Tag: মুশফিকুর রহমান

  • বিপিএলে রানের চাকায় তামিমকে টপকে শীর্ষে মুশফিক

    বিপিএলে রানের চাকায় তামিমকে টপকে শীর্ষে মুশফিক

    ২৪ ঘন্টা ডট নিউজ। খেলা ডেস্ক : বঙ্গবন্ধু’ বিপিএলের এবারের আসরের ১৫তম ম্যাচে সিলেট থান্ডার্সের বিপক্ষে ১২ রান নিয়ে যোগ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক হলেন টপ অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। 

    এবারের বিপিএল আসরে তিনি খেলছেন খুলনা টাইগার্স এর অধিনায়ক হিসেবে। গত শনিবার নিজেদের ৪র্থ ম্যাচে সিলেট থান্ডার্সের কাছে হেরে গেলেও ওই দিন নিজের থলিতে ১২ রান যোগ করে পেছনে ফেললেন বিপিএলে বাংলাদেশের হয়ে শীর্ষে থাকা তামিম ইকবালকে।

    এর আগে বিপিএল ইতিহাসে ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ৬১ ম্যাচের ৬০টি ইনিংস খেলে ৩৫.৮৩ গড় নিয়ে ১৯৩৫ রান তুলে শীর্ষে ছিলেন। শনিবার বিপিএলে নিজের ৭৫ তম ম্যাচে ৭১ তম ইনিংস খেলতে নেমে ১২ রান যোগ করে ১৯৩৬ রান তুলে এ তালিকায় শীর্ষে উঠে আসেন। তামিমের চেয়ে মাত্র ১ রানে এগিয়ে থাকলেও মুশির গড় রান রেট ৩৪.৫৭।

    বিপিএলে বাংলাদেশি খেলোয়াড়ের এ তালিকায় ২৫.৬৮ গড়ে ১৬৯৫ রান নিয়ে তৃতীয় স্থানে আছে এবারের আসরের চট্টগ্রাম চ্যালেঞ্জার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি ৭৮টি ম্যাচে ৭৪টি ইনিংস খেলে এই রান সংগ্রহ করেন।

    চতুর্থ স্থানে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার ব্যাটসম্যান ইমরুল কায়েস। তিনি ৭৪ ম্যাচে ৭৩ টি ইনিংস খেলে ২৩.৫৯ গড়ে ১৫৫৭ রান সংগ্রহ করেন। এবারের আসরে খেলা না হলেও ১৪৮৩ রান নিয়ে এখনো তালিকার পঞ্চম স্থানে আছেন সাকিব আল হাসান। তিনি বিপিএলে ৭৪টি ম্যাচে ৭৩টি ইনিংস খেলে ২৫.১৩ গড়ে রান সংগ্রহ করেন।

    তবে এবারের আসরে দুদলেরই এখনো অনেক ম্যাচ বাকি আছে। শেষ পর্যন্ত রানের চাকার তালিকায় কে থাকছেন শীর্ষে তা দেখার অপেক্ষায় ক্রীড়ামোদি দর্শক।