Tag: মুম্বাই

  • নয় মাস ধরে কিশোরীকে গণধর্ষণ, আটক ২৮

    নয় মাস ধরে কিশোরীকে গণধর্ষণ, আটক ২৮

    ভারতের মুম্বাইয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে ২৮ জনকে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ব্ল্যাকমেইল করে ওই কিশোরীকে টানা নয় মাস ধরে বিভিন্ন সময়ে ধর্ষণ করে আসছিল তারা।

    মুম্বাই পুলিশ জানায়, এই ঘটনার শুরু এ বছরের জানুয়ারি মাসে। প্রথমে মেয়েটির প্রেমিক তাকে ধর্ষণ করে এবং তা ভিডিও করে। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় মেয়েটির প্রেমিক এবং তার বন্ধুরা মিলে যৌন নির্যাতন করে আসছিল।

    গেল নয় মাসের বিভিন্ন সময় মুম্বাইয়ের ডোম্বিভিলি, বদলাপুর, মুরবাদসহ বিভিন্ন শহরতলীতে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে।

    অবশেষে বুধবার রাতে মেয়েটি থানায় মামলা করে। এ সময় ধর্ষক চক্রের মোট ৩৩ জনের নাম প্রকাশ করে সে। জানায়, তাদের প্রত্যেকেই তার পরিচিত।

    ২০১২ সালে বহুল আলোচিত কিশোরি নির্ভয়াকে ধর্ষণ এবং হত্যার ঘটনার পর বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি হয় এবং দেশটিতে ধর্ষণ আইন কঠোর করা হয়। তবে তারপরেও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়েই চলেছে।

    ২০২০ সালে ভারতের ন্যাশনাল ক্রাইম কের্ডস ব্যুরো ২৮ হাজার ৪৬ টি ধর্ষণের ঘটনা রেকর্ড করেছে। অর্থাৎ দিনে প্রায় ৭৭ টি ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে।

    তবে এর প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভারতীয় সমাজে ধর্ষণের বিষয়টি এখনও লজ্জার হিসাবেই ধরা হয়। যেকারণে অনেকেই মামলা করতে আসেন না।

    এন-কে

  • স্ত্রী কুকুরকে মুখ বেঁধে ধর্ষণ করে গ্রেফতার হলেন যুবক

    স্ত্রী কুকুরকে মুখ বেঁধে ধর্ষণ করে গ্রেফতার হলেন যুবক

    ডেস্ক নিউজ : ভারতে শুধু মানুষ, নারী নয়, অবলা পশুরাও এখন আর নিরাপদ নয়। কিছুদিন ধরে দেশটিতে বেড়ে গেছে কুকুর ধর্ষণের ঘটনা। গরুকেও যৌন হয়রানি করছে বিকৃত রুচির ধর্ষকরা।

    এবার দেশটির মুম্বাইতে অবলা এক কুকুরের মুখ বেঁধে ধর্ষণ করেছে ৩০ বছর বয়সী এক শ্রমিক। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মুম্বাইয়ের মুলুন্দ এলাকায়। এই ঘটনায় শোভানাথ সরোজ নামে একজনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

    জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মুম্বাইয়ের পশ্চিম মুম্বইয়ের মুলুন্দ অঞ্চলের একটি পার্কিংয়ে ওই নারকীয় কাণ্ডটি ঘটে। কুকুরটিকে পার্কিং এলাকার একটি ছোট ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে শোভানাথ সরোজ।

    কুকুরটির আর্তনাদ কানে আসায় নিরাপত্তারক্ষীরা দৌড়ে সেখানে পৌঁছলে অসহায় কুকুরটি কাতর অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখে এবং তার যৌনাঙ্গ থেকে রক্ত ঝরতে দেখা যায়। তবে নিরাপত্তারক্ষীরা এগিয়ে আসার আগেই অভিযুক্ত পালিয়ে যায়।

    এ নিয়ে এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ব্রিজ ভনশালির জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আমি মুলুন্দ থেকে খবর পাই একটি স্ত্রী-কুকুরকে এক শ্রমিক কার পার্কিং এলাকায় ধর্ষণ করেছে।

