Tag: মুন্সীগঞ্জ

  • পদ্মায় দুই ফেরির সংঘর্ষ, নিহত ১

    পদ্মায় দুই ফেরির সংঘর্ষ, নিহত ১

    মুন্সীগঞ্জের শিমুলিয়া-মাঝিকান্দি রুটে মাঝ পদ্মায় দুই ফেরির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

    শনিবার (১৮ জুন) রাত ৩টার দিকে বেগম রোকেয়া ও সুফিয়া কামাল নামে দুই ফেরির সংঘর্ষ হয়। এতে বেশকিছু গাড়ি দুমড়ে মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়।

    নিহতের নাম মো. খোকন। তার বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি পিকআপভ্যান চালাতেন।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন-বিআইডব্লিউটিসি’র মেরিন ইঞ্জিনিয়ার আহমেদ আলী এ তথ্য নিশ্চিত করে জানান, যাত্রী ও যানবাহন নিয়ে একটি ফেরি শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি যাচ্ছিল। এ সময় অপরদিকে অন্য একটি ফেরি মাঝিকান্দির ঘাট থেকে শিমুলিয়া যাচ্ছিল। তখন মাঝ পদ্মার টার্নিং পয়েন্টে এলে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার পর ফেরি দুটি গন্তব্যে পৌঁছে যানবাহন ও যাত্রী নামায়।

  • শিমুলিয়া ফেরি ঘাটে ভাঙন

    শিমুলিয়া ফেরি ঘাটে ভাঙন

    মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় শিমুলিয়ার ৩নং ফেরি ঘাট এলাকায় ফের পদ্মার ভাঙন শুরু হয়েছে।

    শুক্রবার রাতে এ ভাঙনে বিলীন হয়ে গেছে একটি খাবার হোটেলসহ বেশ কিছু এলাকা।

    তবে ভাঙনের তীব্রতা বাড়লে নতুন করে তৈরি করা ৩নং রো রো ফেরি ঘাটটি হুমকির মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে।

    প্রত্যক্ষদর্শী বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আহম্মদ আলী জানান, শিমুলিয়া ৩নং ফেরি ঘাটের পশ্চিম সাইড দিয়ে আকস্মিক এ ভাঙন দেখা দেয়। বড় বড় ফাটল দেখা দিয়েছে।

    মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক সিরাজুল কবির জানিয়েছেন, শুক্রবার রাত ৯টার দিকে আকস্মিক পদ্মার ভাঙন শুরু হয়। এতে রো রো ফেরি ঘাটের পশ্চিম পাশের বেশ কিছু জায়গা নদীতে বিলীন হয়ে যায়। একটি খাবার হোটেল পদ্মার গ্রাসে নদী গর্ভে চলে গেছে।

    শিমুলিয়া ঘাটের বিআইডবিউটিসি’র এজিএম মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, রো রো ফেরি ঘাটের পাশের ভাসমান ওয়ার্কশপসংলগ্ন এলাকায় পদ্মার আকস্মিক ভাঙনে একটি রেস্তোরাঁ বিলীন হলেও এখন ততটা ঝুঁকির মধ্যে নেই ফেরি ঘাট। তবে ভাঙনের তীব্রতা বাড়লে নতুন করে তৈরি করা ৩ নং রো রো ফেরি ঘাটটি হুমকির মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

    বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

    মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ দশজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন।

    শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ঘোলঘর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মাওয়ামুখী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

    নিহতদের মধ্যে একই পরিবারের ৫ জন ও চালকসহ ১০ জনই মাইক্রোবাসের যাত্রী। হতাহতরা সবাই লৌহজংয়ের কনকসার থেকে কামরাঙ্গীর চরে বিয়ের বরযাত্রী হিসাবে যাচ্ছিলেন।

    শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসের ভেতরে আটকে পড়া নিহত ও আহতদের উদ্ধার করে।

    নিহতদের মধ্যে বর রুবেলের বাবা আ. রশিদ বেপারী (৭০), বোন লিজা (২৪) ভাগনি তাবাসসুম (৫) ও অপর ভাগনী রেনু (১২) একই পরিবারের সদস্য। অপর সদস্যের নাম জানা যায়নি।

    নিহতদের মধ্যে অন্যান্যরা হলেন মাইক্রোবাসচালক বিল্লাল (২৮), যাত্রী কেরামত বেপারী (৭১), মফিজুল মোল্লা (৬০), তাহসান (৫), অপর অজ্ঞাত ২ জন ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুল্যান্সে মারা যায়।

    মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসের ভেতরে আটকেপড়া হতাহতদের উদ্ধার করেছে। এ ঘটনায় আহত অন্তত ১০ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।