Tag: মিরসরাই

  • মিরসরাইয়ে স মিলে আগুন ৫ লাখ টাকার ক্ষতি

    মিরসরাইয়ে স মিলে আগুন ৫ লাখ টাকার ক্ষতি

    মিরসরাই প্রতিনিধি:::::মিরসরাইয়ের বারৈয়ারহাট পৌর কাঠ বাজারে গভীর রাতে একটি স মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার মূল্যবান যন্ত্রপাতি পুড়ে গেছে।

    মঙ্গলবার (৭ মার্চ) মধ্যে রাতে বারৈয়ারহাট কাঠ বাজারের লিমা স মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    লিমা সমিলের পরিচালক মহম্মদ উল্লাহ আপন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে স মিল বন্ধ করে বাড়ি চলে যান। রাত ১টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে জোরারগঞ্জ থানা ও ফায়ার সার্ভিসে ফোন করে জানাই। ফায়ার সার্ভিস রাত ১টা ৪০ মিনিটে ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । এছাড়া তিনি জানান অগ্নিকাণ্ডে স মিলের ৫ লাখ টাকা মূল্যের যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে ।

  • শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল মিরসরাই

    শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল মিরসরাই

    মিরসরাই প্রতিনিধি::::মিরসরাইয়ে স্কুল শিক্ষকের উপর দফায় দফায় হামলার প্রতিবাদে বিক্ষোভ, মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিদ্যালয়ের সম্মিলিত ছাত্র-শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতি। এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষক ও স্থানিয় জনসাধারণসহ হাজার খানেক প্রতিবাদি উপস্থিত ছিলেন।

    বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার সাহেরখালী ভোরের বাজারে এই বিক্ষোভ মিছিল, মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

    প্রতিবাদ সমাবেশে উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মীর হোসেনেরর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাহিরখালি স্কুল পরিচালনা কমিটির সভাতি হাসান মাহফুজ চৌধুরী।

    এসময় শিক্ষকের উপর নেক্কারজনক হামালার প্রতিবাদে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুভাষ সরকার, ভারপ্রাপ্ত সভাপতি আবুছালেক, বাংলাদেশ শিক্ষক সমিতির (ফেডারেশন) আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক কমল ভৌমিক, মহালঙ্কা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস মিয়া, আবুল কাশেম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, শফিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূইয়া, সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম মেজবাউল হক প্রমুখ।

    এছাড়া শিক্ষাথিদের মধ্যে থেকে বক্তব্য রাখে ১০ম শ্রেণীর শিক্ষার্থী মাসফিয়া জান্নত ও অপূর্ব দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান, মঘাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রতন দাশ সহ শতাধিক ছাত্র শিক্ষক ও স্থানিয় জনসাধারণ।

    মানববন্ধন শেষে বক্তারা জানান, শিক্ষক আবু ইউসুফ রাসেল একজন ছাত্র বান্ধব শিক্ষক। হামলার আগেরদিনও ওই ছাত্রকে নিজ হাতে প্রশংসা পত্র লিখে প্রধান শিক্ষকের কাছ থেকে সাক্ষর নিয়েদেন। পরদিনই ওই শিক্ষকের উপর দফায় দফায় স্বপরিবারে হামলা করে ধারালো অস্ত্রদিয়ে আঘাত করে হত্যার উদ্দেশ্যে। হামলার পরবর্তী হামলাকারিদের সাথে এক পুলিশ কর্মাকর্তার সক্ষতার কারনে এখনো থানায় মামলা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এছাড়া বুধবারের মধ্যে থানায় মামলা নিয়ে নিরপেক্ষ তদন্ত পুর্বক দোষিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে অনির্দিষ্ট কালের জন্য স্কুলের কার্যক্রম বন্ধ করে বৃহৎ পরিসরে আন্দোলন হুমকি দেন শিক্ষক নেতারা।

    মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুভাষ সরকার জানান, আমারা শিক্ষকের উপর হামলার বিচারের দাবিতে ক্রমান্বয়ে এগিয়ে যাবো। সেই উপলক্ষে প্রাথমিক পর্যায়ে আজকের এই আনোদলন। আন্দোলন শেষে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাত করে তাকে অবহিত করেছি। তিনি আজকের মধ্যে মামলা রুজুকরে মামলা নাম্বার দেয়ার নির্দেশ দিয়েছেন।

