Tag: মিস ইউনিভার্স

  • মিস ইউনিভার্সের সেরা ২০ এ ছিলেন শিলা

    মিস ইউনিভার্সের সেরা ২০ এ ছিলেন শিলা

    মিস ইউনিভার্স ২০১৯ প্রতিযোগিতায় সেরা ২০ এ ছিলেন বাংলাদেশের প্রতিযোগী শিরিন আক্তার শিলা। সেরা হওয়ার মনোবাসনা নিয়ে তিনি সেখানে গেলেও প্রতিযোগীতার চূড়ান্ত ফল দেখে অসন্তোষ্ট নন তিনি। বরং যতটুকুন পেয়েছেন তার তৃপ্তী নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পক্ষে শিলা।

    চূড়ান্ত প্রতিযোগিতা শেষ হওয়ার পর ম্যাসেঞ্জারে শিলা যুক্তরাষ্ট্রের জার্জিয়ার আটলান্টা থেকে বলেন, এখানে যারা অংশ নিয়েছেন সবাই নিজ নিজ দেশ থেকে সেরা হয়ে এসেছেন। আমি চেষ্টা করেছি বাংলাদেশকে সবার সামনে উপস্থাপন করতে। যতটুকুন এগোতে পেড়েছি তার অভিজ্ঞতা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।

    এবারের প্রতিযোগিতায় শিরিন আক্তার শিলা আলোচনায় এসেছেন ‘মিস ইউনিভার্স ন্যাশনাল কস্টিউম’ ইভেন্টে লাল জামদানি শাড়ি ও রিকশার হুড পরে। রিকশার হুডে শোভা পেয়েছে ঐতিহ্যবাহী রিকশা পেইন্ট। ইতিমধ্যে এই পোশাক বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে রিকশার হুডকে যে পোশাকের অংশ হিসেবে ব্যবহার করা যায়, সেটা আগে কেউ এভাবে ভাবেনি। দুই কানে শোভা পেয়েছে ‘ক’ বর্ণের ঝোলানো দুল। গলায়ও ঝুলেছে বাংলা বর্ণমালা।

    মিস ইউনিভার্সের মঞ্চে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের শিরিন শিলার এই পোশাক দারুণ সমাদৃত হয়েছে। বাংলাদেশের মানুষ তার ইনস্টাগ্রামের ছবির নিচে মন্তব্য করেছেন, ‘হৃদয় জয় করে নিলে’, ‘এভাবেও বাংলাদেশের পোশাক আর সংস্কৃতির প্রতিনিধিত্ব করা যায়!’, ‘অসম্ভব সুন্দর দেখাচ্ছে তোমাকে, আমি গর্বিত’ ইত্যাদি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে তৃতীয় বর্ষে অধ্যয়নরত।

    অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টার টাইলর পেরি স্টুডিও, ৮ ডিসেম্বর রাতে উপস্থাপক ঘোষণা করলেন, মিস ইউনিভার্স ২০১৯ হলেন, ২৬ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার সুন্দরী জোজিবিনি তুনঝি। আর ছুটে এলেন গত আসরের বিজয়ী ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে। জড়িয়ে ধরলেন, পরিয়ে দিলেন মিস ইউনিভার্স ২০১৯–এর বিজয়ীয় মুকুট। পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে উঠে এসেছে আলো ঝলমলে সেই রাত।

    প্রথম রানারআপ মিস পুয়ের্তো রিকো ম্যাডিসন অ্যান্ডারসন ও তৃতীয় হয়েছেন মিস মেক্সিকো সোফিয়া আরগান। ৯০টি দেশের ৯০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয় এই আসর। সেখান থেকে সেমিফাইনালে উঠে আসেন ২০ জন। যার মধ্যে ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিন আক্তার শিলা। তবে সেরা দশে স্থান পাননি তিনি।

    সেরার মুকুট মাথায় পরার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তুনঝি বলেন, ‘আমি এমন এক দেশে বেড়ে উঠেছি, যেখানে প্রায় সব নারী দেখতে আমার মতো, সেখানকার সবার ত্বক ও চুল আমার মতোই, তবে সেখানে কখনো কাউকে এ জন্য সুন্দর মনে করা হয় না।’ তিনি শেষ প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি মনে করি, এখন এটি থামানোর সময় এসে গেছে। আমি চাই শিশুরা আমার দিকে তাকাবে, আমাকে দেখতে চাইবে।’

