Tag: মিলল

  • নিখোঁজের ৪দিন পর আফ্রিকার মোজাম্বিকে মিলল বাঁশখালীর ইসলামের লাশ!

    নিখোঁজের ৪দিন পর আফ্রিকার মোজাম্বিকে মিলল বাঁশখালীর ইসলামের লাশ!

    চট্টগ্রাম ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকের প্রেম্বা এলাকা থেকে নিখোঁজ হওয়ার ৪ দিন পর সন্ধান মিলেছে প্রবাসি বাংলাদেশি নুরুল ইসলাম (৩০)র। তবে জীবিত নয়, তার গলাকাটা লাশের খোঁজ পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কল্যাণে।

    গতকাল ১৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেখে লাশটি উদ্ধার করে সেদেশের পুলিশ। তারা জানিয়েছে প্রেম্বা এলাকা থেকে অন্তত ৬শ কিলোমিটার দুরে মাতামিয়া পাহাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

    এর আগে গত ১২ সেপ্টেম্বর বাসা থেকে বের হয়ে ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন এ রেমিট্যান্স যোদ্ধা। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৬ নম্বর ওয়ার্ডের চাম্বল পাতালা মার্কেট এলাকার মুহাম্মদ হোসাইনের ছেলে বলে জানা গেছে। সে মোজাম্বিকের পালমা ডিস্ট্রিকের পালমাতে এক বাঙ্গালীর অধীনে চাকরি করত।

    নিহত নুরুল ইসলামের ছোট ভাই সাইফুল ইসলাম জানান, ‘ভিসা সংক্রান্ত কাজের জন্য শনিবার আমার বড় ভাই তার গাড়ি নিয়ে নিকটস্থ সরকারি দফতরের উদ্দেশ্য যান। এরপর থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। ব্যক্তিগত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

    তিনি বলেন, এই ব্যাপারে নিকটস্থ পুলিশ স্টেশনে অভিযোগ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) নিখোঁজের ৪ দিন পর বাংলাদেশ সময় বিকাল আনুমানিক ৪টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মাতামিয়া পাহাড়ি এলাকায় আমার ভাইয়ের গলাকাঁটা লাশের সন্ধান পাই।

    আফ্রিকা প্রবাসী অনেকেই ধারণা করছেন, মোজাম্বিকের প্রেম্বা শহরকে জনশুন্য করতে মূলত একটি জঙ্গিগ্রুপের সক্রিয় বাহীনি সবসময় তৎপর থাকে। স্থানীয়সহ প্রবাসী বাঙ্গালীদেরকে তারা ধরে নিয়ে যায় প্রায় ৬শ কিলোমিটার দুরে তাদের আস্তানা পালমা এবং মাতামিয়া পাহাড়ি এলাকায়।

    তারা জানিয়েছেন, সন্ত্রাসী গ্রুপের ওই জায়াগা স্থানীয় প্রশাসের নিয়ন্ত্রণের বাহিরে। তারা প্রতিনিয়ত লোকজনদের ধরে নিয়ে হত্যা করে এবং তারা নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতদের ছবি প্রচার করে।

    এদিকে প্রবাসি ব্যবসায়ি নুরুল ইসলামের গলাকাঁটা লাশ উদ্ধারের খবরে তার নিজ বাড়ী বাঁশখালীর পূর্ব চাম্বল মাঝর পাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।

    ২৪ ঘণ্টা/আর এস প্রিন্স

  • নিখোঁজের একদিন পর নিজ বাড়ির পুকুরেই মিলল সাংসদ নদভীর ভাইয়ের লাশ

    নিখোঁজের একদিন পর নিজ বাড়ির পুকুরেই মিলল সাংসদ নদভীর ভাইয়ের লাশ

    চট্টগ্রাম ডেস্ক : নিখোঁজ হওয়ার একদিন পর নিজ বাড়ির পুকুরেই মিলল সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর বড় ভাই আবুল ওয়াফা মো. শাহাবুদ্দীনের মরদেহ।

    আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে সাংসদ নদভীর গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার মাদার্শা গ্রামের পুকুর থেকেই মরদেহটি উদ্ধার করে তার স্বজনরা।

    মৃত্যুকালে শাহাবুদ্দিনের বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা আ ন ম সেলিম চৌধুরী। তিনি বলেন, গতকাল মঙ্গলবার দুপুর থেকে তার চাচা নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও পরিবারের কোন আত্মীয়-স্বজন তার খোজ দিতে পারেনি।

    আজ বুধবার ভোরে নিজ বাড়ির পুকুরেই চাচার মরদেহ ভেসে উঠে। চাচার মরদেহটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আজ রাত সাড়ে ৮টায় বাড়ির পাশের বাবুনগর প্রাথমিক বিদ্যালয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • ভারতের রাজধানীর নর্দমায় মিলল পচা গলা ১১ মরদেহ

