Tag: মুক্তিযোদ্ধা

  • সাংসদ মোস্তাফিজের বহিষ্কার দাবিতে এবার রাস্তায় নামলেন লোহাগাড়ার মুক্তিযোদ্ধারা

    সাংসদ মোস্তাফিজের বহিষ্কার দাবিতে এবার রাস্তায় নামলেন লোহাগাড়ার মুক্তিযোদ্ধারা

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর সংসদ সদস্য পদ বাতিল এবং আওয়ামী লীগ থেকে তাঁকে বহিষ্কারের দাবি নিয়ে রাস্তায় নামলেন লোহাগাড়ার মুক্তিযোদ্ধারা।

    এসময় তাদের সাথে একাত্মতা ঘোষণা করে কর্মসূচিতে যোগ দেন মুক্তিযোদ্ধা পরিবাবের সদস্যগণ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যগণ এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতাকর্মীগণ।

    আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে লোহাগাড়া উপজেলা পরিষদ সম্মুখস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অনুষ্টিত মানববন্ধন থেকে এ দাবি জানান মুক্তিযোদ্ধারা। লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

    মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আখতার আহমদ সিকদার, যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার মোস্তাফিজুর রহমান চৌধুরী, ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আব্দুল হাকিম চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য ইউপি সদস্য কাউছার আলম ও ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাদ্দাম প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা, বাশঁখালীর সাংসদ মোস্তাফিজুর রহমানের সংসদ সদস্য পদ বাতিল এবং দল থেকে তাকে বহিষ্কারের দাবি জানান। মানববন্ধন ও সমাবেশ শেষে মুক্তিযোদ্ধারা একই দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

    উল্লখ্য, গত সোমবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে শান্তিপূর্ণ মানববন্ধনে বাশঁখালীর এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর নির্দেশে সন্ত্রাসী বাহিনী কর্তৃক মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও মুক্তিযোদ্ধার সন্তানদের উপর বর্বরোচিত হামলা চালানো হয়।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ

  • করোনায় মারা গেলেন মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল

    করোনায় মারা গেলেন মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল

    করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযুদ্ধের বেঙ্গল প্লাটুন কমান্ডার ও এলডিপি (অলি) প্রেসিডিয়াম সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল মারা গেছেন। (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)।

    সোমবার দুপুর দেড়টায় রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এলডিপিনেতা সালাউদ্দিন রাজ্জাক।

    বীর মুক্তিযোদ্ধা বেঙ্গলের মৃত্যুকে শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

    সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ গঠিত প্রথম দল জনদলের মাধ্যমে ইসমাইল হোসেন বেঙ্গলের রাজনৈতিক জীবন শুরু হয়।

    জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হলে তিনি দলে যোগ দেন এবং এই দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

    ১৯৮৮ সালের নির্বাচনে সাবেক চাঁদপুর-৬ (বর্তমানে চাঁদপুর-৪) এবং ঢাকা-১০ (রমনা) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পান তিনি।

    ইসমাইল হোসেন বেঙ্গল মুক্তিযোদ্ধা সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক ছিলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মারা গেছেন মুক্তিযোদ্ধা কমরেড শিক্ষাবিদ সুনীল চক্রবর্তী

    মারা গেছেন মুক্তিযোদ্ধা কমরেড শিক্ষাবিদ সুনীল চক্রবর্তী

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : মারা গেছেন মুক্তিযোদ্ধা কমরেড শিক্ষাবিদ সুনীল চক্রবর্তী(৭০)।

    আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৭টার সময় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ প্রবীণ শিক্ষাবিদ।

    তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন।

    তার বর্ণাঢ্য কর্মময় জীবনে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ গ্রহণসহ বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে জড়িত ছিলেন। পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন দীর্ঘদিন। এছাড়া বাংলাদেশ শিক্ষক সমিতি, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাবেক সভাপতি, কেন্দ্রীয় সমিতির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পশ্চিম শাকপুরা অংকুর খেলাঘরের প্রতিষ্ঠাতা।

    তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত নিরঞ্জন চক্রবর্তীর ছেলে।

    ২৪ ঘণ্টা/এম আর/পূজন

  • করোনায় ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান মৃধার মৃত্যু

    করোনায় ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান মৃধার মৃত্যু

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. লোকমান হোসেন মৃধা।

    শুক্রবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

    গত ২২ জুন লোকমানের শরীর খারাপ হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৩ জুন তার করোনা শনাক্ত হয়।

