Tag: মেধাবী শিক্ষার্থী

  • মেধাবী শিক্ষার্থীদের পাঠ্যবই ও শিক্ষাবৃত্তি দিল সেন্ট্রাল বয়েজ অব রাউজান

    মেধাবী শিক্ষার্থীদের পাঠ্যবই ও শিক্ষাবৃত্তি দিল সেন্ট্রাল বয়েজ অব রাউজান

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই ও শিক্ষাবৃত্তি প্রদান করেছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান।

    বুধবার (৬ জানুয়ারি) রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটাস্থ মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্সে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম।

    সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর উপদেষ্টা জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক শওকত বাঙালী।

    বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ তৈয়্যব চৌধুরী, রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান শিকদার, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, আবু বক্কর আরাফাত, মোঃ মিজানুর রহমান, আরফান গণি ফাহিম, মাসুম বিল্লাহ, আরফানুল ইসলাম আবির, মোবারক হোসেন, হাফেজ ইফতেখার মাহমুদ, সৈয়্যদ সালমান নূরাইন, মোঃ এরশাদ, আনিসুর রহমান কাদেরী, বেলাল হোসেন সিফাত প্রমুখ।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নের শামীমা

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নের শামীমা

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ তে সর্বোচ্চ ফলাফলের জন্য ২০১৮ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদক লাভ করেছেন চট্টগ্রামের রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী শামীমা আকতার।

    সে এলাকার ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক কৃতিশিক্ষার্থী।

    স্বর্ণপদক প্রাপ্তিতে শামীমার গ্রামের বাড়ি ফতেনগর গ্রামের চাঁন গাজী বাড়ীর লোকজন খুব খুশি।

    স্থানীয় ইউপি চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার শামীমা আকতারের এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন।

    উল্লেখ্য বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) শাপলা হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পদক প্রদান করেন।

    এ সময় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল উপস্থিত ছিলেন।

  • মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে ফজলে করিমের মত আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে

    মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে ফজলে করিমের মত আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে

    আজকের মেধাবী শিক্ষার্থীরাই একদিন উন্নত, সমৃদ্ধ বাংলাদেশের বিনির্মাতা হিসেবে নিজেদের গড়ে তোলবে। এরাই আগামীতে রাউজানের স্বপ্ন দ্রষ্টা সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর মতো আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।

    চট্টগ্রামের রাউজানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভ করা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সন্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। আরো : পিতার জন্মদিনে সাংসদপুত্রের ব্যতিক্রমী উদ্যোগ

    বক্তারা আরো বলেন, একজন সংসদ সদস্যের জন্মদিন উপলক্ষে এই ধরণের আয়োজন নিঃসন্দেহে সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

    আজ ৬ নভেম্বর বুধবার সকালে রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

    সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর।

    উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বিশিষ্ট লেখক ও কলামিস্ট অধ্যাপক ড. মাসুম চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি বাবু রতন কান্তি দেবাশীষ, রাউজান থানার অফিসার ইনচার্জ কেপায়েত উল্লাহ, রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান।

    এছাড়াও অতিথি ছিলেন ১৫ নং নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার্দী শিকদার, পাহাড়তলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন, রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশন এর নির্বাহী সদস্য সুমন দে, রাউজান পৌরসভা আওয়ামীলীগ এর সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান এর আহবায়ক মহিউদ্দিন ইমন, যুগ্ন আহবায়ক দিদারুল আলম, সদস্য সচিব তপন দে, রাউজান পৌরসভা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান শিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ।

    স্বাগত বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম।

    অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা ও ৩০ জন শিক্ষার্থীকে ভর্তি ফি বাবদ নগদ টাকা মেধাবৃত্তি হিসেবে প্রদান করা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, অর্থ সম্পাদক তারেক হাসান, আবু বক্কর আরাফাত, মোহাম্মদ রিফাত, রাকিব চৌধুরী, সৈয়্যদ জুনাইদ উল্লাহ, মিজানুর রহমান, ওমর ফারুক মনি, মোহাম্মদ আরমান, অনিক ভট্টাচার্য, মোহাম্মদ আরফাত, মোহাম্মদ রবিন, তাজনবী ইমন, মোহাম্মদ ফয়সাল, আরমান উদ্দিন, সাজ্জাদ হোসেন, প্রিয়টন দে, জুনাইদ উল্লা তুষার, নুর উদ্দিন মুন্না, অমিত দাশগুপ্ত, নেওয়াজ চৌধুরী, ফরহানুল ইসলাম, তৌসিফ আহমেদ রাহাত, জাহেদুল ইসলাম ফরহাদ, জুনায়েদ আহমেদ শওকত, তামিম শিকদার সাইফ, মোহাম্মদ নাহিদ, এফ.এ ফাহিম, মোরশেদ আলম, তানভীর হোসেন প্রমুখ।