    উল্লেখ্য গত ২৬ মার্চ বিকালে দুই দফায় হামলা হয় শিক্ষক আবু ইউসুফ রাসেলের উপর। প্রথমবার সড়কে হামলার পর অভিযুক্ত ইউনুসের পরিবারের সদস্য ও বহিরাগতরা একত্রিত হয়ে শিক্ষকের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় শিক্ষকের চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন তাকে বাঁচাতে এলে শিক্ষক ইউসুফের ভাই ও আহত হয়। এসময় স্থানিয়রা একত্রিত হয়ে হামলাকারীদের ধাওয়া করলে হামলাকারীদের মধ্যে এক নারী পড়েগিয়ে মাথায় আঘাত পায়। এসময় স্থানিয়রা হামলাকারীদের দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। অভিযোগ উঠেছে পুশলিশ হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে রহস্যজনক কারনে তাদেরকে ছেড়ে দেয় এবং হামলাকারীদের কাছ থেকে একটি অভিযোগ গ্রহন করে। হামলার ঘটনার ৩দিনেও অভিযুক্তদের বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ না নেয়ায় পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিবাদকারীরা‌।

  • নিজামের পরামর্শে আমরা অনেক উন্নয়ন কাজ করেছি: ইঞ্জি. মোশাররফ

    নিজামের পরামর্শে আমরা অনেক উন্নয়ন কাজ করেছি: ইঞ্জি. মোশাররফ

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::‘মরহুম সাংবাদিক নিজাম আমার খুব কাছের ছিলো। এলাকার নানা উন্নয়নের পরামর্শ নিয়ে সে আমার কাছে আসতো। তার পরামর্শ নিয়ে আমরা মিরসরাইয়ের অনেক উন্নয়ন কাজ করেছি।’ শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে মিরসরাইয়ের সাংবাদিকতার বাতিঘরখ্যাত মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মরহুম সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিনের নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিরসরাইয়ের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

    এসময় তিনি আরো বলেন, ‘সাংবাদিক নিজামের সাথে আমার অনেক স্মৃতি আছে। তার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছি। আমি সবসময় তার পরিবারের পাশে থাকবো।’

    ৮০’র দশকে মিরসরাইয়ের স্থানীয় সাংবাদিকতার পুরোধা নিজাম উদ্দিনের নাগরিক শোক সভায় সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা নাগরিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক নুরুল আফছার, স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব এনায়েত হোসেন নয়ন। প্রধান সমন্বয়কারী এনায়েত হোসেন মিঠু ও যুগ্ম মহাসচিব আশরাফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর চট্টগ্রাম ব্যুরো প্রধান কলিম সরওয়ার। বিশেষ অথিথি হিসেবে বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, বিজিএমইএ এর পরিচালক লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আজহার মাহমুদ, সমাজসেবক স্বপন চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, নাগরিক কমিটির কো চেয়ারম্যান সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর, জাফর উদ্দিন, পার্টেক্স গ্রুপের নির্বাহী পরিচালক নুরুন নবী আজাদ, মজহারুল হক উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্যা চৌধুরী, নাগরিক কমিটির যুগ্ম মহাসচিব সাংবাদিক নুরুল আলম, বিপুল দাশ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু প্রমুখ।

    ওইদিন সকাল ১১টা থেকে শুরু হওয়া নাগরিক শোক সভায় শোক বহিতে মন্তব্য ও স্বাক্ষর, কালো ব্যাচ ধারণ ছাড়া মরহুম সাংবাদিক নিজাম উদ্দিনের বর্ণাঢ্য জীবনের ওপর নির্মিত প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়। যা প্রযোজনা করে মিরসরাই উপজেলা নাগরিক কমিটি।

  • মিরসরাইয়ে সাগরের বালি উত্তোলন করায় ৪জনের জেল

    মিরসরাইয়ে সাগরের বালি উত্তোলন করায় ৪জনের জেল

    মিরসরাই ( চট্টগ্রাম) প্রতিনিধি::::মিরসরাইয়ে সমুদ্রতীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ বালি শ্রমিককে ২মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    শনিবার ( ২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মিরসরাই উপজেলার সাহেরখালি ইউনিয়নের সাগর উপকুলিয় জলসীমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এসময় মিরসরাই থানা পুলিশ ও কোস্টগার্ড নিরাপত্তা সহায়তা করে।

    অভিযানে মিরসরাই উপকুলিয় বেড়িবাঁধ বা সুপার ড্রাইভের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন ও তা বালির ভলগেট দিয়ে পাচার করার দায়ে ৩টি ড্রেজার মেশিনের ৪ জন শ্রমিক প্রত্যেককে ২মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন পটুয়াখালীর মোহাম্মদ জামাল ( ৪৮), লক্ষিপুর জেলার বাসু মাঝি (৫০), বরগুনা জেলার পলাশ ( ৪৫) ও লক্ষিপুর জেলার মোহাম্মদ জসিম ( ৪৭)। এছাড়া অসুস্থতার কারনে ড্রেজারের বাবুর্চি জামশেদ কে সতর্ককরে ছেড়ে দেয়া হয়েছে।

    সাজাপ্রাপ্ত আটককৃত আসামীরা জানায় তারা সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা রেহান উদ্দিন চেয়ারম্যানের পক্ষে কাজ করছেন। ভলগেট ও ড্রেজার গুলি ভাড়ায় নিয়ে কাজ করছেন তিনি।

    অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিলো মিরসরাই সাগর উপকুলিয় বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যাবসায় করে আসছে একটি প্রভাবশালী মহল। বালি বহনের সময় সাগরে প্রান্তিক জেলেদের জাল কেটে ফেলে। তারই প্রেক্ষিতে আজকের অভিযান। জনস্বার্থে এমন অভিযান নিয়মিত চলবে।

  • মিরসরাইয়ে বিয়ে বাড়ির গেইট বন্ধ করে দিল প্রতিবেশী

    মিরসরাইয়ে বিয়ে বাড়ির গেইট বন্ধ করে দিল প্রতিবেশী

    মিরসরাই প্রতিনিধি:::::মিরসরাইয়ে জায়গা জমির দন্দ্বকে কেন্দ্র করে বিয়ে বাড়ির গেইট বন্ধ করে দেয়া হয়েছে বাঁশের বেড়া আর খুঁটি দিয়ে। এমনটাই অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। এতে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।

    বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে মিরসরাই উপজেলার ১৪নং হাইতকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম কুরুয়া গ্রামের হাকিম আলী সারেং বাড়িতে এই ঘটনা ঘটে।

    খবর নিয়ে জানাযায়, হাইতকান্দি ইউনিয়নের মধ্যম কুরুয়া গ্রামের হাকিম আলী সারেং বাড়ির নুরুজ্জামানের ছেলে মোহাম্মদ পারভেজের বিয়ে আগামীকাল শুক্রবার। বিয়ে উপলক্ষে চলছে গায়ে হলুদের অনুষ্ঠান, সাজ সাজ রব পুরো বাড়ি ঝুড়ে। এরই মাঝে হঠাৎ দেখা দিল বিপত্তি। জায়গা জমি সংক্রান্ত পূর্ব দন্ধের জেরে কাঠের খুঁটি আর বাঁশের ঘেরা দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে বিয়ে বাড়ির গেইট ও সরকারী চলাচলের রাস্তা। অভিযোগ একই গ্রামের কুরুয়া চৌধুরী বাড়ির নুরুল ইসলাম চৌধুরীর ছেলে প্রবাসী সুজা উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। সুজা উদ্দিন ওমানে থাকলেও নির্দেশ মোতাবেক কাজ করেছেন তারই শ্রমিক সিরাজ উদ্দিন।

    স্থানিয়রা জানান, এটি মসজিদের রাস্তা। এই রাস্তাদিয়ে মসজিদের মুসল্লিরা চলাচল করে। কিন্তু স্থানিয় সুজা উদ্দিনও সারেং বাড়ির জামাল উদ্দিন রাস্তার মাঝখানে পিলার দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে।

    সিরাজ উদ্দিন জানান, আমি প্রবাসী সুজা উদ্দিনের কাজ করি। তাদের বাড়িতে জায়গাজমি নিয়ে দন্ধ। সুজা উদ্দিন আমাকে ইমোতে ফোন করে নির্দেশ দিয়েছেন ঘেরা দিতে আমি ঘেরা দিয়েছি এর বাইরে আমি আর কিছু জানি না। তবে প্রবাসে থাকার কারনে সুজা উদ্দিনের সাথে কথা বলা সম্ভব হয়নি।

    গ্রামের সর্দার নুরুল আফসার জানান, এটি স্থানীয় সরকার প্রকৌশলের তালিকা ভুক্ত সরকারী রাস্তা। রাস্তাটি কার্পেটিং এর কাজ চলছে। তবে সীট অনুযায়ী সুজা উদ্দিনের জায়গা। বাড়ির লোকজনদের সাথে দন্ধের জেরে বেড়া দিয়ে দিয়েছেন সুজা উদ্দিন।

    স্থানীয় ইউপি মেম্বার কোরবারআলি জানান, বুধবার সকালে একবার রাস্তা বন্ধ করে দিয়েছিল, আমি উন্মুক্ত করে দিয়েছি। আজকে দুপুরে আবারও বিয়ের গেইট বন্ধ করে বেড়া দিয়েছে সুজা উদ্দিন ও জামাল উদ্দিনের লোকজন। পরবর্তীতে চেয়ারম্যানের নির্দেশে আজকে সন্ধ্যায় স্থানিয় লোকজন নিয়ে পুনরায় বেড়াটি ফেলে দিয়েছি আমরা।

    হাইতকান্দি ইউনয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, প্রবাসী সুজা উদ্দিন কাজটা ঠিক করেনাই। দন্ধ থকলে সেটা সমাধান আছে তাই বলে বিয়ের গেইট বন্ধ করেদিবে !! এটা একটা লজ্জার বিষয়। বিষয়টি জানার সাথে সাথে আমি স্থানিয় মেম্বার কোরবানআলিকে দ্রুত পাঠিয়ে সন্ধ্যা ৭টার দিকে ভেড়াটি উচ্ছেদ করে বিয়ে বাড়ির চলাচলের রাস্তা উন্মুক্ত করে দিয়েছি।

  • মিরসরাইয়ে ট্রাকের চাকায় যুবকের মাথা বিচ্ছিন্ন

    মিরসরাইয়ে ট্রাকের চাকায় যুবকের মাথা বিচ্ছিন্ন

    মিরসরাই প্রতিনিধি ::::: মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় আরাকান সড়কে ইট বোঝাই একটি ব্যাপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন ( ৩৫) নামে এক যুবকের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

    বুধবার ( ১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ৪নং ধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মানিয়া মসজিদের কাছে আরাকান সড়কে এই দুর্ঘটনা ঘটে।

    দুর্ঘটনায় নিহত যুবক মোশাররফ হোসেন (৩৫) ধুম ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন আলীর বাড়ির আব্দুল মোনাফ প্রকাশ তিতা মিয়ার ছেলে।

    স্থানিয় ইউপি সদস্য মারুফ হাসান জানান, নিহত মোশাররফ বাংলাবাজার মানিয়া মসজিদ আরাকান সড়কের পাশে গাছের ডাল কাটার কাজে ব্যাস্ত ছিলেন। এসময় ইট বোঝাই দ্রুত গতির একটি পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাপা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে মোশাররফ হোসেন এর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘাতক গাড়ির ড্রাইবার গাড়িটি রেখে পালিয়ে যায়।

    জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদ হোসেন জানান, দুর্ঘটনা স্থলে পুলিশের একটি টিম কাজ করছে। নিহতের লাশ উদ্ধার সহ আইনি পদক্ষেপ নেয়া হবে।

  • মিরসরাইয়ে মসজিদের ইমামকে সংবর্ধনা

    মিরসরাইয়ে মসজিদের ইমামকে সংবর্ধনা

    মিরসরাই প্রতিনিধি::::মিরসরাইয়ে প্রবীন এক ইমামকে অবসরজনিত আন্তরিক সংবর্ধনা দিয়েছে মসজিদ কমিটি ও মুসল্লিরা। এসময় বিদায়ী ইমাম মাওলানা ইউসুফকে সম্মানি স্বরুপ ৩ লক্ষ ২০ হাজার টাকা ও ক্রেষ্ট প্রদান করা হয়।

    শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর ওই প্রবীন মাওলানাকে সংবর্ধনা দেয়া হয়। মাওলানা ইউসুফ বারইয়ারহাট পৌরসভার মধ্যম জামালপুর ছমদ আলী জামে মসজিদে দীর্ঘ ৪৩ বছর ধরে অত্যান্ত সুনামের সাথে ইমামতি করেছেন।

    তিনি মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের হামিদ আলী মিয়া বাড়ির মৃত মোঃ সৈয়দের রহমানের পুত্র। উপজেলায় এই প্রথম সংবর্ধনার মাধ্যমে কোন ইমামকে সন্মানি দিয়ে বিদায় দেওয়া হয়েছে এতে প্রশংসা কুড়িয়েছেন মসজিদ পরিচালনা কমিটি।

    মসজিদ কমিটির অর্থ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায়, পেশ ইমাম মাওলানা দেলোয়ার হোসেনের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।

    এ সময় উপস্থিত ছিলেন মসজিদের বর্তমান খতিব মাওলানা আব্দুল মান্নান, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন সওদাগর, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওমর ফারুক, সহ সাধারণ সম্পাদক ফজলুল করিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা কমিটির সদস্য জসিম উদ্দিন ভেন্ডার, সাবেক খতিব মাওলানা আবুল কালাম , মসজিদের মুসল্লি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

    জানা গেছে, ১৯৮০ সালে মাওলানা মোহাম্মদ ইউসুফ এই সমজিদে ইমাম হিসেবে যোগদান করেন। এরপর দীর্ঘ ৪৩ বছর এই মসজিদের ইমামের দায়িত্ব পালন করেছেন। এখন বার্ধক্য জনিত কারনে বাধ্য হয়ে তিনি অবসরে গেছেন।

  • মিরসরাইয়ে অবৈধ অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার ৩

    মিরসরাইয়ে অবৈধ অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার ৩

    মিরসরাই প্রতিনিধি:::মিরসরাই থানা পুলিশের অভিযানে ১ অবৈধ অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার। এসময় আন্তঃজেলা অপরাধ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    রবিবার ( ১২ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে মিরসরাই থানা পুলিশ সাংবাদিকদের এসব তথ্য দেন।

    আটককৃত আন্তঃজেলা অপরাধ চক্রের সদস্যরা হলো সন্দীপ উপজেলার ২নং গাছুয়া ইউনিয়নের গাছুয়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে হুমায়ূন কবির (৪০), নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার অম্বল নগর এলাকার সিরাজুল ইসলামের ছেলে চট্রগ্রাম বাইজিদ থানার বাইজিদ মাজার গেইট সংলগ্ন অপ্পো মোবাইল শোরুমের মালিক দেলোয়ার হোসেন(৩৮) ও চট্টগ্রামের বাইজিদ থানা এলাকার অজুদ ভূঁইয়ার ছেলে অপ্পো দোকান কর্মচারী আক্তারুজ্জামান রাজু (৩২)।

    মিরসরাই থানা সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর মিরসরাই ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের ৩টি ল্যাপটপ, ২২ নভেম্বর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ২টি ল্যাপটপ এবং ২ ফেব্রুয়ারি মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের ৩ টি ল্যাপটপ ও সুফিয়া উচ্চ বিদ্যালয়ের ১টি ল্যাপটপ চুরি হয়। এছাড়া মিরসরাই ও জোরারগঞ্জ থানা এলাকায় গত ৩ মাসে বেশ কয়েকটি চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। এতে পুলিশ থানা এলাকায় টহল জোরদার করে ও ছদ্মবেশে রাতদিন ছায়া তদন্ত শুরু করে।

