Tag: মৃত ব্যক্তির লাশ দাফন

  • রাউজান পৌরসভার ৭ নং ওয়ার্ডে করোনা উপসর্গে মৃত ব্যক্তির লাশ দাফন করলো “আশার আলো”

    রাউজান পৌরসভার ৭ নং ওয়ার্ডে করোনা উপসর্গে মৃত ব্যক্তির লাশ দাফন করলো “আশার আলো”

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান পৌরসভায় সরওয়ার উদ্দিন জসিম নামের করোনা উপসর্গে মারা যাওয়া এক ব্যক্তির লাশের দাফন-কাফনে অংশ নিয়েছে রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে গঠিত স্বেচ্ছাসেবী টিম আশার আলো।

    সরওয়ার উদ্দিন জসিম রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের হেদায়েত আলী মুন্সির বাড়ির মুহাম্মদ আলী জিন্নাহর পুত্র।

    স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান সমন্বয়ক রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা রবিবার সন্ধ্যায় লাশের গোসল ও দাফন-কাফন সম্পন্ন করেন।

    এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জানে আলম জনি, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, উপজেলা যুবলীগের সহ সম্পাদক সাবের হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন জামাল চিশতি, আরাফাত, তৌহিদ, দেলোয়ারসহ অন্যন্য নেতৃবৃন্দ।

    উল্লেখ্য এ পর্যন্ত রাউজানে ফারাজ করিম চৌধুরীর নেতৃত্বে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন আশার আলোর স্বেচ্ছাসেবক টীম ৩৫ টি লাশের দাফন-কাফন কাজে অংশ নেয়।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম