Tag: মিলনমেলা

  • এ জে ওয়াই এম এস উচ্চ বিদ্যালয় ৯৭ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

    এ জে ওয়াই এম এস উচ্চ বিদ্যালয় ৯৭ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

    গহিরা এ জে ওয়াই এম এস বহুমুখী উচ্চ বিদ্যালয় ৯৭ ব্যাচের মিলনমেলা শুক্রবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয় হাটহাজারী কুটুমবাড়ী রেস্টুরেন্টে।

    কে এম মঈনউদ্দীন জুয়েলের সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মোঃ জোবায়ের, কোরআন তেলোয়াত করেন খাজা জামশেদ, নাতে মোস্তফা পরিবেশন করেন কাজী মোঃ ওমর ফারুক।

    বক্তব্য রাখেন মোঃ মাসুক, গিয়াস উদ্দিন, উত্তম কুমার দাশ, মোঃ জাহেদ, মোঃ হেলাল, আরাফাত, মোঃ শাহাদাত, রবি, জামশেদ বিডি, সোহল রানা, মাসুম, ইকবাল, ইয়াসিন প্রমুখ।

    বক্তারা ৯৭ ব্যাচ কর্তৃক অনুষ্ঠিত গত বৎসরের সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। যারা এসব মহৎকর্ম করার জন্য সহযোগীতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান।

    পরে ২০২৩ সালের কর্ম পরিকল্পনা বর্ননা করা হয়।

    যাদের পরিশ্রমে অনুষ্ঠান সার্থক হয়েছে হেলাল, সোহেল রানা, নুর আজম এই তিন বন্ধুকে সকলে ধন্যবাদ জানান।

  • সীতাকুণ্ডে ১৯৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের জমকালো মিলনমেলা

    সীতাকুণ্ডে ১৯৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের জমকালো মিলনমেলা

    কামরুল ইসলাম দুলু : বন্ধুত্বে আলো, বন্ধুত্বে সয়; বন্ধুত্বে শক্তি, বন্ধুত্বে জয়। বন্ধুদের এই বন্ধনকে অটুট রাখতে এ্যালামনাই ৯৪ চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার উদ্যেগে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এক মিলনমেলার আয়োজন করেন।

    পুরানো সেই দিনের কথা ভুলতে না দিয়ে আবারো তারা মেতে উঠেন নতুন প্রাণসঞ্চারে। আনন্দ, হাসি, গান, কবিতা আর আড্ডায় এদিন শিক্ষার্থীরা শুধু তাদের পুরানো স্মৃতিকে স্মরণ করেননি, ভবিষ্যতেও একসাথে চলার প্রত্যয় ঘোষণা করেন। আর তাদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে পরিবার পরিজনরাও যুক্ত হন প্রাক্তন শিক্ষার্থীদের আনন্দ-উল্লাসে।

    শুক্রবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা বাঁশবাড়িয়া বীচে সেই পুরনো দিনেরই স্মৃতিচারণে মেতে উঠেন সবাই।

    অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের এডমিন উদয় চৌধুর, ফিরোজ হোসেন, সাইফুদ্দিন পারভেজ, জাহেদুল হাসান, ইঞ্জিনিয়ার কামরুদৌজা, সদস্য সচিব মোঃ ইসমাইল আলাউদ্দিন প্রমুখ।

    বিদ্যালয়ের ৯৪ ব্যাচের পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ ইসমাইল বলেন, ২৭ বছর পর স্কুলের ১৯৯৪ ব্যাচের বন্ধুরা বন্ধুত্বের টানে, শৈশবের মধুর স্মৃতিচারণায় এক ব্যতিক্রমধর্মী মিলনমেলার আয়োজন করেছে।

    প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি, স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়। জাঁকালো এ আয়োজনে ছিল চাঁটগাইয়া মেজবান, আলোচন ও পরিচিতি সভা, কুশল বিনিময়, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। দীর্ঘদিনের পুরনো বন্ধু, সতীর্থ, শিক্ষক-শিক্ষার্থীদের পেয়ে প্রাণ জুড়িয়েই শেষ হয় পুনর্মিলনী অনুষ্ঠান।

    পূণর্মিলনী অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলা ২৩ স্কুলের প্রায় তিনশত জন প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত হয়।

  • কেএসআরএম ‘র সহযোগিতায় ইস্ট ডেল্টায় চাকরিদাতা ও প্রত্যাশীদের মিলনমেলা

    কেএসআরএম ‘র সহযোগিতায় ইস্ট ডেল্টায় চাকরিদাতা ও প্রত্যাশীদের মিলনমেলা

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : ৩ হাজার চাকরিপ্রত্যাশী তরুণ ও ৩০টি দেশি-বিদেশি চাকরিদাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) আয়োজিত ‘প্লেসমেন্ট ডে ২০২০’।

    এতে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৩ শতাধিক আবেদনকারীর সরাসরি লিখিত ও মৌখিক পরীক্ষাও নেয়া হয়, যা মোট অংশগ্রহণকারীর ১০ শতাংশ।

    চট্টগ্রামে বসবাসরত তরুণদের ক্যারিয়ার গঠনে সহায়তা করার লক্ষ্যে শেঠ প্রপার্টিজ ও কেএসআরএম এর সহযোগিতায় আজ ২৫ জানুয়ারি শনিবার দিনব্যাপী এ চাকরি মেলা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের যে কোন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইস্ট ডেল্টাই প্রথম এ ধরণের মেলার আয়োজন করেছে।

    এতে মূল বক্তা বাংলাদেশের গুগলের প্রাক্তন কান্ট্রি ম্যানেজার কাজী মনিরুল কবির বলেন, জীবনের বাঁকে বাঁকে মানুষ অনেক সময় দিশাহারা হয়ে পড়ে। দিকনির্দেশনা দেয়ার জন্যও অনেকেই থাকলেও দিন শেষে নিজেকেই নিজের পথ খুঁজে নিতে হয়। ইডিইউ প্লেসমেন্ট ডে আয়োজন করে দিলেও, চাকরির যোগ্য হয়ে নিজের প্লেসমেন্ট নিজেকেই করতে হবে।

    বিশেষ অতিথি জুনকস কনসাল্টিংয়ের সহপ্রতিষ্ঠাতা, রবির কর্পোরেট ও পিপল এফেয়ার এর প্রাক্তন প্রধান মতিউল ইসলাম নওশাদ বলেন, বিশ্ববিদ্যালয় উন্নত হলে শিক্ষার্থী ও এর সাথে সম্পৃক্ত মানুষ উন্নত হয়। মানুষ উন্নত হলে দেশ উন্নত হয়। আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ভূমিকা দেশের ইতিহাস ও ভবিষ্যৎ রচনা করে।

    অনুষ্ঠানের গেস্ট অব অনার সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রামের মেধাবীদেরকে আঞ্চলিকতার গণ্ডি থেকে বের হয়ে ঢাকাসহ সারা বিশ্বে যাতে ক্যারিয়ার গড়তে পারে, তার লক্ষ্যেই এ আয়োজন। সফট স্কিল, ইমোশনাল ইন্টেলিজেন্স ও ডেটা এনালিটিক্স নিয়ে প্রশিক্ষণ দিয়ে ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দিতে পারে এমন শিক্ষার্থী হিসেবে গড়ে তুলছে ইডিইউ।

    এই প্লেসমেন্ট ডে’র মাধ্যমে এ দ্বার চট্টগ্রামের সবার জন্য খুলে দিয়েছি যাতে এ অঞ্চলের জনশক্তি বর্তমান চাকরির বাজারের উপযুক্ত হয়ে গড়ে উঠতে পারে। বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা এটি দায়িত্ব মনে করেছি।কে এস আর এম ২

    এতে প্রধান অতিথি ছিলেন ইডিইউর উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। তিনি বলেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে হবে। যাতে এ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই চট্টগ্রাম ও বাংলাদেশকে বিশ্ববাসী চিনতে পারে। এ দায়িত্ব মূলত শিক্ষার্থীদের।

    বাংলাদেশে পরিচালিত ৩০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে এক ছাদের নিচে এনে চাকরিদাতা ও প্রার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে সহযোগিতা করাই এ আয়োজনের উদ্দেশ্য। এছাড়া ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে দিনব্যাপী সেমিনারেরও আয়োজন ছিলো।

    এতে যোগদানকারী স্বনামধন্য ও উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো শেঠ প্রপার্টিজ, কেএসআরএম, টেরাকোটা, বিএসআরএম, এমজিএইচ, গ্রামীণফোন, প্যাসিফিক জিন্স, রবি, কনফিডেন্স সিমেন্ট, এপিক প্রপার্টিজ, এলিট পেইন্ট, দি সিটি ব্যাংক লিমিটেড, কেনপার্ক ও রিজেন্সি, ফ্রোবেল একাডেমি, পিটুপি, র‌্যাংকস এফসি প্রপার্টিজ, মাইডাস সেফটি, সিপিডিএল, ভিভো, আকাশ ডিটিএইচ (বেক্সিমকো গ্রুপ), মমতা, আইডিপি, ট্যালেন্ট ম্যানেজমেন্ট, বিওয়াইএলসি ও লিডস বাংলাদেশ।

    এ উৎসবের ডিজিটাল পার্টনার ছিলো প্রথমআলো ডটকম ও টেলিভিশন মিডিয়া পার্টনার একাত্তর টিভি, ফুড পার্টনার টেরাকোটা।

    এতে সভাপতিত্ব করেন ইডিইউর কোষাধ্যক্ষ অধ্যাপক সামস উদ-দোহা। স্বাগত বক্তব্য রাখেন ইডিইউর নেটওয়ার্কিং এন্ড প্লেসমেন্ট সেলের ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী।

    বক্তব্য রাখেন একুশে টিভির ব্যুরো প্রধান সাংবাদিক রফিকুল বাহার। এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইবিএম এর প্রাক্তন সিইও নাভিদ মাহবুব, তিনি পরবর্তীতে প্যানেল আলোচনায়ও অংশ নেন।

    প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন পদে নিয়োগ দিতে সিভি গ্রহণ এবং সরাসরি সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষা নেয়। এছাড়া, দর্শনার্থীরা প্রতিষ্ঠানগুলোতে চাকরির ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ও সুযোগ-সুবিধাসমূহ জানতে পারে। ইন্টার্নশিপের বিষয়েও অংশগ্রহণকারীদের জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।

    এসবের পাশাপাশি ইন্ডাস্ট্রিতে শীর্ষপর্যায়ে কর্মরত দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিগণ চাকরিপ্রাপ্তিতে বর্তমানে প্রতিষ্ঠানগুলো কি কি দক্ষতা আশা করে সে বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনামূলক প্যানেল ডিসকাশনে অংশ নেন।

    এদের মধ্যে ছিলেন- বিএসআরএম এর ট্যালেন্ট একুইজিশনের সিনিয়র ম্যানেজার ফাহমিনা আসাদ, হাইডেলবার্গ সিমেন্টের হেড অব এইচআর মো. আলমগীর, মাইডাস সেফটির এইচআর ম্যানেজার অতনু গুপ্ত, রেকিট বেনকিসার বাংলাদেশের এইচআরবিপি আবেদ উর রশীদ চৌধুরী, রবি আজিয়াটার এন্টারপ্রাইজ বিজনেস সল্যুশনের ভিপি রেজওয়ান আল ইসলাম, এলিট পেইন্টের এইচআর সিনিয়র জিএম মুরাদ হোসেইন, বিএসআরএম এর এইচআরবিপি ম্যানুফ্যাকচারিংয়ের ম্যানেজার মুহাম্মদ ইসমাইল ও ডব্লিউএমজিএস সার্ভিসেসের ফাংশনাল হেড শাহাবুদ্দিন মাহমুদ সগীর।

