: মিরসরাইয়ে সাংবাদিক আশরাফ উদ্দিনকে লাঞ্চিত করার অপরাধে অভিযুক্ত পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম কিশোর কুমার দে , সে মিরসরাই থানা পুলিশের রেকার চালক।

    মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর অভিযোগের ভিত্তিতে থানার ওসি জাহিদুল কবির ঘটনার সত্যতা পেলে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণ করেন।

    ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত সাড়ে বারটায় মিরসরাই উপজেলা সদরের বাদামতলি এলাকায় মহাসড়কে বিএসআরএম এর লরি দূর্ঘটনা ঘটে। এতে দুই ব্যাক্তি গুরুতর আহত হওয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার মিরসরাই প্রতিনিধি ও মিরসরাই প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো: আশরাফ উদ্দিনের সাথে অশালিন আচরণসহ শারিরিকভাবে লাঞ্চিত করে ওই পুলিশ সদস্য কিশোর কুমার দে।

    এসময় সাংবাদিক পরিচয় পাওয়ার পর আরো উত্তেজিত হয়ে অকথ্যভাষায় গালাগাল করে ড্রাইভার কিশোর কুমার, দূর থেকে তেড়ে এসে সাংবাদিক আশরাফকে টুপি মাথায় এতো গরম দেখাস কেন বলে মাথা থেকে টুপি ছিনিয়ে নেয়ার চেষ্টাও করেন। পরবর্তীতে ওই পুলিশ সদস্য গাছের বড় ঢাল ভেঙ্গে নিয়ে সংবাদ কর্মীকে মারতে উদ্যোত হলে উপস্থিত স্থানিয় লোকজন বাধা সৃষ্টি করলে মোটরসাইকেল যোগে দ্রুত স্থান ত্যাগ করেন।

    ঘটনা জানাজানি হলে মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম ও সাধারন সম্পাদক ঘটনাটি সম্পর্কে মিরসরাই থানার ওসি জাহিদুল কবিরকে অবহিত করে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করা হলে তিনি বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্ধের উপস্থিতিতে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করেন।

    এ ব্যাপারে ওসি জাহিদুল কবির জানান, সাংবাদিক আশরাফের সাথে অশোভন আচরনের ঘটনার সত্যতা পাওয়ায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে অভিযুক্ত ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

    সাংবাদিক আশরাফ কে লাঞ্চিতের ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহন করায় ওসি জাহিদুল কবির কে ধন্যবাদ জানিয়েছেন ভোরের দর্পণ পত্রিকা পরিবার ও মিরসরাই প্রেসক্লাবের নেতৃবৃন্ধ।

  • মিরসরাইয়ে পুলিশের হাতে লাঞ্চিত সংবাদকর্মী, মিরসরাই প্রেস ক্লাবের নিন্দা

    মিরসরাইয়ে পুলিশের হাতে লাঞ্চিত সংবাদকর্মী, মিরসরাই প্রেস ক্লাবের নিন্দা

    ২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক নিউজ। মিরসরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশ কর্তৃক লাঞ্চিত হয়েছেন জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার মিরসরাই প্রতিনিধি ও মিরসরাই প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. আশরাফ উদ্দিন।

    আজ মঙ্গলবার রাত সাড়ে বারটার সময় মিরসরাই উপজেলা সদরের বাদামতলি এলাকায় মহাসড়কে বিএসআরএম এর লরি দূর্ঘটনায় দুই ব্যক্তি আহত হওয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে পুলিশ উক্ত সংবাদ কর্মীর সাথে অশালিন আচরণ সহ শারিরিকভাবে লাঞ্চিত করে।

    লাঞ্চিত সংবাদ কর্মী আশরাফ জানান দূর্ঘটনাস্থলের পাশেই তার বাসা হওয়ায় বিকট শব্দ শুনে দূর্ঘটনার তথ্য সংগ্রহ করার জন্য ঘটনাস্থলে ছুটে যান এবং প্রয়োজনিয় তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন।

