Tag: মেঘনা নদী

  • জেলের বরশিতে ধরা ৬মণ ওজনের পানপাতা মাছ

    জেলের বরশিতে ধরা ৬মণ ওজনের পানপাতা মাছ

    ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে জেলের বড়শিতে ছয় মণ ওজনের একটি পানপাতা মাছ ধরা পড়েছে।

    মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের মেঘনা নদীর চর সোনারামপুর এলাকা থেকে মাছটি ধরেন জেলে জাহাঙ্গীর মিয়া।

    জাহাঙ্গীর মিয়া বলেন, দুপুরে নদীতে বড়শিতে মাছ ধরতে যাই। বোয়াল মাছ ধরার জন্য নিয়মিত মেঘনা নদীতে নিয়মিত বরশি পাতি। প্রায় দুই মাস ধরে ছোট পুটি মাছ বরশিতে দিয়ে বড় মাছ ধরার চেষ্টা করছিলাম। একপর্যায়ে বিকাল সাড়ে ৪টার দিকে বড়শির টোপে একটি মাছ আটকা পড়ে। আমি বুঝতে পেরে মাছটি আমার ধারণার চেয়ে বড় হওয়ার কারণে টেনে তুলতে গেলে টেনে আনতে পারিনি।

    তিনি বলেন, ‘পরবর্তীতে আশপাশের জেলেদের ডেকে এনে মাছটি তুলতে সহায়তা চাই। নদী থেকে বিশাল এ মাছ তুলতে এক পর্যায়ে ২০ জনের সহযোগিতা নিতে হয়। পরে নৌকা দিয়ে স্থানীয় জেলেদের সহায়তায় মাছটি ধরে আশুগঞ্জ চকবাজার এলাকায় নিয়ে যাই’।মাছটি দেখতে উৎসুক মানুষ ভিড় জমায়।

    জাহাঙ্গীর বলেন, আশুগঞ্জ চকবাজারে মাছটি দাম হাঁকানো হয় দেড় লাখ টাকা। মাছটি আশুগঞ্জে বিক্রি করতে না পেরে ভৈরব ফেরিঘাট মাছ বাজারে নিয়ে যাই।