Tag: মৃত্যু

  • করোনা/ মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে মৃত্যু ৩৯ হাজার ছাড়িয়েছে |২৪ ঘণ্টায় ১৮৯১

    করোনা/ মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে মৃত্যু ৩৯ হাজার ছাড়িয়েছে |২৪ ঘণ্টায় ১৮৯১

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক || মহামারী করোনাভাইরাসে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না লাশের সারি।

    কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে নিউইয়র্ক এর অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৮৯১ জনের প্রাণহানী ঘটেছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ১৪ জনে দাঁড়ালো।

    এছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩৮ হাজার ৮৩০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৬৮ হাজার ২৮৫ জন। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে দেশটি।

    জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার পর্যন্ত ইউরোপজুড়ে করোনায় ১ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

    মহামারী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৭৫৮ জন। বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত ছাড়িয়ে গেছে ২৩ লাখ। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫ লাখ ৯৭ হাজার জন।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় পেট্টোল পাম্পের হিসাব রক্ষকের মৃত্যু

    সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় পেট্টোল পাম্পের হিসাব রক্ষকের মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি || সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আজগর আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

    গতকাল শনিবার রাত সাড়ে ৯ টার সময় উপজেলার মাদামবিবির হাটের জাহানাবাদ এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।

    নিহত আজগর আলী মাদাম বিবিরহাটস্থ সোনারগাঁও পেট্টোল পাম্পের হিসাব রক্ষক বলে জানা গেছে।

    জানা যায়, তিনি রাতের ডিউটিতে আসার সময় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার বাড়ী রাউজান থানা এলাকায় বলে জানা যায়।

    বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আশরাফুল ইসলাম।

    ২৪ ঘণ্টা/ কামরুল দুলু/ আর এস পি

  • না ফেরার দেশে অভিনয় শিল্পী ফেরদৌসী আহমেদ লীনা

    না ফেরার দেশে অভিনয় শিল্পী ফেরদৌসী আহমেদ লীনা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বিনোদন ডেস্ক || দেশের সকল অভিনয় শিল্পীদের কাঁদিয়ে প্রিয়জনদের রেখে না ফেরার দেশে পারি জমালেন অভিনয় শিল্পী ফেরদৌসী আহমেদ লীনা। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

    শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা রওনক হাসান।

    তিনি বলেন, লিনা আপা অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। ওনার দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। আপার আত্মার শান্তি কামনা করছি। দেশের টেলিভিশন ও চলচ্চিত্রে এই জনপ্রিয় অভিনয় শিল্পী ফেরদৌসী আহমেদ লীনার অনেক ভূমিকা ছিল।

    আগামীকাল বাদ দুপুরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

    ফেরদৌসী আহমেদ লীনা ১৯৭৫ সালে একটি বাটার অয়েলের বিজ্ঞাপন এর মধ্য দিয়ে তিনি মিডিয়া জগতে পা রাখেন।

    ১৯৭৮ সালে তিনি ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষী শ্রীকান্ত’। এই ছবিতে তিনি অভয়া চরিত্রে অভিনয় করেছিলেন।

    তার অভিনীত সর্বশেষ ছবি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’। এতে তিনি নায়ক শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

    এছাড়া ফেরদৌসী আহমেদ লীনা বিভিন্ন টিভি চ্যানেলের নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে তার অভিনীত জনপ্রিয় নাটকগুলো হলোঃ ‘গুলশান এভিনিউ’, ধারাবাহিক নাটক ‘ঘটক বাকি ভাই’ ‘নন্দিনী’, ও ‘নীল জোছনায় কালো সাপ’।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • করোনা/কানাডায় মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা শরীফ, এনিয়ে ৫ বাংলাদেশির মৃত্যু

    করোনা/কানাডায় মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা শরীফ, এনিয়ে ৫ বাংলাদেশির মৃত্যু

    ২৪ ঘণ্টা প্রবাস ডেস্ক || প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কানাডায় এ রিপোর্ট লেখার সময় ৫ জন বাংলাদেশির মৃত্যুর খবর জানা গেছে।

    সর্বশেষ ১৭ এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যা ৭.৫০ মিনিটে দেশটির সেন্ট মাইকেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বীর মুক্তিযোদ্ধা সালাম শরীফ (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

    মৃত্যুর আগে সালাম শরীফের বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি টরন্টোর বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন।

    দেশটিতে পঞ্চম বাংলাদেশির মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে বাংলাদেশি কমিউনিটিতে।

    মৃত্যুর আগে এ বীর মুক্তিযোদ্ধা স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য বন্ধু-বান্ধব রেখে যান।

    তার কন্যা সিনথিয়ার বরাতে সালাম শরীফের মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন ব্যারিস্টার কামরুল হাফিজ।

    জানা যায়, মুক্তিযোদ্ধা সালাম শরীফ গোপালগঞ্জের এলাকার অধিবাসী। তিনি অন্টারিও আওয়ামী লীগের উপদেষ্টা, আওয়ামী লীগ অফ কানাডার সভাপতি এবং গ্রেটার ফরিদপুর জেলা সমিতির প্রেসিডেন্ট ছিলেন।

    উল্লেখ্য, ইতোপূর্বে অটোয়ায় গত ৪ এপ্রিল শরিয়তুল্লাহ এবং গত ৫ এপ্রিল টরন্টোতে হাজী তুতিউর রহমান, ১০ এপ্রিল ওমর শেখ এবং জামাল আলী এই মরণঘাতী ভাইরাসে মারা যান। পঞ্চম বাংলাদেশি হিসেবে ১৭ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সালাম শরীফ।

    এই রিপোর্ট লেখার সময় কভিড-১৯’এ পাঁচ জন বাংলাদেশিসহ মারা গেছেন ১ হাজার ৩১০ জন। আক্রান্ত ৩১ হাজার ৬৪২ আর সুস্থ হয়েছেন ১০ হাজার ৩২৮ জন।

    সব চেয়ে বেশি কুইবেক সিটিতে ৬৩০ জন মারা গেছেন। এরপর রয়েছে অন্টারিও প্রভিন্সে ৪৭৮ জন। তবে নোনাভাট এখনো করোনা মুক্ত প্রদেশ!

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • চট্টগ্রামে করোনা/ বৃহস্পতিবার সনাক্ত একমাত্র রোগীটি বেঁচে নেই, মৃতের সংখ্যা ৫

    চট্টগ্রামে করোনা/ বৃহস্পতিবার সনাক্ত একমাত্র রোগীটি বেঁচে নেই, মৃতের সংখ্যা ৫

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি || করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি)র আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    নিহতর বয়স ৬৫ বছর। তিনি চট্টগ্রাম নগরীর সরাইপাড়ার বাসিন্দা। এর আগে গতকাল ১১৯ জনের করোনা পরীক্ষা করে ১৯ জনের মধ্যে চট্টগ্রামের একমাত্র করোনা পজেটিভ ব্যক্তি ছিলেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ওই বৃদ্ধের মৃত্যু হয়।

    ডা.হাসান বলেন, গতকাল বৃহস্পতিবার নগরীর সরাইপাড়ার একজন বৃদ্ধ করোনা শনাক্ত হয়। তিনি বিআইটিআইডিতে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে মারা গেছেন।

    এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ জনে দাড়িয়েছে।

    এদিকে মৃত ব্যক্তির দাফনের দায়িত্ব নিয়েছেন আনজুমান এ মহিদুল ইসলাম। নগরীর অক্সিজেনের আরেফিন নগর এলাকায় তার দাফন হবে বলে জানা গেছে।

    উল্লেখ যে, ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে এখন পর্যন্ত ১১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত ৫৫ জন রোগী শনাক্ত হয়েছে।

    ২৪ ঘণ্টা/ কামরুল দুলু/ আর এস পি

  • করোনা ] ২৪ ঘণ্টায় ভারতে ৩১ মৃত্যু, ১০ হাজার ছাড়িয়েছে আক্রান্ত/মেয়াদ বাড়ল লকডাউনের

    করোনা ] ২৪ ঘণ্টায় ভারতে ৩১ মৃত্যু, ১০ হাজার ছাড়িয়েছে আক্রান্ত/মেয়াদ বাড়ল লকডাউনের

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক || বিশ্বব্যাপী করোনা ছোবল থেকে মুক্ত নন বাংলাদেশর বন্ধুপ্রতিম দেশ ভারত। এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩৩৯ জন।

    সংবাদ মাধ্যম এনডিটিভির সুত্রে জানা যায় গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যায় সবচেয়ে বেশি। একদিনে মারা গেছে ৩১ জন।

    এদিকে মৃত্যুর সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।দেশটিতে মোট ১০ হাজার ৩৬৩ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে।

    অন্যদিকে করোনা ভাইরাস পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার।

    মঙ্গলবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন ১২ দিন বাড়ানোর ঘোষণা দেন। এর ফলে আগামী ৩ মে পর্যান্ত লকডাউনে থাকবে দেশটি।

    এর আগে দেশটির সরকার ঘােষিত ২১ দিনের লকডাউনের মেয়াদ আজ শেষ হলেও সম্প্রতি করোনায় আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বাড়ায় গত শনিবার মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে দেশটির অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন বৃদ্ধির দাবি জানান।

    পশ্চিমবঙ্গ-সহ ৯ টি রাজ্য ইতিমধ্যে লকডাউনের মেয়াদ ১৫দিন বাড়িয়েও দিয়েছে। পরিপ্রেক্ষিতে আজ ফের জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিনি ৩ মে পর্যিন্ত সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।

    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী করোনা আক্রান্ত ৮৫৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ভারতে।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

    রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাঙ্গামাটি প্রতিনিধি || রাঙ্গামাটি জেলা সদরের জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে।

    রোববার দিবাগত রাতে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।

    তিনি জানান, ওই ব্যক্তি জ্বর-কাশি নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসলে তাকে আইসোলেশনে ভর্তি করানো হয়। তার রক্তের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

    রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্র জানিয়েছে, মারা যাওয়া ওই রোগী দীর্ঘদিন ধরে টিবি রোগে ভুগছিলেন। এ অবস্থায় শনিবার রাঙামাটি হাসপাতালে আসলে পরিস্থিতি বিবেচনায় তাকে করোনার আইসোলেশনে ভর্তি করানো হয়।

    এ পর্যন্ত রাঙামাটিতে মোট ৪৬ জনের রক্তের নমুনা সংগ্রহ করে ৩৬টির ফলাফলে কারো শরীরে করোনা সনাক্ত হয়নি।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • পটিয়ার করোনা আক্রান্ত প্রতিবন্ধি শিশুটি মারা গেছে, চট্টগ্রামে মৃতের সংখ্যা ২

    পটিয়ার করোনা আক্রান্ত প্রতিবন্ধি শিশুটি মারা গেছে, চট্টগ্রামে মৃতের সংখ্যা ২

    ২৪ ঘণ্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি || চট্টগ্রামের পটিয়া উপজেলায় করোনা আক্রান্ত প্রথম রোগী ৬ বছরের প্রতিবন্ধি শিশুটি আর বেঁচে নেই।

    রবিবার দিবাগত রাত আড়াইটান সময় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

    নিহত আশরাফুল ইসলাম (৬) পটিয়া উপজেলার হাঈদগাঁও ইউনিয়ন ১ নং ওয়ার্ড ওসমান পাড়ার বাসিন্দা খলিলুর রহমান প্রকাশ সজলের ছেলে।

    নিহতের পারিবারিক সুত্র তথ্যটি নিশ্চিত করার পর চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির কাছে জানতে চাইলে তিনিও মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

    শিশুটির মৃত্যুতে চট্টগ্রামে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা বেড়ে ২ জনে দাড়িয়েছে।

    সিভিল সার্জন বলেন, গতকাল রাত ২টা ১০ মিনিটে তাকে পটিয়া থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আনা হয়। রাত আড়াইটায় তার মৃত্যু হয়েছে। এখন নিয়ম অনুযায়ী দাফনের ব্যবস্থা চলছে বলেন বলে জানান তিনি।

    এর আগে রবিবার রাত ১০ টার দিকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের ব্রিফিংএ পটিয়া উপজেলায় প্রথম করোনা আক্রান্তের খবরটি জানা যায়। এরপর থেকে পুরো পটিয়াবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উৎকন্ঠায় থাকে নিজ এলাকাবাসীও।

    রাত সোয়া ১২টার দিকে উপজেলা প্রশাসন ও পটিয়া থানা পুলিশের একটি টিম হাঈদগাঁও ইউনিয়নের আক্রান্ত এলাকার অর্ধশত পরিবারকে লকডাউন ঘোষণা করেন।

    করোনা আক্রান্ত প্রতিবন্ধি শিশুটির বাবা রাতে ২৪ ঘণ্টা ডট নিউজকে জানিয়েছেন, গত ২ মাস আগে ওমান থেকে দেশে ফিরেছেন তার শালারা। কয়েকদিন আগে থেকর তার ছেলের বেশি অসুখ দেখা দিলে গত শনিবার দুপুর বারোটার সময় পটিয়া হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়।

    কর্তব্যরত চিকিৎসক করোনা অনুমান করে শিশুটির থেকে স্যাম্পল সংগ্রহ করে। রোববার সন্ধ্যার পরে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক করোনা পজেটিভ নিশ্চিত করেন এবং রাতে জেলা সিভিল সার্জনও তার নিয়মিত প্রেস ব্রিফে তা নিশ্চিত করে।

    পটিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, পটিয়া উপজেলায় করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর চট্টগ্রাম থেকে রোববার রাত ১২টার সময় জরুরি ভিত্তিতে ১টি অ্যমবুলেন্স পাঠানো হয়।

    পটিয়া সহকারী কমিশনার ভুমি ইনামুল হক এর উপস্থিতিতে থানান এস আই নুরুল আমিনন, আক্কাস উদ্দিনসহ একদল পুলিশের সহায়তায় আক্রান্ত শিশুটিকে চট্টগ্রামে নিদ্দিষ্ট হাসপাতালে প্রেরন করা হয়।

    চট্টগ্রামে গতকাল ১২ এপ্রিল রবিবার পর্যন্ত মোট ১৪ জন করোনায় আক্রান্ত রোগীর খবর নিশ্চিত করেছেন চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক। এরমধ্যে শিশুটিসহ দুজনের মৃত্যু হয়।

    ২৪ঘণ্টা/সঞ্জয় সেন/আর এস পি

  • জ্বর, কাশি নিয়ে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি রোগী আইসোলেশনে,অতঃপর মৃত্যু

    জ্বর, কাশি নিয়ে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি রোগী আইসোলেশনে,অতঃপর মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। খাগড়াছড়ি প্রতিনিধি : জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত এক রোগী গত ৯ মার্চ ভর্তি হয়েছিলো খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে।

    ২৫ মার্চ বুধবার দুপুর ২টার দিকে শ্বাসকষ্ট, গলা ব্যথাসহ তার শারিরীক অবস্থা নিয়ে সন্দেহজনক হওয়ায় তাকে রাখা হয় হাসপাতালটির আইসোলেশনে। রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

    লক্ষণ দেখে সন্দেহ হওয়ায় তার মৃতদেহ থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।

    খাগড়াছড়ির সিভিল সার্জন নূপুর কান্তি দাশ তথ্যটি নিশ্চিত করে বলেন, জ্বর, কাশিতে আক্রান্ত হয়ে ৩০ বছর বয়সী রোগীটি গত ৯ মার্চ থেকে হাসপাতালে ভর্তি হয়। এরপর তিনি শ্বাসকষ্টে ভুগতে থাকলে সন্দেহ হওয়ায় তাকে দুপুরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

    তিনি বলেন, তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হবে। রাতেই যথাযথ নিয়ম অনুসরণ করে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে মরদেহ মৃত ব্যক্তির গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

    এদিকে রোগীটির মৃত্যুর পর ওই হাসপাতালে রোগীর চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার, দুই জন নার্স ও এক আয়াকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

    ২৪ ঘন্টা/ আর এস পি

  • করোনায় দেশে ৪জনসহ ৫ দেশে মোট ১৯ বাংলাদেশির মৃত্যু

    করোনায় দেশে ৪জনসহ ৫ দেশে মোট ১৯ বাংলাদেশির মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) এ সংক্রমিত হয়ে বাংলাদেশের মধ্যে চারজন এবং দেশের বাইরে আরো ৪টি দেশে ১৫ জনসহ এখন পর্যন্ত ১৯ জন বাংলাদেশির মৃত্যুর খবর জানা গেছে।

    আজ ২৫ মার্চ বুধবার সকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা প্রায় ১৯ হাজার। এর মধ্যে বাংলাদেশি রয়েছেন ১৯ জন।

    প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশেই মারা গেছেন ৪ জন। দেশের মধ্যে প্রথম মৃত্যুর তথ্য পাওয়া যায় গত ১৮ মার্চ। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ (আইইডিসিআর) প্রথম নিশ্চিত করেন গত ১৮ মার্চ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় এক বৃদ্ধের মৃত্যুর খবর।

    দুদিনে মৃত্যুর আর কোন খবর পাওয়া না গেলেও গত ২১ মার্চ মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে জরুরি সংবাদ সম্মেলনে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে আরেকজনের মৃত্যুর খবর জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত ২৩ মার্চ বিকেলে আইইডিসিআর অনলাইন ব্রিফিংয়ে জানায় দেশের মধ্যে তৃতীয় বাংলাদেশির মৃত্যুর খবর।

    গতকাল ২৪ মার্চ মঙ্গলবার বিকেলে অনলাইন লাইভ ব্রিফিংয়ে আইইডিসিআরের পক্ষ থেকে পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা চতুর্থ ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেন।

    দেশের বাইরে ১৫ বাংলাদেশির মৃত্য : দেশের বাইরে আরো ৪টি দেশে মোট ১৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে সর্ব্বোচ্চ বাংলাদেশির মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে এখন পর্যন্ত ৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুধুমাত্র গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজন নারী ও দুজন পুরুষের মৃত্যু হয় দেশটির নিউইয়র্কে।

    তারা সেদেশের এলমহার্স্ট হসপিটাল ও প্লেইনভিউ হসপিটাল নর্থওয়েলে মারা গেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ তথ্য নিশ্চিত করেন। এদের মধ্যে ৬০ বছরের আবদুল বাতেন, ৭০ বছরের নূরজাহান বেগম এবং ৪২ বছরের এক বাংলাদেশি প্রবাসী নারী মারা গেছে এলমহার্স্ট হসপিটালে। এবং ৫৯ বছরের এটিএম সালাম মারা গেছেন প্লেইনভিউ হসপিটাল নর্থওয়েলে।

    এর আগে গত ২৩ মার্চ যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৩৮ বছরের আমিনা ইন্দ্রালিব তৃষা এবং ৬৯ বছরের মোহাম্মদ ইসমত। তার আগের সপ্তাহে মারা গেছেন মোতাহের হোসেন ও মোহাম্মদ আলী নামের আরো দুজন বাংলাদেশি।

    দেশের বাইরে এর পরেই বাংলাদেশি মৃত্যুর সংখ্যা বেশি ছিলো যুক্তরাজ্য। যুক্তরাজ্যে সর্বমোট ৫ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ৪৯ বছর বয়সী খসরু মিয়া নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয় লন্ডনে।

    এর আগের দিন মঙ্গলবার একই হাসপাতালে মারা গেছেন পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত হোয়াইট চ্যাপেলের সেটেলস স্ট্রিট এলাকার বাসিন্দা বাংলাদেশি প্রবাসি হাজি জমসেদ আলী (৮০)।

    যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম ব্যক্তি ছিলেন ম্যানচেস্টারে বসবাসরত ৬০ বছর বয়সী এক বাংলাদেশি। তিনি পাঁচ থেকে ছয় বছর আগে ইতালি থেকে এসে স্থায়ীভাবে বসবাস করছিলেন ব্রিটেনে।

    দ্বিতীয় বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে। করোনাভাইরাসের সঙ্গে হাসপাতালে আটদিন যুদ্ধ করার পর পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে মৃত্যুবরণ করেন ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি। তৃতীয় বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন যুক্তরাজ্যে সফররত এক বাংলাদেশি। লন্ডনের গ্রেট অরমন্ড হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

    তাছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের বাইরে একজন বাংলাদেশির মৃত্যু হয় ইতালির মিলানে। গত ২০ মার্চ তিনি মারা যান। পাসপোর্টের তথ্য অনুযায়ী, তার বয়স ৫০ হলেও ঘনিষ্ঠজনেরা জানান, প্রায় ৬০ বছর বয়সী ছিলেন ওই ব্যক্তি।

    গতকাল ২৪ মার্চ মঙ্গলবার গাম্বিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি ইমামের মৃত্যু হয়েছে। তিনি ধর্ম প্রচারের কাজে সেখানে সফররত ছিলেন। এর আগে আরো কয়েকটি দেশ ভ্রমণ করেছিলেন। গাম্বিয়ায় করোনা আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যুর ঘটনা।

    ২৪ ঘন্টা/আর এসপি

  • এবার কিশোরগঞ্জে মারা গেছে ইতালি ফেরত এক প্রবাসী

    এবার কিশোরগঞ্জে মারা গেছে ইতালি ফেরত এক প্রবাসী

    ২৪ ঘন্টা ডট নিউজ। সারাদেশ ডেস্ক : দেশের কিশোরগঞ্জের ভৈরবে মারা গেছে ইতালি ফেরত এক প্রবাসী। গতকাল ২২ মার্চ রবিবার রাত ১১টার সময় স্থানীয় একটি হাসপাতালে প্রবাস ফেরত ৬০ বছর বয়সী আব্দুল খালেকের মৃত্যু হয়।

    উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব বুলবুল আহমেদ তথ্যটি নিশ্চিত করেন।

    ইতালি ফেরত প্রবাসীর মৃত্যুর খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

    স্থানীয়রা মৃত ব্যক্তির করোনায় আক্রান্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সে জন্য তার নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর।

    এ ঘটনায় উপজেলা প্রশাসন মৃত ব্যক্তির চারপাশের ১০টি ঘর এবং দুটি বেসরকারি হাসপাতালের মানুষের চলাচল সীমিত করেছে। ঘটনার রাতে দুই হাসপাতালে যাঁরা কর্মরত ছিলেন, তাঁদের হাসপাতালের ভেতরেই অবস্থান করতে বলা হয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে মৃত ব্যক্তির বাড়ির চারপাশেও।

    স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি দেড় যুগ আগে ইতালিতে যান। ইতালির পরিস্থিতি নাজুক পর্যায়ে যাওয়ার পর ফেব্রুয়ারির ২৮ তারিখে তিনি দেশে আসেন। দেশে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পর্যায়ক্রমে দুটি বেসরকারি হাসপাতাল আবেদিন জেনারেল হাসপাতাল ও ডক্টরস চেম্বারে চিকিৎসা দেয়া হয়। তাঁর দুই ছেলে বর্তমানে ইতালিতে আছেন।

    তবে ওই ব্যক্তি ইতালি থেকে ফেরার বিষয়টি উপজেলা করোনা প্রতিরোধ কমিটির নজরে আনেননি। এমনকি স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো হাসপাতালেও যাননি এবং এলাকায় স্বাভাবিক চলাফেরা করছিলেন। প্রতিবেশীরা এই নিয়ে শঙ্কিত থাকলেও তিনি লোকলজ্জার কারণে সরাসরি কিছু বলেননি।

    শনিবার থেকে ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে রাত নয়টার দিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ থাকার পর চিকিৎসকেরা তাঁর পরিবারের সদস্যদের তাঁকে হৃদ্‌রোগের চিকিৎসা করাতে পরামর্শ দেন।

    এ অবস্থায় ওই হাসপাতাল থেকে তাঁকে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবানা ফারজানা জানান, তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না জানতে নমুনা সংগ্রহ করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ‘ওই ব্যক্তি আমাদের তালিকার বাইরে ছিলেন। জেনেছি, তিনি নিজে হোম কোয়ারেন্টিনে ছিলেন। পরিবারের সদস্যদের কাছ থেকে জেনেছি, তাঁর জ্বর ও শ্বাসকষ্ট ছিল। নমুনা সংগ্রহের জন্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হয়েছে। তারা আসছে।

    তিনি বলেন, যে নিয়মে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির দাফনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়, এই মৃত ব্যক্তির ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে।

    এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১৮ মার্চ (বুধবার) প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম এক বৃদ্ধের মৃত্যুর খবর দেয় আইইডিসিআর।

    এরপর গত শনিবার (২১ মার্চ) মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে জরুরি সংবাদ সম্মেলনে আরেকজনের মৃত্যুর খবর দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া করোনায় এখন পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৭ জন।

    ২৪ ঘন্টা/আর এস পি

  • চন্দনাইশে মিনিবাস ও মোটর সাইকেলের সংঘর্ষে বাবুর্চির মৃত্যু

    চন্দনাইশে মিনিবাস ও মোটর সাইকেলের সংঘর্ষে বাবুর্চির মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে মিনিবাস ও মোটর সাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন নুরুল ইসলাম প্রকাশ একরাম (৫০) নামে এক হোটেল বাবুর্চি।

    আজ ১৪ মার্চ শনিবার ভোর ৬টার দিকে উপজেলার গাছবাড়িয়া ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম উপজেলার মধ্যম গাছবাড়িয়া পক্ষী মার্কা এলাকার আবু তালেব মুন্সী বাড়ির মৃত আবদুল আজীমের ছেলে এবং পেশায় তিনি একজন বাবুর্চি বলে জানা গেছে।

    পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে চট্টগ্রাম শহরমুখী একটি মিনিবাস গাছবাড়িয়া ফিলিং স্টেশন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

    মোটরসাইকেলটি বাঁচানোর চেষ্টা করলে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী গাছবাড়িয়া ফিলিং স্টেশন এলাকায় ঢুকে পড়ে। এসময় সড়কের পাশ দিয়ে হেঁটে নিজের কর্মস্থলে যাওয়ার পথে হোটেল বাবুর্চি নুরুল ইসলামকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

    সড়ক দুর্ঘটনায় নিহতের তথ্যটি নিশ্চিত করেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছির আরাফাত। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে বাবুর্চি নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

    তাছাড়া দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেয়া হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, বাসের সাথে ধাক্কা লেগে ২ মোটরসাইকেল আরোহী আহত হলেও তারা ঘটনার পর পর মোটরসাইকেলটি ফেলে চলে যাওয়ায় তাদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।

    ২৪ ঘন্টা/ আরএসপি