Tag: মৃত্যু

  • সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

    সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে’র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দূর্ঘটনায় মো. কামরুল হাসান (২৮) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

    আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সোনাইছড়ির লালবেগ এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত কামরুল হাসান বরিশাল জেলার ভাউখালী থানার রাজাপুর গ্রামের মো. মহসিনের পুত্র। সে একজন শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবসায়ী।

    প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার সময় লালবেগ শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে ব্যবসার কাজ সেরে মোটর সাইকেল চালিয়ে মহাসড়কে উঠার সময় ঢাকামূখী একটি কভার্ডভ্যান মোটর সাইকেলকে চাপা দিলে গুরুতর আহত হয়।

    আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে।

    এই বিষয়ে চমেক পুলিশ ফাঁড়ির এ এস আই আলাউদ্দিন জানান, দুপুর ১২টার সময় লালবেগ এলাকায় মোঃ কামরুল হাসান নামে এক শিপ ব্রেকিং ব্যবসায়ী মোটর সাইকেল আরোহীকে একটি কভার্ডভ্যান চাপা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।

    বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজান বলেন, কাভার্ডভ্যানের সাথে ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। কাভার্ডভ্যানটি আটক করে থানায় নেওয়া হয়েছে বললেন তিনি।

  • কাট-কপি-পেস্ট’র জনক ল্যারি টেসলারের মৃত্যু

    কাট-কপি-পেস্ট’র জনক ল্যারি টেসলারের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের কম্পিউটার বিজ্ঞানীদের মধ্যে অন্যতম এবং বহুল ব্যবহৃত কম্পিউটার কমান্ড ‘কাট, কপি ও পেস্ট’ উদ্ভাবক ল্যারি টেসলার ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।

    সোমবার তার মৃত্যু হয় বলে বুধবার টুইটারে ঘোষণা দিয়েছে জেরক্স।

    এক বিবৃতিতে জেরক্স জানায়, কাট, কপি ও পেস্ট, ফাইন্ড ও রিপ্লেসহ আরো বেশ কিছু বহুল ব্যবহৃত কমান্ডের উদ্ভাবক ছিলেন ল্যারি। আর বৈপ্লবিক ধারণার কারণে আমাদের কাজগুলো অনেক সহজ হয়েছে। সোমবার তার মৃত্যু হয়েছে। আসুন তাকে ঊর্ধ্বে তুলে ধরি।

    স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করা ল্যারি টেসলাম কম্পিউটারের সাথে মানুষের মিথস্ক্রিয়া বিশেষজ্ঞ হবে নিজেকে গড়ে তুলেছেন। তিনি কাজ করেছেন অ্যামাজন, অ্যাপল, ইয়াহু ও জেরক্স পালো আল্টো রিসার্চ সেন্টারে।

    পুরনো সম্পাদনার পদ্ধতি, যাতে ছাপা অক্ষর এক স্থান থেকে কেটে অন্যত্র আঁটা লাগিয়ে বসানো হয়; তা থেকেই কাট-পেস্ট ধারণার সূত্রপাত। ১৯৮৩ সালে অ্যাপল তার কাট, কপি ও পেস্ট কমান্ডটি লিসা কম্পিউটারে যুক্ত করার পর এই কমান্ড জনপ্রিয়তা পেতে শুরু করে। পরের পর প্রথম ম্যাকিন্টোশ কম্পিউটারে কমান্ডটি যুক্ত করতে তা জনপ্রিয় হয়।

    সিলিকন ভ্যালির কম্পিউটার ইতিহাস জাদুঘর টুইটারে লিখেছে, টেসলারের লক্ষ্য ছিল কম্পিউটার হবে সবার জন্য। জেরক্স থেকে টেসলারকে ১৯৮০ সালে অ্যাপলে নিয়ে আসেন কোম্পানিটির প্রয়াত সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস। এখানে তিনি প্রায় ১৭ বছর কাজ করেন।

  • সড়ক দুর্ঘটনায় আহত চুয়েট শিক্ষার্থী তাহমিদের মৃত্যু,চুয়েট ভিসি’র শোক

    সড়ক দুর্ঘটনায় আহত চুয়েট শিক্ষার্থী তাহমিদের মৃত্যু,চুয়েট ভিসি’র শোক

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের লিচু বাগান এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি ট্যাক্সির সংঘর্ষে আহত চুয়েট শিক্ষার্থী তাহমিদ চৌধুরী (২৩) ও আর বাঁচলনা। প্রায় ৩৬ ঘন্টা হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে চলে গেলেন না ফেরার দেশে।

    আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নগরীর জিইসি মোড়স্থ মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহমিদ মারা যায়।