    ২৪ জুন ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

    লোকমান হোসেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রেড ক্রিসেন্ড সোসাইটির সভাপতির দায়িত্বে ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা আক্রান্ত হলেন মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ

    করোনা আক্রান্ত হলেন মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ (৭০) করোনায় আক্রান্ত হয়েছেন।

    গতকাল ২০ মে বুধবার রাতে চট্টগ্রামের ১ম ল্যাব ফৌজদারহাটস্থ বিআইটিআইডির প্রকাশিত ফলাফলে তার করোনা পজেটিভ আসার তথ্যটি জানা যায়।

    রাতে জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে মোট ২৩৯টি নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর ৩২ জন বাসিন্দা রয়েছে। এদেরই একজন বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ (৭০)।

    এর আগে গত ১৯ মে মঙ্গলবার সন্ধ্যায় বিআইটিআইডি’র ল্যাব টেকনিশিয়ান এসে তাঁর নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। ২০ মে তারিখে এই বীর মুক্তিযোদ্ধার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

    বর্তমানে তিনি পূর্ব মাদারবাড়ীস্থ বাসায় আইসোলেশনে রযেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • প্রকৃত মুক্তিযোদ্ধারা সরকারী ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে:ডা. শাহাদাত

    প্রকৃত মুক্তিযোদ্ধারা সরকারী ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে:ডা. শাহাদাত

    চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন, করোনাভাইরাসের এই মহাদুর্যোগে দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা সরকারী ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন।

    তিনি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে সারাদেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। সরকারি সাধারণ ছুটির কারণে দেশের প্রতিটি সেক্টরের মানুষ আজ দিশেহারা। তাদের খাদ্য ঘাটতি, আর্থিক সংকট সবকিছুর সমিকরণ উল্টো হয়ে যাচ্ছে। যেসব মুক্তিযোদ্ধারা দেশ মাতৃকার টানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশ স্বাধীন করেছিল তারাই আজ সবচেয়ে বেশী কষ্টে আছে। তারা সরকারি ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে।

    তিনি আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বিএনপি’র উদ্যোগে মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরন কালে এসব কথা বলেন।

    তিনি বলেন, মানুষের উৎপাদন শক্তি কমে গেলেও খাদ্য ঘাটতি বেড়েই চলেছে। সরকারের ভুলনীতির কারণে যদি ঘাটতি মোকাবেলায় ব্যর্থ হয় তাহলে অনেক মানুষ না খেয়ে মারা যাবে। বর্তমানে মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর কাজকর্ম নেই, আবার তারা ত্রাণও পায় না। সরকারি কিংবা বেসরকারি লিষ্টে তাদের কোথাও নাম নেই। সরকারি ত্রাণ যা আসছে তা চলে যাচ্ছে আওয়ামী চাল চোরের গুদামঘরে। এই চাল চোরেরা গরিবের হক মেরে খাচ্ছে। আবার কেউ কেউ চাল বিতরণের নামে ছবি তুলে তা ছিনিয়ে নিচ্ছে। সরকারের মন্ত্রী, এমপিরা এখনো গলাবাজিতে সময় পার করছে। যদি প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্য সৃষ্ট দুর্যোগ এক হয় তাহলে দুর্ভিক্ষ অনিবার্য। তাই এই মহাদুর্যোগ মুহূর্তে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।

    এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, বর্তমানে মানুষের আয়ের অনুপাতে কয়েকগুণ বেশি বৃদ্ধি পেয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। বাজারে চাল, ডাল, তেল ও শাকসবজি থেকে শুরু করে প্রতিটি নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনা ভাইরাসের এই সংকটের মধ্যে খাদ্য সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি অমানবিক ও ভোক্তা অধিকারের চরম লংঘন। কিন্তু সরকার এ ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার। অতি মুনাফালোভী সিন্ডিকেটের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়েছে। বিএনপি’র পক্ষ থেকে হতদরিদ্র মানুষকে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মোঃ ইদ্রিস আলী, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম-সম্পাদক জমির উদ্দিন নাহিদ, নগর যুবদলের সহ সম্পাদক মোঃ সালাউদ্দীন, মোঃ সোহেল চৌধুরী, নগর ছাত্রদল নেতা মোঃ শফিউল আলম প্রমূখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মুক্তিযোদ্ধা লোকমানুল আলম আর নেই, শোক জানিয়েছেন সাংবাদিক মহসীন কাজী