    এসময় পুলিশের এক সদস্য বাজে ব্যবহার করে ও গায়ে ধাক্কা দিয়ে ঘটনা স্থল ত্যাগ করতে বল্লে তিনি প্রতিবাদ করেন। প্রতিবাদ করে সাংবাদিক পরিচয় দিলে আরো উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করে। পরে কিশোর নামে এক চালক দূর থেকে তেড়ে এসে উক্ত সংবাদ কর্মীর মাথা থেকে টুপি ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন।

    এক পর্যায়ে এই পুলিশ সদস্য গছের বড় ঢাল ভেঙ্গে নিয়ে সংবাদ কর্মীকে মারতে উদ্যোত হলে উপস্থিত স্থানীয় লোকজন বাধা সৃষ্ঠি করে। স্থানীয়রা বিনা কারনে সংবাদ কর্মীর সাথে অশালিন আচরণ ও অত্যাচারের প্রতিবাদ করায় হাতের লাঠি ফেলে দিয়ে একটি মোটরসাইকেলে করে দ্রুত স্থান ত্যাগ করে ওই পুলিশ সদস্য।

    এ ব্যাপারে মিরসরাই প্রেসক্লাবের পক্ষ থেকে থানা তদন্ত কর্মকর্তা বিপুল দেবনাথ কে অবহিত করা হয়। বিপুল দেবনাথ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন।

    মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম জানান থানা কি পদক্ষেপ নেয় তা দেখার অপেক্ষায় আছি। সন্তুষ্টিমুলক সমাধান আশা করছি তাদের কাছ থেকে অন্যথায় আমরা আমাদের সাংগঠনিক ভাবে পরবর্তী পদক্ষেপ নেব। পুলিশ যেটা করেছে সেটা পেশাদারিত্বের মধ্যে পড়ে না। এমন ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি সংগঠনের পক্ষ থেকে।

     

  • ‘সরকারের উন্নয়ন কর্মকান্ডের পজেটিভ দিকগুলো তুলে ধরুন’

    ‘সরকারের উন্নয়ন কর্মকান্ডের পজেটিভ দিকগুলো তুলে ধরুন’

    মিরসরাই প্রতিনিধি: ‘বর্তমান সরকার দেশের পরিকল্পিত উন্নয়নে যে ডেল্টা প্ল্যান তৈরি করেছে তা বাস্তবায়ন করতে হলে গণমাধ্যমের ভূমিকা দরকার। আপনারা সরকারের উন্নয়ন কর্মকান্ডের পজেটিভ দিকগুলো তুলে ধরুন।’

    বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী দিনের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রামের বিভাগীয় কশিনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী।

    তিনি আরো বলেন, ‘মিরসরাইয়ে দেশের সর্ববৃহত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে বদলে যাবে এখানকার উন্নয়ন চিত্র। এভাবে সারাদেশে সরকারের উন্নয়ন কর্মকান্ড চলছে।’

    অনুষ্ঠানে তিনি বেকারত্ব দূর করতে সবাইকে কারিগরি শিক্ষায় দক্ষ হওয়ার আহবান জানান।

    মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা রুহুল আমিন।

    এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জিলহাজ উদ্দিন নিপুন, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল আলম, দৈনিক যুগান্তর মিরসরাই প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ প্রমুখ। প্রশিক্ষণ শেষে অনুভূতি প্রকাশ করেন মিরসরাই প্রেসক্লাবের সহ-সভাপতি বিপুল দাশ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল আলম ও দৈনিক মানবকন্ঠের মিরসরাই প্রতিনিধি মো. নাছির উদ্দিন।

    সবশেষে বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।

    ওইদিন মিরসরাই ও সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের তৃতীয় দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সহিদ উল্যাহ লিপন প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণে স্থানীয়ভাবে সহযোগিতা করছে মিরসরাই প্রেসক্লাব।

  • মিরসরাই’তে তিনদিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষন কর্মশালা

