Tag: মির্জা আজম

  • করোনার এই ক্রান্তিকালে ত্রাণ নিয়ে দুর্নীতি হলে কোন ক্ষমা নেই – মির্জা আজম

    করোনার এই ক্রান্তিকালে ত্রাণ নিয়ে দুর্নীতি হলে কোন ক্ষমা নেই – মির্জা আজম

    জামালপুর প্রতিনিধি : করোনার এই ক্রান্তিকালে কেউ ত্রাণ নিয়ে দুর্নীতি করলে কোন ক্ষমা নেই। সে যতোবড় প্রভাবশালী হোক না কেন, রেহাই পাবেনা।

    তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বচ্ছ ভাবে ত্রাণ বিতরণের অনিয়ম ঠেকাতে ওয়ার্ড ভিত্তিক ত্রাণ কমিটি করেছেন। তাই আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

    বৃহস্পতিবার সকালে মাদারগঞ্জ উপজেলার ত্রাণ কমিটির এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠিক সম্পাদক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি।

    তিনি বলেন, প্রত্যেক আওয়ামীলীগ কর্মীকে ৩ টি করে গাছ রোপন করতে হবে।

    উপজেলা অড়িটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, আওয়ামী লীগেএর সভাতি জীবন কৃষ্ণ সাহা, মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবিরসহ বিভিন্ন ইউনিয়ের চেয়ারম্যান ও ত্রাণ কমিটির সভাপতিবৃন্দ।

    ২৪ ঘণ্টা/এম আর/মেহেদি

  • মোহাম্মদ নাসিমের মৃত্যুতে মির্জা আজম এমপি’র শোক প্রকাশ

    মোহাম্মদ নাসিমের মৃত্যুতে মির্জা আজম এমপি’র শোক প্রকাশ

    জামালপুর প্রতিনিধি:আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৩ জুন) বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সকাল ১১টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

    মোহাম্মদ নাসিম এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

    মির্জা আজম মোহাম্মদ নাসিমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    মোহাম্মদ নাসিম ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা স্বাধীন বাংলাদেশের স্থপতিদের একজন জাতীয় চারনেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী এবং মা আমেনা মনসুর। মোহাম্মদ নাসিম ২০১৪-২০১৮ মেয়াদে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ১৯৯৬-২০০১ মেয়াদে স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন।

    মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    নাসিমের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হবে।

    আগামীকাল ১৪ জুন সকাল সাড়ে ১০টায় নাসিমের জানাজা বনানী মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মা আমিনা মনসুরের কবরে নাসিমকে সমাহিত করা হবে।

    ২৪ ঘণ্টা/এম আর/মেহেদি

  • ঈদ উপলক্ষে নুরুন্নাহার মির্জা কাশেম মেমোরিয়াল ট্রাস্ট’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ

    ঈদ উপলক্ষে নুরুন্নাহার মির্জা কাশেম মেমোরিয়াল ট্রাস্ট’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ

    জামালপুর প্রতিনিধি:মাদারগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর প্রয়াত ‘নূরুন্নাহার মির্জা কাশেম মেমোরিয়াল ট্রাস্টে’র’পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর এবং বৈশ্বিক মহামারী করোনাভাইরাস জনিত কারণে উপজেলার ৫শ’ কর্মহীন শ্রমজীবী, অস্বচ্ছল পরিবারের মধ্যে ১ হাজার করে ৫ লক্ষ নগদ অর্থ উপহার বিতরণ করা হয়েছে।

    শুক্রবার (২২ মে) বিকেলে বালিজুড়ী বাজারস্থ মির্জা আবুল কাশেম এর বাসভবন প্রাঙ্গণে তাঁর পুত্র ও ট্রাস্টের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি এসব নগদ অর্থ উপহার তুলে দেন।

    এসময় উপস্থিত ছিলেন মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব এবং মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, সচিব অর্থ মির্জা জিল্লুর রহমান শিপন ও ট্রাস্টি বোর্ডের নিবার্হী সদস্য মির্জা গোলাম মাওলা সোহেল প্রমূখ।

    উল্লেখ্যঃ গত বছরের অক্টোবর মাসে ‘নূরুন্নাহার মির্জা কাশেম মেমোরিয়াল ট্রাস্টে’ ট্রাস্টি বোর্ডে চেয়ারম্যান হিসাবে রয়েছেন মির্জা আজম,ভাইস চেয়ারম্যান মির্জা আনোয়ারুল ইসলাম, সদস্য সচিব মির্জা গোলাম কিবরিয়া কবির, যুগ্ম সচিব মির্জা গোলাম রব্বানী রিপন, সচিব অর্থ মির্জা জিল্লুর রহমান শিপন।

    ট্রাস্টি বোর্ডের অন্য নিবার্হী সদস্য হলেন, মির্জা গোলাম মাওলা সোহেল, মরিয়ম বেগম (মিনার), নূরজাহান বেগম (রুপা) মির্জা মাহবুবা মোস্তফা (সোমা)।
    ২৪ ঘণ্টা/এম আর/মেহেদী

  • মেলান্দহ উপজেলার দেড় হাজার ইমাম-মোয়াজ্জিনদের মধ্যে ঈদ উপহার বিতরণ

    মেলান্দহ উপজেলার দেড় হাজার ইমাম-মোয়াজ্জিনদের মধ্যে ঈদ উপহার বিতরণ

    জামালপুর প্রতিনিধি:করোনা পরিস্থিতি এবার তারাবিতে মুসল্লির সংখ্যা কম থাকায় আর্থিক সংকটে আছেন ইমাম,মুয়াজ্জিন ও খাদেমরা। এমন অবস্থায় ব্যক্তিগত অর্থায়নে তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

    আজ বৃহস্পতিবার (২১মে) দুপুরে মেলান্দহ উপজেলা প্রশাসনের আয়োজনে মির্জা আজম অডিটরিয়ামে উপজেলার ১হাজার ৫০০ ইমাম-মোয়াজ্জিন ও খাদেমদের মাঝে ১০কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি চিনি, ১কেজি লবণ,১ প্যাকেট সেমাই ও সাবানসহ খাদ্য সামগ্রী উপহার তুলে দেন মির্জা আজম এমপি।

    এসময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, উপজেলা নিবার্হী অফিসার তামিম আল ইয়ামিন, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ প্রমূখ।

    আলোচনা সভা শেষে দেশে করোনা ভাইরাস থেকে সুরক্ষায় পেতে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর/মেহেদী

  • মাদারগঞ্জ উপজেলাধীন সকল মসজিদের ১ হাজার ইমাম-মোয়াজ্জেমদের ঈদ উপহার বিতরণ

    মাদারগঞ্জ উপজেলাধীন সকল মসজিদের ১ হাজার ইমাম-মোয়াজ্জেমদের ঈদ উপহার বিতরণ

    জামালপুর প্রতিনিধি:করোনা পরিস্থিতিতে এবার তারাবিতে মুসল্লির সংখ্যা কম থাকায় আর্থিক সংকটে আছেন ইমাম-মুয়াজ্জিনরা।

    এমন অবস্থায় ব্যক্তিগত অর্থায়নে তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

    আজ বুধবার (২০মে)দুপুরে মাদারগঞ্জ মির্জা আজম অডিটরিয়ামে উপজেলার এক হাজার ইমাম ও মোয়াজ্জেমদের মাঝে ১১কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি চিনি, ১কেজি লবণ,১ প্যাকেট সেমাই ও সাবানসহ খাদ্য সামগ্রী উপহার তুলে দেন মির্জা আজম এমপি।

    এসময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নিবার্হী অফিসার আমিনুল ইসলাম, মাদারগঞ্জ সার্কেলে এএসপি সামিউল আলম ও মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির।

    ২৪ ঘন্টা/এম আর/মেহেদি