    মুক্তিযোদ্ধা লোকমানুল আলম আর নেই, শোক জানিয়েছেন সাংবাদিক মহসীন কাজী

    ২৪ ঘণ্টা ডট নিউজ।ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইউনিষ্টিটিউট এর নির্বাহী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা লোকমানুল আলম আর নেই।

    আজ ২৩ এপ্রিল বৃহষ্পতিবার সকাল ১০ টায় নগরীর মেডিকেল সেন্টার ক্লিনিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে… রাজেউন)।

    মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গূণগ্রাহী রেখে যান। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামে।

    তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব মহসীন কাজী। তিনি এক শোক বার্তায় লিখেছেন, লোকমান ভাই একসময় সাংবাদিকতাও করেছেন। সর্বশেষ তিনি আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

    ফটিকছড়ি ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সদস্য সচিব মুক্তিযোদ্ধা লোকমানুল আলমের মৃত্যুতে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

    তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাত্তন ছাত্র ছাত্রী সমিতি- ৮২ এর জীবন সদস্য, রনুর বাপের বাড়ি জামে মসজিদের ম্যানেজিং কমিটির সভাপতি, উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্যও ছিলেন।

    উল্লেখ্য তিনি গত ১৪ এপ্রিল স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। ৮ দিন পর বাসায় গেলে বৃহষ্পতিবার সকালে খারাপ লাগছে বললে আবার মেডিকেল সেন্টারে নিয়ে গেলে সেখানে তিনি ইন্তেকাল করেন।

    ২৪ ঘণ্টা/এম জুনায়েদ/আর এস পি

  • করোনা/কানাডায় মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা শরীফ, এনিয়ে ৫ বাংলাদেশির মৃত্যু

    করোনা/কানাডায় মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা শরীফ, এনিয়ে ৫ বাংলাদেশির মৃত্যু

    ২৪ ঘণ্টা প্রবাস ডেস্ক || প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কানাডায় এ রিপোর্ট লেখার সময় ৫ জন বাংলাদেশির মৃত্যুর খবর জানা গেছে।

    সর্বশেষ ১৭ এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যা ৭.৫০ মিনিটে দেশটির সেন্ট মাইকেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বীর মুক্তিযোদ্ধা সালাম শরীফ (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

    মৃত্যুর আগে সালাম শরীফের বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি টরন্টোর বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন।

    দেশটিতে পঞ্চম বাংলাদেশির মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে বাংলাদেশি কমিউনিটিতে।

    মৃত্যুর আগে এ বীর মুক্তিযোদ্ধা স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য বন্ধু-বান্ধব রেখে যান।

    তার কন্যা সিনথিয়ার বরাতে সালাম শরীফের মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন ব্যারিস্টার কামরুল হাফিজ।

    জানা যায়, মুক্তিযোদ্ধা সালাম শরীফ গোপালগঞ্জের এলাকার অধিবাসী। তিনি অন্টারিও আওয়ামী লীগের উপদেষ্টা, আওয়ামী লীগ অফ কানাডার সভাপতি এবং গ্রেটার ফরিদপুর জেলা সমিতির প্রেসিডেন্ট ছিলেন।

    উল্লেখ্য, ইতোপূর্বে অটোয়ায় গত ৪ এপ্রিল শরিয়তুল্লাহ এবং গত ৫ এপ্রিল টরন্টোতে হাজী তুতিউর রহমান, ১০ এপ্রিল ওমর শেখ এবং জামাল আলী এই মরণঘাতী ভাইরাসে মারা যান। পঞ্চম বাংলাদেশি হিসেবে ১৭ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সালাম শরীফ।

    এই রিপোর্ট লেখার সময় কভিড-১৯’এ পাঁচ জন বাংলাদেশিসহ মারা গেছেন ১ হাজার ৩১০ জন। আক্রান্ত ৩১ হাজার ৬৪২ আর সুস্থ হয়েছেন ১০ হাজার ৩২৮ জন।

    সব চেয়ে বেশি কুইবেক সিটিতে ৬৩০ জন মারা গেছেন। এরপর রয়েছে অন্টারিও প্রভিন্সে ৪৭৮ জন। তবে নোনাভাট এখনো করোনা মুক্ত প্রদেশ!

