Tag: মুক্তি

  • তারেকের বন্ধু মামুন মুক্তি পেল চার ঘন্টার জন্য

    তারেকের বন্ধু মামুন মুক্তি পেল চার ঘন্টার জন্য

    ২৪ ঘন্টা ডেস্ক : মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য কারাগার থেকে চার ঘণ্টার জন্য প্যারলে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবসায়িক সহযোগী গিয়াসউদ্দিন আল মামুন।

    বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। মামুনের পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

    ১২ বছর ধরে কারাগারে থাকা মামুন প্যারলে মুক্ত হয়ে রাজধানীর শের-ই বাংলা নগরে শুক্রাবাদের বাসায় যাবেন। শুক্রাবাদ জামে মসজিদে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে।

    গতকাল বুধবার ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ছাড়েন মামুনের মা মোসাম্মত হালিমা খাতুন। মামুনের ভাই বিএনপির সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম বিষয়টি জানিয়েছিলেন।

    এর আগে গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট বরাবর গিয়াস আল মামুনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদনটি করেন মামুনের বড় ভাই মো. জালাল উদ্দিন রুমি।

    কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুব আলম গতকাল জানিয়েছেন, ‘গিয়াসউদ্দিন আল মামুনকে প্যারোলে মুক্তি দেওয়ার কাগজপত্র আমাদের হাতে এসে পৌঁছেছে। প্যারোলের শর্ত হিসেবে তিনি নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারবেন না, সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকবেন এবং সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কারাগারে এসে পৌঁছাবেন।

    বিএনপি নেতা তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুন জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের ৩১ জানুয়ারি যৌথবাহিনীর হাতে গ্রেফতার হন। তখন থেকেই তিনি কারাগারে আছেন।

    লন্ডনে অর্থ পাচার মামলায় গত ২৪ এপ্রিল মামুনের সাত বছর কারাদণ্ড দেয় ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন। একইসঙ্গে তার ১২ কোটি টাকা অর্থদণ্ডও করা হয়।

    এটি ছাড়াও অস্ত্র নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আগে মামুনের ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়। আরও একটি অর্থপাচার মামলায় মামুনের কারাদণ্ড হয়েছে সাত বছর। এছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১৩ বছর কারাদণ্ড হয় তারেক রহমানের বন্ধু মামুনের।

    তবে আবেদনে বলা হয়, বর্তমানে সকল মামলায় মামুন জামিনে থাকলেও তার বিরুদ্ধে পিডব্লিউ ইস্যু থাকায় তার জামিন কার্যকর হয়নি।

    তাই মাকে শেষ বারের মতো দেখতে এবং তার জানাজা ও দাফনে অংশ নিতে পরিবারের পক্ষ থেকে গিয়াসউদ্দিন আল মামুনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে।

    ২৪ ঘন্টা/আরএস..