বায়ু দূষণের অভিযোগে সীতাকুণ্ডের মাদামবিবির হাটে অবস্থিত আবুল খায়ের মেল্টিং লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম।
আজ সোমবার(১৪ অক্টোবর) শুনানী শেষে উক্ত জরিমানা করা হয়।
জানা যায়, এ ফ্যাক্টরীতে দীর্ঘদিন যাবৎ বায়ু দূষণ হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযোগের সত্যতা পায় অধিদপ্তর। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে এই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের সহ-পরিচালক মুকতাদির হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।