২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান, তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান কর্মসূচী অব্যাহত রয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসুচির ধারাবাহিকতায় আজ ১৬ জানুয়ারি বৃহস্পতিবার রাউজানের নোয়াপাড়ায় ১০ জন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
এ.বি.এম. ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় শিক্ষাবৃত্তি প্রদানকালে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর প্রতিষ্ঠাতা পরিচালক এস.এ.এম হোসাইন, জে.এস.এ ট্রেডিং কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এস.এম হাসান জাবেদ, রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সহ-প্রচার সম্পাদক মফজল হোসাইন, রাউজান উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, আবু বক্কর আরাফাত, শাহরিয়ার হাসান সাকিব, মিজানুর রহমান, অনিক ভট্টাচার্য, নোমান বিন আজিজি, তাজনবী ইমন প্রমুখ।