    মিরসরাই’তে তিনদিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষন কর্মশালা

    ২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : মিরসরাই ও সীতাকুণ্ড সাংবাদিকদের অংশগ্রহণে তিনদিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষন আজথেকে শুরু হয়েছে। এতে মিরসরাই ও সীতাকুন্ডের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার চৌত্রিশ জন সাংবাদিক অংশগ্রহণ করেছে।

    মিরসরাই প্রেসক্লাবের আয়োজনে উক্ত প্রশিক্ষণ কর্মশালা আজ ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল দশটায় মিরসরাই উপজলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

    পিআইবি সমন্বয়কারী জিলহাজ উদ্দিনের সমন্বয়ে, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম ও সেক্রেটারী এনায়েত হোসেনের পরিচালনায় প্রথম দিবসে সাংবাদিকতার বিভিন্ন কৌলশ ও পদ্ধতির উপর প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিক বিভিগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী।

  • বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মিরসরাই প্রেসক্লাবের তিনমাসব্যাপী কর্মসূচি ঘোষণা

    বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মিরসরাই প্রেসক্লাবের তিনমাসব্যাপী কর্মসূচি ঘোষণা

    আশরাফ উদ্দিন, মিরসরাই::: স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে তিনমাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রামের মিরসরাই প্রেসক্লাব।

    এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ক্লাব সভাকক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উদযাপন উপ-পরিষদের আহবায়ক সাইফুল হক সিরাজী।

    সদস্য সচিব মো. ইউসুপের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভা থেকে স্থানীয় সাংবাদিকদের এ সংগঠন আগামী ১৭ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত তিনমাসব্যাপী বেশ কয়েকটি কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেয়।

    ওইদিন ক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল আলম ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু জানান, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী বাঙ্গালীর জন্য এ শতাব্দীর ঐতিহাসিক একটি মুহুর্ত। এ উপলক্ষ্যে মিরসরাই প্রেসক্লাব বেশ কয়েকটি কর্মসূচি বাস্তবায়নের সিন্ধান্ত নিয়েছে। এগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

    উদযাপন পরিষদের আহবায়ক সাইফুল হক সিরাজী জানান, প্রথমে আগামী ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আমরা ‘ভাবনায় বঙ্গবন্ধু’ শীর্ষক লোগো উন্মোচন করবো। এরপর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত মিরসরাইয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ভাবনায় বঙ্গন্ধু’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন থাকবে। রচনা প্রতিযোগিতায় ক বিভাগে অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণি (শব্দ সংখ্যা ৩০০-৫০০), খ বিভাগে উচ্চ মাধ্যমিক/সমমান (শব্দ সংখ্যা ৭০০-১০০০) এবং গ বিভাগে-স্নাতক (পাস ও সম্মান) ও ¯স্নাতোকক্তোর (শব্দ সংখ্যা ১০০০-১৫০০) শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

    আগামী ১৭ মার্চ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক কবিতা পাঠের আসর। আগামী ১৭ এপ্রিল বঙ্গবন্ধুর জীবদ্দশায় মিরসরাইয়ের যেক’জন ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা সরাসরি বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করার সুযোগ পেয়েছেন তাদের নিয়ে অনুষ্ঠিত হবে গোলটেবিল বৈঠক। আগামী ২৮ মে দিনব্যাপী থাকবে সমাপনী আয়োজন। এতে সকালের অধিবেশনে থাকবে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ছবি আঁকা প্রতিযোগিতা। দুপুরে মেজবান। বিকালে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবনের ওপর তৈরি গীতি আলেখ্য।

    রচনা প্রতিযোগিতায় প্রত্যেক বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও বিশেষ বিবেচনায় উত্তীর্ণদের প্রদান করা হবে লক্ষাধিক টাকা মূল্যমানের প্রাইজবন্ড, সনদ, ক্রেস্ট ও শিক্ষাবৃত্তি। প্রথম পুরস্কার ১৫ হাজার, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার, তৃতীয় পুরস্কার ৮ হাজার এবং বিশেষ বিবেচনা ৫ হাজার টাকা মূল্যমানের প্রাইজবন্ড প্রদান করা হবে।