    আমি সঙ্গে সঙ্গে ১০০ ডায়াল করে পুলিশে খবর দিতে বলি। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। আহত কুকুরটিকে একটি পশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    উল্লেখ্য, মাত্র কয়েক সপ্তাহ আগেই এমন আরেক কুৎসিত ঘটনার সাক্ষী হয়েছিল মুম্বই। সেবারও একটি নিরীহ কুকুরকে ধর্ষণ করা হয়েছিল।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • মুম্বাইকে হারিয়ে আইপিএল শুরু চেন্নাইয়ের

    মুম্বাইকে হারিয়ে আইপিএল শুরু চেন্নাইয়ের

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়েছে তিনবারের শিরোপাজয়ী চেন্নাই সুপার কিংস।

    আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে মুম্বাই। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন সৌরভ তিওয়ারি (তিনটি চার ও একটি ছক্কায় ৩১ বলে ৪২)। এছাড়া কুইন্ডিন ডি কক ৩৩ (২০ বলের মোকাবেলায়) ও কাইরন পোলার্ড ১৮ (১৩ বলের মোকাবেলায়) রান করেন।

    ভালো শুরু পেলেই ব্যাটিং বিপর্যয়ে পড়লে প্রত্যাশা অনুযায়ী সংগ্রহ দার করাতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ের পক্ষে খরুচে বোলিং করেও লুঙ্গি এনগিডি তিনটি এবং রবীন্দ্র জাদেজা ও দীপক চাহার দুটি করে উইকেট শিকার করেন।

    জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৫ রানে শেন ওয়াটসন ও ৬ রানে মুরালি বিজয়কে হারায় চেন্নাই। বিপর্যয়ের শঙ্কা দেখা দিলে প্রতিরোধ গড়ে তোলেন ফ্যাফ ডু প্লেসি ও আম্বাতি রায়ুডু। ফিল্ডিংয়ের সময় দুর্দান্ত দুটি ক্যাচ ধরা ডু প্লেসি ব্যাট হাতেও দলকে দারুণ সমর্থন যুগিয়েছেন। তার বিচক্ষণ ব্যাটিং কাজে লাগিয়ে রায়ুডু মারকুটে ব্যাটিং অব্যাহত রাখেন।

    যদিও ১১৫ রানের জুটি ভাঙে রায়ুডু বিদায় নিলেই। তার আগে ৪৮ বলের মোকাবেলায় ৭১ রান করেন ৬টি চার ও ৩টি ছক্কার সহায়তায়। রবীন্দ্র জাদেজা ৫ বলে ১০ রান করে সাজঘরে ফিরলে ক্রিজে আসেন স্যাম কারান। ৬ বলে ১৮ রান করে আউট হয়ে গেলেও দলের জয়কে অনেক সহজ করে দেন।

    তবে ৪২ বলে অর্ধ-শতক পূর্ণ করা ডু প্লেসি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। জয়ের সাক্ষী হিসেবে অপরাজিত ব্যাটসম্যান হিসেবে ক্রিজে ছিলেন ১৪ মাস পর মাঠে নামা মহেন্দ্র সিং ধোনি। ধোনি অবশ্য জাসপ্রিত বুমরাহ ডেলিভারিতে নিজের মোকাবেলা করা প্রথম বলেই সাজঘরে ফিরতে পারতেন, বেঁচে যান রিভিউয়ের কৌশলে।

    শেষ ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ছিল ৫ রান। ট্রেন্ট বোল্টের করা ঐ ওভারের প্রথম দুই বলেই ডু প্লেসি তুলে নেন ৫ রান। ফলে ৪ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় পায় চেন্নাই। ৪৪ বলের মোকাবেলায় গড়া ৫৫ রানের ইনিংসে ডু প্লেসি হাঁকান ৫টি চার। ধোনি ২ বলে কোনো রান না করে অপরাজিত থাকেন।

    সংক্ষিপ্ত স্কোর

    টস : চেন্নাই সুপার কিংস

    মুম্বাই ইন্ডিয়ান্স : ১৬২/৯ (২০ ওভার)
    সৌরভ ৪২, ডি কক ৩৩, পোলার্ড ১৮
    লুঙ্গি ৩৮/৩, জাদেজা ৪২/২, দীপক ৩২/২

    চেন্নাই সুপার কিংস : ১৬৩/৫ (১৯.২ ওভার)
    রায়ুডু ৭১*, ডু প্লেসি ৫৫*, কারান ১৮
    বোল্ট ১৫/১, প্যাটিনসন ২৭/১, বুমরাহ ৪৩/১
    ফল : চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে জয়ী।

    ২৪ ঘণ্টা/এম আর