Tag: মৃত্যু

  • মারা গেছেন চেম্বার পরিচালক সৈয়দ জামাল আহম্মদ, চেম্বার সভাপতিসহ নেতৃবৃন্দের শোক

    মারা গেছেন চেম্বার পরিচালক সৈয়দ জামাল আহম্মদ, চেম্বার সভাপতিসহ নেতৃবৃন্দের শোক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক সৈয়দ জামাল আহমদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    আজ ৩১ মে রবিবার সকালে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

    জানা গেছে, দেশের অন্যতম আরামিট গ্রুপের চেয়ারম্যান সৈয়দ জামাল আহামেদ দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু্ই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

    তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন তার ছেলে সৈয়দ রুম্মান আহাম্মেদ। তিনি বলেন, বাদ জোহর কর্ণফুলী উপজেলার দৌলতপুর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

    সৈয়দ জামাল আহমেদ এর মৃত্যুতে চেম্বার পরিচালকমণ্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ ও সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন গভীর শোক প্রকাশ করেছেন।

    শোক বার্তায় চেম্বার প্রেসিডিয়াম মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

    আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চেওধুরী জাবেদ এমপির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এবং কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটিতে সহ-সভাপতি ছিলেন।

    মৃত্যুর আগে সৈয়দ জামাল আহমেদ নর্থওয়েস্ট শিপিং লাইন ও নর্থওয়েস্ট সিকিউরিটি লিঃ’র ম্যানেজিং ডিরেক্টর এবং আরামিট লিঃ, আরামিট সিমেন্ট লিঃ ও আরামিট থাই এ্যালুমিনিয়াম লিঃ-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

    তাছাড়া চিটাগাং জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রতিনিধিত্ব ছাড়াও চট্টগ্রাম চেম্বারের সর্বশেষ কমিটিতে পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি কয়েক দফায় এই ব্যবসায়ীক সংগঠনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে বন্দর কর্মীর মৃত্যু

    চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে বন্দর কর্মীর মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে চট্টগ্রাম বন্দরের এক কর্মী। আজ ৩০ মে শনিবার ভোরে করোনা উপসর্গ শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে তার মৃত্যু হয়।

    বন্দর সচিব ওমর ফারুক বলেন, শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে মৃত্যুবরণকারী বন্দর কর্মীর নাম আব্দুর রশিদ মিয়াজি। তিনি নোয়াখালী জেলার বাসিন্দা হলেও চাকুরির সুবাধে পরিবার নিয়ে চট্টগ্রামের বন্দর কলোনিতে বসবাস করতেন। তিনি বন্দরের যান্ত্রিক বিভাগের হাইস্টার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

    বন্দর সচিব বলেন, করোনা উপসর্গ থাকায় মৃত্যুর আগে গত ২৯ মে শুক্রবার চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় রশিদ মিয়াজির নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা রিপোর্ট আসার পর জানা যাবে। তার মৃত্যুতে বন্দর কতৃপক্ষ শোকাহত।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • করোনা/চমেক ও জেনারেল হাসপাতালে ২ ব্যাক্তির মৃত্যু,উপসর্গ নিয়ে মারা গেছে আরো একজন

    করোনা/চমেক ও জেনারেল হাসপাতালে ২ ব্যাক্তির মৃত্যু,উপসর্গ নিয়ে মারা গেছে আরো একজন

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টার মধ্যে চমেক ও জেনারেল হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে প্রাণঘাতী করোনায়। উপসর্গ নিয়ে মারা গেছে আরো একজন।

    গতকাল ২৮ মে বৃহস্পতিবার মধ্যরাত থেকে আজ ২৯ মে শুক্রবার দুপুর সাড়ে ১২ টার মধ্যে নগরীর চমেক ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পৃথক ৩টি মৃত্যুর ঘটনা ঘটে।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সুত্রে জানা যায়, গত (২১ মে) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এক বাসিন্দা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও কিডনীর সমস্যা নিয়ে চমেক হাসপাতালে ভর্তি হন।

    গতকাল রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে করোনা ইউনিটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তিনি মারা যান। নিহতের বয়স ৩৭ এবং নাম মো. আলী বলে জানা গেছে।

    এদিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় অপর এক করোনা রোগীর মৃত্যুর তথ্য জানিয়েছে হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা আব্দুর রব মাসুম।

    তিনি বলেন, আজ শুক্রবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টায় করোনায় আক্রান্ত ৫৩ বছর বয়সী এক রোগী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

    গত ১৬ মে করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয় নগরীর পাচঁলাইশ এলাকার বাসিন্দা মঞ্জুর মোর্শেদ। তার প্রচণ্ড শ্বাস কষ্ট থাকায় ভর্তির পর থেকেই তিনি শ্বাসকষ্ট থাকায় হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দিয়ে আসছিলেন চিকিৎসকরা। শুক্রবার দুপুরে তিনি মারা যায়।

    এর আগে আজ ২৯ মে শুক্রবার সকালে একই হাসপাতালে সৌলভ চৌধুরী নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করার তথ্যও জানিয়েছেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা আব্দুর রব মাসুম।

    তিনি বলেন, নগরীর মোগলটুলী থেকে ৬৫ বছর বয়সী এক ব্যাক্তি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় গতকাল ২৮ মে বৃহস্পতিবার।

    আজ সকালে তার অবস্থা খারাপ হলে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) নেয়া হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • সীতাকুণ্ডে সোনাইছড়িতে পুকুরে পড়ে শিশু কন্যার মৃত্যু

    সীতাকুণ্ডে সোনাইছড়িতে পুকুরে পড়ে শিশু কন্যার মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পুকুরে পড়ে মাহিয়া তাবাচ্ছুম (দেড় বছর) নামের এক শিশু কন্যা মারা গেছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) বেলা ১ টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর মদনহাট এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত মাহিয়া উক্ত এলাকার আজিম মাঝির বাড়ীর ইসমাইল হোসেনের কন্যা।

    এ ব্যাপারে সোনাইছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য বাবুল মিয়া বলেন, মেয়েটির মা,বাবা অসুস্থ্য। তারা ঘরের মধ্যেই ছিল, তাদের অলক্ষ্যে ঘরের পাশের পুকুরে মেয়েটি পড়ে যায়।

    অনেক খুঁজাখুজির পর মেয়েটির দেহ পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করে স্থানীয় বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।

    ২৪ ঘণ্টা/কামরুল ইসলাম দুলু/রাজীব প্রিন্স

  • মিরসরাইয়ে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

    মিরসরাইয়ে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে বজ্রপাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত মহিলার নাম মোমেনা খাতুন (৭০)।

    তিনি উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শেখেরতালুক গ্রামের শফিউল আলমের স্ত্রী। বুধবার (২৭ মে) দুপুর দেড়টায় এই ঘটনা ঘটে।

    স্থানীয় মো. নজরুল ইসলাম জানান, বুধবার দুপুরে গোসল করতে গেলে পুকুরঘাটে বজ্রপাতে গুরুত্বর আহত হয়। উদ্ধার করে দ্রুত মিরসরাই সদরের মাতৃকা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বজ্রপাতে ওই মহিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    ২৪ ঘণ্টা/আশরাফ/রাজীব প্রিন্স

  • ইউনাইটেড হাসপাতালে এসি বিস্ফোরণের আগুনে ৫ করোনা রোগীর মৃত্যু

    ইউনাইটেড হাসপাতালে এসি বিস্ফোরণের আগুনে ৫ করোনা রোগীর মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ঢাকা ডেস্ক : রাজধানীর গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের আগুনে দগ্ধ হয়ে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত পাঁচজনই করোনায় আক্রান্ত রোগী ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের মোবাইল রিং অফিসার মো. কামরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে জানান, ইউনাইটেড হাসপাতালের নিচতলায় আইসোলেশন রুমে আগুন লাগে। ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী।