    থানা পুলিশের এসআই খাইরুল ও এএসআই রাম হরিনাথ মহাসড়কে টহল দেয়ার সময় সন্দেহজনক দুই মোটরসাইকেল আরোহীকে দাওয়া করে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে মোটরসাইকেল টি চুরি করে পালাচ্ছিল বলে জানায়। আটককৃত হুমায়ুন কবিরকে তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে থানা হাজতে নিয়ে তাকে আরো বিশদ জিজ্ঞাসাবাদ করলে সাম্প্রতিক সময়ে চুরি হওয়া ঘটনাগুলোর সাথে সেও তার সঙ্গীদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। তারই দেয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামের বাইজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে বাইজিদ মাজার সংলগ্ন অপ্পো মোবাইল শোরুমের মালিক দেলোয়ার হোসেনের বাড়ি থেকে ১০টি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় তার দোকান কর্মচারী আক্তারুজ্জামান রাজুকেও গ্রেফতার করা হয়।

    প্রেস ব্রিফিংয়ে মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন জানান, আন্তঃজেলা অপরাধ চক্রের সদস্য হুমায়ূন কবিরকে অস্ত্র ও চোরাই মোটরসাইকেলসহ আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার অভিযানে সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হই। চুরি ও ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত অন্য সদস্যদের গ্রেফতার অভিযান চলমান থাকবে।

    মিরসরাই সার্কেল এএসপি ইফতেখার হাসান জানান, এটা মিরসরাই থানার একটা সফল অভিযান। এই অভিযানের মধ্যদিয়ে মিরসরাই ও জোরারগঞ্জ থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা পালন করবে।

  • পদ যাত্রায় দেখা মেলেনি বিএনপির,বিক্ষোভ মিছিলে সক্রিয় আওয়ামীলীগ

    পদ যাত্রায় দেখা মেলেনি বিএনপির,বিক্ষোভ মিছিলে সক্রিয় আওয়ামীলীগ

    মিরসরাই প্রতিনিধি::::কেন্দ্রঘোষিত আজকে বিএনপির পদ যাত্রায় মিরসরাই বিএনপির দেখা মেলেনি রাজ পথে। অপরদিকে বিক্ষোভ মিছিল আর আক্রমনাত্মক স্লোগানে রাজপথে সক্রিয় মিরসরাই আওয়ামীলীগ।

    শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত দেখা মেলেনি বিএনপির কোন কর্মসূচি। অপরদিকে সকাল থেকে সক্রিয় রয়েছে মিরসরাই পৌরসভা আওয়ামীলীগ।

    মিরসরাই বিএনপির আহ্বায়ক সাইদুল ইসলাম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সকাল থেকে বিভিন্ন ইউনিয়নে আমাদের পদযাত্রা কর্মসূচি চলমান আছে। ইতি মধ্যে আমরা বেশ কয়েকটি ইউনিয়নে পদযাত্রা সম্পন্ন করেছি এগুলোর মধ্যে আছে উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়ন, ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন, ১১নং মঘাদিয়া ইউনিয়ন, ৪ নং ধুম ইউনিয়ন। এছাড়া বর্তমানে বেলা ১১টার দিকে ১নং করেরহাট ইউনিয়ন এলাকায় পদযাত্রা কর্মসূচী চলমান আছে। তবে এই সংবাদ লিখা পর্যন্ত বেলা ১২টার মধ্যে বিএনপির পক্ষ থেকে পদযাত্রার কোন ছবি বা ভিডিও প্রমাণ সাংবাদিকদের সরবরাহ করতে পারেনি তাদের নেতৃত্ব।

    অপরদিকে সকাল ৮টা থেকে পৌরসভা আওয়ামীলীগ মিরসরাই উপজেলা দলিয় কার্যালয়ে অবস্থান নিতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে ছোট ছোট দলে স্লোগান দিয়ে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। সকাল ১১টায় মিরসরাই পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে মেয়র গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরবাজার অংশ প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচলা সভা পরবর্তী কর্মসূচী সম্পন্ন করে।

    সভাপতির বক্তব্যে পৌর মেয়র গিয়াস উদ্দিন বলেন, বিএনপি আন্দোলনের নামে জ্বালাও পোড়াও সন্ত্রাসী কর্মকান্ড চালাতে চায়, দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। কিন্তু মিরসরাইয়ের অভিভাবক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের নেতৃত্বে আমরা তা হতে দেবনা।

    এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলাম রাজু, জহিরুল ইসলাম জহির, কমিশনার এবায়দুল ইসলাম এবাদি, কমিশনার মোহাম্মদ নুর নবী, মিরসরাই পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল প্রমুখ।

  • মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

    মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

    বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাত ৮টায় শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

    এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিলকিছ আক্তারের সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো: সেলিম উদ্দিনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য জহুরাল নাথ, লিটন পাল, মো: আলমগীর, নুরুল হুদা ও মনোয়ারা বেগম৷

    এর আগে বুধবার (৮ জানুয়ারি) শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দিল আফরোজ বেগমের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে ছিলেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবীর খান৷

    সর্বশেষ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৩৭ টি ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগিদের বিশেষ পুরষ্কার দেয়ার ঘোষণা দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো: সেলিম উদ্দিন৷

    বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো: সেলিম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সুপ্ত বিকাশের লক্ষ্যে এটি বাৎসরিক ধারাবাহিক কার্যক্রম। অভিভাবকদের উদ্দেশ্য তিনি শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানান৷

  • প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইটভাটায় মাটি, এবার সোহেলের ৫ লাখ টাকা জরিমানা

    প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইটভাটায় মাটি, এবার সোহেলের ৫ লাখ টাকা জরিমানা

    মিরসরাই প্রতিনিধি:::পাহাড় কাটার অপরাধে মাত্র ১২দিন আগে ১ লাখ টাকা জরিমানা করে মিরসরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাহার হক চৌধুরী সোহেলকে। কিন্তু সতর্কতা অবলম্বন না করে বিনা অনুমতিতে উপজেলা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পুকুরের মাটি ইটভাটায় নেওয়ার অপরাধে এবার ৫ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে তাকে।

    বুধবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার সুফিয়া রোড়ে অবস্থিত এমএইচবিআই ব্রিক ফিল্ডের পরিচালক ও ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদককে এই জরিমানা করা হয়।

    অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

    অভিযানে সার্বিক সহযোগিতা করেন মিরসরাই থানা পুলিশ এবং আনসার বাহিনী।

    এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, আইন অমান্য করে মাটি খনন ও ইট ভাটায় ব্যবহারের দায়ে ভাটার মালিক মোজাহের হক চৌধুরী সোহেলকে ৫লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত ২৭ জানুয়ারী পাহাড় কাটার অপরাধে একই ব্যাক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু তিনি আবারও আইন অমান্য করেছেন। ভবিষ্যতে যেন এ কাজ না করে সে ব্যাপারে আবার ও তাকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • মিরসরাইয়ে তামিমার এসএসসির পর এইচএসসিতেও গোল্ডেন এ প্লাস

    মিরসরাইয়ে তামিমার এসএসসির পর এইচএসসিতেও গোল্ডেন এ প্লাস

    মিরসরাই প্রতিনিধি:::মিরসরাইয়ের তামিমা কাওছাইন এসএসসির পর ২০২২ সালের এইচএসসি পরীক্ষায়ও গোল্ডেন এ প্লাস পেয়েছে।

    তামিমা মীরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, মাসিক মীরসরাই ও সাপ্তাহিক বন্দর নগরী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ্ব সেলিম উদ্দিনের বড় মেয়ে।

    তামিমা কাওছাইন বলেন, ‘আমার এই অর্জন আমার মা-বাবার দোয়ার কারণে হয়েছে। আমার জন্য দোয়া করবেন সবাই। আমি যেনো আমার মা-বাবার স্বপ্ন পূরন করতে পারি।’

    তামিমার পিতা আলহাজ্ব সেলিম উদ্দিন বলেন, ‘আমার মেয়ের এমন সাফল্যে আমি খুবেই আনন্দিত। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে আমার বড় কন্যা তামিমা কাওছাইন। আমি আমার মেয়ের জন্য সকলের কাছে দোয়া চাই। এবং তার আগামী দিনের সাফল্য কামনা করছি।’

    প্রসঙ্গত, তামিমা কাওছাইন ২০২০ সালে অনুষ্ঠিত এস.এস. সি পরিক্ষায় ও গোল্ডেন এ প্লাস পেয়েছে। এছাড়াও গত ২৫ সেপ্টেম্বর নিজ প্রতিষ্ঠান আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকেও তামিমা প্রিন্সিপ্যাল অ্যাওয়ার্ড পেয়েছে।