    নিহত তাহমিদ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ‘১৫ ব্যাচের শিক্ষার্থী এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ির কে.বি. বাজার এলাকার শাহাব উদ্দিন আহমেদ এবং বেগম রোকসানা শাহাবের একমাত্র সন্তান বলে জানা গেছে।

    গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের লিচু বাগান এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি ট্যাক্সির সংঘর্ষে গুরুতর আহত হয় চার জন। তাদেরকে স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন ফয়সাল রিদুয়ান কবির নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

    সোমবার সকালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয় তাহমিদ চৌধুরীর। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। তাছাড়া কাজী রোসালিয়া এবং নাসিবা নাওয়ার নামে আরো দুজন আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

    পরিবারসূত্রে জানা যায়, মরহুম তাহমীদুল ইসলাম চৌধুরীর নামাজে জানাজা আজ ১৭ ফেব্রুয়ারি বেলা ২ ঘটিকায় নগরীর পাঁচলাইশস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর বাসভবন (পাঁচলাইশ থানার পশ্চিমে) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

    এরপর তাঁকে গ্রামের বাড়ি বাঁশখালী নিয়ে যাওয়া হবে। সেখানে রাত ৮ টায় দ্বিতীয় নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

    চুয়েট ভিসি’র শোক প্রকাশ : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চুয়েট শিক্ষার্থী তাহমীদুল ইসলাম চৌধুরী (২৩)র মৃত্যুতে চুয়েট পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

    তিনি এক শোকবার্তায় বলেন, সড়ক দুর্ঘটনায় মেধাবী ছাত্র তাহমীদুল ইসলাম চৌধুরীর এই অকালে ঝরে যাওয়া আমাদের সকলকে অত্যন্ত বেদনাহত করেছে। তাঁর মৃত্যুতে চুয়েট পরিবারের জন্য বড় ক্ষতি হয়ে গেল। আমি চুয়েট পরিবারের পক্ষ থেকে তাহমীদুল ইসলাম চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

    একইসঙ্গে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন যেন তার পরিবারের সকলকে এ শোকের ভার বহনের ক্ষমতা দেন।

  • বন্য হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে নারীর মৃত্যু

    বন্য হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে নারীর মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার উত্তর গুয়াপঞ্চক হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত নারীর নাম দেবী রানী দে (৪৫)। তিনি একই এলাকার ডা. অরুন কান্তি দে’র স্ত্রী। হাতির আক্রমনে দেবী রানীর শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, রবিবার দিবাগত রাতে জন্য হাতিটি পাহাড় থেকে উত্তর গুয়াপঞ্চক হিন্দুপাড়ায় এসে বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করে।

    এসময় হাতিটিকে তাড়াতে এলাকাবাসি ছুটে এলে হাতিটির সামনে পড়ে যায় দেবী রানী। নিজ ঘরের সামনে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

    বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে বন্য হাতির আক্রমণে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।

  • পটিয়ায় কাভার্ডভ্যান চাপায় স্কুল ছাত্রের মৃত্যু, চালক আটক

    পটিয়ায় কাভার্ডভ্যান চাপায় স্কুল ছাত্রের মৃত্যু, চালক আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় কাভার্ডভ্যান চাপায় মো. মোসাদ্দেক ফয়েজ অপু (১৫) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক চান মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ।

    আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫টার সময় উপজেলার আমজুরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত অপু উপজেলার এয়াকুবদন্ডী গ্রামের মো. মোরশেদ আলমের ছেলে এবং জঙ্গলখাইন ইউনিয়নের কৃষি উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল দশম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। 

    জানা গেছে, অপু বৃহস্পতিবার দুপুরে পটিয়ায় সদরে যান। বিকেলে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম মূখী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-২২-২৪১০) পিছন থেকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    ইউনিয়ন কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল ২৪ ঘন্টা ডট নিউজকে জানিয়েছেন, কাভার্ডভ্যান চাপায় তাদের স্কুলের ভোকেশনাল দশম শ্রেণীর এক ছাত্র প্রাণ হারিয়েছেন।

    পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মুজিবুর রহমান জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহতের হওয়ার ঘটনায় কুষ্টিয়া জেলার টিপু সুলতানের ছেলে ও কাভার্ডভ্যান চালক চান মিয়াকে আটক করা হয়েছে।

  • চট্টগ্রামে বাসচাপায় পোষাক শ্রমিকের মৃত্যু

    চট্টগ্রামে বাসচাপায় পোষাক শ্রমিকের মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দগাঁও এলাকায় বাসের চাপায় নিহত হয়েছে শিপন কর্মকার (৩০) নামে এক পোষাক শ্রমিক।

