Tag: মীর মোহাম্মদ নাসির উদ্দিন

  • বিএনপি নেতা মীর নাসির ও মীর হেলালের বিরুদ্ধে রায়ের প্রতিবাদ

    বিএনপি নেতা মীর নাসির ও মীর হেলালের বিরুদ্ধে রায়ের প্রতিবাদ

    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী জননেতা এডেভোকেট মীর মোহাম্মদ নাসির উদ্দীন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলার রায় বহাল রাখায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

    যৌথ বিবৃতিতে চট্টগ্রাম মহানগর যুবদল নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামীলীগ সরকার আদালতকে ব্যবহার করে বিএনপিসহ বিরোধী মতের নেতাদের দমন করছে। তারই অংশ হিসাবে বিশ্বস্থ ও জনপ্রিয় নেতাদের রাজপথ থেকে দূরে রাখার ষড়যন্ত্র করে নির্বাচনে অযোগ্য করার নীল নকশা বাস্তবায়ন করছে, যা কখনো সফল হবে না।

    ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি রাজপথে আন্দোলনের মাধ্যমে বিএনপিসহ দেশবিরোধী সকল প্রকার ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিবে।

  • দুর্নীতির মামলা:মীর নাসির ও মীর হেলালের সাজা বহাল

    দুর্নীতির মামলা:মীর নাসির ও মীর হেলালের সাজা বহাল

    দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ১৩ বছরের কারাদণ্ড ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের ৩ বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।

    মঙ্গলবার বিকালে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। রায়ের কপি পাওয়ার তিন মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

    ২০০৭ সালের ৬ মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুদক।

    এ মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই এক রায়ে মীর নাসির উদ্দিনকে ১৩ বছর এবং তার ছেলে মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন।