Tag: মিরসরাই

  • মিরসরাই উপজেলা নাগরিক কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত

    মিরসরাই উপজেলা নাগরিক কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত

    মিরসরাই প্রতিনিধি:::::মিরসরাই উপজেলা নাগরিক কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৪ ফেব্রয়ারি) বেলা ১১টা থেকে মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় নবগঠিত সংগঠনটির লগো উন্মোচন এবং মিরসরাইয়ের কৃতি সন্তান রেমিটেন্সযোদ্ধা আবু নছর রিয়াদ সিআইপিকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়।

    এছাড়া সবশেষে মরহুম সাংবাদিক নিজাম উদ্দিনের নাগরিক শোকসভার প্রস্তুতি বৈঠকও করেন নাগরিক কমিটির নেতারা। ওইদিন কমিটির চেয়ারম্যান অধ্যাপক নুরুল আফছারের সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়কারী এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির মহাসচিব এনায়েত হোসেন নয়ন।

    এরপর আনুষ্ঠানিকভাবে সংগঠনটির লগো উন্মোচন করেন অতিথিরা। পরে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার কর্তৃক সিআইপি মর্যাদায় ভূষিত হওয়ায় মিরসরাই সমিতি ওমানের সভাপতি আবু নছর রিয়াদকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়।

    সংবর্ধনা ও লগো উন্মোচন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলা উদ্দিন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খায়রুল মোস্তফা, সরকারের শুল্ক, রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক মো. নুরুল হুদা, কাস্টমস্ এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, নাগরিক কমিটির কো. চেয়ারম্যান শারফুদ্দীন কাশ্মীর, জাফর উদ্দিন, মো. সেলিম উদ্দিন, যুগ্ম মহাসচিব আনোয়ার হোসেন চৌধুরী সুজন, নুরুল আলম, বিপুল দাশ, মিরসরাই পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার, উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সভাপতি পরিমল কর্মকার, কবি, লেখক মোস্তাফিজুর রহমান লিটন, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল ইকবাল চৌধুরী প্রমুখ।

  • মিরসরাইয়ে এক রাত দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

    মিরসরাইয়ে এক রাত দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::মিরসরাইয়ে এক রাতে দুই শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। বৃস্পতিবার (২ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ উচ্চ বিদ্যালয় ও সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এই চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

    মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত ২ টা থেকে সাড়ে ৩ টার মধ্যে মুখোশ পরিহিত চোরের দল স্কুলের পশ্চিম পাশ্ব দিয়ে ভিতরে প্রবেশ করে। স্কুলের অফিস কক্ষের তালা ভেঙ্গে ৪ থেকে ৫ টি আলমিরার তালা ভেঙ্গে জিনিসপত্র এলোমেলো করে নগদ ৬০ হাজার টাকা, একটি ল্যাপটপ, একটি হ্যান্ডসেট মোবাইলসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়।

    এছাড়া গত এক সপ্তাহে মিরসরাইয়ের ডাকবাংলো ও মিরসরাই বালিকা বিদ্যালয় সংলগ্ন একটি রিক্সার গ্যারেজ সহ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে‌। তাছাড়া গত কয়েক মাসে অর্ধশতাধিক চুরির ঘটনা ঘটলেও কোন ঘটনার ক্লু খুঁজে পায়নি অপরাধ দমন কারী কোন সংস্থা। এতে দিন দিন বৃদুপাচ্ছে চুরি ছিনতাইয়ের ঘটনা। জনমনে দেখা দিয়েছে নানা শঙ্কা ‌ও নিরাপত্তা হিনতা।

    মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, দুটি স্কুলে চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আলামত পরীক্ষা করে তদন্ত কার্যক্রম শুরু করেছি। ডাকবাংলো এলাকায় যে চুরি হয়েছে সেটি পূর্বশত্রুতার কারনে হতে পারে। এছাড়া বালিকা বিদ্যালয় এলাকায় চুরির বিষয়টি আমার জানা নেই।

  • সাংবাদিক নিজাম উদ্দিনের ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন

    সাংবাদিক নিজাম উদ্দিনের ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন

    মিরসরাই প্রতিনিধি: মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, মাসিক মিরসরাই ও সাপ্তাহিক বন্দর নগরী পত্রিকার সম্পাদক মরহুম মুহাম্মদ নিজাম উদ্দিনের ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন‌ হয়েছে।