    দি সিটি ব্যাংক, রবি ও গ্রামীণ ফোন পৃথক ক্যারিয়ার সেশন পরিচালনা করেন। এর পাশাপাশি ব্রাকের এডুকেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার ও টেন মিনিট স্কুলের চিফ স্ট্রাটেজিস্ট সাকিব বিন রশীদ ‘ক্যারিয়ার টক’ শিরোনামে একটি সেশন পরিচালনা করেন।

  • সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী বহরদার বাড়ীর মিলনমেলায় আবেগ-উচ্ছাসের প্রাণ স্পন্দন

    সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী বহরদার বাড়ীর মিলনমেলায় আবেগ-উচ্ছাসের প্রাণ স্পন্দন

    কামরুল ইসলাম দুলু : পারিবারিক বন্ধন আমাদের গর্ব, প্রজন্মের পর প্রজন্ম ধরে পারিবারিক শিক্ষার শক্ত ভিক্তির উপর দাঁড়িয়ে ছিল আমাদের এই সমাজ, পরিবারের মঙ্গলের জন্য জীবনের সবটা সময় নিবেদিত করেছিলেন মা-বাবা।

    কালের পরিক্রমায় এই বন্ধন আজ হুমকির সন্মুখীন, ভেঙ্গে যাচ্ছে পরিবারের আদর্শ, মূল্যবোধ, ধুঁকছে সমাজ। আধুনিক ব্যস্ত জীবনে ফিরে আসুক পুরানো সেই পারিবারিক সম্প্রীতির বন্ধন।

    সেই লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হল সীতাকুণ্ড উপজেলার, ১০ নং ছলিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বহরদার বাড়ীর পারিবারিক মিলন মেলা।

    বহরদার বাড়ী কল্যাণ ষ্ট্রাস্ট কৃর্তক আয়োজিত শুক্রবার সমুদ্র উপকুলে অনুষ্টিত হয় দিনব্যাপী উক্ত মিলন মেলায় প্রায় ১০০ টি পরিবারের ৭০০ শত জন মানুষ অংশ নেন। ঐতিহ্যবাহী বহরদার বাড়ী কল্যাণ ট্রাস্টের উদ্যেগে ৭ বছর ধরে আয়োজন করে আসছে এই মিলন মেলা।

    শুক্রবার সকালে কেক কাটার মধ্যে দিয়ে শুরু হয় দিনব্যাপী নানা আয়োজন। গুণীজন সন্মাননা, মহিলাদের জন্য মিউজিক্যাল পিলো, পুরুষদের জন্য হাড়িভাঙ্গা, বাচ্চাদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুল শিক্ষার্থীদের পুরস্কার বিতরন, রক্তের গ্রুপ পরিক্ষা,চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‍্যাফেল ড্র।

    সকল দুঃখ-কষ্ট ভুল দিনব্যাপী আনন্দ-আড্ডা, সুখ-দুঃখের ভাগাভাগি ও গান-কৌতুকে মুখরিত হয়ে উঠে পারিবারিক মিলনমেলা।

    সাংস্কৃতিক আয়োজনে নৃত্য-তালের মূর্ছনায় আত্মীয়-স্বজনের আবেগ-উচ্ছাসের প্রাণ স্পন্দন আরো বাড়িয়ে দেয়।

    বহরদার বাড়ী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা কুতুব উদ্দীন আহমদ এফ সি এ বলেন, মানুষে মানুষে ভ্রাক্তিত্বের বন্ধন আরো মজবুদ করতে, সকল হিংসা-বিবাদ দুর করতে প্রতিবছরই আমরা এই মিলন মেলার আয়োজন করে আসছি। এছাড়া বহরদারবাড়ী কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন কল্যাণমূখী কাজগুলো করে থাকি।

