Tag: মৃত্যু

  • ফটিকছড়িতে অজ্ঞাত মহিলার মৃত্যু

    ফটিকছড়িতে অজ্ঞাত মহিলার মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়েছে। আজ ২১ ডিসেম্বর বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা অজ্ঞাত এ মহিলাকে মৃত ঘোষণা করেন। 

    এর আগে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিনের নেতৃত্বে কয়েকজন মিলে অজ্ঞাত এ মহিলাকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড থেকে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার মৃত্যু হয়। বর্তমানে উক্ত মহিলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের রয়েছেন বলে জানা গেছে।

    উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, সুন্দরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে রাস্তার পাশে এক অজ্ঞাত মহিলা পড়ে থাকার খবর পাই। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

    ভদ্রমহিলার কোন পরিচয় পাওয়া যায়নি, তাই উপজেলায় তার দাফনের ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।

  • লামায় ১৫ দিনের ব্যবধানে আরো এক বন্য হাতির মৃত্যু

    লামায় ১৫ দিনের ব্যবধানে আরো এক বন্য হাতির মৃত্যু

    লামা (বান্দরবান) প্রতিনিধি : পনের দিনের ব্যবধানে বান্দরবানের লামা উপজেলায় আরো একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী এলাকার দুর্গম পাহাড়ি ইসকাটার ঝিরির হরি রঞ্জন বাবুর রাবার বাগানের পাশে হাতিটির মৃত দেহ পাওয়া যায়।

    মৃত হাতিটির বয়স আনুমানিক ২৪ থেকে ২৫ বছর হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এর আগে গত ৬ নভেম্বর একই ইউনিয়নের ইয়াংছা সলিমুল হক চৌধুরীর বাগানে একটি ও কুমারী চাককাটাররিতে একটি বাচ্চা বন্য হাতির মৃত্যু হয়।

    সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকালে কুমারী ইসকাটার ঝিরিতে একটি অসুস্থ বন্য হাতি দেখে ইউনিয়ন পরিষদ সদস্য মো. আলমগীর চৌধুরী ও বন বিভাগ কর্তৃপক্ষকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ডুলহাজারা সাপারি পার্কের ডা. মোস্তাফিজুর রহমান ও সদর রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খানসহ একটি টিম ঘটনাস্থলে গিয়ে অসুস্থ হাতিটিকে চিকিৎসা সেবা প্রদান করেন। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে হাতিটি মারা যায়।

    বন্যহাতির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, চলাচলের সময় বড় কোন পাহাড় থেকে পড়ে হাতিটি আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর অসুস্থ্য হয় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের জন্য হাতিটির নমুনা সংগ্রহ করা হয়েছে।

  • সাতক্ষীরায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ছাত্রলীগ নেতার ২ দেহরক্ষীর মৃত্যু

    সাতক্ষীরায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ছাত্রলীগ নেতার ২ দেহরক্ষীর মৃত্যু

    ২৪ ঘন্টা ডেস্ক : সাতক্ষীরা শহরের কামালনগর চৌরাস্তা এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে জেলা ছাত্রলীগ’র সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের ২ দেহরক্ষী। 

    গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি তাজা গুলি, তিনটি গুলির খোসা ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে।

    নিহতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে দাবি পুলিশের। নিহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার মুনজিতপুর এলাকার মামুনুর ইসলাম ওরফে দ্বীপ ও কালীগঞ্জ উপজেলার উজিরপুর এলাকার আব্দুল সবুর সরদার সাইফুর রহমান।

    সাতক্ষীরা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, গত ৩১ অক্টোবর কালিগঞ্জের পাওখালিতে গুলি করে বিকাশের দুই এজেন্টের কাছ থেকে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় দ্বীপ ও সাইফুলের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মামলা হয়। এ মামলায় শুক্রবার তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।

    পরে তাদের দেয়া স্বীকারোক্তি মোতাবেক রাতে কালীগঞ্জ থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ যৌথ অভিযানে যায়। অভিযানকালে ভোররাতে বাইপাস সড়ক এলাকায় অন্যান্য সহযোগীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছিনতাকারী দ্বীপ ও সাইফুল নিহত হন।

    ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মগে পাঠিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যা অপহরণ ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিমের এ কর্মকর্তা।

  • সীতাকুণ্ডের কুমিরায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

    সীতাকুণ্ডের কুমিরায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার কুমিরা সোনারপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. রাসেল মাহমুদ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন।

    আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোররাতে এ দূর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। নিহত রাসেল মাহমুদ ঝালকাঠি জেলার ঝালকাঠি থানার রাজপাশা গ্রামের আব্দুল মালেকের পুত্র।

    জানা যায়, ভোরে রেল লাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ষ্টেশন মাষ্টারকে জানান। পরে পুলিশকে খবর দিলে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

    সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস.আই আরব আলী ২৪ ঘন্টা ডট নিউজ জানান, আমরা খবর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। রাতের যেকোন সময় ট্রেনে কাটা পড়ে নিহতের ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

  • সড়ক দুর্ঘটনা : বাকলিয়ায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু, ফ্লাইওভারে আহত সিএনজি চালক

    সড়ক দুর্ঘটনা : বাকলিয়ায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু, ফ্লাইওভারে আহত সিএনজি চালক

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

    বুধবার ২৭ নভেম্বর ভোর ছয়টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর অংশের ফরেস্ট গেইট এলাকায় এবং একইদিন সকাল আটটার দিকে নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাকলিয়া নতুন ব্রিজ এলাকায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী জামাল উদ্দিন (৫০) নিহত হয়েছে। এঘটনায় তার স্ত্রী নিলু আক্তার (৩৬) গুরতর আহত হয়েছে। নিহত জামাল পূর্ব বাকলিয়া এলাকার মৃত আবদুর রহমান এর ছেলে।

    বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, দ্রুতগামী একটি বাস স্বামী স্ত্রী আরোহিত একটি মোটর সাইকেলকে ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে স্বামী জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

    এ ঘটনায় আহত স্ত্রী নিলু আক্তারকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানায় আলাউদ্দিন।

    এদিকে পাঁচলাইশ থানার উপ পরিদর্শক মো. ইমাম হোসেন জানিয়েছেন বুধবার ভোর ৬টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর অংশে ফরেস্ট গেইট এলাকায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে এক সিএনজি অটো রিকশা চালক গুরুতর আহত হয়েছে।

    কাভার্ডভ্যানটি ফ্লাইওভার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং আহত সিএনজি অটো রিকশাচালককে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত চালকের নাম পরিচয় তাৎক্ষনিক জানাতে পারেনি তিনি।

  • মিরসরাইতে গাছ থেকে পড়ে নিহত বৃদ্ধ

    মিরসরাইতে গাছ থেকে পড়ে নিহত বৃদ্ধ

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গাছ থেকে পড়ে মারা গেছেন মো. নুরুল আলম নামের এক বৃদ্ধ। সোমবার (২৫ নভেম্বর) দুপুর সোয়া ২টার সময় উপজেলার গাছবাড়িয়া গ্রামের মিজান কোম্পানির বাড়িতে দূর্ঘটনাটি ঘটে।

    নিহত নুরুল আলম মিরসরাই উপজেলার গাছবাড়িয়া মিজান কোম্পানির বাড়ির নুরুল হকের ছেলে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, মিরসরাই উপজেলার গাছবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন ৭০ বছর বয়সী বৃদ্ধ নুরুল আলম।

    গুরুতর আহত অবস্থায় বাড়ির অন্যান্য স্বজনরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

  • রাউজানে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাউজানে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে পানিতে ডুবে মোহাম্মদ তাকিব নামের এক স্কুল ছাত্র মারা গেছে। গত শুক্রবার উপজেলার ডাবুয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।

    নিহত তাকিব ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাচন আলীর বাড়ির আবুল কালামের পুত্র। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। স্থানীয় হযরত মুছা শাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে অধ্যায়নরত ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

    স্থানীয় লোকজন জানান, শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য পুকুরে গোসল করতে নেমে অসাবধানতাবশত পানিতে পড়ে গেলে পানিতে ডুবে যায়। সে সাঁতার জানতো না। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় গহিরাস্থ জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ সময় স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতাড়না হয়। বিকেলেই তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী লালু বিষয়টি নিশ্চিত করেছেন।

  • আগ্রাবাদে বাসচাপায় গৃহবধুর মৃত্যু

    আগ্রাবাদে বাসচাপায় গৃহবধুর মৃত্যু

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ লাকি প্লাজার সামনে বাসচাপায় নিহত হয়েছে স্বপ্না বড়ুয়া (৫২) নামের এক গৃহবধু। ২১ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

    নিহত স্বপ্না ফটিকছড়ি উপজেলার ফতেয়াপুর ইউনিয়নের দিলীপ বড়ুয়ার স্ত্রী বলে জানা গেছে।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল তথ্যটি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার সময় বাসচাপায় গুরুতর আহত এক নারীকে চমেক হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়।

    বেলা সাড়ে ১১টার সময় নিহত নারীর ভাই সুমন বড়ুয়া মেডিকেলে খোঁজ নিতে এসে জানতে পারে তার বোন সকালে বাস চাপায় নিহত হয়েছে। তার বরাতে জহিরুল বলেন, স্বপ্না বড়ুয়া ডায়াবেটিকস রোগে আক্রান্ত ছিলেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অন্যান্য দিনের মত বৃহস্পতিবার সকালে সে হাটতে বের হলে দুর্ঘটনাটি ঘটে।

  • পটিয়ায় শ্যামলী-টমটম সংঘর্ষ : চমেকে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

    পটিয়ায় শ্যামলী-টমটম সংঘর্ষ : চমেকে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া বাইপাসে শ্যামলী পরিবহনের বাসের সাথে টমটমের সংঘর্ষে আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