    মাহফিলে ওয়ায়জেনরা বলেন, একজন মুসলমানের জন্য ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরিহার্য ইবাদত হচ্ছে নামায। কুরআন মজীদের বিভিন্ন জায়গায় ঈমানের পরেই নামাযের কথা বলা হয়েছে। আর ঈমানকে রক্ষা করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে নামাজ।

    বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বাদ এশা মিরসরাই পৌরসভার নাজির পাড়া সাংবাদিক নিজাম উদ্দিনের বাড়িতে ১৬তম বার্ষিক ওয়াজ ও মরহুম মুহাম্মদ নিজাম উদ্দিনের জন্য ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠানে ইমান ও আমল নিয়ে এসব আলোচনা হয়।

    উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মোহাম্মাদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে বিশেষ ওয়ায়েজিন হিসাবে ওয়াজ করেন মাদবার হাট সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আবদুল হালিম হেলালী, গফুর খাঁ জামে মসজিদের খতিব আলহাজ্ব বাকী বিল্লাহ্ সাদেকী, মিঠাছরা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব নিজামুল হক সাদেকী, বেলুয়ারদিঘী জামে মসজিদের খতিব আলহাজ্ব বেলাল হোসেন তাহেরী, মান্দার বাড়িয়া মহিলা মাদ্রাসার সুপার আলহাজ্ব মো. নুরুন্নবী।

    হাফেজ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্ল্যাহ চৌধুরী, পৌরসভার ০৮নং ওয়ার্ড় কাউন্সিলর ইলিয়াছ হোসেন লিটন, মাসিক মিরসরাই পত্রিকার উপ সম্পাদক ওয়াকিল বিন নিজাম, ওমান প্রতিনিধি তাজ উদ্দিন, মো. হারুন সহ এলাকার সামাজিক নেতৃবৃন্দরা।

  • মিরসরাইয়ে মারুফ স্কুলের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

    মিরসরাইয়ে মারুফ স্কুলের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় ( মারুফ স্কুলের) ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    সোমবার (৩০ জানুয়ারি) থেকে শুরু হয়ে বুধবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টায় তিনদিনব্যাপী এই ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনে মধ্যদিয়ে শেষ হয়।

    ১ম দিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কবির হোসেন। এ’সময় মিরসরাই ডায়াবেটিক হাসপাতালের চেয়ারম্যান ডা: মাঈনুল হোসেন সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। ওইদিন অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোমিন উদ্দিন ও সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাজিম উদ্দিন।

    ২য় দিন স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    ৩য় দিন গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়া উদ্দিন বাবলুর সঞ্চালনায় ও মিরসরাই পৌরসভার মেয়র মো: গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ফৌরদোস হোসেন আরিফ, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহির উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

    এসময় অতিথিরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৭৮ টি ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাজিম উদ্দিন জানান, শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সুপ্ত বিকাশের লক্ষ্যে এটি বাৎসরিক ধারাবাহিক কার্যক্রম। অত্র উপজেলায় একমাত্র আমাদের প্রতিষ্ঠান বৃহৎ পরিসরে তিনদিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকতা বজায় রেখেছে।

  • মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিক নিহত

    মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিক নিহত

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::মিরসরাইয়ের মিঠাছরা গাংচিল ফিলিং স্টেশন এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. রণি (২২) নামের এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন।

    বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত রণির বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায়।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ৯টার দিকে ঘটনাস্থলে সেভেন রিং সিমেন্টের একটি ট্রাক থেকে সিমেন্ট খালাশের কাজ চলছিলো। এসময় পাশে দাঁড়িয়ে থাকা সেভেন রিং সিমেন্ট বহনকারী ট্রাকের সহকারী রণিকে অপর একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    সিভেন রিং সিমেন্টের একজন বিপনন কর্মকর্তা নিজের নাম ও পদবী প্রকাশ না করা শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।

    অন্যদিকে মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর জানান, দুর্ঘটনার বিষয়টি তারা জানেন না। তবে খোঁজ নেয়ার চেষ্টা করছেন।

  • মিরসরাইয়ের ত্রাস ইকবাল ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেফতার

    মিরসরাইয়ের ত্রাস ইকবাল ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেফতার

    মিরসরাই প্রতিনিধি::::মিরসরাইয়ের মিঠাছড়া বাজার এলাকার চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক কারবারীর প্রধান হোতা ত্রাস ইকবাল ডাকাতি চেষ্টা মামলায় গ্রেফতার হয়েছে।

    মঙ্গলবার ( ৩১ জানুয়ারি) ভোরে মিরসরাই থানা এলাকায় এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।

    বিভিন্ন ভুক্তোভোগি ও অভিযোগ সূত্রে জানা যায়, সন্ত্রাসী ইকবাল মিঠাছড়া বাজার এলাকায় তার অনুসারীদের নিয়ে ধারাবাহিক অপরাধ কর্মকান্ডের নেতৃত্ব দিয়ে আসছে‌। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চুরি, ছিনতাই, ডাকাতি সহ মালামাল লুট, ইয়াবা, ফেনসিডিল ও গাজা ব্যাবসায় পরিচালনা করে আসছে। এছাড়া সরকারি খাস জমি দখল, ভূমি দস্যুতা, জবর দখল, অবৈধ স্থাপনা নির্মাণ সহ বেপরোয়া অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ভুক্তোভোগীরা থানায় ও আদালতে অভিযোগ করতেও ভয় পায় তার বিরুদ্ধে। নিরুপায় হয়ে কয়েকজন ভুক্তভোগী তার বিরুদ্ধে মিরসরাই থানা ও চট্টগ্রাম আদালতে একাধিক মামলা করে। এসব মামলায় বেশ কয়েকবার গ্রেফতার হয়ে ফের জামিনে এসে মামলার বাঁদিদের মামলা তুলে নিতে হুমকি দেয়ার অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া জামিনে এসেই ফের অপরাধ কর্মকান্ডের নেতৃত্ব দিয়ে থাকে। এসব অপরাধ কর্মকান্ডের মাধ্যমে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা অবৈধ আয় করে অর্ধ কোটি টাকার সম্পত্তি গড়ে তুলেছে।

    মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন জানান, সন্ত্রাসী ইকবালের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। মঙ্গলবার ভোরে তাকে একটি ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • মিরসরাইয়ে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে আটক ১

    মিরসরাইয়ে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে আটক ১

    মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাকালে রিয়াজুল ইসলাম (২৪) নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃত আসামী ভোলা জেলার লালমোহন থানার মো: আলী আজগর এর ছেলে।

    রোববার (২৯ জানুয়ারি) রাতে এ ঘটনায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় মামলা (নাম্বার ২২) দায়ের করেন ছাত্রীর মা।

    জানা গেছে, মিরসরাই উপজেলার দূর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী নিলুফা বেগম (ছদ্মনাম) স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে কৌশলে অপহরণ করার ছেষ্টা করেন রিয়াজুল ইসলাম (২৪)। স্কুল ছাত্রীকে কুমিল্লা কোটবাড়িয়া নেয়ার কথা বলে ঢাকাগামি সৌদিয়া পরিবহনের টিকিট কাটেন তিনি। মেয়েটির পরনে স্কুল ড্রেস ও কাঁধে স্কুল ব্যাগ দেখে স্থানিয়দের সন্দেহ হলে কাউন্টারের সহায়তায় তাকে আটক করে জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হয়। খবর পেয়ে কিশোরীর মা তার মেয়েকে উদ্ধার করে পরবর্তীতে বাদি হয়ে জোরারগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন।

    দূর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন জানান, স্কুুল থেকে বাড়ি যাওয়ার সময় পথে অপ্রাপ্ত বয়স্ক স্কুল ছাত্রীকে নিয়ে পালানোর চেষ্টা করে রিয়াজুল ইসলাম। পরে স্থানীয়দের সন্দেহ হলে তদের আটক করে থানা হেফাজতে দেয়া হয়।

    জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল আলম জানান, সোমবার দুপুরে ভিকটিম এর জবানবন্দি নেওয়ার জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহার এবং ভিকটিম এর দেওয়া জবানবন্দি অনুযায়ী তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আসামীকে চালান দেওয়া হয়েছে।