  • ফৌজদারহাট কে.এম উচ্চ বিদ্যালয় ৯৯ ব্যাচের ২০ বছর পূর্তিতে মিলনমেলা

    ফৌজদারহাট কে.এম উচ্চ বিদ্যালয় ৯৯ ব্যাচের ২০ বছর পূর্তিতে মিলনমেলা

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী ফৌজদারহাট কে.এম উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৯ ব্যাচের ২০ বছর পূর্তিতে সাবেক শিক্ষার্থীদের সংগঠন ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার দিনব্যাপী এ পুনর্মিলনী ও মিলনমেলায় অনুষ্ঠানমালার মধ্যে ছিলো উদ্বোধন, স্মৃতিচারণ ও আলোচনা সভা, মধ্যাহ্নভোজ, শিক্ষক সম্মাননা, র‌্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পদক্ষিণ করে আবার স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়।

    সকাল থেকে সাবেক শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে স্কুল মাঠ। ঐতিহ্যবাহী বিদ্যালয়ের ওই ব্যাচের পুনর্মিলনী উৎসবে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব। সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল সাবেক শিক্ষার্থীদের।

    পুরোনো ক্যাম্পাসকে নতুন করে ক্যামেরাবন্দী করে রাখতে ছিল অনেক কসরত। প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন। সব ভেদাভেদ ভুলে সবাই একই মিশেলে মিলিত হন।

    সাবেক শিক্ষার্থীরা বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি, স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়। জাঁকজমকপূর্ণ এ আয়োজনের উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। তিনি বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন রচিত হয়। সুখ-দুঃখের স্মৃতি রোমন্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।ইউএনও মিল্টন রায়

    ছাত্র ছাত্রী পরিষদ ব্যাচ ৯৯ এর সভাপতি মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

    মুবিন উদ্দিন ও ইকরাম উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন, বিশিষ্ট সমাজ সেবক এ.কে.এম জাফর উল্লাহ, প্রিমিয়াম ট্রেড কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এস.এম নুরুন্নবী, তাহের এন্ড সন্স চেয়ারম্যান নেছার আহম্মদ, ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আরমান।

  • দুবাই মুশরিফ পার্কে রাউজান সমিতির মিলনমেলা অনুষ্ঠিত

    দুবাই মুশরিফ পার্কে রাউজান সমিতির মিলনমেলা অনুষ্ঠিত

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে: প্রবাসে ভ্রাতৃত্তবোধ বৃদ্ধি করতে সংযুক্ত আরব আমিরাতের রাউজান সমিতি দুবাই কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুবাই মাশরিক পার্কে গতকাল শুক্রবার (১০ জানুয়ারী) রাউজান বাসির মিলন মেলা ও বনভোজনের আয়োজন করা হয়।

    দিনব্যাপী এ মিলনমেলায় ত্রুীড়া প্রতিযোগিতা, দেশীয় খানাপিনা আলোচনাও পুরুস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানের আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী সভায় সংগঠনের সভাপতি খোরশেদ জামানের সভাপতিত্বে অনুস্টান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম । শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব কাজী ওমর গনি, ওয়াহেদুল মোস্তাফা, আলম উদ্দিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ তারেক প্রমুখ ।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আইন বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক মোহাম্মদ আইয়ুব, সংগঠনের সিনিয়র সহসভাপতি প্রকৌশলী মোরশেদ, নাজিম উদ্দিন আকাশ, জামাল উদ্দিন প্রমুখ।