    এদিকে এসব কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মিরসরাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পেশাজীবি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন পর্যায়ের সংগঠকদের সমন্বয় করা হবে।

  • মিরসরাই আলোচিত সুমি হত্যা : বাদির অজান্তেই এজাহার এ নেই আসামীদের নাম

    মিরসরাই আলোচিত সুমি হত্যা : বাদির অজান্তেই এজাহার এ নেই আসামীদের নাম

    ২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ের আলোচিত নাহিদা আক্তার সুমি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করে আসামিদের এজাহার থেকে বাদ দিয়ে তড়িগড়ি করে মামলা দায়েরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

    ঘটনার ১০ দিন অতিবাহিত হওয়ার পরও হত্যা মামলার মূল আসামিরা গ্রেফতার না হওয়ায় হতাশ সুমির পরিবার। মেয়ে হারানোর শোকে মা পারভীন আক্তার পপি পাগলপ্রায়, মেয়ের শোকে প্রবাস থেকে ছুটে এসেছেন বাবা নুরুল আফসার। সুমির লাশ দাপনের পর পরিবার জানতে পারে এ ঘটনায় জোরারগঞ্জ থানায় পুলিশ একটি মামলা দায়ের করেছে।

    যেখানে ঘটনার সাথে মামলার বিবরণের কোন মিল নেই। প্রকৃত ঘটনাকে ভীন্নখাতে প্রবাহিত করে জড়িত অন্য আসামীদের নাম বাদ দেওয়া হয়েছে।

    জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারী উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের সুনুু মিয়া সওদাগর বাড়ীর প্রবাসী নুরুল আফসারের কন্যা নাহিদা আক্তার সুমিকে হত্যা করে স্বামী মীর হোসেন প্রকাশ ফারুকসহ তার পরিবারের সদস্যরা।

    এ ঘটনায় জোরারগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় (নং-৪) হত্যাকান্ডে জড়িত ৭ জনের বিরুদ্ধে সুমির পরিবারের পক্ষ থেকে অভিযোগ আনা হলেও থানা পুলিশ তাদের মনগড়া এজাহার লিখে তাতে শুধুমাত্র স্বামী মীর হোসেন ফারুককে আসামী করে।

    এসময় থানা পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত বাকি ৬ জনকে বাদ দিয়ে সুমির ময়না তদন্তের কথা বলে মামলায় সুমির মা পারভীন আক্তার পপিকে বাদী করে স্বাক্ষর নিয়ে নেন। এই ঘটনায় পুলিশের প্রতি ক্ষুদ্ধ সুমির পরিবার।

    সুমির পরিবারের দাবী এজাহারে হত্যাকান্ডের সাথে জড়িত তার শশুর আক্তার মিয়া, জেঠা শশুর সামছুদ্দিন মেম্বার, শাশুড়ী নুর খাতুন, গাড়ী চালক মুক্তার হোসেন, বাসার মালিক নিজাম উদ্দিন ও তার স্ত্রী কাজল জড়িত থাকলেও তাদের বাদ দিয়ে শুধুমাত্র স্বামী মীর হোসেন ফারুককে আসামী করে এবং সুমির বিরুদ্ধে গাড়ী চালক মুক্তার হোসেনের সাথে পরকিয়ার অভিযোগ এনে পুলিশ একটি এজাহার লিখে তাতে পারভীন আক্তারের স্বাক্ষর নিয়ে মামলা দায়ের করেন।

    এতে দীর্ঘদিন ধরে স্বামী মীর হোসেন ফারুকের হাতে সুমি নির্যাতনের ঘটনাকে আড়াল করে হত্যাকান্ডাকে ধামাচাপা দেওয়া হয়।

    আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মিরসরাই প্রেসকাবে সংবাদ সম্মেলনে নাহিদা আক্তার সুমির মা পারভীন আক্তার অভিযোগ করে বলেন, ২০১৩ সালের ২০ মে হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের চিনকীরহাট এলাকার আক্তার মিয়ার ছেলে মীর হোসেন প্রকাশ ফারুক কোম্পানীর সাথে ৫ লাখ টাকা দেনমোহরে আমার মেয়ের বিয়ে হয়।

