Tag: মেডিকেল ভর্তি পরীক্ষা

  • এমবিবিএস ভর্তি পরীক্ষা উপলক্ষে সিএমপি’র ট্রাফিক নিদের্শনা

    এমবিবিএস ভর্তি পরীক্ষা উপলক্ষে সিএমপি’র ট্রাফিক নিদের্শনা

    আগামী ৯ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাস, চট্টগ্রাম কলেজ ও ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে।

    উল্লেখিত কেন্দ্রসমূহে পরীক্ষা চলাকালীন সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে ঐদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ সড়কমুখী রাস্তায় রোড ব্যারিয়ার স্থাপনের মাধ্যমে সকল ধরণের যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হবে।

    সড়কগুলো হচ্ছে-নগরীর অলি খাঁ মসজিদ মোড় থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) সড়ক, চকবাজার কেয়ারীর মোড় থেকে চট্টগ্রাম কলেজ সড়ক, গণি বেকারী থেকে চট্টগ্রাম কলেজ সড়ক, প্যারেড গ্রাউন্ড উত্তর-পূর্ব কর্ণার থেকে কেয়ারী সড়ক ও প্রবর্তক মোড় থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) সড়ক।

    পরীক্ষার্থী পরিবাহী যানবাহনসমূহ পরীক্ষার্থীদের কেন্দ্রভিত্তিক সুবিধাজনক স্থান বিশেষ করে গণিবেকারী, কেয়ারী মোড়, প্যারেড গ্রাউন্ডের উত্তর-পূর্ব কর্ণার, অলি খাঁ মসজিদ মোড় ও প্রবর্তক মোড়সমূহকে ড্রপিং পয়েন্ট হিসেবে ব্যবহার করবে। আজ ৭ ফেব্রুয়ারি বুধবার চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনাসমূহ জারী করা হয়। নির্দেশনাগুলো অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

    উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন.এম নাসিরুদ্দিন জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, রোগী পরিবাহী এ্যাম্বুলেন্স ও জরুরী রোগী পরিবাহী অন্যান্য যানবাহন অত্র ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার আওতামুক্ত থাকবে। অন্যান্য যানবাহনের ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রসমূহের সম্মুখ রাস্তা ও আশ-পাশের সড়ক এবং রোড ব্যারিয়ার স্থাপনকৃত পয়েন্টগুলো যথাসম্ভব এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য পরামর্শ দেন তিনি।

    এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নিরবিচ্ছিন্নভাবে সম্পন্নের লক্ষ্যে সিএমপি’র ট্রাফিক বিভাগ নগরবাসীসহ সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছে।

  • মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি : চট্টগ্রামে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

    মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি : চট্টগ্রামে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

    আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষা। পরীক্ষাকে কেন্দ্র করে দেশের সব মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সেই নির্দেশ অমান্য করে চট্টগ্রামের রেটিনা ও উন্মেষসহ বেশ কয়েকটি মেডিকেল ভর্তি কোচিং তাদের কার্যক্রম চালু রাখে।

    আজ সোমবার (১৫ জানুয়ারি) সরেজমিনে গিয়ে কোচিং সেন্টারগুলোকে সতর্ক করে অনলাইন ও অফলাইন সকল প্রকার কোচিং বন্ধ রাখার নির্দেশ দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

    এ বিষয়ে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, মেডিকেল ভর্তি পরিক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিদের্শনা অনুযায়ী সকল মেডিকেল কোচিং সেন্টারকে তাদের কার্যক্রম বন্ধ রাখতে হবে। কোন কোচিং সেন্টার মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পূর্বে অনলাইন বা অফলাইন যেকোন ধরনের কার্যক্রম পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোচিং সেন্টারগুলো অবিলম্বে তাদের কার্যক্রম বন্ধ রাখবে বলে জানান। এ বিষয়ে মনিটরিং এর জন্য চকবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ করা হয়।

  • সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের ৩৫ শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

    সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের ৩৫ শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

    চলতি বছরের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুর সরকারী কারিগরী মহাবিদ্যালয় হতে এ পর্যন্ত ৩৫ জন শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ার খবর পাওয়া গেছে। গত বছর এর সংখ্যা ছিল ৩০ জন।

    এ পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী সৈয়দপুর টেকনিক্যাল কলেজ থেকে যারা মেডিকেলে চান্স পেয়েছে তারা হলো- ঢাকা মেডিকেল কলেজে নূরনবী (৪৪) ফেরদৌস (২৩) ও কথা (১৪৮), সলিমুল্লাহ মেডিকেল কলেজে আসরিন, ওমর ফারুক ও রিফাত, সোহরাওয়ার্দীতে রাফিয়া, রংপুর মেডিকেল কলেজে সাকিব, বুলবুল, সাদিক, পল্লবী, সানজিদা, ঐশী ও কথিকা রায়, সাতক্ষীরা মেডিকেল কলেজে অর্জুন, নোয়াখালি মেডিকেল কলেজে রোজা, ভবতোষ, আনিকা বুশরা, সিরাজগঞ্জ মেডিকেলে মেজবা, সাম্য পাল, টাঙ্গাইল মেডিকেল কলেজে জাকি, গোপালগঞ্জ মেডিকেলে একা, বগুড়া মেডিকেল কলেজে জাকিয়া সুলতানা, মুন, আরোফিন মাহমুদ, দিনাজপুর মেডিকেল কলেজে তৌসিফ, দিগন্ত, চট্টগ্রাম মেডিকেল কলেজে ফিজা, সিলেট এম এ জি তে নাঈম শাহরিয়ার, ময়মনসিংহ মেডিকেল কলেজে অদ্বৈত, রাঙ্গামাটিতে মুমতাহীনা মীম, নওগাঁ মেডিকেল কলেজে তকি তাজওয়ার, কুষ্টিয়া মেডিকেল কলেজে মিথুন, তাসরিয়ান, পাবনা মেডিকেল কলেজে নোবেল এবং সাব্বির ও তারিক এর কলেজ সম্পর্কে এখনও কোন নির্ভরযোগ্য তথ্য জানা যায়নি।

    সৈয়দপুর টেকনিক্যাল কলেজ কর্তৃপক্ষও এ ব্যাপারে সঠিক কোন তথ্য দিতে পারেনি তবে তারা মেডিকেলে চান্স পেয়েছে এ ব্যাপারে জোড় দিয়ে বলেছেন তারা।