    ভারতের রাজধানীর নর্দমায় মিলল পচা গলা ১১ মরদেহ

    উগ্র হিন্দুত্ববাদীদের তাণ্ডবের পর থেকে ভারতের রাজধানী দিল্লির নর্দমায় মিলছে লাশ। মঙ্গলবার পর্যন্ত গত পাঁচ দিনে ১১টি পচা গলা লাশ ভেসে উঠেছে।

    সব মিলিয়ে কয়েক দিনের ওই সহিংসতায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাড়ে ৩০০ জন।

    হিন্দুস্তান টাইমস বলছে, প্রতিদিনই হাসপাতালে স্বজনদের খোঁজে মানুষের ভিড় বাড়ছে। অনেকেই সারা দিন বসে থেকে দিন শেষে নিরাশ হয়ে বাড়ি ফিরছে।

    বিতর্কিত সিএএকে কেন্দ্র করে গত ২৩ ফেব্রুয়ারি থেকে দিল্লির উত্তর-পূর্বের বিভিন্ন শহরে দাঙ্গা-সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশের সামনেই শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদসহ মুসলিমদের অসংখ্য বাড়িঘর ও দোকানপাট বেছে বেছে আগুন ধরিয়ে দেয় উগ্রপন্থীরা।

    টানা তিন দিন ধরে চলে এ হামলা, অগ্নিকাণ্ড। ২৬ ফেব্রুয়ারি দিল্লির নর্দমায় প্রথম গোয়েন্দা বিভাগের কর্মকর্তা অঙ্কিত শর্মার লাশ ভেসে উঠেছিল। তাকে সহিংসতার মধ্যে উন্মত্ত জনতা পিটিয়ে হত্যা করেছিল বলে অভিযোগ তার পরিবারের।

    সর্বশেষ রোববার ও সোমবার নর্দমাতে পাওয়া গেছে পাঁচটি অজ্ঞাত মৃতদেহ। মরদেহগুলোর বেশির ভাগই পচে গেছে। ফলে তাদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। ডিএনএ পরীক্ষা করে এসব মরদেহের পরিচয় শনাক্ত করা হবে।

    তবে ভেসে ওঠা মৃতদেহগুলোর সবই দিল্লির সহিংসতায় নিহত কিনা, তা নিয়েও সন্দেহ প্রকাশ করছে পুলিশ।

    দিল্লিতে সংখ্যালঘু মুসলিমদের ওপর সাম্প্রদায়িক হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র প্রশাসনের তৈরি করা একটি অন্তর্বর্তী রিপোর্টে উঠে এসেছে।

    উত্তর-পূর্ব জেলার তৈরি ওই রিপোর্টে বলা হয়, এখন পর্যন্ত সহিংসতার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১২২টি বাড়ি, ৩২২টি দোকান এবং ৩০১টি গাড়ি।

    সোমবার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা জানান, চূড়ান্ত রিপোর্টে এই সংখ্যা আরও বাড়তে পারে। জানা যায়, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটদের অধীনে তৈরি ১৮টি দলের পেশ করা তথ্যের ভিত্তিতেই ওই অন্তর্বর্তী রিপোর্ট তৈরি করা হয়েছে।

    দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশে এই দলগুলো উত্তর-পূর্ব দিল্লির সহিংসতা বিধ্বস্ত এলাকাগুলোতে ‘ড্যামেজ অ্যাসেসমেন্ট সার্ভে’ চালিয়েছে।

    দাঙ্গার পর থেকে এখনও প্রায় ৭ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তাদের খোঁজে হাসপাতালে ছুটছেন স্বজনেরা। মর্গে নতুন কোনো লাশ এলে সেখানে দৌড়াচ্ছেন।

    গুরু তেজ বাহাদুর (জিটিবি) হাসপাতালে আসা সোনিয়া বিহারের বাসিন্দা পঙ্কজ বলেন, ‘আমার মা পুনম সিং এবং ভাগ্নে শাগুন ২৭ ফেব্রুয়ারি এ হাসপাতালে আসেন চিকিৎসার জন্য। তারপর থেকে তাদের খোঁজ মিলছে না। লোক নায়ক হাসপাতাল, জগপ্রদেশ চন্দ্র হাসপাতালেও খোঁজ নিয়েছি, পাইনি। আমার মায়ের ফোনও বন্ধ পাচ্ছি।’

  • বিমানের ৬ যাত্রীর কাছে মিলল ৯ স্বর্ণের বার ও ২৪০ কার্টন সিগারেট

    বিমানের ৬ যাত্রীর কাছে মিলল ৯ স্বর্ণের বার ও ২৪০ কার্টন সিগারেট

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ৬ যাত্রীর কাছে মিলল ৯টি স্বর্ণের বার ও ২৪০ কার্টন বিদেশি সিগারেট।