    আজ ২০ জানুয়ারি সকাল ৭টার দিকে চান্দগাঁও থানাধীন আরাকান রোডের শরাফতউল্লাহ পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত শিপন বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল ইউনিয়নের নেপাল কর্মকারের ছেলে এবং ওয়েল গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে।

    চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে বাসা থেকে বেরিয়ে পোষাক কারখানায় যাওয়ার জন্য সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত বাস চাপায় গুরুতর আহত হয় শিপন।

    পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন।

  • সাতকানিয়ায় গাড়ি থেকে পড়ে রোহিঙ্গা নাগরিকের মৃত্যু

    সাতকানিয়ায় গাড়ি থেকে পড়ে রোহিঙ্গা নাগরিকের মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় মাহেন্দ্র গাড়ি থেকে পড়ে এক রোহিঙ্গা নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    গতকাল ১২ জানুয়ারি রবিবার রাতে সাতকানিয়ার কেরানিহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে নিহত হয়েছেন নুরুল আমিন (৩৫)। তিনি কক্সবাজারের টেকনাফের জামতলী রোহিঙ্গা ক্যাম্পের আবদুল গফুরের ছেলে বলে জানা গেছে।

    তথ্যটি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, রবিবার রাতে মাহেন্দ্র গাড়ির পেছনে দাড়িয়ে এক নিকট আত্মীয়ের সাথে দেখা করতে যাচ্ছিলেন।

    হঠাৎ অসুস্থ হয়ে সে গাড়ি থেকে নিচে পড়ে যায়। রাত একটার সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • আনোয়ারায় বৃদ্ধকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছড়ে মারল বন্যহাতি

    আনোয়ারায় বৃদ্ধকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছড়ে মারল বন্যহাতি

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দিলে ঘটনাস্থলেই এক বৃদ্ধের মৃত্যু হয়। মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকায় বন্যহাতির আক্রমনের শিকার হলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

    নিহত বৃদ্ধের নাম মো. সোলাইমান সর্দার (৭৫)। তিনি উপজেলার বটতলী গ্রামের নুরপাড়ার মৃত এরশাদ আলীর ছেলে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাতে বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ জানান, সোলায়মান সর্দার মঙ্গলবার ভোরে ফজরের নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদের দিকে যাচ্ছিলেন।

    রুস্তমহাট এলাকার একটি দোকানের সামনে গিয়ে বন্যহাতির আক্রমনের শিকার হন সোলায়মান। ভয়ে পালানোর চেষ্টা করলেও হাতির শুঁড় দিয়ে তাকে পেঁচিয়ে আছাড় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    এর আগে গত বছরের শেষের দিকে ১৪ই ডিসেম্বর আনোয়ারার বিভিন্ন এলাকায় বন্য হাতির আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্থ ২০ পরিবারকে বন বিভাগের মাধ্যমে আর্থিক অনুদান দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

    জানা যায় গত ৩ বৎসরে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় বন্য হাতির আক্রমনে ৮ জনের মৃত্যু ও শতাধিক লোক আহত এবং কৃষিক্ষেত ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

  • পতেঙ্গা সৈকত এলাকার সায়মা শপিং সেন্টারে আগুন : দোকান কর্মচারির মৃত্যু

    পতেঙ্গা সৈকত এলাকার সায়মা শপিং সেন্টারে আগুন : দোকান কর্মচারির মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বিনোদনের অন্যতম প্রধান স্পট পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার সায়মা শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    বুধবার গভীররাতে ওই শপিং সেন্টারের ফারুক স্পিড বোট সার্ভিস নামক একটি প্রতিষ্ঠানে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের কর্মচারি মো. জাবেদ (১৮) আগুনে দগ্ধ হয়ে মারা যায়।

    নিহত জাবেদ কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার নোয়াপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

    চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন ঘটনার সত্যতা ও একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, বুধবার গভীররাত সোয়া ১টার সময় পতেঙ্গার সায়মা শপিং সেন্টারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পতেঙ্গা ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। পরে ফারুক স্পিড বোট সার্ভিসিং সেন্টারের ভেতর থেকে এক যুবকের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।

    তিনি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তাৎক্ষনিক জানাতে না পারলেও নিহত যুবকের পরিচয় নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম মো. জাবেদ। সে ওই প্রতিষ্ঠানের কর্মচারি। রাতে সে প্রতিষ্ঠানের ভেতর ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যায়।

  • রাউজানে সাংবাদিক গাজী জয়নালের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

    রাউজানে সাংবাদিক গাজী জয়নালের পিতার মৃত্যু : বিভিন্ন মহলের শোক

    ২৪ ঘন্টা ডট নিউজ।রাউজান প্রতিনিধি : দৈনিক ইত্তেফাকের রাউজান প্রতিনিধি সাংবাদিক গাজী জয়নাল আবেদীন জুবায়ের’র পিতা গাজী আব্দুল কাদের আর নেই।