  • মিরসরাইয়ে আবুল কালাম স্যারের মহানুভবতা

    মিরসরাইয়ে আবুল কালাম স্যারের মহানুভবতা

    মিরসরাই প্রতিনিধি: একজন শিক্ষকের মহানুভবতা সমাজের জন্য শিক্ষনীয় হবে এটাই সাভাবিক। তবে বর্তমানে এমন মহানুভবতা বিরল হলেও মিরসরাইয়ের অবসর প্রাপ্ত শিক্ষক আবুল কালাম বিএসসি তার উজ্জল উদাহরণ হয়ে থাকবেন। অবসর প্রাপ্ত শিক্ষক আবুল কালাম বিএসসি গ্রামের মসজিদের জন্য দান করলেন ২৮শতক সম্পত্তি। যার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।

    জানাগেছে, মিরসরাইয়ের মায়ানী ইউনিয়নের দক্ষিণ সৈদালী আবুল কাশেম ভূঁইয়া জামে মসজিদের জন্য ২৮ শতক জমি তিনি দান করেন সাম্প্রতিক। তিনি মিরসরাই উপজেলার বামনসুন্দর উচ্চ বিদ্যালয় ও খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

    মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ পারভেজ বলেন, সমাজের মানুষ যখন অন্যের জমি জবর দখল করছে। সামান্য জমির জন্য হত্যা হামলা মামলা করে সর্বশান্ত হচ্ছে তখনি আবুল কালাম স্যারদের মতো মানুষ নিজের কোটি টাকার সম্পত্তি মসজিদের জন্য দান করছেন। এটা অনেকের জন্য শিক্ষনীয়, তার মহানুভবতা অন্যদের জন্য অনুকরনীয় হয়ে থাকবে।

    অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কালাম স্যারের স্ত্রীও একজন শিক্ষিকা ছিলেন। এছড়া বর্তমানে তার ৩ সন্তানও শিক্ষকতা পেশার সাথে জড়িত। প্রায় কয়েক দশক ধরে কালাম স্যারের পরিবার মিরসরাই উপজেলা জুড়ে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন। এমনকি মসজিদের জন্য জমি দান করে মহানুভবতার উদাহরণও হয়ে থাকবে এই পরিবার। মসজিদের জন্য জমি দান করায় মসজিদ কমিটি ও এলাকাবাসী উনার কাছে চির কৃতজ্ঞ থাকবে।

  • মিরসরাইয়ে পৃথক অভিযানে নারীসহ আটজন আটক

    মিরসরাইয়ে পৃথক অভিযানে নারীসহ আটজন আটক

    মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাই থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় নারী সহ আট আসামি গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
    রবিবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত থানা এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করাহয়।

    থানা পুলিশ জানায়, উপজেলার হাদিফকিরহাট এলাকা থেকে ৯’শ পিস ইয়াবাসহ সোনা মিয়া (৫০) কে আটক করা হয়। এছাড়া পৃথক অভিযানে সদর ইউনিয়নের মান্দার বাড়ীয়া গ্রাম থেকে জিআর পরোয়ানাভূক্ত আসামী বিবি আয়েশা(৪৫), স্বামী-আবুল খায়ের, সাজাত হোসেন সাকিব(২২), পিতা-আবুল হাসেম, আবুল হাসেম(৫০), পিতা-মৃত আব্দুল কুদ্দুছ কে গ্রেফতার করা হয়। ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রাম থেকে সিআর পরোয়ানাভূক্ত আসামী সালা উদ্দিন, পিতা-মৃত সালাম, ওয়াহেদপুর থেকে মাইনূল কবির(৩৮), পিতা- মৃত আবুল কাশেম, নিজামপুর এলাকা থেকে নাজির উদ্দিন, পিতা- মনির হোসেন ও মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের ফিরোজ খান, পিতা-মাহাফুজুর রহমানকে গ্রেফতার করে সোমবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • মিরসরাইয়ে মাটি কাটায় দুই জনের কারাদণ্ড

    মিরসরাইয়ে মাটি কাটায় দুই জনের কারাদণ্ড

    মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে রাতের আঁধারে কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার অভিযোগে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

    রবিবার (২৯ জানুয়ারি) রাত দেড়টায় উপজেলার ২নং হিংগুলী ইউনিয়নের হিংগুলী ব্রিজের উত্তর পাশে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান মোবাইলকোর্ট পরিচালনা করেন। এসময় মাটিভর্তি একটি ড্রাম্পার ট্রাক হাতেনাতে ধরার পর গাড়ির চালক মো. শহীদুল ইসলাম (৩২) কে ১ মাস এবং চালকের সহকারি (হেলপার) মেহেদী হাসানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। ঘটনাস্থল থেকে মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়।

    দন্ডপ্রাপ্ত মো. শহীদুল ইসলাম উপজেলার করেরহাট ইউনিয়নের সামনেরখিল গেরামার এলাকার আহছান উল্লাহ’র ছেলে ও মেহেদী হাসান একই ইউনিয়নের নতুন পাড়া গ্রামের বাসিন্দা।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান জানান, কৃষি জমির টপ সয়েল কাটা নিয়ন্ত্রণ করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে। এর আগে জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছিল। এবার জেল ও গাড়ি জব্দ করা হয়েছে। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরো কঠোর ব্যাবস্থা নেয়া হবে।

  • মিরসরাইয়ে ইটভাটা মালিক সমিতির সা:সম্পাদককে লাখ টাকা জরিমানা

    মিরসরাইয়ে ইটভাটা মালিক সমিতির সা:সম্পাদককে লাখ টাকা জরিমানা

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি::চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে রাতের আধারে পাহাড় কাটার দায়ে ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাহের হোসেন চৌধুরী সোহেল পরিচালিত এফবিবিআই ব্রিক ফিল্ডকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার মিরসরাই সদর ৯নং ইউনিয়নের তালবাড়িয়া রেললাইন এলাকায় এ অভিযান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন অভিযানটি পরিচালনা করেন।

    জানা গেছে, মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার রেললাইনের উত্তর পাশে অবৈধ ভাবে পাহাড়ের মাটি কেটে জামালের দোকান এলকায় এফবিবিআই ব্রিক ফিল্ডে নেওয়া হচ্ছিল। ইটভাটাটি মিরসরাই ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: মোজাহের হোসেন চৌধুরী হোসেল পরিচালনা করেন বলে জানা যায়। অবৈধ মাটিকাটার অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে হাতেনাতে প্রমান পাওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা করেন ওই ব্রিকফিল্ড কে। সাথে সাথে মাটি নিয়ে যাওয়ার জন্য তৈরিকৃত রাস্তাটিও বন্ধ করেন ।

    এব্যাপারে জানতে মোজাহের হোসেন চৌধুরীর ফোন নাম্বারে বার বার ফোন করে তাকে পাওয়া যায়নি। তবে ইটভাটা মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম খোকা জানান, কোন ইটভাটা মালিক যদি আইন অমান্য করে অবৈধভামে মাটি কাটে তার দায়ভার ইটভাটা মালিক সমিতি নিবেনা।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এফবিবি আই ব্রিক ফিল্ডকে মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

  • মিরসরাইয়ে ইসলামি আন্দোলনের মানববন্ধন

    মিরসরাইয়ে ইসলামি আন্দোলনের মানববন্ধন

    মিরসরাই প্রতিনাধি: বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও ইসলাম বিদ্ধেষী পাঠ্যক্রম প্রণয়নের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ।

    শুক্রবার (২৭ জানুয়ারী) জুমার নামাজের পর মিরসরাই প্রেসক্লাবের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

    অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম পশ্চিম জেলা ইসলামি ছাত্র আন্দোলন সভাপতি আহমেদ আল জাবের, এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম পশ্চিম জেলা সভাপতি মনজুর এলাহী, ইসলামি ছাত্র আন্দোলন মিরসরাই থানা শাখার সভাপতি মো: রিয়াজ, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন প্রমুখ।

    মানববন্ধনে ইসলামি আন্দোলনের জেলা উপজেলার বক্তারা জাতীয় পাঠ্যপুস্তকে বিকর্তীত বিষয় সমুহ বাদদিয়ে ৯২ শতাংশ ইসলামিক ভাবধারায় পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি জানান। সাথে সাথে ইসলমী চিন্তা চেতনা ও মুসলমানদের ইমান ধ্বংসের উদ্দেশ্যে প্রণিত পাঠ্যক্রমের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার জোর দাবি করেন। অন্যথায় রাজ পথে আন্দোলনের হুমকি দেন। মানববন্ধনটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়।