Tag: মুসাফির

  • লাশ দাফন ও সৎকার সেবীদের উপহার সামগ্রী দিলো মানবিক সংগঠন মুসাফির

    লাশ দাফন ও সৎকার সেবীদের উপহার সামগ্রী দিলো মানবিক সংগঠন মুসাফির

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সংগঠন সংবাদ : করোনায় আক্রান্ত হয়ে নিহত ব্যক্তিদের লাশ দাফন ও সৎকার কাজে নিয়োজিত ২০ জন স্বেচ্ছাসেবীদের হাতে উপহার সামগ্রী তুলে দিলো আত্মমানবতা মূলক সামাজিক সংগঠন মুসাফির।

    শনিবার দুপুরে চেরাগী মোড়ে মানবতাবাদী স্বেচ্ছাসেবী প্রকৌশলী জ্যোর্তিময় ধরের আথিক সহায়তায় ‘এস আই পি এফ মুর্দাসেবা প্রকল্প’ এবং ‘করোনা মৃতদেহ সৎকার স্বেচ্ছাসেবক সংঘ’ নামে দুটি সংগঠনের মাঝে এ উপহার সামগ্রী তুলে দেন বীর মুক্তিযোদ্ধা সুরজিৎ দাশ।

    এসময় উপস্থিত ছিলেন মুসাফির’র আহ্বায়ক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নিবার্হী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন, স্বেচ্ছাসেবী প্রকৌশলী জ্যোর্তিময় ধর, সাংবাদিক প্রীতম দাশ, কমল দাশ, পার্থ প্রতীম বিশ্বাস, উজ্বল দত্ত, ব্যাংক কর্মকর্তা রাহুল দও।

    এছাড়া দুই সংগঠনের পক্ষ থেকে উপস্হিত ছিলেন, এস আই পি এফ মুর্দাসেবা প্রকল্প’ আহ্বায়ক মো. জয়নাল, চট্টগ্রাম মৃতদেহ সৎকার স্বেচ্চাসেবক সংঘের উপদেষ্টা ডাক্তার যীশু দেব, সংঘের আহবায়ক সুমন পাল, সমন্বয়ক রতন দাশ প্রমুখ।

    এসময় উপস্থিত ব্যক্তিরা বলেন, করোনায় আক্রান্ত হয়ে নিহত ব্যক্তিদের লাশ দাফন কিংবা সৎকার কাজে নিবেদিত স্বেচ্ছাসেবীদের পরিবারের কথা চিন্তা করে মানবিক সংগঠন মুসাফির যে উদ্যেগ গ্রহন করেছে তার জন্য তাদের ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাই মানবপ্রেমী জ্যোর্তিময় ধরকে।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • ৫ দিনে তিন হাজার ভাসমান মানুষকে খাবার দিল মানবিক সংগঠন ‘মুসাফির’

    ৫ দিনে তিন হাজার ভাসমান মানুষকে খাবার দিল মানবিক সংগঠন ‘মুসাফির’

    ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই মর্মবাণীকে বুকে ধারণ করে ৫ দিন ব্যাপী ভাসমান ও খেটে খাওয়া কর্মহীন তিন হাজার মানুষদের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেছে আত্মমানবতা মূলক সামাজিক সংগঠন ‘মুসাফির’।

    রোববার (৫ এপ্রিল) রাতে পঞ্চম দিনের মতো নগরির চকবাজার এলাকায় খাবার বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত হয়।

    এসময় উপস্থিত ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, নিবার্হী সদস্য রুবেল খান, সিনিয়র সাংবাদিক পারভেজ ফারুকী ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নিবার্হী সদস্য ও মুুসাফিরের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মুহাম্মদ মহরম হোসাইন, সদস্য সুজিত বিশ্বাস, মো. জনিসহ মুসাফিরের সদস্যরা।

    করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত একটানা ১৭ দিন ছুটিতে উপার্জন না হওয়ায় কর্মহীন ও ভাসমান মানুষদের মাঝে গত ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত তিন হাজার মানুষদের মাঝে রান্না করা তৈরী খাবার বিতরণ করা হয়।

    গত ১ এপ্রিল ৫ দিন ব্যাপী রান্না করা খাবার বিতরণ কর্মসূচির শুভসূচনা করেন কাউন্সিলর জহরলাল হাজারী।

    খাবার বিতরণের কমসূচির সমাপ্তিকালে সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাংবাদিক মুহাম্মদ মহরম হোসাইন বলেন, আমাদের সাধ্যমত আমরা করোনার মহামারিতে কর্মহীন ও ভাসমান মানুষের পাশে দাড়িয়েছি। আমরা ৫ দিনে তিন হাজার ভাসমান মানুষের মুখে অন্ন তুলে দিতে পেরেছি তার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সেইসাথে আশাকরি সামর্থ্যবানরা যেযার অবস্থান থেকে এগিয়ে এলে অসহায় কোন মানুষ অভূক্ত অবস্থায় ঘুমাতে হবে না।

    অর্থের জোগান হলে আবারও অসহায়দের পাশে দাঁড়ানোর অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।