    বিয়ের সময় যৌতুক হিসেবে ৫ পদের ফার্নিচার দিই। বিয়ের পর কিছু দিন তাদের সংসার সুখে কাটলেও বিগত চার বছর যাবৎ আরো যৌতুকের দাবীতে স্বামী মীর হোসেন ফারুক ও তার বাবা মা আমার মেয়েকে শারিরীক অত্যাচার নির্যাতন করতো। মেয়ের সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময় তার স্বামীকে আমি প্রায় ৬ লাখ টাকা দিয়েছি। টাকা দেওয়ার পর কিছুদিন ভালো থাকলেও পরে আবার তারা নির্যাতন করতো।

    নির্যাতনের জন্য একাধিকবার গ্রাম্য শালিষও হয়। ২০১৭ সালের ২০ এপ্রিল জোরারগঞ্জ থানায় আমার মেয়ে বাদী হয়ে স্বামী মীর হোসেন ফারুক, শশুর মোঃ আক্তার মিয়া, শাশুড়ি নুর খাতুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যার প্রেক্ষিতে থানায় বৈঠক হয়।

    বৈঠকে উভয় পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে ভবিষ্যতে আর নির্যাতন করবেন না এ মর্মে পুলিশ বিবাদীদের থেকে মুছলেখা নিয়ে সুখের সংসার করবে মর্মে আমার মেয়েকে নিয়ে যায়। কিন্তু কিছুতেই ফারুকে নির্যাতনের মাত্রা কমেনি। বরং দিনদিন তার নির্যাতনের মাত্রা আরো বাড়তে থাকে।

    সর্বশেষ গত ১ ফেব্রুয়ারী পুনরায় ১ লাখ টাকা আনার জন্য আমার মেয়েকে মারধর করে আমার কাছে পাঠিয়ে দেয়। এরপর গত ৮ ফেব্রুয়ারী বিকাল ৪টায় সুমিকে আর মারধর করবেনা এবং টাকা দাবী করবেনা বলে আমার কাছে ক্ষমা চেয়ে তাকে ভাড়া বাসায় নিয়ে আসে। পরেরদিন ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টার সময় স্বামী মীর হোসেন ফারুক আমাকে ফোন দিয়ে বলে তোমার মেয়ে গলায় ফাঁস দিয়েছে তার লাশ নিয়ে যাও।

    এটি শোনার পর আমি দ্রুত সময়ে তাদের ভাড়া বাসায় যায়। সেখানে গিয়ে দেখি সুমিকে মেরে বাসার সামনে ফারুকের প্রাইভেট কারের পেছনের সীটে সুমির লাশকে সোজা করে বসিয়ে রাখা হয়েছে। পরবর্তীতে গ্রামবাসীর সহায়তা তার লাশ আমরা বাড়ীতে নিয়ে যাই।

    খবর পেয়ে দুপুর ২টায় জোরারগঞ্জ থানা পুলিশ ময়নাতদনেন্তর জন্য লাশ নিয়ে যায়। একই দিন রাত ৮টার সময় লাশের ময়নাতদন্ত ও জিডি করার কথা বলে ওসি (তদন্ত) মোঃ মাকসুদ আলম আমার থেকে একটি কাগজে স্বাক্ষর নেন। মেয়ের শোকে ওই সময় আমার কোন স্বজ্ঞান ছিলো না। পরবর্তীতে পত্রিকায় জানতে পারি আমার মেয়েকে খুনের ঘটনায় আমাকে বাদী করে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    সন্তানহারা সুমির মা পারভীন আক্তার অশ্রুসিক্ত নয়নে প্রশাসনের কাছে মেয়ে হত্যার উপযুক্ত বিচার চেয়ে প্রকৃত ঘটনা উল্লেখ করে পুনারায় মামলা নিয়ে আসামীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। যেনো যৌতুকের জন্য নির্মম নির্যাতনের স্বীকার হয়ে আর কোন মায়ের বুক খালি না হয়।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নাদিয়া আক্তার সুমির বাবা মোঃ নুরুল আফসার, ফুফা মোঃ মুসা মিয়া, খালা আছমা পারভীন আক্তার, খালু আবুল হাশেম মেম্বার।

