Tag: মুরগির চামড়ায় তৈরি জুতা

  • মুরগির চামড়ার জুতা, দাম ১২ হাজার টাকা

    মুরগির চামড়ার জুতা, দাম ১২ হাজার টাকা

    ইন্দোনেশিয়ার একটি প্রতিষ্ঠান মুরগির চামড়া দিয়ে জুতা তৈরি করে রাতারাতি খ্যাতি অর্জন করেছে । জুতা তৈরিকারক ওই প্রতিষ্ঠানের নাম ‘হিরকা’। হিরকা’র যাত্রা শুরু ২০১৭ সালে।

    এই ব্যান্ডের জুতা তৈরি করতে ব্যবহার করা হয় মুরগির পায়ের চামড়া। একটি জুতা তৈরি করতে লাগে ৪৫ টি মুরগির পা। সেই জুতা বিক্রি করা হয় ৩৫ ডলার থেকে ১৪০ ডলারে।

    ইন্দোনেশিয়ায় তরুণ উদ্যোক্তা নুরমান ফারিয়েকা রামধানির হাত ধরে যাত্রা শুরু হয় জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিরকা’র। মূলত বর্জ্যকে কাজে লাগানোর ভাবনা থেকেই নেয়া হয় এমন অভিনব উদ্যোগ।

    নুরমান বলেন, সাপ কিংবা কুমিরের মতো, চামড়া ব্যবহৃত হয় এমন অনেক প্রজাতির প্রাণীর অস্তিত্বই এখন হুমকির মুখে। তাই জীববৈচিত্র্য রক্ষার চিন্তা থেকেই এমন উদ্যোগ নিয়েছি।

    এই জুতা একইসঙ্গে সাশ্রয়ী ও টেকসই হয় বলেও জানান হিরকার প্রতিষ্ঠাতা।