    বক্তারা বলেন, এ ধরনের অনুস্টানের মাধ্যমে নিজ নিজ এলাকার প্রবাসীদের মাঝে ভাতৃত্ববোধ বৃদ্ধি করে। সাথে সাথে এলাকার গরীব অসহায় ও মেধাবীদের সাহায্য সহযোগিতায় এগিযে আসা যায়। তারা প্রতিকূল আবহাওয়ায় অনুস্টান সফল করাতে সকলকে ধন্যবাদ জানান। তারা সকলের সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান করার আশাবাদ ব্যক্ত করেন। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাজে পুরুস্কার বিতরন করা হয়।

  • আমিরাতে হাটহাজারী প্রবাসী সমিতির মিলনমেলা অনুষ্ঠিত

    আমিরাতে হাটহাজারী প্রবাসী সমিতির মিলনমেলা অনুষ্ঠিত

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে: প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবে সংযুক্ত আরব আমিরাত হাটহাজারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি।প্রবাসীদের কল্যাণে প্রবাসে বিভিন্ন সংগঠন।রয়েছে। সবারই লক্ষ্য উদ্দেশ্য হলো প্রবাসীদের কল্যাণে কাজ করা। ইউএই হাটহাজারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি সব সময় চেষ্টা করে যাচ্ছে প্রবাসীদের কল্যাণে কাজ করে যাওয়া। যা বিগত দিনেও করে আসছে।

    গতকাল দুবাই মুশরিফ পার্কে প্রবাসী হাটহাজারী কল্যাণ সমবায় সমিতি কর্তৃক আয়োজিত বাৎসরিক বনভোজন ও মিলন মেলার সভায় বক্তারা একথা বলেন।

    প্রবাসে সবাই একত্রিত হয়ে আনন্দ উপভোগ করার মন মানসিকতা থাকলেও অনেক সময় কর্মব্যস্ততার কারণে সেই সুযোগ হয়ে উঠে না। তাই বাংলাদেশের জাতীয় পর্যায়ে এক একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে একত্রিত হওয়ার সুযোগ হয়ে থাকে। তাই গতকাল দুবাই মুশরিফ পার্কে হাটহাজারী প্রবাসী সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত আনন্দ মিলনমেলা অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ রুপে ব্যতিক্রম। এটি একটি অরাজনৈতিক সংগঠন হওয়ায় দুবাই, সারজা,আজমান,আবুধাবি সহ প্রতিটি প্রদেশ থেকে স্বপরিবারে বিপুল প্রবাসী হাটহাজারী বাসীর উপস্থিতি ছিল অবাক করার মতো। পরিণত হয় অপূর্ব এক মিলনমেলায়। এই যেন মরুর বুকে ছোট্ট এক টুকরো বাংলাদেশ।

    দেশের ভালোবাসায় প্রবাসী হাটহাজারী বাসীদের একত্রিত করার লক্ষে এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজম্মকে দেশের সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে ধারণা দেওয়া ও উৎসাহিত করতে এই অনুষ্ঠানটি ছিল অত্যন্ত চমৎকার।

    সারাদিনের এই অনুষ্ঠানের আয়োজনে ছিল ছোট ছেলেমেয়েদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলা, কবিতা আবৃতি, কেরাত প্রতিযোগিতা বাংলা সংস্কৃতি ঐতিহ্যের নানারকম খেলাধুলা গান এবং আলোচনা সভা, ফ্রি রাফেল ড্র ও পুরষ্কার বিতরণ।

    দেশের ভাবমূর্তি উজ্জ্বলে পার্কের নিয়ম-কানুন মেনে দুপুরে খাবারের ব্যাপক আয়োজন সুশৃঙ্খল ভাবে চমৎকার পরিবেশন নজরকাড়ে পার্কে আসা আরবদেরও।

