নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে মুনিরীয়া ইস্যুকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে উত্তেজনার পারদ ছড়িয়ে পড়ে রাউজানের সর্বত্র।
বুধবার ভোররাতে মুনিরীয়ার অনুসারীরা বেশ কিছু গাড়ী নিয়ে কাগতিয়া দরবারে প্রবেশ করার সংবাদে রাউজানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপজেলার মুন্সিরঘাটা, নোয়াপাড়া ও পশ্চিম গুজরার মগদাই এলাকায় জড়ো হতে থাকে।
দুপুরে রাউজান সদরের সূর্যসেন চত্বর, ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ চত্বর ও নোয়াপাড়া পথেরহাটে পৃথক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
প্রতিবাদ সভায় এ বি এম ফজলে করিম চৌধুরীর শান্তির জনপদে অশান্তির বীজ বপনের অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রতিবাদ সমাবেশের সভাপতি, রাউজান উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, এক সময় রাউজানের পরিচিতি ছিল সন্ত্রাসের জনপদ হিসেবে। আজ রাউজানে শান্তির সুবাতাস বইছে। রাউজানকে তিলে তিলে শান্তির জনপদে পরিণত করেছেন রাউজানের আপামর জনতার প্রিয় নেতা সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। আজকে তরিক্বতের নামে এই জনপদে অশান্তির বীজ বপনের যে অপচেষ্টা করছে মুনিরীয়ার অনুসারীরা তা এই জনপদের শান্তিপ্রিয় মানুষ কখনো মেনে নেবে না।
সমাবেশে আরো বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর জানে আলম জনি, আলমগীর আলী, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, পৌর আ.লীগ নেতা মুছা আলম খান, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন, যুবলীগ নেতা আহসান হাবিব চৌধুরী হাসানসহ উপজেলা আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ চত্বরে বক্তব্য রাখেন পূর্ব গুজরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, ১১ নং পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাব উদ্দিন আরিফ, উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়্যদ আব্দুল জব্বার সোহেলসহ রাজৈনৈতিক নেতৃবৃন্দ।
নোয়াপাড়া পথেরহাটে বক্তব্য রাখেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, নোয়াপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বারসহ আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
পরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, সহকারী কমিশনার(ভূমি) আবদুল্লাহ আল মাহমুদ ভুইয়া, রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুনের হস্তক্ষেপে বেলা দুইটার দিকে মুনিরীয়ার অনুসারীরা স্ব স্ব যানবাহনযোগে রাউজান ত্যাগ করলে পরিস্থিতি শান্ত হয়।
২৪ ঘণ্টা/পলি