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • সীতাকুণ্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলিম উল্লাহ’র দাফন সম্পন্ন

    সীতাকুণ্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলিম উল্লাহ’র দাফন সম্পন্ন

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে নামাজে জানাজা শেষ বীর মুক্তিযোদ্ধা মরহুম আলিম উল্ল্যাহর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

    পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বাদ জোহর নিজ এলাকা উপজেলার মুরাদপুর ইউনিয়নের বশরত নগর গ্রাম জামে মসজিদ সংলগ্ন মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সাংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন রায়, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, মোরাদপুর ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, উপজেলা ডেপুটি কমান্ডার, জেলা ও উপজেলা কমান্ডের নেতৃবৃন্দ, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউপি সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

    মরহুম আলিম উল্লাহ সোমবার বিকালে চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    ২৪ঘণ্টা/ কামরুল দুলু/ আর এস পি

  • মুক্তিযোদ্ধা রেজাউল করিমকে জয়যুক্ত করার আহ্বান মেয়রের

    মুক্তিযোদ্ধা রেজাউল করিমকে জয়যুক্ত করার আহ্বান মেয়রের

    সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড। আজ মঙ্গলবার সন্ধ্যায় টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কনফারেন্স হলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম মহানগর কমান্ডার মোজাফফর আহমদের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা সিটি মেয়রের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা আলহাজ্ব সফর আলী, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার খোরশেদ আলম (যুদ্ধাহত), মুক্তিযোদ্ধা গোলাম রহমান, মুক্তিযোদ্ধা মালেক খান, খুলশীথানা কমান্ডার ডা. মো. ইউসুফ, মহানগর কমান্ড গোলাম রহমান, পাহাড়তলীথানা কমান্ডার হাজী জাফর আহমদ, বন্দরথানা কমান্ডার কামরুল আলম, পতেঙ্গাথানা কমান্ডার জাকির হোসেন, হালিশহরথানা কমান্ডার হাজী ইউনুচ, পাঁচলাইশ থানা কমান্ডার আহামদ মিয়া, চান্দগাঁও থানা কমান্ডার কুতুব উদ্দীন, বাকলিয়া থানা কমান্ডার আলী হোসেন, কোতোয়ালী থানা ডেপুটি কমান্ডার রফিকুল আলম, আকবরশাহ থানা ডেপুটি কমান্ডার মো. নূরউদ্দীন, আইনজীবী কমান্ডার এড. জহির হোসেন, মুক্তিযোদ্ধা সৈয়দ আহামদ, সরোয়ার দুলু, আবদুশুক্কুর, মঞ্জুমিয়া, শাহ আলম, শামসুল হুদা, সার্জেন্ট তাহের ও থানা কমান্ডারবৃন্দ।

    মতবিনিময় সভায় সিটি মেয়র বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মুক্তিযোদ্ধার সন্তানদের সরকারি চাকুরিতে নিয়োগসহ অন্যান্য সুযোগ সুবিধার বিষয়েও তিনি যথেষ্ট আন্তরিক। আগামীতেও সরকারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের সন্তানদের কল্যাণে ভূমিকা অব্যাহত থাকবে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পাকা বাড়ি তৈরি করার বিশেষ উদ্যোগ নিয়েছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তজন্য একটি প্রকল্প গ্রহন করে চসিক। প্রকল্পের নাম গৃহ নির্মাণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় গৃহহীণ অসচ্ছল ৫০ জন মুক্তিযোদ্ধাদেরকে গৃহ নির্মানের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।ইতোমধ্যে ৫জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাকে গৃহ নির্মাণ করে ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়েছে । অগ্রাধিকার ভিত্তিতে আরো ৫জন অসচ্ছল মুক্তিযোদ্ধার গৃহ নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে চসিক।

    তিনি বলেন, মুক্তিযোদ্ধারা কারো দয়া কিংবা করুনার পাত্র নয়। নৈতিক দায়িত্ব থেকে চসিক অসচ্চল মুক্তিযোদ্ধাদের গৃহ নির্মাণ করে দিচ্ছে।

