Tag: মেধাবী নেতৃত্ব

  • বিতর্ক চর্চার মাধ্যমে মেধাবী নেতৃত্ব সৃষ্টি হয়-ফারাজ করিম

    বিতর্ক চর্চার মাধ্যমে মেধাবী নেতৃত্ব সৃষ্টি হয়-ফারাজ করিম

    রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ও সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর প্রতিষ্ঠাতা ফারাজ করিম চৌধুরী বলেছেন, বিতর্ক চর্চার মাধ্যমে মেধাবী নেতৃত্ব সৃষ্টি হয়। আর এই মেধাবীরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে।

    তিনি বলেন, পুরনো দিনের সেই চিন্তাভাবনা নয়, যুগের সাথে তাল মিলিয়ে নিত্যনতুন চিন্তাভাবনা ও উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

    তিনি আজ ২৯ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় রাউজান এ.কে.এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে রাউজানের ২৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার অংশগ্রহণে ৪র্থ আন্তঃস্কুল-মাদরাসা বিতর্ক প্রতিযোগিতা-২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর ব্যবস্থাপনায় ও রাউজান উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

    রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন লেখক ও গবেষক অধ্যাপক ড. মাসুম চৌধুরী।

    বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সি.সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, নোয়াজিষপুর ইউপি চেয়ারম্যান মোঃ সরোয়ার্দী সিকদার, রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশন এর নির্বাহী সদস্য সুমন দে। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম।

    এর আগে রাউজানের ২ টি শক্তিশালী বিদ্যালয়ের অংশগ্রহণে ৪র্থ আন্তঃস্কুল-মাদরাসা বিতর্ক প্রতিযোগিতার এবারের আসরের সমাপনী প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গহিরা এ.জে.ওয়াই.এম.এস বহুমুখী উচ্চ বিদ্যালয়। রানার-আপ হয় রাউজান আর.আর.এ.সি মডেল সরকারি হাই স্কুল।

    সেরা বিতার্কিক নির্বাচিত হয় গহিরা এ.জে.ওয়াই.এম.এস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২য় বক্তা নিপা দে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দৃষ্টি চট্টগ্রাম এর সাংগঠনিক সম্পাদক কাজী আরাফাত, সহ-সম্পাদক রিদোয়ান আলম আদনান ও সহ-সম্পাদক মুন্না মজুমদার।

    এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জানে আলম জনি, নজরুল ইসলাম চৌধুরী, জিল্লুর রহমান মাসুদ, মোহাম্মদ আসিফ, আরমান সিকদার, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, শাহরিয়ার হাসান সাকিব, তারেক হাসান, আবু বক্কর আরাফাত, মোহাম্মদ রিফাত, আরফান গণি ফাহিম, জুনাইদ উল্লাহ, তাজনবী ইমন, মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।