    এর আগে রবিবার সকাল ১০টার সময় পটিয়া বাইপাস ভাটিখাইন বটতল মসজিদের পাশে শ্যমলি পরিবহনের একটি বাসের সাথে টমটমের সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন টমটমের তিন যাত্রী।

    নিহত টমটম যাত্রীর নাম শ্যামল শীল (৫০)। তিনি কচুয়াইন এলাকার মৃত মনিন্দ্র শীলের ছেলে। সে একটি সেলুন দোকানে চাকরি করতো বলে স্থানীয় সুত্রে জানা যায়। এ ঘটনায় আহত রুপম দাশ (২৮) ও নাসির উদ্দিন(৩৮) হাসপাতালে চিকিৎসাধিন আছেন।

    স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত শ্যামলসহ তিন যাত্রী সকালে টমটমে করে বাইপাস সড়ক পার হচ্ছেন। এমনসময় চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি বাস উল্টো দিক থেকে আসা টমটমকে ধাক্কা দিলে শ্যামলসহ টমটমে থাকা তিন যাত্রী গুরতর আহত হয়।

    পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতালে নেয়া হলে তাদের অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল প্রেরণ করেন সেখানকার চিকিৎসক। পটিয়া হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক বাবলু দাশ জানায় আহতদের অবস্থা খারাপ দেখে চট্টগ্রাম মেডিেকল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    এদিকে চমেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শ্যামল শীলের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।

    তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, নিহত শ্যামল সকালে টমটমে করে তার কর্মস্থলে যাচ্ছিলেন। চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি বাস উল্টো দিক থেকে আসা টমটমকে ধাক্কা দিলে শ্যামলসহ টমটমে থাকা তিন যাত্রী গুরতর আহত হয়। বেলা ১২টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

  • চট্টগ্রামে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

    চট্টগ্রামে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে এসি মেরামতের কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে পড়ে নয়ন ধর (২২) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

    ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে নগরীর দুই নম্বর গেট এলাকার ফিনলে প্রপার্টিজের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহতের ঘটনাটি ঘটে। নিহত নয়নের বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলায় বলে জানা গেছে।

    তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় নগরীর ২ নম্বর গেইট এলাকার ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ভবনে এসি মেরামতের কাজ করছিল।

    অসতর্ককতা বশত সে ভবন থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। অন্যান্য সহকর্মীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • চট্টগ্রামে দেয়াল ধ্বসে শ্রমিকের মৃত্যু

    চট্টগ্রামে দেয়াল ধ্বসে শ্রমিকের মৃত্যু

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীতে নির্মাণাধীন একটি ভবনের বেইজড নির্মাণের সময় পাশের একটি দেয়াল ধ্বসে নিহত হয়েছে এক নির্মাণ শ্রমিক।

    আজ ১১ নভেম্বর সোমবার বিকেল ৪টার সময় চট্টগ্রামের দক্ষীণ খুলশীর ১নং রোডে আনোয়ারের ৬নং বাড়িতে দুর্ঘটনাটি ঘটে।

    নিহত শ্রমিকের নাম বাচ্চু মিয়া (৫৫)। তিনি কুমিল্লা জেলার কসবা থানা এলাকার আছকিনা ইউনিয়নের বাসিন্দা মৃত আবদুস সামাদের ছেলে বলে জানা গেছে।

    শ্রমিক নিহতের তথ্যটি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁডির ইনচার্জ মো. জহিরুল হক ভূঁইয়া বলেন, সোমবার বিকেলে খুলশীতে নির্মাণাধীন একটি ভবনের কাজ করার সময় পাশের একটি দেয়াল ধ্বসে গুরুতর আহত হয় নির্মাণ শ্রমিক বাচ্চু মিয়া।

    আহত অবস্থায় বাচ্চুর অপর সহকর্মীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চু মিয়াকে মৃত ঘোষণা করে।

  • পটিয়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় ব্যাবসায়ীর মৃত্যু

    পটিয়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় ব্যাবসায়ীর মৃত্যু

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় চলন্ত মোটরসাইকেল স্লীপ করে উল্টে গেলে নিহত হয় মোটরসাইকেল আরোহী। শনিবার রাত ৮টায় আমজুরহাট স্বপ্নপুরী ক্লাবের সামনে এই ঘটনা ঘটে।

    নিহতের নাম মো: হারুন (৪২)। সেই পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের আবু তাহেরের পুত্র।

    পটিয়া হাসপাতাল সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক হারুন একজন ব্যবসায়ি। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে সন্ধ্যার পর থেকে পটিয়াতেও গুড়ি গুড়ি বৃষ্টি হয়। ব্যবসায়ি হারুন চট্টগ্রাম শহর থেকে মোরটসাইকেল নিয়ে পৌরসদরের বাড়ি ফিরছিল।

    গুড়ি গুড়ি বৃষ্টির কারনের মহা সড়কের বিভিন্ন পয়েন্ট ঝুঁকির্পূণ হয়। স্লীপ করে গাড়ি উল্টে হারুন গুরুতর আহত হন।

    পরে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ লক্ষী নারায়ন ও ডাঃ মো: রিদোয়ান হারুনকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।