    মামলার তদন্ত কর্মকর্তা জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রায়হান উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, মামলার এজাহারের বিষয়ে আমি কিছু জানি না। আমাকে শুধু মামলাটি তদন্ত করতে দেওয়া হয়েছি। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত রিপোর্ট ফেলে কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে।

    জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাকসুদ আলম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, মামলার বাদীকে সহায়তা করার জন্য থানায় এজাহার লেখা হয়েছিলো। তাতে বাদীর বক্তব্যের বাইরে কোন কিছু লেখা হয় নাই। তাছাড়া এজাহারটি অফিসার ইনচার্জ পর্যালোচনা করে মামলা হিসেবে গ্রহণ করেছেন।

    জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বাদীর দেওয়া এজাহারের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। এজাহারে পুলিশের নিজস্ব বক্তব্য সংযোজনের কোন সুযোগ নেই। পুলিশের তদন্ত শেষে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন হবে।

  • মিরসরাইয়ে এক রাতে পনেরো দোকানে চুরি

    মিরসরাইয়ে এক রাতে পনেরো দোকানে চুরি

    চট্টগ্রামের মিরসরাইয়ে গনচুরির ঘটনা ঘটেছে। উপজেলার মঘাদিয়া ইউনিয়নের গাজীটোলা ও হাদি নগর, মিঠানালা ইউনিয়নের বানাতলী ভোর বাজার এবং মলিয়াশ স্কুল গেইটসহ ১০/১১টি দোকানে এ গনচুরির ঘটনা ঘটে। গনচুরির ঘটনায় এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    স্থানীয় সুত্র জানায়, গভীর রাতে এসব দোকানে চোর হানা দেয়। তারা ওইসব দোকানগুলোর তালা ভেঙে ও গ্রীল কেটে প্রবেশ করে। কেউ টের পাওয়ার পূর্বে চোরের দল দোকানগুলো থেকে নগদ টাকা ও মুল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। সকালে দোকানের মালিকরা দোকানের তালা ভাঙা দেখতে পায় ।

    এলাকার স্থানীয় আবদুল কাদের জানান, ১০/১১টি দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ৬লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। একইরাতে ১০ নং মিঠানালা ইউনিয়নের অন্তর্গত ৯ নং ওয়াডের বানাতলী ভোরবাজারের ফারুক সওদাগরের দোকান ও সাদ্দামের দোকানে চুরি হয়।

    উক্ত দোকান গুলো থেকে গ্যাস সিলেন্ডার, দুধ, চাপাতা, সিগারেটসহ অন্যান্য জিনিসপত্র চুরি হয় বলে জানায় তাসরিফ ষ্টোরের মালিক ফারুক সওদাগর।

    এছাড়াও একই ওয়াডের মলিয়াইশ স্কুল গেইটের সামনে হানিফ ষ্টোর নামের একটি দোকানও একই দিন চুরি হয়েছে বলে জানাযায়।

    এলাকাবাসী জানান, চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় অনেক রহস্যের সৃষ্টি হয়েছে, এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করছে।

    মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জানান, চুরির ঘটনা শুনেছি। এ ঘটনায় এলাকার মানুষের মনে উদ্বেগ উৎকন্ঠা সৃষ্টি হয়েছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে চুরি বন্ধের জন্য ব্যবস্থা গ্রহনের জোর দাবি করছি।

  • মিরসরাইয়ে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে ১টি স্কেভেটর ও ২টি ট্রাক জব্দ

    মিরসরাইয়ে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে ১টি স্কেভেটর ও ২টি ট্রাক জব্দ

    মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি স্কেভেটর ও ২টি ট্রাক জব্দ করা হয়েছে।

    সোমবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাশেদুল ইসলামের নেতৃত্বে মিরসরাইয়ের মিঠানালা ইউনিয়নের হাদি মুছা এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সময় অভিযান চালিয়ে স্কেভেটর ও ট্রাক দুটি জব্দ করা হয়।

    জানাগেছে, ভ্রাম্যমাণ আদালত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় স্কেভেটর ও ট্রাক মালিক পালিয়ে যায়। মালিক না পেয়ে স্থানীয় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশাররফ হোসেনের জিম্মায় দেয়া হয়েছে স্কেভেটরটি এবং ট্রাক দুটি মিরসরাই থানার জিম্মায় রাখা হয়।

    স্থানীয় এলাকাবাসি অভিযোগ করেন, গত ৮/১০দিন ধরে শরিফ উদ্দিন শোভন নামে জনৈক ব্যক্তি কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রি করছে।

    এলাকার সচেতন মহল অভিযোগ করেন, পরিবেশ বিষয়ে সচেতনতার অভাবে জমির মালিকরা এক শ্রেনীর মুনাফা লোভীর প্রলোভনে পড়ে কৃষি জমির টপ সয়েল বিক্রি করে দীর্ঘ মেয়াদী ক্ষতির সম্মুখীন হচ্ছে। মিরসরাই সহকারি কমিশনার (ভুমি) রাশেদুল ইসলাম জানান,এভাবে মাটি কাটার ফলে মাটির জৈব শক্তি কমে গিয়ে দীর্ঘ মেয়াদী ক্ষতির মুখে পড়ছে মানুষ। মিরসরাই উপজেলা প্রশাসন এ ধরনের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নিবে।

    মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, কৃষি জমির টপ সয়েল বিক্রির ফলে জমির উর্বরতা হারাচ্ছে। আগামীতে খাদ্য ঘাটতিসহ পরিবেশ বিপর্যয়ের ফলে ফসলি জমি হুমকির মুখে পড়বে। এধরণের অপরাধ মূলক কাজে কখনো সামান্যতম ছাড় দেয়া হবেনা বলেও তিনি জানান।

  • মিরসরাইয়ে সাংবাদিকের বাড়িতে দশদিনে দুইবার ডাকাতি

    মিরসরাইয়ে সাংবাদিকের বাড়িতে দশদিনে দুইবার ডাকাতি

    মিরসরাই প্রতিনিধি : মিরসরাই প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত ও চট্টগ্রাম মঞ্চ পত্রিকার মিরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিনের বাড়িতে দশদিনের মধ্যে দুইবার ডাকাতির ঘটনা ঘটেছে।

    শনিবার (২৫ জানুয়ারী) রাত ৩টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকায় হাফেজ রফি উজ্জামানের বাড়িতে দ্বিতীয় বারের মতো ডাকাতির ঘটনা ঘটে।

    সাংবাদিক এম মাঈন উদ্দিনের বড় ভাই আবু নুর বলেন, শনিবার রাত ৩টায় ধারালো চাইনিজ কুড়াল সহ বিভিন্ন অস্ত্র নিয়ে ঘরের দরজা ভেঙ্গে আমাদের ঘরে প্রবেশ করে ১৫-১৬ জনের ডাকাত দল। এরপর ডাকাত দল আমার হাত-মুখ বেঁধে ফেলে। পরবর্তীতে ঘরের সবাইকে জিম্মি করে ডাকাত দল আলমিরার তালা ভেঙ্গে ৩টি বিদেশী টর্সলাইট, ১টি মোবাইল সেট, নতুন কম্বল ও জুস মেশিন সহ নগদ সাড়ে তিন হাজার টাকা নিয়ে যায়।

    তিনি আরো বলেন, গত ১৬ জানুয়ারি আমার বাবা মারা যাওয়ার রাতেও ডাকাতির ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাত দল আমার খালাতো বোনের ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, ২ জোড়া কানের দুল ও ১টি মোবাইল নিয়ে যায়।

    এদিকে রবিবার (২৬ জানুয়ারী) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল দেবনাথ, নিজামপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু ও স্থানীয় ইউপি সদস্য আহসান উল্ল্যাহ ভূঁইয়া।

    মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল দেবনাথ বলেন, সাংবাদিক মাঈন উদ্দিনের বাড়িতে ডাকাতির সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে শীঘ্রই এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

  • গাড়ির ধাক্কায় প্রাণ গেল মিরসরাই ডিগ্রী কলেজ শিক্ষার্থী আলাউদ্দিনের

    গাড়ির ধাক্কায় প্রাণ গেল মিরসরাই ডিগ্রী কলেজ শিক্ষার্থী আলাউদ্দিনের

    ২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছে মিরসরাই ডিগ্রি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আলাউদ্দিন (২১)।

    আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ইসমাইল কার্পেট এলাকায় আলাউদ্দিনের মোটরবাইকে অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

    নিহত আলাউদ্দিন মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মো. শরিয়ত উল্ল্যাহর ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    বিষয়টি নিশ্চিত করে নিহত আলাউদ্দিনের চাচা আলতাফ হোসাইন বলেন, সকালে তিন বন্ধুকে সাথে নিয়ে মোটর বাইকে করে মিরসরাই ইকোনমিক জোনে যাচ্ছিলেন।

    মোটর বাইক নিয়ে ইসমাইল কার্পেট এলাকায় পৌছালে অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যায় আলাউদ্দিন। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে তিনি জানান।

  • মিরসরাইয়ে ৬শ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার

    মিরসরাইয়ে ৬শ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে ৬শ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার হাদি ফকিরহাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে মিরসরাই থানা পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার জেলার রামু উপজেলার বরুয়াপাড়া গ্রামের মো. হাসিমের পুত্র মো. আইয়েস (১৯), মো. মুকিম উদ্দিনের পুত্র রাজা মিয়া (১৮) ও মো. আবদুর জব্বারের পুত্র ওমর ফারুক (২০)।

    মিরসরাই থানার উপ-পরিদর্শক আমিরুল মুজাহিদ জানান, ৬শ পিস ইয়াবাসহ তিন যুবককে হাদিফকির হাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে প্রাণ গেলো লাইন টেকনিশিয়ানের

    বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে প্রাণ গেলো লাইন টেকনিশিয়ানের

    ২৪ ঘন্টা ডট নিউজ।মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলায় বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে নিহত হয়েছেন এক লাইন টেকনিশিয়ান। নিহত ব্যক্তির নাম মো. আলমগির হোসেন।

    শনিবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিন সোনাপাহাড় এলাকায় বিদ্যুৎ সংযোগ থাকা অবস্থায় বৈদ্যুতিক খুটিতে উঠে কাজ করার সময় এই ঘটনা ঘটে।

    নিহত আলমগির হোসেন পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মিরসরাই জোনাল অফিসের লাইন টেকনিশিয়ান হিসাবে কর্মরত ছিলো।

    জানা গেছে, মিরসরাই-০১ উপকেন্দ্র ও বেজা উপকেন্দ্রের বার্ষিক রক্ষনাবেক্ষন কাজের লক্ষ্যে গত ১২জানুয়ারি নোটিশ জারি করে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-০৩। ওই নোটিশে জানানো হয় রক্ষনাবেক্ষন কাজের জন্য ১৮জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলা ব্যাপি বিদ্যুৎ সঞ্চালন বন্ধ থাকবে।

    সংযোগ বন্ধের পূর্বঘোষিত সময় অনুযায়ী শনিবার (১৮জানুয়ারি) বিদ্যুৎ সঞ্চালন লাইনে কাজ করতে উঠেছিলেন লাইন টেকনিশিয়ান আলমগীর। কিন্তু খুটিতে উঠার পর বিদ্যুৎ পৃষ্ঠে তাৎক্ষনিক প্রান হারায় ওই টেকনিশিয়ান।

    এই বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মিরসরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সাইফুল আহম্মদ বলেন, সঞ্চালন লাইন বন্ধের দায়িত্বে নিয়োজিত ব্যাক্তিদের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে। লাইন টেকনিশিয়ান আলমগির হোসেনের মৃত্যুর ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

    জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।