    আগুনের সুত্রপাত বিষয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, এসি বিস্ফোরণের ফলে এ আগুন লেগেছে। রাত ১০টার কিছু পরই আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

    তিনি বলেন, করোনা রোগীর জন্য নিচতলায় চারটি আইসোলেশন কক্ষ ছিল। সামনের কক্ষের রোগীরা বের হতে পারলেও ভেতরে একটি কক্ষ থেকে ৫ জন রোগী বের হতে পারেননি। তারা এ দুর্ঘটনায় মারা গেছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • সীতাকুণ্ডে করোনায় নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে চমেকে মারা গেছে তরুণ চিকিৎসক

    সীতাকুণ্ডে করোনায় নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে চমেকে মারা গেছে তরুণ চিকিৎসক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : দিন যতই যাচ্ছে করোনার থাবায় দিশেহারা হয়ে উঠছে বাণিজ্যিক নগর চট্টগ্রাম। আক্রান্তের তালিকায় ইতিমধ্যে দেশের রাজধানী ঢাকার পরেই এখন চট্টগ্রামের অবস্থান। রীতিমতো করোনা মহামারির হটস্পটে পরিণত হয়েছে।

    সোমবার (২৫ মে) সকাল পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭১০ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ১ হাজার ৩০৬ ও উপজেলায় ৩০৪ জন।

    গত ২৪ ঘণ্টার রিপোর্টে মৃত্যুবরণকারীর তালিকায় যোগ হলো আরো একজনের নাম। করোনাভাইরাসে (কোভিড-১৯ এ) আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়।

    গতকাল ২৪ মে রবিবার সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে ৭০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। রাতে পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। সীতাকুণ্ডে করোনা সংক্রমণ শুরুর দেড় মাস পর প্রথমবারের মৃত্যুর ঘটনা ঘটল।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, ওই নারীর জ্বর ও শ্বাসকষ্ট থাকায় গত শনিবার দুপুরে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। রোববার সকালে তিনি মারা যান। সরকারি স্বাস্থ্যবিধি মেনে তাঁর লাশ দাফন করা হয়।

    ২৪ মে রবিবার রাতে পাওয়া নমুনা পরীক্ষার ফলে তাঁর করোনা পজিটিভ আসে। এছাড়া একই দিনের নমুনা পরীক্ষার ফলাফলে আরও পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে তিনি জানান। এ মৃত্যুটিসহ চট্টগ্রামে এখন পর্যন্ত সরকারি তালিকায় ৫৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

    করোনা উপসর্গ নিয়ে তরুণ চিকিৎসকের মৃত্যু : আজ সোমবার (২৫ মে) ভোর ৬টার দিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৩৪ বছর বয়সী তরুণ চিকিৎসক ডা. এস এম জাফর হোসাইন রুমি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

    মৃত্যুবরণকারী তরুণ চিকিৎসক ডা. এস এম জাফর হোসাইন রুমি বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের ৩য় ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের শিশুরোগ বিভাগের চিকিৎসক ছিলেন।

    আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক তথ্যটি নিশ্চিত করে বলেন, গত ১৬ মে শনিবার তরুণ এ চিকিৎসকের শ্বাসকষ্ট দেখা দিলে তিনি আমাদের হাসপাতালের কেবিনে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নেন। শারিরীক অবস্থা খারাপের দিকে গেলে ওইদিন দুপুরেই তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)তে নেওয়া হয়।

    গত ১৯ মে তার অবস্থা আরো খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের উদ্দ্যেশে এয়ার অ্যাম্বুলেন্স তৈরি করা হলেও করোনা উপসর্গ জানতে পেরে এয়ার অ্যাম্বুলেন্সটি তাকে না নিয়ে ফিরে যায়। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোর ৬ টার দিকে তার মৃত্যু হয়।

    হাসপাতাল সূত্রে জানা গেছে এর আগেও চিকিৎসক জাফর হোসাইনের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে। প্রথম বার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছিল। পরে পরীক্ষার জন্য আবারও নমুনা নেওয়া হয়েছে।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রামে মারা গেল এনএসআই মাঠ কর্মকর্তা, করোনায় মৃত্যু বেড়ে ৫৩/আক্রান্ত ১৬৪৫

    চট্টগ্রামে মারা গেল এনএসআই মাঠ কর্মকর্তা, করোনায় মৃত্যু বেড়ে ৫৩/আক্রান্ত ১৬৪৫

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরো একজনের মৃত্যুর খবর জানা গেছে। গতকাল ২৩ মে শনিবার রাত সাড়ে ১১টার সময় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    চট্টগ্রামে করোনায় মৃত্যু হওয়া ৫৩ তম ব্যাক্তিটির নাম মো. নাছির উদ্দীন (৫৮)। সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নে তার গ্রামের বাড়ি হলেও তিনি নগরীর খুলশী থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

    চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুম তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে তিনি জানান, মো. নাছির উদ্দিন করোনা আক্রান্ত হয়ে গত ১৯ মে দুপুর ১২টার দিকে ভর্তি হন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। শনিবার (২৩ মে) রাত সাড়ে ১১টার সময় চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

    এদিকে সন্দ্বীপ উপজেলার স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছ থেকে জানা যায়, নিহত মো. নাছির উদ্দিন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

    উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগর ও জেলায় নতুন করে ১৬৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ঠেকেছে ১ হাজার ৬৪৫ জনে। তাছাড়া জেলা সিভিল সার্জনের তথ্যমতে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ৫৩ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দেড়শ জন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • করোনা/নতুন ‘হটস্পট’ ভারত, আক্রান্তের নতুন রেকর্ড

    করোনা/নতুন ‘হটস্পট’ ভারত, আক্রান্তের নতুন রেকর্ড

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, বিশ্বে সর্বোচ্চ হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ আক্রান্তের তালিকায় বিশ্বে নতুন হটস্পট হিসেবে তালিকায় যুক্ত হচ্ছে ভারত।

    প্রতিনিয়ত রেকর্ড হারে আক্রান্ত হচ্ছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৬৭ জন আক্রান্ত হয়েছে। যা দেশটিতে একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৮৬৭ জনে দাঁড়িয়েছে।

    একদিনে নতুন করে যুক্ত হওয়া ১৪৭ জনসহ দেশটিতে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৮শ ৬৭ জন।

    ভারতের সবচেয়ে করোনার থাবা পড়েছে মহারাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ১৫শ জন। রাজ্যটিতে আক্রান্ত ছাড়িয়েছে ৪৭ হাজার।

    ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন দিন ধরে দেশটিতে প্রতিনিয়ত আক্রান্ত হয়েছে ৬ হাজারে বেশি। দেশটিতে এনিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৮৬৭ জনে দাঁড়িয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউন শিথিল করার পর দেশটিতে চলতি সপ্তাহে রেকর্ড হারে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত সোমবার দেশটিতে করোনা শনাক্ত হয় ৫ হাজার ২৪২ জন, বুধবার ৫ হাজার ৬১১ জন, শুক্রবার ৬ হাজার ৮৮ জন এবং গতকাল শনিবার ৬ হাজার ৬৫৪ জন। এরপর রোববার( ২৪ মে) নতুন রেকর্ড সংখ্যক আক্রান্তের খবর পাওয়া গেল।

    ভারত কী তাহলে করোনার নতুন হটস্পট, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • করোনা ঝড়ে কাবু যুক্তরাষ্ট্র, মৃত্যু লাখ ছুঁই ছুঁই/ বিশ্বে ছাড়াল ৪৩ হাজার, আক্রান্ত ৫৪৩৯৭৯

    করোনা ঝড়ে কাবু যুক্তরাষ্ট্র, মৃত্যু লাখ ছুঁই ছুঁই/ বিশ্বে ছাড়াল ৪৩ হাজার, আক্রান্ত ৫৪৩৯৭৯

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক : করোনা ঝড়ে কাবু যুক্তরাষ্ট্র। রোজ মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন হাজারো মানুষ। কোভিড-১৯ মহামারীতে প্রাণহানিতে শীর্ষে থাকা দেশটিতে আক্রান্তের সংখ্যাও বাড়ছে সমানতালে।

    সবশেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১১শ’র বেশি মানুষ মারা গেছেন করোনাভাইরাসে। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

    আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার উপরে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৮ হাজার ৬৮৩ জনের। আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৬ লাখ ৬৬ হাজার ৮২৮ জন এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৬ হাজার ৯১৪ জন।

    এদিকে রোববার (২৪ মে) সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের সূত্র অনুসারে, সারা বিশ্বে ৫৪ লাখ ৩ হাজার ৯৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন তিন লাখ ৪৩ হাজার ৯৭৫ জন।

    আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল, সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ৪১০ জন। মৃত্যু হয়েছে ২১ হাজার ৯৩৪ জনের।

    আক্রান্তের তালিকায় তৃতীয়স্থানে আছে রাশিয়া, সেখানে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ৮৮২ জন। মৃত্যু হয়েছে ৩৩৮৮ জনের। মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য। তবে আক্রান্তের তালিকায় দেশটি রয়েছে চতুর্থস্থানে। সেখানে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৩৬ হাজার ৭শরও বেশি মানুষ। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৮ হাজার।

    মৃত্যুতে বিশ্বে তৃতীয়স্থানে আছে ইতালি সেখানে ৩২ হাজার ৭০০ ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা। আটাশ হাজার ৬৭৮ জন মৃত্যু নিয়ে চতুর্থস্থানে আছে স্পেন। স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮২ হাজার ৩৭০ জন। চারশোর মতো মৃত্যু কম নিয়ে পঞ্চমস্থানে আছে ফ্রান্স। ২২ ছাড়ানো মৃত্যু নিয়ে ষষ্ঠস্থানে আছে ব্রাজিল।

    আক্রান্ত ও মৃত্যু দুটোই বেড়েছে ভারতে। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৪০০; মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৬৮ জন।

    চীনে প্রথম ৪১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত। পরে ভাইরাসজনিত অতি সংক্রামক রোগটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ১ এপ্রিলের মধ্যেই বিশ্বজুড়ে শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা ১০ লাখে পৌঁছে যায়।

    তারপরের ১০ লাখে সংক্রমিত হতে লাগে দুই সপ্তাহ। আর তার পরের ১০ লাখে পৌঁছাতে লেগেছিল ১২ দিন। আরও ১০ লাখ বাড়তে লেগেছিল ১৩ দিন। কিন্তু এর পরের ১০ লাখ সংক্রমণ হতে সময় লাগে সবচেয়ে কম সময় ১০ দিন।

    শনিবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত সংখ্যা ৩২ হাজার ৭৮ জন; মৃতের সংখ্যা ৪৫২ জন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • আরো এক পুলিশ সদস্য জীবন দিল করোনায়/জয় করে ১৮১ পুলিশ বাড়ি ফিরল শুক্রবার

    আরো এক পুলিশ সদস্য জীবন দিল করোনায়/জয় করে ১৮১ পুলিশ বাড়ি ফিরল শুক্রবার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : মহামারি করোনায় আরও এক পুলিশ সদস্যের প্রাণ কেড়ে নিয়েছে। করোনা প্রতিরোধের ১২তম সম্মুখযোদ্ধা হলেন রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সুবেদার পদমর্যাদার, অফিশিয়াল পদবী এসআই সশস্ত্র। বয়স ৫৭ বছর।

    শুক্রবার রাত ১১টার দিকে রাজশাহী জেলার মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

    রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ড. সাইফুল ফেরদৌস জানান, ওই পুলিশ সদস্যে নওগাঁ থাকতে গত ১৭ মে তার নমুনা সংগ্রহ করা হয়। ওই দিন তিনি ছুটিতে রাজশাহী চলে আসেন। বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষার পর ফলাফল পজেটিভ আসে।

    তিনি বলেন, শুক্রবার সকালে তিনি পুলিশ লাইন হাসপাতালে যান। সেখান থেকে তাকে আইসোলেশন ইউনিট মিশনারি খ্রিস্টান হাসপাতালে পাঠানো হয়।

    বিকেল সাড়ে ৫টায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে ভর্তি করে মিশনা হাসপাতালে রাখা হয়। রাত ১১টার দিকে তিনি মারা যান। প্রয়াত ওই পুলিশ সদস্যের বাড়ি পাবনায় বলে জানা গেছে।

    এদিকে উন্নত চিকিৎসা নিশ্চিত করায় করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠার সংখ্যাও বাড়ছে প্রতিদিন। সুস্থ হয়ে উঠছেন করোনাক্রান্ত পুলিশ সদস্যরা। ঈদের আগে করোনামুক্ত হয়েছেন আরও ১৮১ জন পুলিশ সদস্য। শুক্রবার (২২ মে) কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন তারা।

    ১৮১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম সানতু। তিনি বলেন, এর আগে করোনা পজিটিভ হওয়ায় তারা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন।

    সরকারের আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী, ১৮১ পুলিশ সদস্যদের পরপর দুই বার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দ্বিতীয় কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

    হাসপাতাল ত্যাগ করার সময় বরাবরের মতোই করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধাদের শুভেচ্ছা জানানো হয় এবং ফুল দিয়ে করোনা জয়ী এ সকল পুলিশ সদস্যদের বিদায় জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

    এ নিয়ে করোনা আক্রান্ত সাতশরও বেশি পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। আর করোনা যুদ্ধে এখন পর্যন্ত ১২ জন গর্বিত দেশপ্রেমিক পুলিশ সদস্য আত্মত্যাগ করেছেন।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • করোনা : চট্টগ্রামে ২য় পুলিশ সদস্যের মৃত্যু/ মৃত্যুর পর মিলল আক্রান্ত হওয়ার তথ্য

    করোনা : চট্টগ্রামে ২য় পুলিশ সদস্যের মৃত্যু/ মৃত্যুর পর মিলল আক্রান্ত হওয়ার তথ্য

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন সদর কোর্টে র জিআরও শাখায় কর্মরত পুলিশ কনস্টেবল মোখলেসুর রহমান (৫৭)। গত ১৯ মে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

    মৃত্যুর পর করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। গতকাল ২০ মে বুধবার রাতে জেলা সিভিল সার্জন সুত্রে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে মৃত পুলিশ সদস্যের করোনা পজেটিভ আসে।

    তথ্যটি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা কোর্টের দায়িত্বপ্রাপ্ত কোর্ট ইনস্পেকটর সুব্রত ব্যানার্জি গণমাধ্যমকে জানান, মৃত পুলিশ সদস্যের বাড়ি চাঁদপুর। সদর কোর্টের জিআরও শাখায় কর্মরত ছিলেন।

    ব্যারাকে থাকা অবস্থায় কয়েকদিন ধরে তিনি জ্বর সর্দি ও করোনা উপসর্গে ভুগছিলেন। পরে খুব বেশি অসুস্থবোধ করলে ১৯ মে মঙ্গলবার রাতে তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বুধবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।

    মৃত পুলিশ সদস্যের সহকর্মীদের কাছ থেকে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে মারা যাবার পর মৃত পুলিশ সদস্য মোখলেসুর রহমানের নমুনা সংগ্রহ করা হয়।

    বুধবার রাতের নমুনা পরীক্ষার রিপোর্ট তার করোনা পজিটিভ আসে। রিপোর্ট পাওয়ার পর তার সংস্পর্শে থাকা সকল সহকর্মীদের কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে বলে জানা গেছে।

    এর আগে গত শুক্রবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর নমুনা পরীক্ষায় তারও করোনা পজেটিভ আসে। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ২ পুলিশ সদস্যের মৃত্যু হলো।

    করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই পুলিশ সদস্যের নাম নঈমুল হক (৩৮)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

    তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ফতেয়াবাদ পীর বাড়ি এলাকায়। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ তিন শিশু সন্তান এবং বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স