    এ প্রসঙ্গে তিনি বলেন, ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন। এ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর মনোনিত প্রার্থী আলহাজ্ব মো. রেজাউল করিম চৌধুরীও একজন বীর মুক্তিযোদ্ধা। তাকে জয়যুক্ত করার জন্য মুক্তিযোদ্ধাদেরকে কাজ করার আহ্বান জানান সিটি মেয়র।

    তিনি আরো বলেন, এই বীর মুক্তিযোদ্ধা নির্বাচিত হলে তিনিও মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতা করে যাবেন বলে সিটি মেয়র প্রত্যাশা করেন।

    মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহগানগর ইউনিট কমান্ডার মোজ্জাফর আহমেদ সিটি মেয়রের উদ্যোগে অসচ্ছল মুক্তিযোদ্ধা ৫জনকে ৫তলা ফাউন্ডেশনে গৃহ নির্মাণ করায় সিটি মেয়রের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধাগণ এই অবদানের জন্য সিটি মেয়রকে আজীবন স্মরণ রাখবে।

    তিনি বলেন, মুক্তিযোদ্ধাগন আগামীতেও সিটি মেয়রের পাশে থাকবে বলে তিনি মেয়রকে আশ্বস্ত করেন।

  • বালীয়াডাঙ্গীতে ইউএনও’র অসদাচরণে ক্ষুদ্ধ মুক্তিযোদ্ধারা,শহীদ মিনারে ফুল দেয়া বর্জন

    বালীয়াডাঙ্গীতে ইউএনও’র অসদাচরণে ক্ষুদ্ধ মুক্তিযোদ্ধারা,শহীদ মিনারে ফুল দেয়া বর্জন

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানাতে এসে উপজেলা নির্বাহী অফিসারের আচরণে ক্ষুদ্ধ হয়ে ফিরে গেছেন দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধারা। সেই সাথে বর্জন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহীদ মিনারে ফুল প্রদানসহ সকল কর্মসূচী।

    একুশের প্রথম প্রহরে বালিয়াডাঙ্গী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যেই বিষয়টি টক অব দ্যা টাউনে পরিণত হয়।

    উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের মুক্তিযোদ্ধারা অভিযোগ করে বলেন, স্বাধীনতার পর থেকে উপজেলা প্রশাসনের পর মুক্তিযোদ্ধারা প্রতিটি জাতীয় দিবসে শহীদ মিনার এবং স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানানোর সুযোগ হয়। কিন্তু এবারে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন উপজেলা প্রশাসনের পর বালিয়াডাঙ্গী থানা পুলিশকে ২ নম্বর এবং মুক্তিযোদ্ধাদের ৩য় নম্বর করে ফুলেল শ্রদ্ধা জানানোর কথা বলেন। এমন ঘোষণা পর মুক্তিযোদ্ধারা শহীদ মিনার ত্যাগ করে ফুল দেয়া বর্জন ঘোষণা করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কার্যালয়ে চলে আসেন।

    মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, সলেমান আলীসহ কয়েকজন মুক্তিযোদ্ধা বলেন, ইউএনও সাহেবের নতুন নিয়ম আমরা মানিনা। এ নিয়ম আমাদের মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। প্রধানমন্ত্রী কোনদিন মুক্তিযোদ্ধাদের ছোট করে দেখেননি। আমরা শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা বর্জন করলাম। আগামী রবিবার আমরা ইউএনও’র বিরুদ্ধে কর্মসূচী গ্রহণের জন্য সভার আহবান করেছি।

    মুক্তিযোদ্ধাদের সাথে একাত্মতা ঘোষনা করে মুক্তিযোদ্ধা সন্তানেরাও শ্রদ্ধা নিবেদন করেননি শহিদ মিনারে।

    রাত সাড়ে ১২টায় সময় ইউএনও খায়রুল আলম সুমন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কার্যালয়ে এসে মুক্তিযোদ্ধাদের পুনরায় ফুলেল শ্রদ্ধা জানাতে বলেন। এক পর্যায়ে ইউএনওকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কার্যালয়ে রেখে বাড়ীতে চলে যান মুক্তিযোদ্ধারা। পরে স্থানীয় আ.লীগের নেতাদের মধ্যস্থতায় মুক্তিযোদ্ধাদের গুটি কয়েক সন্তান রাত ১টায় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান।

    উপস্থিত সুধী জনেরা জানান, মুক্তিযোদ্ধারা দেশের বীর সন্তান। তাদের অগ্রাধিকার সবার আগে। এমনটা করা ইউএনও’র উচিত হয়নি।

    বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম বলেন, মুজিববর্ষে মুক্তিযোদ্ধাদের গুরুত্ব না খুবই নিন্দনীয় কাজ। আশা করছি বিষয়টি তদন্ত করবে জেলা প্রশাসন।

    উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন তাৎক্ষনিক সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। পরে শুক্রবার তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি।

     

  • সাবেক পুলিশ পরিদর্শক মুক্তিযোদ্ধা নুরুল আজম হত্যায় গ্রেফতার ১

    সাবেক পুলিশ পরিদর্শক মুক্তিযোদ্ধা নুরুল আজম হত্যায় গ্রেফতার ১

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের রাউজানে সাবেক পুলিশ পরিদর্শক ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আজম চৌধুরীকে গলা কেটে হত্যার ৩১ ঘন্টা পর হত্যাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

    রবিবার (৯ ফেব্রুয়ারি রাত ৯টার সময় উপজেলার পথেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যাকারী শেখ সোহরাব হোসেন সাদিচ (২৬) কে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের বাটযুক্ত লোহার তৈরী একটি ধারালো ছুরি। তাছাড়া হত্যাকাণ্ডের সময় সোহরাবের পরিহিত রক্তমাখা জামা কাপড়ও উদ্ধার করা হয়েছে জানালেন র‌্যাব।

    র‌্যাবের সহকারী পুলিম সুপার মো. মাহমুদুল হাসান মামুন হত্যাকারী গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চোড়া উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন।মুক্তিযোদ্ধার গলা কাটা লাশ উদ্ধার

    তিনি জানান, গত শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টার সময় সাবেক পুলিশ পরিদর্শক ও মুক্তিযোদ্ধা নুরুল আজমকে গলা কেটে হত্যা করে অজ্ঞাত আসামী। চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীদের গ্রেফতারের লক্ষে র‌্যাব-৭ ছায়া তদন্ত শুরু করে এবং ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। আরো খবর : রাউজানে মুক্তিযোদ্ধার গলা কাটা লাশ উদ্ধার

    তিনি বলেন, হত্যাকাণ্ডটি তদন্ত করতে গিয়ে প্রথমে হত্যাকারীর অবস্থান নিশ্চিত করে র‌্যাব। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবের টিম। গ্রেফতারের পর তার দেয়া তথ্যমতে কাপ্তাই চট্টগ্রাম মহাসড়কের উরকিরচর বইজাখালী গেইটের দক্ষিন পার্শ্বে জনৈক কর্মকার এর দোকান ঘরের ভিতরে চুলার পাশে রাখা হত্যাকান্ডে ব্যবহৃত একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরী ধারালো ছুরি (যা কাঠের বাটসহ লম্বায় ৩৩.২ ইঞ্চি) উদ্ধার করে।

    গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহরাব র‌্যাবকে জানায়, নিহত মুক্তিযোদ্ধা তাকে নিয়ে ঠাট্টা ও বিদ্রুপ করায় ৫ মাস ধরে পরিকল্পনা করে শনিবার সুযোগ বুঝে তাকে গলা কেটে হত্যা করা হয়।

    সে জানায় উদ্ধারকৃত ছুরিটি এক হাজার টাকার বিনিময়ে শনিবার সকাল ১০টার দিকে জনৈক কর্মকার এর দোকান থেকে কেনা হয়। দুপুর ১২টার সময় সে বীর মুক্তিযোদ্ধা নুরুল আজম চৌধুরী (৭২)‘কে আটকে শরীর থেকে মাথা বিছিন্ন করে তাকে হত্যার পর পালিয়ে যায় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি পানি দিয়ে ধুয়ে একই দিন ওই কামারের দোকানে ফিরিয়ে দেন।

    র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজ বলেন, রাউজান উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের শেখ মোহাম্মাদ বাড়িতে থাকতেন গ্রেফতার সোহরাব। ওই বাড়ি থেকে হত্যাকাণ্ডের সময় পরিহিত সোহরাবের রক্তমাখা পোষাকগুলো উদ্ধার করা হয়।

    তিনি বলেন, এ হত্যাকান্ডে আরো কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য নিয়মিত তদন্তের পাশাপাশি র‌্যাব-৭, চট্টগ্রাম ছায়া তদন্ত অব্যাহত রাখবে।