    অনুষ্ঠানে আলোচনা সভায় সমিতির সভাপতি এস এম মহিউদ্দিন বেলাল রনির সভাপতিত্বে ও মোহাম্মদ ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক কাজী মোহাম্মদ আলী, মোহাম্মদ আজম খান, মীর আহমদ, আনছারুল হক, অনুষ্ঠানের আহবায়ক আহমেদ জসিম উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ লিটন, সমিতির উপদেষ্টা মাহবুর আলম, আজম সিকদার, মফিজুর রহমান, আবিবুর রহমান, মোহাম্মদ শাহাজাহান, হেলাল চৌধুরী, মহিলা সম্পাদিকা সুরতাজ বেগম লাকি সহ নেতৃবৃন্দ। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • “আমরাই কিংবদন্তী ফেইসবুক গোষ্ঠী ইউএই’এর মিলনমেলা

    “আমরাই কিংবদন্তী ফেইসবুক গোষ্ঠী ইউএই’এর মিলনমেলা

    সংযুক্ত আরব আমিরাতের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক কেন্দ্রিক গ্রুপ “আমরাই কিংবদন্ত এস এস সি ২০০০ এবং এইচ এস সি ২০০২ “এর ২য় বর্ষ পুর্তি এবং ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে আমিরাতে অবস্থানরত কিংবদন্তীদের মিলনমেলা ও বনভোজন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার দুবাইয়ের বিখ্যাত মামজার পার্কে।

    সারা বাংলাদেশের বিভিন্ন স্কুল-কলেজে ২০০০ সালের এসএসসি এবং ২০০২ এইচএসসি শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত গ্রুপটি ২০১৭ সালের ১৫ নভেম্বর যাত্রা শুরু করে।

    বর্তমানে বিভিন্ন পেশাজীবির মিলিত এই ক্রমবর্ধমান গ্রুপটিতে বাংলাদেশেসহ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বর্তমানে প্রায় ২৮ হাজার সদস্যগণের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। হারিয়ে যাওয়া পুরনো সহপাঠীদের খুজে পাওয়া, দেশব্যাপী বন্ধুত্বপূর্ণ সম্প্রীতি বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা ছাড়াও গ্রুপটি সক্রিয়ভাবে বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ডে সক্রিয় ভুমিকা পালন করে আসছে।

    এছাড়াও কিংবদন্তীদের মাধ্যমে সমাজের যে কোন শ্রেনীর ব্যক্তিবর্গ সামাজকল্যান মূলক কর্মকাণ্ডে তাদের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যে কেউ স্বেচ্ছায় যেন অংশগ্রহণ করতে পারে সেজন্য গ্রুপটির www.amraikingbadanti.com নামে একটি ওয়েবসাইটও সকলের জন্য উন্মুক্ত রয়েছে।

    তারই ধারাবাহিকতায় পিছিয়ে নেই সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী কিংবদন্তীরাও। তাই গ্রুপটির ২য় বর্ষপুর্তি এবং ৩য় বর্ষে পদার্পণকে কেন্দ্র করে নানান আয়োজনে অনুষ্ঠিত করেন “আমরাই কিংবদন্তী ইউএই মিলন মেলা ও বনভোজন ২০১৯”।

    মিলনমেলায় প্রত্যক কিংবদন্তীর গায়ে ইউএই কিংবদন্তী লোগো যুক্ত টি শার্টের পাশাপাশি উল্লেখযোগ্য বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল  মধ্যাহ্নভোজ, ফুটবল খেলা, ঘুড়ি উড়ানো এবং সমুদ্র স্নান।

    দুবাইর আল মামজার পার্কে অনুষ্ঠিত এই মিলনমেলায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, আলআইন, আজমান, রাস আল খাইমা ও দুবাই থেকে আগত বিভিন্ন পেশাজীবির প্রবাসী কিংবদন্তীরা অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে বর্ষপুর্তি এবং নতুন বর্ষে পদার্পণ উপলক্ষে গ্রুপের সকল কিংবদন্তীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন- মুহাম্মদ ইলিয়াস, মাহফুজুর রহমান সাগর, মাহবুব সরকার ও মুহাম্মদ মুজাম্মেলসহ আরো অনেকে।