Tag: মুক্তিযুদ্ধ মঞ্চ

  • রাউজান পৌর নির্বাচনে মেয়র পদে পারভেজের সমর্থনে মুক্তিযুদ্ধ মঞ্চের মতবিনিময় সভা

    রাউজান পৌর নির্বাচনে মেয়র পদে পারভেজের সমর্থনে মুক্তিযুদ্ধ মঞ্চের মতবিনিময় সভা

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজান পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতে গিয়ে অনেকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। জনগণের দোয়া ও ভালোবাসা ছিল বিধায় আমি এখনো বেঁচে আছি। দলের দুঃসময়ে নিজের জীবনের সর্বোচ্চ ত্যাগ দিয়ে মাঠে থেকেছি। কখনো অপশক্তির কাছে মাথা নত করিনি।

    রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে করোনা পরিস্থিতিতে সব সময় জীবনের ঝুঁকি উপেক্ষা করে মানুষের জন্য কাজ করেছি। আমি পৌরবাসীর সুখে-দুঃখে সব সময় পাশে ছিলাম। আমি চাই দলের মনোনয়ন নিয়ে নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়ে পৌরবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে।

    বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে তার সমর্থনে আয়োজিত রাউজান উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

    মুক্তিযুদ্ধ মঞ্চে রাউজান উপজেলার সভাপতি বেলাল হোসেন সিফাতের সভাপতিত্বে ও শফিউল হোসাইন সম্রাটের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আ.লীগের সিনিয়র-সহ সভাপতি আনোয়ারুল ইসলাম।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপ দপ্তর সম্পাদক হাসান মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, রাউজান পৌরসভার ৬ নং ওয়ার্ড কমিশনার এ্যাড. সমীর দাশ গুপ্ত, উপজেলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য, সুপ্রিম কোর্টের সহকারি এটর্নি জেনারেল এ্যাড.অপূর্ব ভট্টাচার্য, রাউজান ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোজাফ্ফর সালাম মুবিন, রাউজান পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, মুছা আলম খান, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি সারজু মোঃ নাছের, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো আলমগীর, বিনাজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাচ্চু, রাউজান পৌরসভা যুবলীগের সহ সভাপতি ফরহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ খান, উত্তরজেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দিপলু দে দীপু, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, রাউজান উপজেলা ছাত্রলীগ সভাপতি (দ.) জাহেদুল আলম, সাধারণ সম্পাদক মো সালাউদ্দিন, রাউজান পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মোঃ এরশাদ।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ, রাউজান উপজেলা সহ সভাপতি মো একরাম,যুগ্ম সাধারণ সম্পাদক বাবলা বড়ুয়া, মাইকেল বড়ুয়া, অন্তু দে, সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত দাশ অন্তু, সাইম উদ্দিন শাহ, বাদশা আলম জুয়েল, দপ্তর সম্পাদক রিয়াদ হোসেন অন্তর, জিসান, মো আসিফ, মো আলাউদ্দিন, তওহিদ, কুতুব উদ্দিন, ছাত্রনেতা শাহদাত, রাকিব প্রমুখ।

  • ভিপি নুরের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা

    ভিপি নুরের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। হামলায় ডাকসুর ভিপি নুর, সমাজসেবা সম্পাদক আখতারসহ কয়েকজন আহত হয়েছেন।

    আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের পাদপদেশে এ হামলার ঘটনা ঘটে।

    ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) ও নতুন নাগরিকত্ব আইনের (ক্যাব) প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে চলা এক সমাবেশে তার ওপর এ হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে সমাবেশে ভিপি নুর বক্তব্য দেয়া শুরু করেন। তিনি মুক্তিযুদ্ধ মঞ্চকে ভারতের দালাল বলে অভিহিত করেন।

    তখন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নুরের ওপর হামলা চালানো হয়। বুলবুল বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। এতে সমাবেশে উপস্থিতরা ভিপি নুরকে রক্ষার চেষ্টা করেন।

    হামলায় ভিপি নুর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

    ঢাকা মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক ডা. মোহা. আলাউদ্দিন জানান, নুরের একটি আঙুল সামান্য ফাটল দেখা গেছে।

  • মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম উত্তরজেলার সভা অনুষ্ঠিত

    মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম উত্তরজেলার সভা অনুষ্ঠিত

    মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম উত্তরজেলা শাখার কার্যকরী কমিটির ২য় সভা সোমবার (১৮ নভেম্বর) মুরাদপুর জামান হোটেলে মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম উত্তরজেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসাইন এবং সাধারণ সম্পাদক অসীক দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রকিবুল হাসান দিনার,আবদুল্লাহ আল মাসুদ,রায়হানুল হক, যুগ্ম – সাধারণ সম্পাদক সৈকত চন্দ্র দাশ,গোলামুর রহমান রাজু, জ্যাকসন বড়ুয়া জিকু, তৌফিকুল, সাংগঠনিক সম্পাদক, মো: শোয়েব, জিয়াউল হক তালুকদার, দ্বীপ দে বাবু, সাগর বড়ুয়া, প্রচার সম্পাদক ছদর উল্লাহ পারভেজ, দপ্তর সম্পাদক মিনহাজ করিম,মোঃ সোহেল, নাজমুল হোসেন, শাহাদাত হোসেন, এনায়েত কমল, সৈকত চৌধুরী, আবু ছালেহ, আশরাফুল আরেফিন, শেখ মোঃ ইয়াছিন মীম, মংসিং মারমা, নীলাভ বাপ্পি মজুমদার, মোঃ হাসান, মঈনুদ্দীন হেলালী, আবদুস শুক্কুর রুবেল, মোঃ আনিসুর রহমান, শুকান্ত দাশ, মোঃ দিদারুল আলম রুবেল,রায়ান চৌধুরী, মাসুম ভূইয়া, একরামুল হক,অর্পন পাল, মোঃ রহিম, মোঃ আরিফুল ইসলাম, শেখ শরফুদ্দীন রমি, আরমান হোসেন মুন্না, জামাল উদ্দিন প্রমুখ।

    এতে বক্তব্যের মাধ্যমে সংগঠনকে আরো গতিশীর করার জন্য জননেত্রী শেখ হাসিনার দৃঢ় প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতিকে বাস্থবায়নের লক্ষ্যে ত্যাগী, পরিশ্রমিক ও যোগ্যতা মূল্যায়িত করে প্রত্যাকটি সাংগঠনিক ওয়ার্ডে কমিটি দেওয়া হবে। আগামী ২ দিনের মধ্যে প্রত্যকটি উপজেলায় সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করে আগ্রহীদের মাঝে ফরম বিতরণ কার্যক্রম শুরু হবে এবং আগামী ২ ডিসেম্বর  সংগঠনের পক্ষ থেকে শীত বস্ত্রাদি বিতরণের সিদ্ধান্ত গ্রহন করা হয়।