    ৩০ ডিসেম্বর সোমবার বিকাল তিনটায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪ নং ওয়ার্ডের এইচডিইউ ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ শারীরিক রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

    ৩০ ডিসেম্বর রাত ১০ টায় স্থানীয় জামে মসজিদ ময়দানে নামাজে জায়নাজা শেষে হযরত সোনা গাজী (রহ:) ও হযরত টোনা গাজী শাহ (রহ:) গোরস্থানে দাফনকাজ সম্পন্ন হয়।

    গাজী জয়নালের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, রাউজান সাংবাদিক কল্যাণ সমিতি, রাউজান সাহিত্য পরিষদ, পাহাড়তলী নজরুল ক্লাবসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ।

  • চমেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় কয়েদির মৃত্যু

    চমেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় কয়েদির মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মো. শফি (৪৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

    মঙ্গলবার রাতে হাসপাতালের ১২ নং ওয়ার্ডে তার মৃত্যু হয়। মো. শফি ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙ্গামাটি এলাকার নবীদুর রহমানের বাড়ির আলী আহমেদ সওদাগরের ছেলে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার এসআই ঈমাম হোসেন। তিনি বলেন, বনবিভাগের দায়ের করা এক মামলায় মো. শফি ৬ মাসের সাজা হয়ে সে কারাগারে ছিলেন। তার কয়েদি নাম্বার ৬২৬৩/৩।

    কারাগারে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ১২টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। প্রশাসনিক সকল প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার এ পুলিশ কর্মকর্তা।

  • দুই জেলায় র‌্যাবের সাথে পৃথক বন্দুকযুদ্ধে সন্ত্রাসী ও ইয়াবা কারবারির মৃত্যু

    দুই জেলায় র‌্যাবের সাথে পৃথক বন্দুকযুদ্ধে সন্ত্রাসী ও ইয়াবা কারবারির মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক নিউজ : দেশের দুই জেলায় র‌্যাবের সাথে পৃথক বন্দুকযুদ্ধের ঘটনায় কক্সবাজারের মাদক কারবারি মো. রুবেল (২২) ও পাবনার তালিকাভুক্ত সন্ত্রাসী আমিন শেখ (৪০) এর মৃত্যু হয়েছে। পৃথক দুটি ঘটনায় এ সময় র‌্যাবের দুই সদস্য আহত এবং বিপুল দেশীয় অস্ত্র, গুলি, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধারের তথ্য জানিয়েছে র‌্যাব।

    আমাদের কক্সবাজার প্রতিনিধি জানিয়েছেন, টেকনাফে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. রুবেল (২২) নামে এক মাদক ও অস্ত্র কারবারি নিহত হয়েছেন। ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) ভোররাত ৩টার দিকে র‌্যাব-১৫, (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ সদর ইউপির বড় হাবিবছড়া সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় ইয়াবার চালান খালাসের সংবাদ পেয়ে অবস্থান নেয়।

    কিছুক্ষণ পর র‌্যাবের উপস্থিতি টের পেলে মাদক কারবারিরা তাদের উপর গুলি চালায়। এতে র‌্যাবের দুই সদস্য আহত হলে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, দেশীয় তৈরী একটি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি ও গুলির ২টি খালি খোসা উদ্ধার করা হয়েছে।

    এসময় গুলিবিদ্ধ এক মাদক কারবারিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

    নিহত রুবেল টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া জুম্মা পাড়া এলাকার মো. সিদ্দিকের ছেলে। সে মাদক ও অস্ত্র কারবারি এবং ডাকাত দলের সক্রিয় সদস্য ছিল বলে জানিয়েছে র‌্যাব। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব। তিনি এই ঘটনায় তদন্ত সাপেক্ষে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান।

    এদিকে আমাদের পাবনা প্রতিনিধি জানিয়েছেন বুধবার ভোর ৪টার দিকে পাবনার সদর উপজেলার রাজাপুর এলাকায় র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে আমিন শেখ (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।

    র‌্যাবের দাবি, নিহত আমিন শেখ তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে সদর থানায় তিনটি করে হত্যা ও অস্ত্র মামলাসহ ১১টি মামলা রয়েছে। নিহত আমিন উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামের এসকেন শেখের ছেলে।

    র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার রাজাপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে ভোররাত ৪টার দিকে অভিযানে যায় র‌্যাবের একটি অভিযানিক টিম।

    ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩টি তাজা গুলি, একটি রাম দা, একটি চাপাতি ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে ডাকাতদলের সদস্যরা। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে।

    এক পর্যায়ে ডাকাত দল পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।