    বৃহস্পতিবার (৬ ফেব্রয়ারি) সকালে গোপন তথ্য মতে তল্লাশী চালিয়ে ৩ যাত্রীর প্যান্টের বেল্টের বকলেসে বিশেষ কায়াদায় লুকানো ৯টি স্বর্ণের বার এবং অপর ৩ যাত্রীর ব্যাগ তল্লাশী করে ২৪০ কার্টন সিগারেট উদ্ধারের তথ্য জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা।

    তথ্য নিশ্চিত করে বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম জানান, সকাল ১০টায় বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইটে দুবাই থেকে আসা ৬ যাত্রীর দেহ ও ব্যাগ তল্লাশী করে এসব স্বর্ণবার ও সিগারেট উদ্ধার করা হয়।

    তিনি বলেন, শুল্ক ফাঁকি দিতে ঘোষণা বহির্ভূতভাবে এগুলো আনা হয়েছিল। এ ঘটনায় প্রাথমিকভাবে ৬ যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ৬ জনের বিরুদ্ধে কাস্টমস আইনে আইনি ব্যবস্থা নেওয়া হবে বললেন এই কাস্টমস কর্মকর্তা।

  • শাহজালাল বিমানবন্দরে তরুণীর লাগেজে মিলল ১১ কেজি পেঁয়াজ!

    শাহজালাল বিমানবন্দরে তরুণীর লাগেজে মিলল ১১ কেজি পেঁয়াজ!

    ২৪ ঘন্টা ডেস্ক : চীন থেকে দামি প্রসাধনী বাদ দিয়ে বাবা মায়ের আবদার মেটাতে লাগেজ ভর্তি করে ১১ কেজি পেঁয়াজ নিয়ে দেশে ফিরছেন রিনি রাজীউন তিসা নামের এক তরুণী। ছুটি কাটিয়ে দেশে ফিরতে শাহজালাল বিমানবন্দরে তার লাগেজ খুলে ১১ কেজি পেঁয়াজ পাওয়া যায়।

    গতকাল শুক্রবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই তরুণীর লাগেজ খুলে পেঁয়াজ দেখে অবাক হয়ে যান বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা।

    তরুণী তিসা মূলত বাবা-মা পেঁয়াজ চাইলেন তাই অন্যসব বাদ দিয়ে চীন থেকে পেঁয়াজ নিয়ে আসার গল্প শুনালেন কাস্টমস কর্মকর্তাদের। তিসা জানিয়েছে সে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। কাজের একঘেয়েমিতা দূর করতে ছুটি পেলেই ঘুরে বেড়ান দেশ-বিদেশে। গত ১৪ নভেম্বর ছুটি পেয়ে চীনে গিয়েছিলেন এই ভ্রমণপিপাসু তরুণী।

    তিসা জানালেন, দেশে ফেরার আগে ফোনে বাবা-মাকে জিজ্ঞেস করি কী আনব তোমাদের জন্য? বাবার জবাব, কিছুই লাগবে না। তবে যদি আনতেই চাও, তো কয়েক কেজি পেঁয়াজ নিয়ে এসো। শুনেছি ওখানে পেঁয়াজের দাম অনেক কম। ঢাকায় পেঁয়াজের দাম ২৫০ টাকা হয়েছে।

    বাবার এমন কথা না মেনে পারলেন না তিসা। ফেরার আগে সোজা চলে যান একটি মুদি দোকানে। গিয়ে দেখেন ১১ কেজি পেঁয়াজ অবশিষ্ট রয়েছে সেই দোকানে। সব পেঁয়াজই কিনে নেন তিনি।

    তিসা জানান, অন্য কোনো উপহার না কিনে বাংলাদেশি টাকায় প্রতি কেজি ৩৮ টাকা দরে ১১ কেজি পেঁয়াজ কিনে বাবা-মাকে উপহার দিয়েছি। ঢাকায় বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা সেই পেঁয়াজ দেখে যেমন মুচকি হেসেছিলেন চীনের ওই বিক্রেতাও সেভাবেই হেসেছেন।

    তিসা জানান, চীনের ওই দোকানের বিক্রেতা আমার পেঁয়াজ কেনা অবাক হয়ে দেখেছিল। ১১ কেজি হবার পর একটা পেঁয়াজ বেশি ছিল, সেটাও গিফট হিসেবে দিয়ে দেয় সে। কোনো বিদেশি ভ্রমণে গিয়ে এত পেঁয়াজ কিনেছে এটা নাকি তার প্রথম অভিজ্ঞতা।

    তিসা আরও জানান, দেশের বাইরে ভ্রমণে গেলে সেখান থেকে বাবা-মার জন্য উপহার কিনে এনেছি অনেকবারই। তারা খুশিও হয়েছেন। কিন্তু এবার পেঁয়াজ পেয়ে তারা যতটা খুশি হয়েছেন এতটা খুশি হতে দেখিনি কখনও।