২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়েছে। আজ ২১ ডিসেম্বর বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা অজ্ঞাত এ মহিলাকে মৃত ঘোষণা করেন।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিনের নেতৃত্বে কয়েকজন মিলে অজ্ঞাত এ মহিলাকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড থেকে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার মৃত্যু হয়। বর্তমানে উক্ত মহিলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের রয়েছেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, সুন্দরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে রাস্তার পাশে এক অজ্ঞাত মহিলা পড়ে থাকার খবর পাই। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ভদ্রমহিলার কোন পরিচয় পাওয়া যায়নি, তাই উপজেলায় তার দাফনের ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।