চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল বালিকা উচ্চ বিদ্যলয় সড়কের কাজ গত ২১ ফেব্রুয়ারী শুক্রবার উদ্ধোধন করা হয়েছে।এতোদিন এ সড়কটি সেমিপাকা ছিল।
৭শ’ মিটার কার্পেটিংকরণ কাজের উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আফসার চৌধুরী।
তিনি বলেন, এ রাস্তাটির কাজ সম্পন্ন হলে এ জনপদের যাতায়াত ব্যবস্থায় দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। এলাকার রাস্তাঘাট ভাল হলে দৈনন্দিন যাতায়াত ব্যবস্থাসহ সব কিছুরই পরিবর্তন হয়। এ সড়কটির কাজ সম্পন্ন হলে শুধুমাত্র শিক্ষার্থীর বিদ্যালয়ে যেতে অসুবিধা দুর হবেনা, কৃষকদের উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাবে।
সাংবাদিক কিরন শর্মা’র সভাপতিত্বে এবং মির্জাখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন বড়ুয়ার সঞ্চলনায় বক্তব্য রাখেন,সাবেক ব্যাংকার জাহিদুল হক চৌধুরী,মাস্টার আবু তাহের,সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সওদাগর,উপজেলা যুবলীগ নেতা সেলিম উদ্দিন চৌধুরী,আইয়ুব জমিদার মেম্বার,আব্দুল মজিদ মেম্বার,চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান,মহসিন চৌধুরী প্রমূখ।