    মিস ইউনিভার্স ২০১৯–এর মুকুটজয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে জোজিবিনি তুনঝি বলেন, ‘আমি শৈল্পিক। কালোর ভেতর সৌন্দর্য খুঁজে পেতে সমাজের অনেক দিন লেগে গেল। কিন্তু আশার কথা হলো, তবু তো দেরিতে হলেও এই সৌন্দর্য চোখে পড়ল পৃথিবীর! এভাবে কালো বর্ণের নারীরা সমাজে নিজেদের স্থান করে নেবে। কালো নতুনভাবে সৌন্দর্যের অর্থ তৈরি করবে। দক্ষিণ অফ্রিকা সম্পর্কে মানুষের ধারণা বদলে যাবে।’

    এরপর জোজিবিন তুনঝি আরও বলেন, ‘আমরা যা করি, আমাদের প্রতিটা কাজ ফিরে আসে। প্রতিফলন থাকে। তাই আমরা সবাই মিলে যদি পরিবর্তনের কথা বলি, তবেই বদলে যাবে পৃথিবী।’

    জোজিবিনি তুনঝি দক্ষিণ আফ্রিকার তসলো শহরে বাস করেন, পেশায় জনসংযোগ কর্মকর্তা। তিনি মূলত নারী সহিংসতা নিয়ে কাজ করেন। মিস ইউনিভার্সের অফিশিয়াল পেজে তার বায়োতে লেখা হয়েছে, ‘তার সমস্ত সামাজিক কর্মকাণ্ড জেন্ডার বিষয়ে মানুষের প্রথাগত ধারণা বদলানোর জন্য। তিনি স্বাভাবিক সৌন্দর্যের আধার। নারীরা যে যেমন, তিনি তাদের সেভাবেই আত্মবিশ্বাসী আর সুন্দর হতে পরামর্শ দেন।

  • আফ্রিকার জোজিবিনি মিস ইউনিভার্স খেতাব জিতেছেন

    আফ্রিকার জোজিবিনি মিস ইউনিভার্স খেতাব জিতেছেন

    মিস সাউথ আফ্রিকা জোজিবিনি তুনজি (২৬) ২০১৯ সালের মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন।

    রোববার রাতে আটলান্টায় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে ২০১৮সালের মিস ইউনিভার্স ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে অনুষ্ঠানে তুনজি’র মাথায় সেরার মুকুট পরিয়ে দেন।

    এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন মিস পুয়ের্তোরিকো ম্যাডিসিন অ্যান্ডারসন এবং দ্বিতীয় রানার আপ মিস মেক্সিকো সোফিয়া আরাগন।

    তুনজি তার সমাপনী বক্তব্যে নারীর ক্ষমতায়তন নিয়ে কথা বলেছেন। তিনি ক্ষমতায়নের জন্যে নারীদের নিজেদের প্রতি আস্থাশীল হওয়ার আহ্বান জানান।

    তুনজি বলেন, আমি এমন এক বিশ্বে বেড়ে উঠেছি যেখানে আমার মতো গায়ের রঙ এবং চুলের মেয়েদের সুন্দরী হিসেবে বিবেচনা করা হয়না। কিন্তু এখন সময় এসেছে এ পরিস্থিতি বদলানোর।

    আটলান্টার টেইলর পেরি স্টুডিওতে মিস ইউনিভার্সের ৬৮তম এই আসরে তুনজি ৯০ জন প্রতিযোগিকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন।

  • ঢাকায় সুস্মিতা সেন

    ঢাকায় সুস্মিতা সেন

    এবারই প্রথম আয়োজিত হচ্ছে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ। এ প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালনের জন্য ঢাকায় এসেছেন সাবেক মিস ইউনিভার্স বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।

    বুধবার (২৩ অক্টোবর) ঢাকায় এসে পৌঁছান তিনি ।

    সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’-এর চূড়ান্ত পর্বের বিচারক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি বিজয়ীর মাথায় ক্রাউন পরিয়ে দিবেন সুস্মিতা সেন।

    ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ চূড়ান্ত পর্বে অংশ গ্রহণ করবেন সেরা দশ প্রতিযোগী। সুস্মিতা সেনের সঙ্গে বিচারক হিসেবে থাকছে সংগীতশিল্পী তাহসান খান, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, টুটলি রহমান, রুবাবা দৌলা ও ফারজানা চৌধুরী। মঞ্চে প্রতিযোগীরা বেশ কিছু কোরিওগ্রাফিতে অংশ নেবেন।

    প্রতিযোগিতায় যিনি বিজয়ী হবেন তিনি অংশ নেবেন ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার মূল আসরে। চলতি বছরের ১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় বসবে এই আসর।

    উল্লেখ্য, ১৯৯৪ সালের ‘মিস ইউনিভার্স’ খেতাব জিতেছিলেন সুস্মিতা সেন।